
05/09/2025
তুমি বিহীন আমি, মেসি বিহীন আর্জেন্টিনা..💔🤦♂️খেলা বোঝার বয়স থেকে যে মানুষটাকে দেখে ফুটবলের প্রেমে পড়েছি,যার জাদুকরী স্পর্শে বল নাচতো মাঠজুড়ে, সেই লিওনেল মেসি বিদায় নিবেন।🥲
বিদায় হয়তো খেলার মাঠ থেকে, কিন্তু কোটি ভক্তের বুক থেকে নয়।
সময় গড়িয়ে যাবে, নতুন তারকারা আসবে--কিন্তু মেসির নাম চিরকাল ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।
ধন্যবাদ মেসি।
আমাদের প্রজন্মকে এত সুখ,এত আবেগ,এত অনুপ্রেরণা দেওয়ার জন্য। তুমি শুধু খেলোয়াড় নও,তুমি একটা অনুভূতি,একটা যুগের নাম।