Good Vibes

Good Vibes আসসালামু আলাইকুম।
SUPPORTER US 🫶❤️✊

একজন মসজিদের ইমামের সাথে আপনারা যা করলেন, এটার জবাব আল্লাহর কাছে কি দিবেন....??তখন আপনার আকীদা কোথায় থাকবে...?? ঘটনাস্থল...
11/07/2025

একজন মসজিদের ইমামের সাথে আপনারা যা করলেন, এটার জবাব আল্লাহর কাছে কি দিবেন....??
তখন আপনার আকীদা কোথায় থাকবে...??
ঘটনাস্থলঃ চাঁদপুর

11/07/2025

বাবা💝🫣😍😍

আহ নূরানী একটি চেহারা মুখে নবীর সুন্নাহ দাঁড়ি। তোরা কেমনে পারলি একটা মুসলিম ভাই কে পাথর নিক্ষেপ করে হ°ত্যার করলি 😭
11/07/2025

আহ নূরানী একটি চেহারা মুখে নবীর সুন্নাহ দাঁড়ি।
তোরা কেমনে পারলি একটা মুসলিম ভাই কে পাথর নিক্ষেপ করে হ°ত্যার করলি 😭

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরত...
13/06/2025

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় ৷
এবং এটি ব্যক্তিটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। ব্যক্তিটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়।
এই মুহুর্তে ব্যক্তিটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় ৷ আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন ৷
আরেকজন ব্যক্তি, যিনি ঘটনাটি দেখছিলেন তিনি ব্যক্তিটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন: "এই সাপটি আপনাকে কামড়ালো! আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?"
প্রথম ব্যক্তিটি জবাব দেয়: "সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না,
আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা৷"
কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন.!❤️

✈️২৪২ প্রাণের নিঃশব্দ প্রস্থান... এক মুহূর্তেই সব শেষ ✈️আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে এক অশ্রুসজল অধ্যায় হিসেবে🥹আহমেদাব...
12/06/2025

✈️২৪২ প্রাণের নিঃশব্দ প্রস্থান... এক মুহূর্তেই সব শেষ ✈️

আজকের দিনটি ইতিহাসে লেখা থাকবে এক অশ্রুসজল অধ্যায় হিসেবে🥹

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় শহরের মেঘানিনগর এলাকায়। চোখের পলকে ২৪২টি স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে গেলো।

বিমানটিতে ছিলেন:
🇮🇳 ১৬৯ জন ভারতীয়
🇬🇧 ৫৩ জন ব্রিটিশ নাগরিক
🇵🇹 ৭ জন পর্তুগিজ
🇨🇦 ১ জন কানাডীয়

তাদের কেউ ফিরছিলেন পরিবারের কাছে, কেউ হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলেন। কিন্তু আজ, তারা কেউই আর ফিরবেন না...

🕯️ এরা শুধু নামের তালিকা নয়—প্রতিটি মানুষ ছিল কারো সন্তান, বাবা-মা, সঙ্গী, প্রিয়জন।
একটি মায়ডে (Mayday) সংকেত, একটি মুহূর্তের নীরবতা—আর শত শত পরিবারে নেমে এলো অন্ধকার ও কান্নার স্রোত।

এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো,
👉 জীবন কতটাই না অনিশ্চিত।
👉 কতটা মূল্যবান প্রতিটি বিদায়বিহীন বিদায়।
🙏 আসুন, আমরা সবাই মিলেই প্রার্থনা করি:

🤍 নিহতদের আত্মার শান্তির জন্য
🤍 আহতদের দ্রুত সুস্থতার জন্য
🤍 আর প্রিয়জন হারানো পরিবারগুলোর জন্য অফুরন্ত সহ্যশক্তি কামনায়।

> জীবন ক্ষণিক, কিন্তু ভালোবাসা চিরন্তন।
প্রতিটি হৃদয় থেকে, আমরা আজ ২৪২ জনকে স্মরণ করি, copy

স্ত্রী: একটা ভুল করে ফেলেছি এবার মতো ক্ষমা করে দেন প্লিজ। স্বামী: আরে পাগলী কি ভুল করেছো সেটা তো আগে বলো । স্ত্রী: বললে ...
09/06/2025

স্ত্রী: একটা ভুল করে ফেলেছি এবার মতো ক্ষমা করে দেন প্লিজ।
স্বামী: আরে পাগলী কি ভুল করেছো সেটা তো আগে বলো ।

স্ত্রী: বললে বকাঝকা করবেন না তো ?
স্বামী: একদমই না বলো।

স্ত্রী: আপনি জুমার নামাজে যে পানজাবিটা পড়ে যাবেন বলছিলেন, সেটা আয়রন করতে গিয়ে নিচ দিয়ে একটু পুড়ে গেছে।

স্বামী: আরে সমস্যা নাই, ভুল তো
মানুষেরই হয়।
স্ত্রী: চিন্তা করবেন না, আমি সেটা আবার সমাধান ও করে ফেলেছি।
দুইদিন আগে যে নতুন একটা সাদা পানজাবি আনছিলেন ওটা থেকে এক টুকরা কাপড় কেটে ঐ পুড়ে যাওয়া পানজাবিতে সেলাই করে দিয়েছি।
দেখলে আপনি বুঝতেই পারবেন না।

স্বামী: হাসবে না কাঁদবে বুঝতে পারছে না।

✍️আমীরুল ইসলাম ( কাজল )

"ছেলের মুখে হাসি ফোটাতে ২১ ঘন্টায় ২০০ কিলোমিটার সাইকেল চালালেন বাবা"ছেলে রেজওয়ান মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার...
06/06/2025

"ছেলের মুখে হাসি ফোটাতে ২১ ঘন্টায় ২০০ কিলোমিটার সাইকেল চালালেন বাবা"
ছেলে রেজওয়ান মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই ছেলের জন্য এক মাস আগে মহাখালী থেকে ১ হাজার ৫০০ টাকায় একটি পুরানো সাইকেল কেনেন রিকশাচালক বাবা রাজু।
ঈদে বাড়ি আসতে সাইকেল পরিবহনে বাস ভাড়া ৩ হাজার টাকা চায় হেলপার, কিন্তু রাজুর পকেটে ছিলো আড়াই হাজার টাকা। ওই আড়াই হাজারের মধ্যেই পরিবারের ঈদের খরচের বাজেট ছিলো রাজুর। তাই ২০০ কিলোমিটারের কষ্ট সাধ্য যাত্রার সিদ্ধান্ত নেন রিকশাচালক রাজু।
বৃহস্পতিবার ভোর ৫টায় মহাখালী থেকে গাইবান্ধা পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। সাইকেল চালিয়ে ২১ ঘন্টায় বগুড়ায় পৌঁছান। মহাসড়কে মধ্যরাতে একজন সাইকেল আরোহীকে দেখে তল্লাশির জন্য থামানো হয় চেকপোস্টে। সেখানে ছেলের স্বপ্ন পুরনে বাবার কষ্টের গল্প শুনে সহায়তার হাত বাড়ায় সেনাবাহিনী। একটি ট্রাকে সাইকেলসহ রাজুর গাইবান্ধা যাওয়ার ব্যবস্থা করে দেন সেনাসদস্যরা। সঙ্গে খাবার জন্য দেন কিছু শুকনো খাদ্যদ্রব্য।

05/06/2025

আরাফাতের ময়দানের হৃদয় স্পর্শ করা দৃশ্য। 🫶
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক। 🖤

05/06/2025

Today is the day of Arafah!🤍
হে আমাদের পালনকর্তা, হে আমাদের রিজিকদাতা, হে সর্ব ক্ষমতার অধিকারী আপনি হাজীদের প্রার্থনা গুলো কবুল করুন! সাথে আমাদের মাফ করে আমাদের প্রার্থনা গুলা ও কবুল করুন 🖤🤲

ফাঁসির মঞ্চ প্রস্তুত। আধাঘন্টা পর ফাঁসি হবে। এমন সময় সিরিয়ায় আসাদের পতন। মুক্তি পান বন্দী গাজী আল মোহাম্মদ!আজ মক্কায় তিন...
05/06/2025

ফাঁসির মঞ্চ প্রস্তুত। আধাঘন্টা পর ফাঁসি হবে। এমন সময় সিরিয়ায় আসাদের পতন। মুক্তি পান বন্দী গাজী আল মোহাম্মদ!
আজ মক্কায় তিনি সিরিয়ার হাজীদের সঙ্গে হজ্ব পালন করছেন।
ফাঁসির মঞ্চ থেকে আল্লাহর ঘর
– কত অসাধারণ একটি যাত্রা।
আল্লাহু আকবার।

সূত্র: ড. মুহাম্মদ সালাহ

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ২৮শে মে— জিলহজের প্রথম দিন। ৫ই জুন, বৃহস্পতিবার— পবিত্র হজ...
27/05/2025

আলহামদুলিল্লাহ! সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল ২৮শে মে— জিলহজের প্রথম দিন। ৫ই জুন, বৃহস্পতিবার— পবিত্র হজ তথা আরাফাত দিবস এবং ৬ই জুন, জুমাবার— ঈদুল আযহা।

আল্লাহ তাআলা সকল হাজিকে হজ্জে মাবরুর নসিব করুন।

ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে এক ভদ্র লোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্ত...
27/05/2025

ব্যাংকে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়িয়ে আছি, পেছনে এক ভদ্র লোক একটা পৈশাচিক হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু ইতস্তত হয়ে পাশ ফিরতেই যাচ্ছিলাম

উনি আমাকে ডেকে বললেন : জানেন ভাই আমি কেন হাসছি?

স্বভাবতই বললাম, "আমি কিভাবে জানব, ভাই ?"

সে আবারো সেই ঐচ্ছিক হাসিটা রেখে হাত উচিয়ে বললো : "ঐ দেখতেছেন না ক্যাশ কাউন্টারের মেয়েটা, উনি আমার এক্স গার্লফ্রেন্ড"

আমি বললাম: "তাহলেতো কষ্ট পাওয়ার কথা ছিল, কিন্তু আপনিতো খুশি দেখতেছি?"

সে বলে: "আমার ভালোবাসা প্রত্যাখ্যান করে চলে গেছিলো, বছর খানেক আগে, পরে শুনি এই খানে চাকুরী নিছে, তার পর থেকে প্রতি মাসে ওর কাছে এসেই আমার বউ এর নামের একাউন্টে টাকা জমা দিয়ে যাই"
বলে আবারো সেই হাসি...🤣🤣


Address

Sylhet

Telephone

+966539437329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good Vibes:

Share