travelette_joty

travelette_joty Marwan’s Mamma 👨‍👩‍👦 Love Interior, Saree, Traveling and Gardening 👩‍🌾 Sharing about Sweden 🇸🇪
(3)

20/09/2025

আজ আমি রান্না করছি পুঁই শাক 🌿। এই শাকটা আমাকে উপহার দিয়েছেন আমার এক সহকর্মী ও প্রিয় বন্ধু।

আমি সবসময় মনে করি, সম্পর্কগুলোই আসলে আমাদের জন্য বরকত। আল্লাহ কখনো আমাদের বন্ধুদের মাধ্যমে, কখনো ছোট্ট ছোট্ট উপহারের মাধ্যমে, আবার কখনো এক টুকরো ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনকে পরিপূর্ণ করেন।

এই পুঁই শাক শুধু একটা খাবার নয়, বরং আল্লাহর দেওয়া এক বরকত, যা বন্ধুত্ব আর ভালোবাসার রঙে রাঙানো। 🤲💚

20/09/2025

নিজের বাগানের খিরা 🥰

18/09/2025

Swimming day for Marwan !

Mrs. Chatterjee vs Norway  এই মুভির সাথে কি সুইডেনের মিল রয়েছে?  হ্যা রয়েছে। কিছু কিছু জিনিস কাল্পনিক হতে পারে মুভির প্ল...
17/09/2025

Mrs. Chatterjee vs Norway এই মুভির সাথে কি সুইডেনের মিল রয়েছে? হ্যা রয়েছে। কিছু কিছু জিনিস কাল্পনিক হতে পারে মুভির প্লটিং সাজানোর জন্য অথবা সেটা একটা এক্সট্রিম ক্রিস ছিল যেখানে সে রেসিজম এর শিকার ছিল। কিন্তু আলটিমেট যেই সিস্টেমটা দেখানো হয়েছে সেটা বাস্তব।

সুইডেনে বা পুরো ইউরোপ এর সব দেশে একটা বাচ্চা জন্মের পর প্রায় ১-২ সপ্তাহ পর পরই ডাক্তার , মিডোয়াইফ এর সাথে ভিজিটিং থাকে।

এই ভিজিটিং গুলো শুধু বাচ্চার জন্য কিন্তু না। বাচ্চার বাবা মা এবং বাচ্চা, বলতে পারেন পুরো পরিবারের জন্যই এই ভিজিটিং গুলো হয়।

বাচ্চার রেগুলার চেকআপ এর পাশাপাশি বাচ্চার বাবা মায়ের মানসিক অবস্থার খবর নেয়া থেকে শুরু করে বাচ্চার জন্য সঠিক একটা পরিবেশ নিশ্চিত করাই এর লক্ষ্য।

বার বার গুরুত্ব দেয়া হয় নবজাতকের মায়ের মানসিক অবস্থার উপর। এমনকি বাবার মানসিক অবস্থারও খবর নেয়া হয়। যেকোনো প্রশ্নের উত্তরে যদি দেখে বাচ্চার মা মানসিকভাবে খারাপ অনুভব করছে সাথে সাথে তারা কনসালটেন্সীর ব্যাবস্থা করে।

এখন আসি মেইন টপিকে! Mrs. Chatterjee vs Norway মুভির ঘটনা। হ্যা এরকম ঘটনা সুইডেনেও ঘটে। এটাই সত্যি। আর আমি এই প্রসেসটাকে সম্মান করি। কারণ প্রতিটি শিশুর একটা সুন্দর পরিবার আর পরিবেশ পাওয়ার অধিকার আছে।এই ব্যাপারে ডিটেইলস আরেকদিন বলবো।

রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে। নিজের সন্তানকে তার মা গলা কেটে মেরে ফেলছে। এই ঘটনাটা দেখে আমি আরও স্ট্রং ফিল করি সুইডেনের সিস্টেম খুব ভালো সিস্টেম।

বাংলাদেশের এই ঘটনাতে কি মায়ের দোষ ছিল? না এটা আমাদের দেশের সিস্টেম এর দোষ , আমাদের দেশের যুগের পর যুগে ঘটে যাওয়া অন্যায়ের চিত্র। বাচ্চার জন্মের দুই একদিন পরই পুরো পরিবারের সব কাজ ঘাড়ে দেওয়ার সাথে সাথে বাচ্চা লালন পালনে কোন হেল্প তো করেই না উল্টো বাচ্চা নিয়ে সব আগের মত ম্যানেজ করতে না পারার খোটা।

দেশের ৯০% মানুষের কোন আইডিয়াই নাই পোস্টপারটাম ডিপ্রেশন কি?

আর এই সব কারণেই আমি মনে করি সুইডেনের এই কঠিন নিয়ম গুলা সত্যিই দরকার। বাংলাদেশে এই সিস্টেমটা থাকলে হয়তো এরকম ঘটনা ঘটত না।

17/09/2025

আপনারা কেউ কি Taptap send app আমার Code ta use করেছেন ?

100 sek অথবা 1278tk extra পাবে বোনাস হিসেবে শুধু আমার কোড ইউজ করলে🥰🥰

আমি ভাগ্য বলে কিছু আছে বিশ্বাস করি না....আমি বিশ্বাস করি আমার জীবনে কোন কিছু না পাওয়ার পিছনে আমারই ভুল ছিল বা আছে আর সেই...
17/09/2025

আমি ভাগ্য বলে কিছু আছে বিশ্বাস করি না....

আমি বিশ্বাস করি আমার জীবনে কোন কিছু না পাওয়ার পিছনে আমারই ভুল ছিল বা আছে আর সেইজন্যই আল্লাহ আমাকে দেয় নাই, যা কিছু পাই নাই তা আমার জন্য ভালো হবে না বলেই পাই নাই। আমার কষ্টের জন্য আমিই দায়ী। আমার ভাগ্য আমিই বদলাতে পারি। আর তাই আমি কাজে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি পরিশ্রম মানুষের ভাগ্য পাল্টাতে পারে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিতে পারে আর আল্লাহ তাকেই দেয় যে চাওয়ার মত করে চায়।

আমি কষ্ট মনে রাখি.......
আর মনে রাখি কষ্টের পিছনে আমার ভুলগুলোকে। আমার জীবনের প্রতিটি কষ্টের পিছনে আমার কোন না কোন ভুল ছিল। তাই কষ্টগুলো ভুলতে চাই না, যেন আমি ভুলগুলো বার বার না করি।

আমি অপমান ভুলি না.....
আমাকে কথার ছলে, হাসতে হাসতে মজার ছলে করা অপমানও আমি মনে রাখি। কারণ সেই অপমানের পিছনে আমার কোন অপারগতা ছিল, আমার কিছু অভাব ছিল।

Saree: MarRay

16/09/2025

যেহেতু আমি অনেক ট্রাভেল করি , আমাকে এই প্রশ্নটা খুব শুনতে হয়....

"আপু দুইদিন পর পর এইদেশ ওইদেশ ঘুরতে যেতে পারেন, আর নিজের দেশে যেতে পারেন না?"

দেশে যাই বা না যাই পরিবারের পাশে আছি সবসময় Taptap Send Bangladesh এর মাধ্যমে।

কারণে অকারণে শাড়ি!  এই শাড়িটার কালারটা একদম ডিফারেন্ট। রাতে কোন সুন্দর প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট।  এখন আমিতো ট্রিপ ...
16/09/2025

কারণে অকারণে শাড়ি!

এই শাড়িটার কালারটা একদম ডিফারেন্ট। রাতে কোন সুন্দর প্রোগ্রামের জন্য একদম পারফেক্ট। এখন আমিতো ট্রিপ ছাড়া কোথাও যাই না। অনেক দিন পড়বো পড়বো করেও কোন অকেশন খুজে পাচ্ছিলাম না তাই বাসায় বসে থেকেই পড়ে ফেল্লাম। শখের জন্য কোন প্ল্যান লাগে না।

শাড়ি : MarRay

16/09/2025

এক ডালে চারটি লাউ আলহামদুলিল্লাহ!

15/09/2025

খুব খুশির একটা দিনে মিষ্টিমুখ করাতে বাসায় এই মজাদার কেইকটা আসে Bake My Day থেকে। কেইকের পেইজ লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। অসাধারণ এই কেইক একবার খেলে সকালের নাশতায় বা বিকালের নাশতায় চাই ই চাই হয়ে যাবে।

আমার কোন বন্ধু নাই!  একদম ঘটা করে বললে এটাই সত্যি। আমি সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি বন্ধুত্ব বলতে তেমন কিছু নাই। অথবা আম...
14/09/2025

আমার কোন বন্ধু নাই!

একদম ঘটা করে বললে এটাই সত্যি। আমি সময়ের সাথে সাথে বুঝতে শিখেছি বন্ধুত্ব বলতে তেমন কিছু নাই। অথবা আমি বন্ধু হিসেবে যেমন তেমন কারো সাথে কখনো দেখাই হয় নাই।

বাংলাদেশে আমার দুইটা ফ্রেন্ড আছে যাদের সাথে সাত আট বছর পরে পরে এক দুইবার দেখা হয়। তাদেরকে আমি এখনো বন্ধু বলি কারণ আমি জানি আমার যেকোন দরকারে আমার একটা কলে আমার আত্মীয়র আগে তারা সারা দিবে, সেইম আমিও তাদের যেকোন দরকারে থাকবো। তারা আমার বন্ধু কারণ তারা আমার জীবন এর প্রতিটি স্টেজের সাথেই বন্ধুত্ব বজায় রাখছে। আমাকে জীবন এর কোন স্টেজে জাজ করে নাই।

এখন আসি বন্ধু নাই কেন বললাম বা এটা দিয়ে কি বুঝালাম!
প্রতি উইকে একবার দেখা করা,কিছু হলেই কল দিয়ে জানানো,কারো সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে আজাইরা প্যাচাল পারা এসব টাইপের কোন মানুষ আমার নাই। কেন নাই জানেন?

আমার সাথে গল্প করতে গেলে আমি জীবন নিয়ে গল্প করতে পছন্দ করি, আমি মেয়ে হয়েও সাজুগুজু, শাড়ি , গয়না কিংবা অন্য ভাবীদের নিয়ে গল্প করতে পছন্দ করি না। বেশরভাগ সময় ভাবিদের গ্রুপে গেলে আমি চুপ মেরে বসে থাকি,কিছু বলার জন্য খুজে পাই না কিন্তু আমি বাচাল টাইপ একটা মেয়ে।

ধরেন একটা গ্রুপে গল্প হচ্ছে সুইজারল্যান্ড ট্রিপ নিয়ে। সবাই এমন এমন সব গল্প বলবে যেন সুইজারল্যান্ড চন্দ্রগ্রহের কিছু। বাড়িয়ে বলে কিংবা মিথ্যা নাটক বানিয়ে হলেও প্রুভ করতে হবে আমি সুইজারল্যান্ড ঘুরেছি মানে আমি বিশাল কিছু করে ফেলেছি আর যে যায় নাই সে যাওয়ার সপ্নও দেখতে না পারে।সবকিছুই বাড়িয়ে বলা,সবকিছুতে মসলা লাগানো,আর শুধু খাওয়া, সাজ,পোশাক এসবের আড্ডা আমাকে খুব হাপিয়ে তুলে।

না সাজ,পোশাক , খাওয়া, আড্ডাতে আমার সমস্যা নাই কিন্তু সেটার সাথে যদি মিনিংফুল কিছু মুহুর্ত না থাকে, কিছু সুন্দর গল্প না থাকে, শুধু পরনিন্দা, পরচর্চা থাকে সেটা খুব ভালো লাগার জিনিস না।

আমার জীবনটা মারওয়ান, বাগান, ট্রাভেল আর জব করার মধ্যেই সীমাবদ্ধ। একটা সময় ছিল প্রতিনিয়ত কিছু নতুন শিখার চেষ্টা করতাম এখন মারওয়ানকে প্রাধান্য দিয়ে সেটা ওইভাবে হয়ে উঠে না কিন্তু ছেলের কাছ থেকেও শিখি। প্রতিদিন নতুন করে বাচতে শিখি।

কেমন আছি এমন বন্ধুহীন জীবনে? খুব ভালো আছি। সত্যি বলছি খুব ভালো আছি।কারণ আমি নিজের সাথে আছি, নিজের জন্য আছি। কোন সো অফ এর দুনিয়ায় লোক দেখানো কিছু রিলেশনশিপ মেইনটেইন করছি না। আমার দুনিয়ায় , আমার আশেপাশে যারা আছে তারা একান্তই নিজের মত কিছু মানুষ।

Adress

Stockholm

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när travelette_joty postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Kontakta Affären

Skicka ett meddelande till travelette_joty:

Dela