Mohamed Mizan

  • Home
  • Mohamed Mizan

Mohamed Mizan টাকা 💸কামাই করা , আর হালাল রুজি করা দুইটা কখনো এক জিনিস নয়! একজন স্বপ্ন দেখে সে প্রচুর টাকা কামাই করবে। আরেকজন চিন্তা করে সে কম হলেও হালাল রুজি করবে..!!

11/07/2025

আই সবনাশ
এই শব্দটি কোথায় বেশি ব্যবহারিত হয় কিশোরগঞ্জ নাকি ময়মনসিংহ

🇸🇦 বিদেশ আর ভালো লাগে না,,, ,,,,🤕😥,,,,     প্লিজ দয়া করে কথাগুলো শুনবেন এই সময়ে ২০২৫ সালে এসেও যারা ভাবছেন সৌদি আরবে আ...
11/07/2025

🇸🇦 বিদেশ আর ভালো লাগে না,,,
,,,,🤕😥
,,,,
প্লিজ দয়া করে কথাগুলো শুনবেন এই সময়ে ২০২৫ সালে এসেও যারা ভাবছেন সৌদি আরবে আসবেন কাজের উদ্দেশ্যে তাদেরকে কিছু কথা বলি সৌদি আরবে যারা বাংলাদেশে লোক আছে পড়ানো লোক অভাব নেই যেই কাজে প্রয়োজন 10 জন মানুষ সেখানে মানুষ আছে ৫০ জন তবু ও ঠিকমতো টাকা ক্লিয়ার পায় না বাংলাদেশি মানুষেরা কোন মূল্য পায় না এর পরও বাংলাদেশ থেকে নতুন নতুন বাইরে আসছে এসে বিপদে পড়ে যাচ্ছে কাজ পাচ্ছে না কাজ পাইলেও ভাষা বুঝতে পাচ্ছে না ভাষা বলতে পারছে না ঠিকমত তাই কাজ থেকে বের করে দেয় যার কারণে বিপদে পড়তে হয়। আমার দুই বছরের অভিজ্ঞতায় আমি যা বুঝতে পারলাম আমার দেখা কত মানুষ দুই মাস চার মাস ৬ মাস কাজ না পেয়ে বসে আছে তারা রাস্তায় ঘুমায় খাওয়া দাওয়া নেই বাসা নেই এমনকি তীব্র রোদ এর ভিতরেও রাস্তায় শুয়ে থাকি আমি এমন লোক দেখেছি তাই প্লিজ দয়া করে আপনি যদি কাজের উদ্দেশ্য সৌদি আরবে আসেন দয়া করে আপনি সৌদি আরবে কাজের জন্য আসবেন না হয়তোবা ওমরা হজ অন্যান্য বিষয়ে আসতে পারেন কিন্তু কাজের উদ্দেশ্যে নিউ সৌদি আরব আসবেন না তাহলে এই সময়ে যারা আসছে তারা বিপদে পড়ছে কারণ পুরান লোকের অভাব নেই নতুন লোক দিয়ে কি করবে তা ছাড়া আপনি যে টাকা দিয়ে সৌদি আরব আসবেন সে টাকা দিয়ে অন্য একটা দেশে গিয়ে কাজ করতে পারবেন শান্তিমতে কিন্তু সৌদি আরবে এসে কাজ করা উদ্দেশ্যে এসে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দেবেন না প্লিজ । কারণ সৌদি আরব আসতে পারবেন কিন্তু দেশে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় সৌদি আরবে বাংলাদেশের দালাল চক্র প্রচুর তাই আপনি সৌদি যখন আসবেন আপনার একামা বানিয়ে দেবে না পাসপোর্ট রেখে দিবে অনেক বিপদে রাখবে আপনাকে দালালরা আমি এমনও মানুষের সাথে কথা হয়েছে আমার নয় বছর যাবত ২০ বছর ২২ বছর ধরে সৌদি আরব পর্যন্ত পুরোপুরিভাবে বৃদ্ধ অবস্থায় আমি দেখেছি তাকে আসছে ১৯৮৪ সালে তারপরও সে একবারও দেশে যাইতে পারে নাই তার কাগজপত্র ঠিক নয় তার কপিল মামলার উপর মামলা দিয়ে রাখে যাতে করে তার কাছ থেকে দূরে না সরে যায়। শেষমেশ একটা কথাই বলতে চাই নবীজির দেশ সৌদি আরব আল্লাহ তায়ালা বলে দিয়েছেন যে পৃথিবীতে আর কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না কিন্তু আল্লাহ তাআলা এটা কখনো বলে নাই যে আবু জাহেলের মত কাফের প্রেরণ করবেন না তাই একটু ভাবুন সৌদি আরব আগের মত নাই ভাই খুব দুঃখের সাথে বলতে চাই আমি প্রায় বাংলাদেশ ঢাকায় এক লক্ষ টাকার উপরে তিন জায়গায় কাজ করেছি টাকা দেয় নাই খুব খারাপ লাগে তাদের আচরণ ব্যবহার দেখে মনে হয় তাদের চেয়েও ভালো আছে অন্যান্য দেশের প্রবাসীরা।। অন্যান্য দেশ থেকে বাংলাদেশে যাওয়া যায় খুব সহজে কিন্তু সৌদি আরব থেকে ১০০% এর ভিতর হাই ১০% মানুষ বৈধভাবে এখন যেতে পারে আর ৯০% মানুষ জেল কেটে পুলিশের হাতে ধরা দিয়ে তারপর অনেকভাবে নির্যাতন সহ্য করে অনেকে তো আছে পুলিশের কাছে ধরা দিতে গিয়ে আবার দালালের কাছে চলে যায় যারা কিনা দেশে পাটিয়ে দেওয়ার কথা বলে অন্য কোন জায়গায় পাঠিয়ে দেয় তারপর মুক্তিপণ দাবি করে এটাই হচ্ছে একটা চক্রের কাজ এই রকম বহু চক্র রয়েছে সৌদি আরবে যারা কিনা বাংলাদেশী হয়েও বাংলাদেশকে কিডন্যাপ করে এইভাবে টাকা 💸 মুক্তিপণ চায় তারপরও দেশে পাঠানো নাম নেই খুব ভয়ঙ্কর সৌদি আরব।

,,,
,,,
,,,
,,,
জানিনা আমার এই পোস্ট ফেসবুকে থাকবে নাকি মুছে যাবে প্লিজ আমার এই পোস্ট শেয়ার করে আপনার আশেপাশে মানুষদেরকে সতর্ক করে দেন যাতে করে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে এসে কষ্টে না পড়ে।

11/07/2025

জুমা মোবারক

প্রিয় বোন আমার এস এস সি রেজাল্ট পাওয়ার আনন্দ যেন জাহান্নামের কারণ না হয়।। আনন্দে আত্মহারা হয়ে গেছো একটু সাধারণ জ্ঞান...
11/07/2025

প্রিয় বোন আমার এস এস সি রেজাল্ট পাওয়ার আনন্দ যেন জাহান্নামের কারণ না হয়।। আনন্দে আত্মহারা হয়ে গেছো একটু সাধারণ জ্ঞান থাকা দরকার ছিলো যে একজন মেয়ে হয়ে আরেক জন মেয়ের সম্মান নষ্ট করতেছো ,,, এই ছবিটাই যথেষ্ট হাজারটা ছেলেকে নষ্ট করার জন্য,,, তুমি মেয়ে হয়ে মেয়ে নষ্ট করো,,, এটাকেই বলে ব্যভিচার ,, সমকামী,, তুমি মেয়ে হয়ে ছেলেদের দোষ দিয়ে বেরাও কি বলবো বুঝতে পারছি না এইসব তো এখনকার কালচার হয়েগেছে।।









































Today













3️⃣ বসের জয় সব সময় হয়,,,।
10/07/2025

3️⃣ বসের জয় সব সময় হয়,,,।

শুনো প্রিয়া অনেক ভালোবাসি তোমাকে কিন্তু আমার থেকে দূরে আছো, আমি এখন আছি সৌদি আরবে তো কি হয়েছে কসম সব সময় তোমার পাশে আছি ...
08/07/2025

শুনো প্রিয়া অনেক ভালোবাসি তোমাকে কিন্তু আমার থেকে দূরে আছো, আমি এখন আছি সৌদি আরবে তো কি হয়েছে কসম সব সময় তোমার পাশে আছি মৃত্যু আগ পযন্ত..!সত্যি অনেক ভালোবাসি তোমায়.. ❤️🫶

বন্ধুর স্মৃতি মনের মাঝে যত্ন করে রাখি,,,,বাংলাদেশে গিয়ে ভুলে গেলি,,,
05/07/2025

বন্ধুর স্মৃতি মনের মাঝে যত্ন করে রাখি,,,,
বাংলাদেশে গিয়ে ভুলে গেলি,,,

আলহামদুলিল্লাহ 104 ফলোয়ার্স।
05/07/2025

আলহামদুলিল্লাহ 104 ফলোয়ার্স।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mohamed Mizan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share