Shahin Miah

Shahin Miah সহ সাধারণ সম্পাদক যুক্তরাজ্য বিএনপি

17/06/2025

একটা ইগো-ধারী, লোভী বাচ্চার কাছ থেকে শপথ কেন নিবে। সর্বোচ্চ আদালত রায় দিয়েই দিছে। এখন সে তার অধিকার নিয়ে বসেছে।
সাধু সেজোনা; সাধু হও!

~তারেক রহমান ও প্রফেসর ইউনুসের যৌথ বিবৃতি~“আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্...
13/06/2025

~তারেক রহমান ও প্রফেসর ইউনুসের যৌথ বিবৃতি~

“আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড: মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাঁদের বৈঠক অনুষ্ঠিত হয়।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসু আলোচনার জন্য ধন্যবাদ জানান।”

12/06/2025

আগামীকাল জনাব ড: ইউনুস এবং জনাব তারেক রহমানের মিটিংয়ের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক জনাব কয়ছর আহমদ।

06/06/2025

🌹Eid-Mubarak to all🌹

02/06/2025

২৬ টি দলের বক্তব্য ২৩ টি দল ডিসেম্বরেই নির্বাচন চায়।
আর জামাত গাধার মতো পানি ঘোলা করে খায়। বলে ডিসেম্ব থেকে এপ্রিল, আবর বলে মার্চ এপ্রিল তো রমজান। 😀

31/05/2025

৫ আগস্ট এর পর সেরা টকশো কমেন্টে।

31/05/2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকিতে বক্তব্য রাখেন তারেক রহমান।

30/05/2025
29/05/2025

ফ্যাসিস্ট বিরোধীদের মধ্যে বিভক্তি সৃষ্টির মূল কারণ: ইলিয়াস আর পিনাকির উগ্রতা।

29/05/2025

দেশে আসেনা কেন বিপ্লবী ভিউ বাটপারেরা।
= নুর=

29/05/2025

তারেক রহমানের একটি অন্যতম বৈশিষ্ট্য:
আজ পর্যন্ত ক্ষমতার জন্য দেশের জনগণ ছাড়া- বিদেশী কোনও শক্তির কাছে মাথা নত করেন- নাই।
=সবার আগে বাংলাদেশ=

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahin Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share