
25/06/2025
মানুষ বলে মানুষ নাকি নিজের ভেতরটা লুকিয়ে রাখতে পারে। বিশ্বাস করুন,পারেনা!
প্রথম প্রথম কারোর কাছাকাছি গেলে হয়তো কিছুদিন সম্পর্কের সেই হানিমুন পিরিয়ডটা থাকে। যখন একে অপরকে মুগ্ধ করতে চায়, ইম্প্রেস করতে চায়। এফোর্ট দেয় নিজের সাধ্যের এবং চরিত্রের বাইরে গিয়েও। কিন্তু এই এক্সট্রা এফোর্ট আসলে মানুষ খুব বেশিদিন দিতে পারেনা। দেয়া আসলে সম্ভব না।
তাই আস্তে আস্তে ঠিকই আপনি অপরপক্ষের কথায়, আচরণে,কাজে তাকে বুঝতে থাকবেন। একেকটা ঘটনায় আপনি তার অবস্থান সম্পর্কে পরিস্কার হবেন। মানুষ অসচেতন অবস্থায় সবচেয়ে বেশি রিয়েল। ঘুমালে, রেগে গেলে, অনেক বেশি কষ্ট পেলে,বেশি হিংসায়, ভয় পেলে, অপমানিত হলে কিংবা অনেক বেশি খুশি হলে তার ভেতরটা বেরিয়ে আসে আলতো করে। মানুষ ভীষণ রকমের প্যাটার্ণড। জাস্ট প্যাটার্ণ গুলো বুঝলেই চলে!
মানুষ আসলে ভীষণ রকমের খোলা বই। আপনাকে শুধু সেই বইয়ের ভাষাটা বুঝতে হবে, অক্ষরজ্ঞানটা নিতে হবে!