12/08/2024
পাশের দেশ শীলংঙ্খা একটি সভ্য রাষ্ট্র ছিল। তাদের দেশে সরকার পতনের পরদিন ওই কিন্তুু সব কিছু ঠিক হয়ে যায় নি। লম্বা একটা সময় লাগছে। ঐ শীলংঙ্খা থেকে বাংলাদেশ সব দিক থেকেই পিছিয়ে।
সুতরাং দুর্নীতি গ্রস্ত প্রত্যাকটি সেক্টরে এবং মাঠে আজ প্রশাসন ও নেই তোমি কিভাবে এত দূত সব কিছু আশা কর। সুতরাং ধৈর্য ধারণ করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে।
ডাকাতি দেখে সব ফয়সালা করে ফেলছ। ডাকাতি হয়নি কবে। যারা আজ এগুলো করছে ঢাকাতে বেশির ভাগই কিশোর গ্যাং নেতা গ্রস্ত মানুষ গুলো। তাদের জন্ম কিন্তুু ওই সরকারের আমলে।
#বৈষম্যবিরোধীআন্দোলন #বাংলাদেশ #বাংলাদেশসেনাবাহিনী