Arav khan2.0

Arav khan2.0 আমার নতুন পেইজে সবাই কে স্বাগতম
সৌদি আরবের সকল খবর আপডেট পাওয়ার জন্য
পেইজ টি কে ফলো দিয়ে সাথেই থাকুন,, ধন্যবাদ।

03/08/2025

#আলহামদুলিল্লাহ এক সাথে ৫ জন অ/পহ/রণ/কারী আটক এবং একজনকে উদ্ধার।

03/08/2025
02/08/2025
01/08/2025

রিয়াদে বলদিয়া কোম্পানির একজন কর্মীকে অপ/হরণ করে এই গ্রুপের ৮ জন। তাদের অবস্থান টের পেয়ে সেখানে তাদের ঘেরাও করে সে কর্মীকে উদ্ধার করা হয় এবং এই অপহ/রণ/কারী চক্রের ২ জনকে আটক করে পুলিশে দেয়া হয়। বাকিরা পালিয়ে যায়। আটককৃতদের মধ্যে একজনের ছবি।

01/08/2025

জুম্মা মোবারক 🥰🥰

31/07/2025

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে ধন্যবাদ। এই চক্র থেকে নির্যাতিত মেয়ে সেলিনাকে উদ্ধার করার জন্য।

ঘটনার সূত্রপাত - সেলিনার মায়ের ভাষ্য অনুযায়ী প্রায় দেড় মাস আগে সেলিনাকে একটা মুক্তব থেকে ভালো বেতনে কাজ দিবে বলে বের করে নিয়ে এসে নিজেদের সাথে রাখে। নিজেদের সাথে রাখার পর ১০ দিন ঠিক ঠাক ভাবে সেলিনা বাসায় কথা বলতে পারেন। এক পর্যায়ে তারা সেলিনাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। সেলিনাকে দিয়ে করানো হয় অনৈতিক কাজ। সেলিনা রাজি না হলে তাকে মেরে আহত করে তার বাড়িতে কল দিয়ে চাওয়া হয় ৩ লক্ষ টাকা। সেলিনার মা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সেলিনার উপর চলে নির্মম নির্যাতন। পাশাপাশি অনৈতিক কাজে বাধ্য করা। যখন মেয়ের এই অবস্থা দেখে তারা বুঝতে পারে মেয়ে ভালো জায়গায় নেই তখনই তারা আমাদের পেজের সহযোগিতা নেন। আমরা বিস্তারিত ক্ষতিয়ে দেখে এর সত্যতা পেলে, সে সত্যতা সবার সামনে তুলে ধরি। ইসমাইল এবং সাবিনার আসল চরিত্র সবার সামনে প্রকাশ পেলে তারা আরো ক্ষিপ্ত হয়ে যান। নানা ধরনের হুমকি দিতে থাকেন আমাদের এবং সেলিনার পরিবারকে। এক পর্যায়ে এই চক্র আমাদের নামে মিথ্যাচার এর অভিযোগ নিয়ে জেদ্দা কনস্যুলেট গেলে সেখানে সব সত্য প্রকাশ করে দেন সেলিনা এবং এদের বিষয় এ আগ থেকে অবগত ছিলেন জেদ্দা কনস্যুলেট। তারা সেলিনাকে রেখে দিয়েছেন এবং আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

আপনার আমার আশেপাশে ইসমাইল এবং সাবিনার মতো এমন অসংখ্য চক্র আছে। যাদের আমরা খালি চোখে দেখি না। তাদের উপরে এক, ভেতরে আরেক। তাদের চিহ্নিত করুন অপরাধ মুক্ত সৌদি আরব রাখুন।

Address

King Abdul Aziz Road
Riyadh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arav khan2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share