belal kha1991

belal kha1991 যে আল্লাহকে ভয় করে সমস্ত মাখলুক তাকে ভয় করে

27/06/2025

🔵 আমি সরাসরি সৌদি আরবের একটি মাদ্রাসা কোম্পানির ভিসা নিয়েছি ✅
বাংলাদেশ থেকে ২৫ জন ড্রাইভার নিয়ে আসবো ইনশাআল্লাহ।

🧾 চাকরির বিস্তারিত:
🚗 পদবী: ড্রাইভার বাংলাদেশের লাইসেন্স লাগবে না থাকলে ভালো তবে শর্ত ড্রাইভার হতে হবে লাইসেন্স এখানে কোম্পানি বহন করবে
🕒 ডিউটি: প্রতিদিন ৮ ঘণ্টা
📆 সাপ্তাহিক ছুটি: ২ দিন
💰 বেতন: ১৫০০ রিয়াল
📍 কর্মস্থল: রিয়াদ, সৌদি আরব
🏫 মাদ্রাসা কোম্পানিতে সম্মানজনক পরিবেশে কাজ করার সুযোগ

---

⚠️ বিশেষ সতর্কতা:
এই ভিসা ও ওকালা চেম্বার অব কমার্স থেকে সত্যায়িত ও ১০০% বৈধ।
নিরাপত্তার কারণে কিছু তথ্য গোপন রাখা হয়েছে, যেন কোনো অসাধু ব্যক্তি অপব্যবহার করতে না পারে।

✅ সরাসরি মাদ্রাসা কোম্পানির অধীনে
❌ কোনো দালাল বা তৃতীয় পক্ষ জড়িত নয়
❌ কোনো অতিরিক্ত খরচ নেই

---

📩 আগ্রহী এবং সত্যিকারের আগ্রহ থাকলে যোগাযোগ করুন:
📞 0552597580 (সৌদি আরব)

স্বপ্ন সত্যি হোক সৎ পথে — আমি আছি পাশে ইনশাআল্লাহ।

✍️ বেলাল হোসেন লিখেছেন
#সৌদি_আরব #ড্রাইভার_ভিসা #মাদ্রাসা_চাকরি িয়োগ #নিরাপদ_ভবিষ্যৎ #রিয়াদ

27/06/2025

📣 ২৮ জুন – চলুন রাস্তায় নামি, সত্য ও ইনসাফের পক্ষে!

🕌 ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ২৮ জুন ডাকা মহাসমাবেশে অংশ নিতে আহ্বান জানানো হচ্ছে সকল দেশপ্রেমিক মুসলমান ভাইদের।

🔴 আমরা দেখেছি— ✅ PRP ভোটে কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে
✅ নির্বাচনী প্রহসন ও জালিয়াতির নামে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে
✅ ইসলামপন্থীদের ওপর হামলা, মামলা ও গণহত্যার ষড়যন্ত্র চালানো হয়েছে

⚖️ এবার সময়—জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
🤲 আসুন, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাই।
✊ ইনসাফ ও ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শামিল হই মহাসমাবেশে।

📍 স্থান: সোহরাওয়ার্দী উদ্যান

✍️ বেলাল হোসেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ

#২৮জুন_মহাসমাবেশ
#ইসলামী_আন্দোলন
#ভোট_প্রতারণা
#গণহত্যার_বিচার
#ইনসাফ_ও_ইসলামী_নেতৃত্ব
#সোহরাওয়ার্দী_উদ্যান

22/06/2025

🚨 সতর্কতা! সতর্কতা! সতর্কতা! 🚨

কেউ আমার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেক ফেসবুক আইডি খুলে মানুষকে প্রতারণা করছে।

আমি মোহাম্মদ বেলাল স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—
✅ আমি কখনো অনেকজনকে একসাথে চাকরির অফার দিই না।
✅ মাঝে মাঝে ২-৩ জনকে নিজে যাচাই করে, চিনে সুযোগ দিই।
✅ ইমু, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমি কোনো টাকা-পয়সা চাই না।

👉 কেউ যদি আমার নাম ব্যবহার করে টাকা চায়, চাকরির লোভ দেখায় — সঙ্গে সঙ্গে বুঝে নেবেন এটা প্রতারক।

🔴 কোনো লেনদেন করবেন না, আগে সরাসরি আমার সঙ্গে ভিডিও কলে বা ফোনে যোগাযোগ করবেন।
🔴 আমি আগে থেকেই সবাইকে সতর্ক করে দিচ্ছি — পরে যেন কেউ আমাকে দোষ না দেন।

দয়া করে শেয়ার করে সবাইকে সতর্ক করুন। প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

— মোহাম্মদ বেলাল

21/06/2025

🚨 ইমারজেন্সি! রিয়াদ, আব্দুল্লাহ সিটিতে প্লাম্বারের জন্য লোক দরকার 🚨

✔️ বেতন: ২,৫০০ রিয়াল এর উপরে 💰
✔️ ভালো কাজ জানতে হবে 🛠️
✔️ ১০ ঘণ্টা ডিউটি হবে ⏰
✔️ ভাষা জানতে হবে (আলাপচারিতা ভালো হতে হবে) 🗣️
✔️ থাকা কোম্পানি 🏠, খানা নিজের 🍽️
✔️ যারা সত্যিই কাজ জানেন ও পেশাদার, শুধু তারাই যোগাযোগ করবেন 🤝

📞 যোগাযোগ: 0552597580
👤 মোঃ বেলাল

19/06/2025

📢 তাকামুল সার্টিফিকেট নিয়ে অনেকের মনে বিভ্রান্তি – একটু পরিষ্কার করি ✅

আমি বেলাল বলছি, যারা আমার মতো সৌদিতে কাজ করতে চান, তাদের জন্য একটা জরুরি কথা বলছি।

সৌদি সরকার এখন "Skill Verification Program (SVP)" চালু করেছে। এটি একটি দক্ষতা যাচাই সার্টিফিকেট, যেটা শুধু টেকনিক্যাল পেশার (যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, AC মেকানিক) লোকদের জন্য বাধ্যতামূলক।

🔧 যাদের এই সার্টিফিকেট লাগবে:

ইলেকট্রিশিয়ান (Electrician)

প্লাম্বার (Plumber)

ওয়েল্ডার (Welder)

HVAC বা এসি মেকানিক

কার্পেন্টার, অটোমেকানিক ইত্যাদি

📌 যারা লোড-আনলোড, হেলপার বা সাধারণ লেবার তারা এই সার্টিফিকেটের বাইরে।

---

✅ সরাসরি কথা:
সবাইকে এই সার্টিফিকেট লাগবে না। শুধু টেকনিশিয়ান/দক্ষ পেশার লোকদের এই সার্টিফিকেট দরকার।

ঘাবড়ানোর কিছু নেই — নিজের ভিসার পেশা দেখে বুঝে নিন, যদি টেকনিক্যাল পেশায় হন, তাহলে ব্যবস্থা নেবেন।

---

✍️ – আপনার ভাই, বেলাল
📞 প্রশ্ন থাকলে ইনবক্স করুন।

18/06/2025

মাদ্রাসার ক্লিনারের কাজ আট ঘন্টা ডিউটি সপ্তাহে দুই দিন বন্ধ থাকা কোম্পানির খাবার নিজের কাফেলা হবে যারা কাজ করবেন আমার সাথে যোগাযোগ করেন কালকে লোক লাগবে আকামার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন দশ দিন

17/06/2025

🔧 মোটরসাইকেল ও ইঞ্জিন মেকানিক ভিসা — সৌদি আরব 🔧
দেশ থেকে লোক আনা হবে ইনশাআল্লাহ।
✅ মোটরসাইকেল ও ইঞ্জিনের কাজ জানা বাধ্যতামূলক
✅ প্রতারণামুক্ত, হালাল পথে কাজ
✅ দ্রুত প্রসেস হবে — আগ্রহীরা যোগাযোগ করুন

📞 যোগাযোগ: 0552597580

17/06/2025

প্লাম্বারের মিস্ত্রি লাগবে সৌদি আরবের কাজ জানতে হবে ইংলিশ আরবি দুইটার একটা লাগবে বেতন যোগ্যতা অনুযায়ী দুই হাজার থেকে তিন হাজার পর্যন্ত এর ভিতর সৌদি আরবের পুরোপুরি কাজ জানলে যোগাযোগ করবেন

“আমার ছোট্ট রাজকুমারীকে কোলে নিয়ে জীবনটা আরও মধুর হয়ে উঠলো। আল্লাহ যেন তোমার জীবন সবসময় আনন্দে ভরে রাখে। ❤️👶” #আমারমে...
17/06/2025

“আমার ছোট্ট রাজকুমারীকে কোলে নিয়ে জীবনটা আরও মধুর হয়ে উঠলো। আল্লাহ যেন তোমার জীবন সবসময় আনন্দে ভরে রাখে। ❤️👶”
#আমারমেয়ে #মা_সন্তান #ছোট্ট_খুশি #পরিবার #ভালবাসা #মায়ের_আলিঙ্গন #স্নেহ #শিশু #মা_মেয়ের_বন্ধন #সুখ #আনন্দ

17/06/2025

ইমারজেন্সি! ফোরক্লিপ ড্রাইভার দরকার

শুধু ফোরক্লিপ চালাতে পারা দক্ষ ও বিশ্বস্ত ড্রাইভার লাগবে।

✔ কাফেলা করা হবে।
✔ কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
✔ দ্রুত যোগাযোগ করুন, সুযোগ সীমিত।

যোগাযোগ: 0552597580

16/06/2025

“আমি তোর ফল দেখব না, তুই কি চেষ্টা করছিস সেটা দেখব...
বান্দা! সফলতা বা ব্যর্থতা নয় — আল্লাহ দেখেন তুমি কতটুকু চেষ্টা করছো।
তোমার কাজ হচ্ছে চেষ্টা করা, ফলাফল আল্লাহর হাতে।”
#ওয়াজ #ইসলামিক_ভিডিও #আল্লাহর_উপর_ভরসা #তাওয়াক্কুল #চেষ্টা_করো #হৃদয়ছোঁয়া_কথা #দীন_দাওয়াত

Address

Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when belal kha1991 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share