Entertainment 2051

Entertainment 2051 Digital creator -Md Islam

20/11/2025

19/11/2025

19/11/2025

ামায়াত চায় লটারির মাধ্যমে ডিসি বদলি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৮: ০৯
এমন বক্তব্যের কি মন্তব্য আপনার করার আছে ডিসি একটা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গা এটাকে আপনি লটারি মাধ্যমে বদলি করবেন কি হাস্যকর একটা ব্যাপার না আল্লাহ হেদায়েত করুক

19/11/2025

ি মাঝেমধ্যে বলি যে বাঙালি এমন এক জিনিস
এই অশিক্ষিত বাঙালি কি যে চায় তারা নিজেরাই জানে না আচ্ছা এখন বলি ২২ বছরের জন্য একটা টার্মিনাল সুইজারল্যান্ডের কাছে দিছে
৩০ বছরের জন্য আরেকটা টার্মিনাল ডেনমার্কে দিছে
দেখেন বাংলাদেশের কতজন লোক জানে যে এই টার্মিনাল গুলা বিদেশীদের হাতে চলে গেল আমার যতটুকু ধারনা ১০% লোক জানে না

19/11/2025

ৈয়দ মোহাম্মদ হাসান মারুফ বলেন, বন্দর উন্নয়নের নাম করে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। দুই দিন আগের প্রতিবেদনে দেখা গেছে, বন্দর আগের চেয়ে ২১ ভাগ বেশি আয় করেছে। যদি দক্ষতা বাড়াতে হয় তাহলে বিদেশি ট্রেইনার আনা যায়। দক্ষতার নামে এ দেশের বন্দর ইজারা দেওয়ার অধিকার নেই। সিসিটি, এনসিটির মতো লাভজনক টার্মিনালগুলো বিদেশিদের দেওয়া যাবে না।

প্রধান বক্তা মো. হুমায়ুন কবীর বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল থেকে বর্তমানে প্রতি একক কনটেইনারে বন্দর প্রায় ১৬৫ ডলার আয় করে। যার মধ্যে অপারেটর খরচ ও অন্যান্য ব্যয় বাদে আয় থাকে প্রায় ১১৫ ডলার। যদি ডিপি ওয়ার্ল্ড টার্মিনালটি পরিচালনা করে এবং বাংলাদেশকে মাত্র ৫০ ডলার দেয়, তাহলে প্রতি এককে তারা দেশে থেকে নিয়ে যাবে প্রায় ৬৫ ডলার। ট্যারিফ বাড়ালে এ পরিমাণ আরও প্রায় দ্বিগুণ হতে পারে, যা দেশের ডলার সংকটকে আরও বাড়িয়ে তুলবে।

সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আজিম, বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর ছিদ্দিকি, বন্দর শ্রমিক দলনেতা শেখ ছানুয়ার মিয়া, আকতার হোসেন, মোস্তফা চৌধুরী, মো. নাছির উদ্দিন, মোশারফ হোসেন, দিদারুল আলম, আনোয়ার হোসেন, গোলাম ছরোয়ার, মিনহাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

18/11/2025

িজ্ঞান যা বলে
মজার ব্যাপার হল, আধুনিক মনোবিজ্ঞানও এই সত্যকে স্বীকার করে। গবেষকেরা দেখেছেন, চাপ ও চ্যালেঞ্জিং পরিস্থিতি মানুষের ভেতরে লুকিয়ে থাকা সক্ষমতা বের করে আনে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা জীবনে মধ্যম মাত্রার চাপ সামলেছেন, তারা পরবর্তী সময়ে কঠিন পরিস্থিতি মোকাবিলায় বেশি দক্ষ হয়ে ওঠেন। (সিওয়ার্ড এট আল., সাইকোলজি অব স্ট্রেস, জোনস অ্যান্ড বার্টলেট লার্নিং, ২০১৮, পৃ. ১২৩-১২৫)

এর মানে হলো, আল্লাহ যখন কাউকে অতিরিক্ত দায়িত্ব দেন, তখন সেই দায়িত্ব পালনের ক্ষমতাও তার ভেতরে তৈরি করে দেন। এটা কোনো শাস্তি নয়, বরং প্রশিক্ষণ। যে দায়িত্ব আজ ভারী মনে হচ্ছে, কাল সেটিই আপনাকে শক্তিশালী করবে।

18/11/2025

ুওয়তলাভের পঞ্চম বছর, নবীজি (সা.) দেখলেন শুধুমাত্র ইসলামগ্রহণের ‘অপরাধে’ নিজ গোত্রের আপন লোকেরাই সাহাবিগণের ওপর অমানবিক নির্যাতন শুরু করেছে। দিন যত যায়, জুলুম-নিপীড়ন আর অবমাননা বাড়তে থাকে। যারা সমাজে খুব সম্মানের সাথে চলাফেরা করতেন, তাদেরই এখন আড়ালে-আবডালে থাকতে হয়।

সাহাবিগণের এই ‘পরাধীনতা’ নবীজির (সা.) মনে খুব কষ্ট দিল। তিনি তাদের বললেন, ‘তোমরা আল্লাহর জমিনের কোথাও হিজরত করে চলে যাও, আল্লাহ শীঘ্রই তোমাদের একত্রিত করবেন। সাহাবিগণ আরজ করলেন, কোথায় যাব? তিনি হাবশার দিকে ইঙ্গিত করেন।’ (সীরাতুল মুস্তফা, ইদরীস কান্ধলবী, খণ্ড ১, পৃষ্ঠা ২১১-২১২, ইফাবা)

আরেক বর্ণনায় আছে, নবীজি (সা.) বলেন, ‘তোমরা হাবশায় চলে যাও, এটাই তোমাদের জন্য ভালো। কারণ সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন, যার রাজত্বে কেউ জুলুমে শিকার হয় না। সেই দেশটা সত্য ও ন্যায়ের দেশ। আল্লাহ যতদিন পর্যন্ত তোমাদের জন্য এই জুলুম থেকে বাঁচার পরিবেশ না করে দেন, ততদিন পর্যন্ত তোমরা সেখানে থাকতে পারো। (সীরাতুন নবী, ইবনে হিশাম, খণ্ড ১, পৃষ্ঠা ২৮৪, ইফাবা)

এই নির্দেশ পেয়ে ৬১৫ খ্রিষ্টাব্দে, হিজরিপূর্ব ৭ সালের রজব মাসে সাহাবিগণ মক্কা ছেড়ে সমুদ্রপথে আফ্রিকার দিকে রওনা দেন, যা ইতিহাসের কিতাবে ‘হাবশায় প্রথম হিজরত’ নামে প্রসিদ্ধ।

তারা খ্রিষ্টান রাজা নাজ্জাশি শাসিত আকসুম রাজ্যে (বর্তমান ইথিওপিয়া ও ইরিত্রিয়া) গিয়ে নোঙর ফেলেন, এবং সেখানে বেশ নিরাপত্তার সঙ্গে তিন থেকে চারমাস বসবাস করেন। এরপর এমন একটা গুজব ছড়িয়ে পড়ে যে মক্কার সবাই ইসলামগ্রহণ করে ফেলেছে, তাই তারা ফিরে আসেন।

17/11/2025

working very hard always # singing songs

17/11/2025

the day begin with the Quran.
Remember, your Lord declares, ‘If you are grateful, I will surely give you more, but if you are ungrateful, My punishment is severe.’
Surah Al-Ibrahim, verse number: 7

17/11/2025

16/11/2025

ার সুন্দর সকাল এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই।

Address

Mymensingh
398373

Telephone

+6598609011

Website

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment 2051 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment 2051:

Share