Desher Tan

Desher Tan বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসন প্রক্রিয়া এবং বিশেষ ঘটনাবলী নিয়ে তথ্যভিত্তিক ভিডিও তৈরি করি

11/08/2025

আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে কোনও আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে 'না' ভোটের সঙ্গে।

এছাড়া জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না।

আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে এবং নির্বাচনে ইভিএম ব্যবহার সংক্রান্ত বিধানও বাদ দেওয়া হয়েছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে সংশোধনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

সোমবার সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নবম কমিশন সভার মুলতবি বৈঠক হয়। পরে সন্ধ্যায় ইসির এই সিদ্ধান্ত সাংবাদিকদের কাছে তুলে ধরেন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

সুত্র: বিবিসি বাংলা

19/07/2025

১০ বছরের জন্য গোল্ডেন ভিসা চালু করতে যাচ্ছে যে দেশটি

11/07/2025

এবার ঘরে বসেই পাবেন কুয়েতের ভিসা, বাংলাদেশিরা পাবেন যেসব সুবিধা-
কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মটি কুয়েতে ভ্রমণ, ব্যবসা, পরিবারিক ও সরকারি সফরের প্রক্রিয়া অনেক সহজ করে তুলবে বলে মনে করা হচ্ছে।
নতুন ই-ভিসা প্ল্যাটফর্মে মোট চার ধরনের ভিসা পাওয়া যাবে- পর্যটন, পারিবারিক, ব্যবসায়িক ও সরকারি। এর ফলে আবেদনকারীরা দ্রুত, কম সময়ের মধ্যে এবং অপেক্ষাকৃত কম ঝামেলায় ভিসা পেতে পারবেন।

সুত্র: গালফ বিজনেস

10/07/2025

২০২৫ বেলারুশকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার -

বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত (নয়াদিল্লি ভিত্তিক)-কে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাষ্ট্রদূত মিখাইল কাসকো সচিবালয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি আজ এ অনুরোধ করেন বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উপদেষ্টা বলেন, ১৯৯২ সালে বেলারুশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা, প্রতিরক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন খাতে সহযোগিতা দিনদিন সম্প্রসারিত হচ্ছে।

“বর্তমানে ঢাকায় বেলারুশের একটি অনারারি কনস্যুলেট রয়েছে। কিন্তু মূল দূতাবাস নয়াদিল্লিতে অবস্থিত হওয়ায় ভিসা ও কনস্যুলার কার্যক্রমে দীর্ঘসূত্রিতা, ব্যয় বৃদ্ধি, হয়রানি সহ জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেজন্য ঢাকায় বেলারুশের একটি পূর্ণাঙ্গ দূতাবাস খোলা প্রয়োজন,” উপদেষ্টাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ বেলারুশ থেকে অন্যতম সার আমদানিকারক দেশ। তবে ২০২১ সালে বেলারুশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ আমদানি করা সারের টাকা পরিশোধ করতে পারেনি। এরপর থেকে বেলারুশ থেকে বাংলাদেশে সার আমদানি বন্ধ রয়েছে।

সুত্র: বিবিসি বাংলা

10/07/2025

কি কারণে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ ও কঠিন করা হচ্ছে?

07/07/2025

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের জন্য নতুন আইন কার্যকর

29/06/2025

ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে চীন যেসব দেশ

24/06/2025

Trump warns Israel not to attack Iran as fragile ceasefire holds

24/06/2025

Israel-Iran ceasefire appears to hold after Trump outburst at both sides

23/06/2025

চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।

23/06/2025
23/06/2025

Iran claims it has carried out a "mighty and successful response" to "America's aggression" after launching missile attacks on a US military base in Qatar and Iraq

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Desher Tan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desher Tan:

Share