12/07/2025
বাংলাদেশের সরকারের উচিত আরও সহজ করে দেওয়া মানুষের বিদেশ যাত্রা। এতে দেশের মানুষের উপর জনসংখ্যার চাপ কমবে আর কোনোভাবে রেমিট্যান্সতো আসবেই ফিরে দেশে।আর যারা পলিটিক্স করে তারা দেশে থেকে রাজনীতি করবে।কারণ বিদেশগামী মানুষের দেশের প্রতি ভালোবাসা নিয়ে সন্দেহ আছে।এরা অর্ধেক দেশ প্রেমিক হিসেবে বিবেচিত হতে পারে।যেমন আমি।
বেশি বেশি বিদেশ আসুন, দেশকে আরও বেশি রাজনৈতিক ভাবে সহজ করে তুলুন।🫡
ধন্যবাদ।