01/12/2025
একজন ধনী আরব ব্যক্তি জার্মানিতে পড়তে গেলেন। এক মাস পর তিনি তার বাবাকে লিখলেন:
“বাবা, বার্লিন খুব সুন্দর একটি শহর, আর এখানকার মানুষও আমার প্রতি খুবই সদয়। কিন্তু আমি একটু লজ্জা পাই যখন আমি রেঞ্জ রোভার চড়ে বিশ্ববিদ্যালয়ে যাই, আর আমার মহান অধ্যাপকরা ট্রেনে করে আসেন।”
কিছুদিন পর তিনি বাবার কাছ থেকে একটি চিঠি পেলেন, যার সাথে দশ মিলিয়ন ডলারের একটি চেকও ছিল।
চিঠিতে লেখা:
“নিজের জন্য একটা ট্রেন কিনে নাও, ছেলে। বিদেশিদের সামনে আমাদের লজ্জা দিও না।” 😂❤️