25/07/2025
🟢 একটি খোলা বার্তা সৌদি আরবের চাকরি দাতা ভাইদের প্রতি 🟢
সৌদি আরবে যারা কাজের ব্যবস্থা করেন, পরিশ্রম করে চাকরি দিয়ে কিছু হালাল টাকা উপার্জন করেন – তাদের প্রতি আমার কোনো আপত্তি নেই। বরং আমি সম্মান করি। কিন্তু একটা অনুরোধ রইলো, দয়া করে কোনো প্রকার প্রতারণা করবেন না।
চাকরির নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে –
✅ চাকরি না দিলে,
✅ কাফেলার কথা বলে কাফেলা না করলে –
তাহলে সেই টাকা হারাম হয়ে যাবে।
কথা আর কাজের মিল না থাকলে, সেই উপার্জন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে প্রতিটি টাকার হিসাব দিতে হবে।
আমরা যারা লোক পাঠাই, তারা আমাদের উপর ভরসা করে। আপনারা যদি প্রতারণা করেন, লোকগুলো আমাদের দোষ দেয়, কারণ আমরা আপনাদের কথা বিশ্বাস করে লোক পাঠাই।
টাকা উপার্জনে আপত্তি নেই – কিন্তু দয়া করে হালাল রাখুন। কথা এবং কাজে মিল রাখুন।
🔰 আমরা কখনো কাউকে ঠকাই না, এজন্য মানুষ আমাদের বিশ্বাস করে। এই বিশ্বাসকে মূল্য দিন।
আপনাদের মাধ্যমেই অনেক মানুষ জীবনের নতুন পথ খুঁজে নেয় – এই দায়িত্বটা মাথায় রাখুন।
আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের মাধ্যমে জীবন চালানোর তাওফিক দান করুন