
09/08/2025
পৃথিবীর সবাই একটা সম্পর্কের ভেতর বাঁচতে চায়। সঙ্গ পেতে চায়, তারপর ছোটখাটো সম্পর্কের আয়োজন, ক্ষণিকের সঙ্গ ফের পুরানো অসুখে ফিরে যায়। সারাক্ষণ একা হবার ভয়ে কাভু হয়ে পড়ে থাকে, নিঃসঙ্গ হবার ভয়ে নিজের ভালোবাসার মানুষটাকে আটকে রাখতে চায়, ধরে রাখতে চায়, যেখানে চলে যাওয়াই সত্য সেখানে আটকে রাখাটাও অসম্ভব প্রায়। জীবন খুব ছোট, ভালোবাসা দিয়ে জীবনের শেষ পর্যন্ত একটা মানুষের সাথে থেকে জীবনের অংশটা সম্পূর্ণ করে নিও, হয়তো একটা মানুষ তোমার জন্য বেশ কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকলো।