14/09/2025
আমার কোন বন্ধু নাই!
একদম ঘটা করে বললে এটাই সত্যি। আমি সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি বন্ধুত্ব বলতে তেমন কিছু নাই। অথবা আমি বন্ধু হিসেবে যেমন তেমন কারো সাথে কখনো দেখাই হয় নাই।
বাংলাদেশে আমার দুইটা ফ্রেন্ড আছে যাদের সাথে সাত আট বছর পরে পরে এক দুইবার দেখা হয়। তাদেরকে আমি এখনো বন্ধু বলি কারণ আমি জানি আমার যেকোন দরকারে আমার একটা কলে আমার আত্মীয়র আগে তারা সারা দিবে, সেইম আমিও তাদের যেকোন দরকারে থাকবো। তারা আমার বন্ধু কারণ তারা আমার জীবন এর প্রতিটি স্টেজের সাথেই বন্ধুত্ব বজায় রাখছে। আমাকে জীবন এর কোন স্টেজে জাজ করে নাই।
এখন আসি বন্ধু নাই কেন বললাম বা এটা দিয়ে কি বুঝালাম!
প্রতি উইকে একবার দেখা করা,কিছু হলেই কল দিয়ে জানানো,কারো সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে আজাইরা প্যাচাল পারা এসব টাইপের কোন মানুষ আমার নাই। কেন নাই জানেন?
আমার সাথে গল্প করতে গেলে আমি জীবন নিয়ে গল্প করতে পছন্দ করি, আমি মেয়ে হয়েও সাজুগুজু, শাড়ি , গয়না কিংবা অন্য ভাবীদের নিয়ে গল্প করতে পছন্দ করি না। বেশরভাগ সময় ভাবিদের গ্রুপে গেলে আমি চুপ মেরে বসে থাকি,কিছু বলার জন্য খুজে পাই না কিন্তু আমি বাচাল টাইপ একটা মেয়ে।
ধরেন একটা গ্রুপে গল্প হচ্ছে সুইজারল্যান্ড ট্রিপ নিয়ে। সবাই এমন এমন সব গল্প বলবে যেন সুইজারল্যান্ড চন্দ্রগ্রহের কিছু। বাড়িয়ে বলে কিংবা মিথ্যা নাটক বানিয়ে হলেও প্রুভ করতে হবে আমি সুইজারল্যান্ড ঘুরেছি মানে আমি বিশাল কিছু করে ফেলেছি আর যে যায় নাই সে যাওয়ার সপ্নও দেখতে না পারে।সবকিছুই বাড়িয়ে বলা,সবকিছুতে মসলা লাগানো,আর শুধু খাওয়া, সাজ,পোশাক এসবের আড্ডা আমাকে খুব হাপিয়ে তুলে।
না সাজ,পোশাক , খাওয়া, আড্ডাতে আমার সমস্যা নাই কিন্তু সেটার সাথে যদি মিনিংফুল কিছু মুহুর্ত না থাকে, কিছু সুন্দর গল্প না থাকে, শুধু পরনিন্দা, পরচর্চা থাকে সেটা খুব ভালো লাগার জিনিস না।
আমার জীবনটা মারওয়ান, বাগান, ট্রাভেল আর জব করার মধ্যেই সীমাবদ্ধ। একটা সময় ছিল প্রতিনিয়ত কিছু নতুন শিখার চেষ্টা করতাম এখন মারওয়ানকে প্রাধান্য দিয়ে সেটা ওইভাবে হয়ে উঠে না কিন্তু ছেলের কাছ থেকেও শিখি। প্রতিদিন নতুন করে বাচতে শিখি।
কেমন আছি এমন বন্ধুহীন জীবনে? খুব ভালো আছি। সত্যি বলছি খুব ভালো আছি।কারণ আমি নিজের সাথে আছি, নিজের জন্য আছি। কোন সো অফ এর দুনিয়ায় লোক দেখানো কিছু রিলেশনশিপ মেইনটেইন করছি না। আমার দুনিয়ায় , আমার আশেপাশে যারা আছে তারা একান্তই নিজের মত কিছু মানুষ।