ঝুপঝাপ জার্নি Jhupjhap Journey

  • Home
  • ঝুপঝাপ জার্নি Jhupjhap Journey

ঝুপঝাপ জার্নি Jhupjhap Journey Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঝুপঝাপ জার্নি Jhupjhap Journey, Digital creator, .

জীবন একটা রঙিন ক্যানভাস, আমি শুধু রং ছড়াচ্ছি!স্বপ্ন দেখি, হাসি, আর প্রতিদিন নতুন কিছু শিখি।এক কাপ চায়ের সাথে ভালো একটা গান। বন্ধুদের সাথে হইহুল্লোড়, কিংবা শান্ত সন্ধ্যায় নিজের সাথে কিছু সময়—এসবই আমার জীবনের রঙ।।

20/06/2025

ভালোবাসা, এক অধরা স্বপ্নের ডানা,
উড়ে যায় হৃদয়ের নীল আকাশে,
খুঁজে ফেরে পূর্ণতা, তবু থাকে অপূর্ণ,
অনন্তের পথে এক অনুভবের কাশে।তার ছোঁয়ায় ফোটে ফুল, হাসে বসন্ত,
তবু কেন মন মেঘে ঢেকে যায়?
একটু আলো, একটু ছায়া, একটু দ্বন্দ্ব,
ভালোবাসা পূর্ণতা কভু খুঁজে পায় নাকো তাকে।সে তো নদীর মতো, বয়ে চলে অবিরাম,
কূল ভাঙে, কূল গড়ে, নিরন্তর চলা,
পূর্ণতার সন্ধানে ছুটে অজানা গ্রাম,
তবু মিলে না কখনো সেই চূড়ান্ত মেলা।ভালোবাসা অসম্পূর্ণ, তবু সে অমর,
অপূর্ণতাতেই তার অপার সৌন্দর্য,
হৃদয়ের ক্যানভাসে আঁকে অসীমের ডর,
অধরা স্বপ্নের মতো, ভালোবাসা আসে,
হৃদয়ের কোণে কোণে, মায়া জড়ায় হাসে।
পূর্ণতার খোঁজে তবু, থাকে এক শূন্যতা,
সত্যিকারের ভালোবাসা, কভু পায় না সম্পূর্ণতা।চাঁদের আলোয় মিশে, তার ছায়া পড়ে,
অথচ গ্রহণের কালে, সে আলো ঝরে।
চায় না সে বাঁধন, চায় না অধিকার,
ভালোবাসা শুধু দেয়, নীরব উপহার।কখনো হাসির রঙে, কখনো চোখের জলে,
ভালোবাসা বেঁচে থাকে, অপূর্ণতার তলে।
একটু আকাঙ্ক্ষা, একটু অপেক্ষা,
তারই মাঝে লুকায়, চিরন্তন প্রাণ।পূর্ণতা খুঁজতে গিয়ে, হারায় মনের ঠিকানা,
ভালোবাসা তখন বলে, "আমি তো অসীম,
অধরা, অসম্পূর্ণ, তবু অমৃতের ধারা,
সত্যিকারের ভালোবাসা, অধরা এক স্বপ্ন,
মেঘের আড়ালে চাঁদ, ধরা যায় না কখনো।
হৃদয়ের গভীরে জ্বলে, নিভে না তার আলো,
তবু পূর্ণতার খোঁজে, হারায় মনের কালো।চায় না সে মিলনের বাঁধন, চায় শুধু দিতে,
নিঃশব্দে নিজেকে ছড়ায়, প্রিয়জনের হৃদয়ে মিশে।
আকাশের তারার মতো, দূরে থেকেও জ্বলে,
পূর্ণতা নয়, তার সত্তা অসীম ভালোবাসায় বলে।কখনো হাসির রঙে, কখনো চোখের জলে,
ভালোবাসা বেঁচে থাকে, অনুভূতির গহনে।
পূর্ণতা খুঁজতে গিয়ে, হারায় যে তার স্বাদ,
সত্যিকারের ভালোবাসা, অপূর্ণতাতেই অবিনাশী রাখে প্রতিবাদ।

রিজিকের মালিক কে?
15/06/2025

রিজিকের মালিক কে?

14/06/2025

আকাশের রঙ এখনো ফেকাসে, চলে গেলে কেউ ফিরে আসে না

13/06/2025

اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله
#শাহাদাত

আমরা এমন কেনো?দুই দিনের পরিচয়, নাম দিয়েছি তার ভালোবাসা।ক্ষণিকের আলিঙ্গনে দুজনের হৃদয়ের কি হুবহু আশা?  বিছানার আদান-প্রদা...
13/06/2025

আমরা এমন কেনো?

দুই দিনের পরিচয়, নাম দিয়েছি তার ভালোবাসা।
ক্ষণিকের আলিঙ্গনে দুজনের হৃদয়ের কি হুবহু আশা?
বিছানার আদান-প্রদানে রুপ নেয় ভালোবাসার ছদ্মবেশ,
বিবাহের পূর্বেই মিলনের তাড়নায় মগ্ন।
এ কেমন ভালোবাসা সামান্য বিপদে যা ফুরিয়ে যায়?
ক্ষুদ্র আগুনে মৌখিক স্বপ্নেরা হয়ে যায় ছাই।
নয় কভু এ ভালোবাসা, এ শুধু দেহের ক্ষুধার খেলা,
চাহিদার আড়ালে সর্বদা হৃদয়ে থাকে অচেনা অবহেলা।
তাইতো ভালোবাসা নামক ক্ষুধার ফসলে জন্ম নেয় অসংখ্য জারজ,
ভালোবাসার নামে বিকৃত হয় মানবের স্বরূপ।
মানুষ এমন কেনো? কেনো এই ছলনার খেলা?
ক্ষনিকের লালস, সস্তা অনুভব, সস্তা ভালোবাসা, ছলনার জগতে সত্যিকারের ভালোবাসা কি হারিয়ে গেছে চিরতরে?
আয়নায় কি দেখা হয়? দেখা হয় এই কুৎসিত
ভালোবাসা?
পরিশেষে শুধু এটুকুই কথা বলতে চাই
হৃদয়ের গভীরে খুঁজে নাও প্রকৃত প্রেম,
যা দেহের ঊর্ধ্বে, স্থায়ী, পবিত্র, নির্মল ধ্রুব।
মানুষ, ওঠো জেগে, ফিরে পাও সেই আলো,
ভালোবাসা হোক হৃদয়ের, নয় ক্ষণিকের কালো।

10/06/2025

রিলেক্স

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Abu Hasan, Mdsaiful Dabar, Md Rofiq, Kaz...
07/06/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Abu Hasan, Mdsaiful Dabar, Md Rofiq, Kazi Yeasin, নিউ মাধবী পুষ্পালয়, Md Altaf, Rofikul Islam, MD Ashik, Sad Uddin, Md Mijan

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
07/06/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

Address


Alerts

Be the first to know and let us send you an email when ঝুপঝাপ জার্নি Jhupjhap Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share