15/09/2025
- ছবিতে দেখা যাচ্ছে— এক ব্যক্তি মারা গেছেন, তাকে মসজিদুল হারামে জানাজা পড়ানো হচ্ছে মুখ খোলা অবস্থায়।
কারণ কী...?
- কারণ তিনি ইহরাম অবস্থায় ইন্তিকাল করেছেন। আর যে ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যায়, সে হোক উমরাহকারী বা হাজী— তাকে তার ইহরামের কাপড়েই কাফন দেওয়া হবে এবং তার মুখমণ্ডল ও মাথা ঢেকে দেওয়া হবে না।
এটাই এসেছে সুন্নাহতে।
রাসূলুল্লাহ ﷺ যখন শুনলেন, একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন তিনি ﷺ বললেন:
“তাকে তার ইহরামের কাপড়েই কাফন দাও, তার মাথা ও মুখ ঢাকবে না; নিশ্চয়ই সে কিয়ামতের দিন লাব্বাইক বলতে বলতে পুনরুত্থিত হবে।”
সহীহ আল-বুখারী – হাদীস 1265 (কিতাব: জানাযা)
সহীহ মুসলিম – হাদীস 1206 (কিতাব: হাজ্জ)