Life's Story One

  • Home
  • Life's Story One

Life's Story One পেইজটি লাইক ফলো করে পাশে থাকুন.ভাল কিছুর প্রত্যাশা।

❤️❤️চারদিকে শুধু মিছিলের গর্জন। এ যেন রাজধানীর বুকে নেমে এসেছে একখণ্ড ফিলিস্তিন।🇦🇪❤️🇧🇩
12/04/2025

❤️❤️চারদিকে শুধু মিছিলের গর্জন। এ যেন রাজধানীর বুকে নেমে এসেছে একখণ্ড ফিলিস্তিন।🇦🇪❤️🇧🇩

05/04/2025

আওয়ামী লীগের আমলে ড. ইউনুসকে নিয়ে যা জানতাম:
১। উনি সু'দ খায়।
২। উনি আ্য'মে'রি'কার দা'লা'ল।
৩। উনাকে পদ্মাসেতু থেকে টুপ করে ফেলে দেওয়া সম্ভব।

বিএনপি ড. ইউনুসকে নিয়ে যা জানাচ্ছে:
১। উনি মুক্তিযু'দ্ধ করে নাই।
২। উনি জিয়ার নাম না নিয়ে ভুল করসে।
৩। উনি নির্বাচন দিতে চায় না।

আমি ফেসবুকে গত দুইদিন যা জানলাম:

১। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি।মার্কিন সংবাদমাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন অধ্যাপক ইউনূস। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযু'দ্ধের জন্য সমর্থন জোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তাঁর নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন ‘বাংলাদেশ নিউজলেটার’।

২। চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন।

৩। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

৪। নোবেল, অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড- পৃথিবীর ইতিহাসে ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ মাত্র ১২ জন! সেই ১২ জনের একজন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

৫। 'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

৬। ২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মুহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রো। ২০২৬ ইতালী অলিম্পিকের জন্য ইতালিয়ানরা উনাকে পাওয়ার জন্য তদবির করছে। পুরা অলিম্পিকের মডেলই ছিল থ্রি-জিরো।

৭। সারা পৃথিবীর ১০৭ টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাকে এবং তার গ্রামীন ব্যাংককে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিলো।

৮। ড. ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্যা হায়েস্ট পেইড স্পীকার। স্পীচ দেয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার। কখনো আরো বেশী।

৯। বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড. ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ।

১০। কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হতো। ৮২ বছরের অশীতিপর এই বৃদ্ধকে প্রতিবারই হেটে হেটে ৮ তলায় যেতে হতো। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।

বিএনপির ফজলু একদম উচিত কথা বলছে। আমরা উনাকে যত বড় মাপের ভাবি উনি তত বড় মাপের না। উনাকে আল্লাহ এতো বড় মাপের মানুষ বানিয়েছেন যা বিএনপির নব্য দি'ল্লীর দা'লা'লদের পক্ষে সেটা মাপা কোনদিনই সম্ভব না।

- শেখ আশিক
সাবেক শিক্ষার্থী, বুয়েট

05/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

05/04/2025

🔴মায়ের সাথে উচ্চস্বরে-
কথা বলোনা
-কারন ' মা '
তোমাকে কথা বলা শিখিয়েছেন !🔴

🔴🔴সর্বোচ্চ শেয়ার চাই,হয়তোবা আপনার একটি শেয়ারে গাড়িটি পাওয়া যেতে পারে🙏🙏🙏✊✅এই মাত্র পাওয়া🔴জকিগঞ্জ থানাধীন কসকনকপুর ইউনিয়নে...
03/04/2025

🔴🔴সর্বোচ্চ শেয়ার চাই,হয়তোবা আপনার একটি শেয়ারে গাড়িটি পাওয়া যেতে পারে🙏🙏🙏✊
✅এই মাত্র পাওয়া🔴
জকিগঞ্জ থানাধীন কসকনকপুর ইউনিয়নের ডরের মোরা এলাকা থেকে ৯টার দিকে একটি ওনটেষ্ট সিএনজি ছিনতাই করা হয়। ঘটনাস্থল থেকে ৫/৬ জন ছিনতাইকারী, সিএনজির চালক ময়নুলকে হাত-পা কষ্টিপ দিয়ে বেধে গুরুতর জখম করে "আরিফা এন্ড রেদওয়ান পরিবহন" নামের সিএনজি ছিনতাই করে নিয়ে যায়।

02/03/2025

আমাদের সময়ের শিক্ষকগণ যেমন ছিলেন😁😁

হাটহাজারী ও রাহমানিয়া মাদরাসার ফতোয়া :মসজিদে সাদপন্থীদের কার্যক্রম না জায়েয এবংমসজিদ কমিটিও গুনাহগার হবে।জনসাধারণের ঈমান...
23/12/2024

হাটহাজারী ও রাহমানিয়া মাদরাসার ফতোয়া :
মসজিদে সাদপন্থীদের কার্যক্রম না জায়েয এবং
মসজিদ কমিটিও গুনাহগার হবে।

জনসাধারণের ঈমান হেফাজতে নির্দেশনা দেবেন আলেমরা। এটা তাঁদের গুরু দায়িত্ব। পালন না করলে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাদপন্থীরা গোমরাহ খু/নী এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের হাতিয়ার।

দেশের সর্বোচ্চ দীনি বিদ্যাপীঠ হাটহাজারী মাদরাসা থেকে সাদপন্থীদের কার্যক্রম বিষয়ে ফতোয়া এসেছে। ফতোয়া এসেছে দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া সাত মসজিদ থেকেও। ওদিকে হামলার অন্যতম মূল হোতা মুয়াজকে মালিবাগ মাদরাসা থেকে ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে। দলে দলে সাদপন্থীরা ভুল বুঝতে পেরে গোমরাহী পথ থেকে তওবা করে ফিরে আসছেন আলহামদুলিল্লাহ।

ফতোয়ার কপি কমেন্টবক্সে

15/12/2024

👇👇এত দিন পর হেফাজতের গনহত্যার ভিডিও প্রকাশ😭😭

04/12/2024

✅হে মুসলমান জাতি শুনো,ভারত এমন এক উগ্রবাদী হিন্দু রাষ্ট্র, 👉তারাই মাজলুম ফিলিস্তিনের বিপক্ষে,😈জালিম ইজরায়েলের পক্ষে অবস্থান নিয়েছিলো,এখনও আছে,🔥এমন কি তাদের অসংখ্য সৈন্য ইজরায়েলের হয়ে ফিলিস্তিনীদের হত্যা করতেছে,এজন্যই এরাই মুসলমানদের প্রকৃত শত্রু।🚫

ভাবছি দেশে গিয়ে সাংবাদিকতা শুরু করে দিবো,তা হলেই জীবন ধন্য।😁😁😁
04/12/2024

ভাবছি দেশে গিয়ে সাংবাদিকতা শুরু করে দিবো,তা হলেই জীবন ধন্য।😁😁😁

Address


Alerts

Be the first to know and let us send you an email when Life's Story One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life's Story One:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share