Daily Shomoy

Daily Shomoy New Page. Old page closed due to unavoidable reasons. The most popular online daily in NRB Worldwide. Since 2004 from LONDON

পাচারকৃত অর্থে বিদেশে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের 'সেন্ট্রাল ইনটেলিজেন্স সেল ...
17/08/2025

পাচারকৃত অর্থে বিদেশে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের 'সেন্ট্রাল ইনটেলিজেন্স সেল (সিআইসি)

https://shomoy24.co.uk/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a1/

16/08/2025

হাসনাত-সার্জিসসহ এনসিপির ৫ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম সহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতাকে দেয়া শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে। ৫ আগস্ট কক্সবাজার সফরের ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি বলে মনে করছে দলটি। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

আজ শনিবার (১৬ আগস্ট ২০২৫) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর কাছে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে তারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকজের জবাব বিশ্লেষণে সেই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

15/08/2025

বিএনপি নেতা সাকা চৌধুরীর রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল: হুম্মাম কাদের চৌধুরী

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাসভবনে সংবাদ সম্মেলন এই অভিযোগ করেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

সংবাদ সম্মেলনে হুম্মাম কাদের চৌধুরীর মা, বড় ভাই এবং বোন উপস্থিত ছিলেন।

Sayed Chowdhury -show Bangla Directory Asian Restaurant Directory Index .co.uk

15/08/2025

শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সংসদ সদস্য বেগম রোকেয়া আনসারী

বনানী কবরস্থানে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বেগম রোকেয়া আনসারী।

শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ জুমআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ইমামতিতে জানাজা শেষে মরহুমাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।

এছাড়াও জানাজায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বেগম রোকেয়া আনসারী বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) রাজধানীতে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "সাতক্ষীরার ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মরহুম এডভোকেট শেখ আনসার আলীর স্ত্রী বেগম রোকেয়া আনসারী, ইসলামী আন্দোলনের এক নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি মহান জাতীয় সংসদ সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমৃত্যু তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত ছিলেন। তার দুনিয়াবি সকল সৎ ও মহৎকর্ম আল্লাহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।

15/08/2025

খুবই সফল হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর: প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম । এর ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলের তিনটি পৃথক বৈঠক হয়েছে। এরমধ্যে একটি ছিল দুই নেতার ‘ওয়ানটুওয়ান’ বৈঠক।

প্রেস সচিব শফিকুল আলম আরো জানান, মালয়েশিয়ান শ্রমিকরা যেসব সামাজিক সুবিধা পান, বাংলাদেশি শ্রমিকরাও এখন থেকে সে ধরনের সুবিধা ভোগ করবেন। মালয়েশিয়ায় ১০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক ও স্নতকোত্তর পর্যায়ে লেখাপড়া করছেন। সেই দেশে ‘গ্রাজুয়েট প্লাস’ একটা সুবিধা রয়েছে। এর আওতায় অন্য দেশের পড়ুয়ারা কাজ করার সুযোগ পান। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই সুবিধা চাওয়া হয়েছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ বলেছে, তারা বিষয়টি দেখবেন।

TV Chowdhury -show Bangla Directory Asian Restaurant Directory Index .co.uk

Address


Alerts

Be the first to know and let us send you an email when Daily Shomoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Shomoy:

  • Want your business to be the top-listed Media Company?

Share