Rasel Nerob

Rasel Nerob Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rasel Nerob, Digital creator, Singapore.

এই পেজের বেশিরভাগ লেখাই সংগ্রহীত। কারো কোন অভিযোগ থাকলে জানাবেন ঠিক করে নেওয়ার চেষ্টা করব। স্বাধীনচেতা মানুষ আমি, কাউকে খুশি করতে নয়, নিজের খুশির জন্য এগুলো করি।

এনএসসি চাইলে বিসিবি নির্বাচন করতে রাজি আমিনুল ইসলাম বুলবুল..!! প্রথমদিকে আইসিসির চাকরী থেকে ছুটি নিয়ে বিসিবি সভাপতি হবার...
07/08/2025

এনএসসি চাইলে বিসিবি নির্বাচন করতে রাজি আমিনুল ইসলাম বুলবুল..!!

প্রথমদিকে আইসিসির চাকরী থেকে ছুটি নিয়ে বিসিবি সভাপতি হবার কথা থাকলেও নিয়মানুযায়ী চাকরী ছাড়তে হয়েছে বুলবুলের। তবে, নির্বাচনে অংশ না নিলে আবারো সুযোগ হলে আইসিসির চাকরীতেই ফেরত যাবেন তিনি।

কিন্তু, জাতীয় ক্রিড়া পরিষদ কর্তৃক দুইজন পরিচালক মনোনয়ন দেয়ার নিয়ম থাকায় বিসিবিতে থাকার সম্ভবনাও তৈরী হয়েছে বুলবুলের। স্বীকার করেছেন যদি এনএসসি চায় তবে বিসিবি আসন্ন নির্বাচনে অংশ নিবেন তিনি। তবে এও বলেছেন, 'আমি তো ক্লাব রাজনীতির সাথে যুক্ত নই, ভোটব্যাংক নেই আমার। যদি হেরে যাই"

আপনার মতে, বুলবুলের কি বিসিবি নির্বাচনে অংশ নেয়া উচিত..??

সোর্স- Abu Sadat (Journalists)
| |

মানুষের মহাকাশ নিয়ে আগ্রহ নতুন কিছু নয়। পৃথিবীর বাইরে কী আছে, কে আছে; এসব প্রশ্ন মানুষকে বহুদিন ধরেই ভাবিয়ে তুলছে। সে...
07/08/2025

মানুষের মহাকাশ নিয়ে আগ্রহ নতুন কিছু নয়। পৃথিবীর বাইরে কী আছে, কে আছে; এসব প্রশ্ন মানুষকে বহুদিন ধরেই ভাবিয়ে তুলছে। সেই আগ্রহের একটি বড় উৎস হলো আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা বিভিন্ন বস্তু।

সম্প্রতি এমনই একটি মহাজাগতিক বস্তুর দেখা মিলেছে, যার নাম 3I/ATLAS। এটি এক অদ্ভুত গতিতে আমাদের সৌরজগত দিয়ে ধেয়ে যাচ্ছে, যার গতি ঘণ্টায় প্রায় ২ লক্ষ কিলোমিটার। এ বছর এপ্রিল মাসে নিউ মেক্সিকোর একটি গবেষণা প্রতিষ্ঠান এই বস্তুটি প্রথম শনাক্ত করে। পরে জানা যায়, এটি সৌরজগতের বাইরে থেকে আসা একটি আন্তঃনাক্ষত্রিক বস্তু, যা সম্ভবত একটি বরফঘেরা ধূমকেতু। এটি সূর্যকে পাশ কাটিয়ে আবার মহাশূন্যে চলে যাবে, এবং এটি পৃথিবীর খুব বেশি কাছে আসবে না, আমাদের গ্রহ থেকে প্রায় ৭ কোটি কি.মি. দূর দিয়ে এর অতিক্রম করার কথা। NASA-এর অর্থায়নে পরিচালিত ATLAS টেলিস্কোপ এই বস্তুটি শনাক্ত করে এবং পরে Minor Planet Center এটিকে একটি ধূমকেতু হিসেবে চিহ্নিত করে।

তবে 3I/ATLAS শুধু বিজ্ঞানীদের চোখে পড়েই থেমে থাকেনি; এটি ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক ও কৌতূহল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন জ্যোতির্বিজ্ঞানী ড. অ্যাভি লএব দাবি করেছেন, এটি হতে পারে কোনো বুদ্ধিমান এলিয়েন সভ্যতার তৈরি মহাকাশযান। তার মতে, বস্তুটির গতি, গঠনের ধরণ ও গতিপথ স্বাভাবিক ধূমকেতু থেকে এতটাই আলাদা, যা একে কৃত্রিম প্রযুক্তি বলে সন্দেহ জাগাতে বাধ্য করে। তার গবেষণা নিবন্ধটি যদিও পিয়ার-রিভিউ হয়নি, তবুও তিনি এটিকে একটি “রোমাঞ্চকর চিন্তা” হিসেবে তুলে ধরেছেন। ড. অ্যাভি লএব এর আগেও 'ওউমুয়ামুয়া' নামের আরেকটি আন্তঃনাক্ষত্রিক বস্তুকে এলিয়েন প্রযুক্তি বলে দাবি করে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছিলেন।

তবে এলিয়েন তত্ত্বের বিপরীতে উঠে এসেছে যুক্তিনির্ভর বিশ্লেষণ। বাংলাদেশের বিজ্ঞানী ড. একেএম এহসানুল হক, যিনি বর্তমানে বিশ্বখ্যাত Institute-এর সঙ্গে যুক্ত আছেন, এই বস্তুটি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন প্রি-প্রিন্ট জার্নাল EarthArXiv-এ। তার মতে, 3I/ATLAS সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গঠিত একটি মহাজাগতিক বস্তু, এবং এর গতি ও কক্ষপথ একান্তই মহাকর্ষীয় বল দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তিনি বলেন, বস্তুটির আচরণ এমন অনেক ধূমকেতু বা গ্রহাণুর সঙ্গে মিলে যায়, যেগুলো দূরবর্তী সৌরজগত থেকে স্বাভাবিকভাবে নির্গত হয়।

সব মিলিয়ে, 3I/ATLAS শুধু একটি মহাজাগতিক বস্তু নয়, এটি আজকের বিজ্ঞানের কল্পনা, বিতর্ক ও গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Khairul Alom Fardush
Team Science Bee

আপনি কিভাবে দেখছেন?
07/08/2025

আপনি কিভাবে দেখছেন?

একটি পারমাণবিক সাবমেরিন মাত্র ৪ কিলোগ্রাম ইউরেনিয়াম-২৩৫-এর উপর প্রায় ৩০ বছর ধরে কাজ করতে পারে কারণ পারমাণবিক বিভাজনের ...
07/08/2025

একটি পারমাণবিক সাবমেরিন মাত্র ৪ কিলোগ্রাম ইউরেনিয়াম-২৩৫-এর উপর প্রায় ৩০ বছর ধরে কাজ করতে পারে কারণ পারমাণবিক বিভাজনের অসাধারণ শক্তি ঘনত্ব রয়েছে। একটি পারমাণবিক চুল্লিতে, নিউট্রন দ্বারা আঘাত করলে ইউরেনিয়াম-২৩৫ পরমাণু বিভাজনের মধ্য দিয়ে যায়, ছোট ছোট পরমাণুতে বিভক্ত হয়ে বিপুল পরিমাণে শক্তি নির্গত করে - প্রতি বিভাজনে প্রায় ২০০ মেগাওয়াট।

জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো রাসায়নিক প্রক্রিয়ার তুলনায় এটি প্রতি বিক্রিয়ায় লক্ষ লক্ষ গুণ বেশি শক্তি। ৪ কিলোগ্রাম ইউরেনিয়াম-২৩৫-এর জন্য, প্রায় ১.০২ x ১০^২৫ পরমাণু থাকে। যদি একটি উল্লেখযোগ্য ভগ্নাংশ বিভাজনের মধ্য দিয়ে যায়, তাহলে শক্তি উৎপাদন বিস্ময়কর - ৩.৩ x ১০^১৪ জুলের মতো, যা হাজার হাজার টন কয়লার সমান। একটি সাবমেরিনের চুল্লিতে, এই শক্তি তাপে রূপান্তরিত হয়, যা টারবাইন চালানোর জন্য বাষ্প তৈরি করে, বিদ্যুৎ এবং চালনা তৈরি করে।

চুল্লির কম্প্যাক্ট ডিজাইন, দক্ষ জ্বালানি ব্যবহার এবং ঘন ঘন জ্বালানি ভরার প্রয়োজনের অভাব কয়েক দশক ধরে ক্রমাগত কাজ করার সুযোগ দেয়। কন্ট্রোল রড এবং সতর্ক চুল্লি নকশা বিদারণ হার নিয়ন্ত্রণ করে, স্থির বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে। রাসায়নিক জ্বালানির বিপরীতে, ইউরেনিয়ামের উচ্চ শক্তি ঘনত্ব বৃহৎ জ্বালানি সঞ্চয়ের প্রয়োজনীয়তা দূর করে, যা সীমিত স্থানে দীর্ঘমেয়াদী, উচ্চ-শক্তি মিশনের জন্য এটিকে আদর্শ করে তোলে।

A nuclear submarine can operate for about 30 years on just 4 kilograms of uranium-235 due to the extraordinary energy density of nuclear fission. In a nuclear reactor, uranium-235 atoms undergo fission when struck by neutrons, splitting into smaller atoms and releasing a tremendous amount of energy—approximately 200 MeV per fission event.

This is millions of times more energy per reaction than chemical processes like burning fossil fuels. For 4 kilograms of uranium-235, there are roughly 1.02 x 10^25 atoms. If a significant fraction undergoes fission, the energy output is staggering—on the order of 3.3 x 10^14 joules, equivalent to thousands of tons of coal. In a submarine’s reactor, this energy is converted into heat, which generates steam to drive turbines, producing electricity and propulsion.

The reactor’s compact design, efficient fuel use, and lack of need for frequent refueling allow continuous operation for decades. Control rods and careful reactor design regulate the fission rate, ensuring steady power output. Unlike chemical fuels, uranium’s high energy density eliminates the need for large fuel storage, making it ideal for long-term, high-power missions in confined spaces.

সেনেগালের তরুণ রাষ্ট্রপতি বাসিরু দিওমায়ে ফায়ে, বলেছেন "আমি তোমাদের অফিসে আমার ছবি দেখতে চাই না কারণ আমি ঈশ্বরও নই বা আ...
07/08/2025

সেনেগালের তরুণ রাষ্ট্রপতি বাসিরু দিওমায়ে ফায়ে, বলেছেন "আমি তোমাদের অফিসে আমার ছবি দেখতে চাই না কারণ আমি ঈশ্বরও নই বা আইকনও নই। আমি এই দেশের একজন সেবক। আমার ছবির পরিবর্তে, অফিসে তোমাদের সন্তানদের ছবি লাগাও এবং যখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, সেই ছবিটি দেখো। আর যদি কোনোভাবে চুরি করার প্রলোভন জাগে, তাহলে তোমাদের পরিবারের সেই ছবিটি গভীরভাবে দেখো এবং নিজেকে জিজ্ঞাসা করো যে এই পরিবারটি কি এমন একজন চোরের পরিবার হিসেবে পরিচিত হতে চায় যে দেশের জনগণের সাথে প্রতারণা করেছে"।

(সংগৃহীত)

ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
07/08/2025

ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর আগে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক, যার মাধ্যমে টার্বাইন যন্ত্রপাতির কার্যক্ষমতা নিশ্চিত করা...
06/08/2025

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর আগে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক, যার মাধ্যমে টার্বাইন যন্ত্রপাতির কার্যক্ষমতা নিশ্চিত করা হয়ে থাকে।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার ভ্রমণ ও সেই ভ্রমণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আলোকে পাঁচ নেতাকে কারণ শোকজ ...
06/08/2025

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে কক্সবাজার ভ্রমণ ও সেই ভ্রমণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির আলোকে পাঁচ নেতাকে কারণ শোকজ নোটিশ দিয়েছে এনসিপি।

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। সর্বশেষ প্রত...
06/08/2025

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এইচএসসি পাস শিক্ষার্থীদের গড় জ্ঞান আন্তর্জাতিক মানদণ্ডে মাত্র সপ্তম শ্রেণির সমতুল্য।

বিশ্বব্যাংকের তথ্যে বলা হয়েছে, ১৮ বছর বয়সে একজন শিক্ষার্থীর অন্তত ১১ বছরের সমমানের শিক্ষাগত দক্ষতা থাকা উচিত। অথচ বাংলাদেশে এ মান নেমে এসেছে মাত্র ৬.৫ বছরে যা প্রায় ৪.৫ বছরের ঘাটতি নির্দেশ করে।

আন্তর্জাতিক পরীক্ষায় বাংলাদেশের গড় স্কোর ৩৬৮, যেখানে ৩০০ হলো ‘ন্যূনতম’ এবং ৬২৫ ‘উন্নত’ অর্জনের সূচক। এর মানে অধিকাংশ শিক্ষার্থী মৌলিক পাঠ, গণিত ও বিশ্লেষণ ক্ষমতায় পিছিয়ে আছে।

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন। তার মানে কিছুদিন পরই...
06/08/2025

ড. ইউনূস আজকে নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন।১লা ফেব্রুয়ারি-১৭ ফেব্রুয়ারির মধ্যে হবে জাতীয় নির্বাচন।

তার মানে কিছুদিন পরই আমাদের কাছ থেকে পুরোপুরি বিদায় নিবেন তিনি।

আজকে জাতীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আফসোসের সুরে অনেকগুলো কথা বলছিলেন তিনি।তার চেহারাটাও ছিল বেশ মনমরা।

এই মানুষটার জন্যে আফসোসই হয়। অনেকগুলো স্বপ্ন পূরণের ইচ্ছা নিয়ে এসেছিলেন এই দেশে। কিন্তু সেসবের অনেককিছুই রয়ে গেছে অপূর্ণ।

তিনি প্রধান উপদেষ্টা হিসেবে চেয়ারে বসার পর থেকে দেশে এ পর্যন্ত ১৭৪ টা আন্দোলন হয়েছে, ভয়াবহ বন্যা হয়েছে, বিমান দূর্ঘটনা হয়েছে, আরও কতশত অযাচিত ঘটনা ঘটেছে।

তারমধ্যে সেনাপ্রধান কমান্ড চেইন মানে না, পুলিশরা নিরাপত্তা দিতে পারে না, বিএনপি কথা শুনে না, হাসিনার রয়ে যাওয়া আমলারা কাজ করে না।

পিলখানার বিডিআর হত্যাকান্ডের মামলাটাও নতুন করে তদন্ত করা শুরু করেছিলেন ইউনূস কিন্তু সেনাপ্রধান ওয়াকার সেটাতেও বাঁধা দিলেন।

এতসব কিছুর ভিড়ে নিয়ে আসা স্বপ্নগুলো আর পূরণ করতে পারেননি তিনি।

তবুও চেষ্টা করেছিলেন ড. ইউনূস। চেয়েছিলেন নিজের ফেইস ভ্যালু ব্যবহার করে বৈদেশিক বিনিয়োগ আনতে,
দেশটাকে একটু ঠিকঠাক করতে। কিছু কাজ করেছিলেনও, দেশের রিজার্ভও ৩০ বিলিয়ন হয়েছিল।

কিন্তু বাকিগুলো করতে গিয়ে দেখলেন এদেশের সবাই ই দুর্নীতিতে জড়িত, চাঁদাবাজি রোগে আক্রান্ত।

আপনি ড. ইউনূসকে সুদখোর বলে গালি দিতে পারেন, গুজবে কান দিয়ে আমেরিকার দালাল বলতে পারেন কিন্তু কেউ আপনাকে গ্রেফতার করবে না, জেলে ভরবে না।

কিন্তু অন্য কোন সরকার প্রধান আসলে তার বিরুদ্ধে এভাবে বলার সুযোগটা আর পাব না আমরা। দুর্নীতি, চাঁদাবাজি দেখেও দাঁতে দাঁত চেপে সহ্য করে থাকতে হবে তখন।

ইউনূস সরকার চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত একটা দেশের মতো হয়ে যাওয়া বাংলাদেশটাকে একটু ঠিকঠাক করতে। কিন্তু দিনশেষে একরাশ কষ্ট নিয়েই ফিরে যাবেন নিজের পুরনো ঠিকানায়।

ড. ইউনূসের মতো আন্তর্জাতিক মানের আর একজনকেও আমরা খুঁজে পাব না।

যুদ্ধে পরাজিত সৈনিকেরা যেমন ক্লান্ত দেহ নিয়ে কোনরকম ঘরে ফিরে তেমনি ড. ইউনূসও ফিরে যাবেন, সেদিন হয়তো ঠিকই আফসোস করব আমরা!

লেখা- Ibrahim Khalil Shawon

৫ ই আগষ্ট ২৪ গণভবনে শেখ হাসিনার বেডরুমে প্রথম গ্রুপটা প্রবেশ করে দেখতে পায় রুমের এসিটা তখনও চলছে । রুমটা অগোছালো ছিল। লা...
06/08/2025

৫ ই আগষ্ট ২৪ গণভবনে শেখ হাসিনার বেডরুমে প্রথম গ্রুপটা প্রবেশ করে দেখতে পায় রুমের এসিটা তখনও চলছে । রুমটা অগোছালো ছিল। লাগেজ-সুটকেস পড়া ছিল। জামা-কাপড় ছড়ানো ছিটানো ছিল। বেশ তাড়াহুড়া করে সেখান থেকে বের হতে হয়েছে এটা বেশ ক্লিয়ার বুঝা গেছে,

গণভবনের ডাইনিংয়ে দুপুরের খাবার বাড়া ছিল। খাবারগুলো গরম ছিল। খাবার থেকে ধোয়া উঠছিল। হাসিনাসহ গণভবনের বাসিন্দারা দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলো।

৪০ বছর ক্ষমতায় ঠিকে থাকবে,চ্যালেঞ্জ দেয়া সেই শেখ হাসিনা এক ঘন্টা আগেও কল্পনা করতে পারে নি যে তাকে পালাতে হবে। বরং সে বেশ রিল্যাক্সড ছিল। সে দুপুরে কি কি খাবে, কয় পদ রান্না হবে তার ক্লিয়ার ইন্সট্রাকশন গণভবনের বাবুর্চিকে দিয়েছিল।

দেশের মানুষ হাজারে হাজারে মারা যাচ্ছিল, শত শত বাচ্চা মারা যাচ্ছিল যারা শেখ হাসিনার নাতনির চেয়েও বয়সে বেশ ছোট। এগুলো শেখ হাসিনাকে এক বিন্দুও স্পর্শ করেনি। তিনি ফুরফুরা ছিলেন, আরো হ-ত্যা-যজ্ঞ চালিয়ে ক্ষমতা ধরে রাখার প্রস্তুতি নিয়েছিলেন।

শেখ হাসিনার মধ্যে ছিল কনফিডেন্স আর এরোগেন্স। আমাদের মধ্যে ছিল ভয়, উৎকন্ঠা আর অনিশ্চয়তা। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে জা-লি-ম মুক্ত করে বিজয় দান করেছেন।

৩ সপ্তাহ আগেও দেশের মানুষ কল্পনাতেও আনে নি শেখ হাসিনাকে কখনো নামানো সম্ভব। ৩ সপ্তাহের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সেই অসম্ভবটাই করে দেখালেন।

আসলে যখন আল্লাহর হুকুম হয়,তখন ধোঁয়া উঠা খাবার সামনে থাকলেও সেটা স্পর্শ করার সুযোগ হয় না। নিজের রুমের এসি-লাইট-ফ্যানটাও বন্ধ করার সময় পাওয়া যায় না। চাইলে ও নিজেকে গুছানো যায়না,সবকিছু অগোছালো রেখেই পালাতে হয়,,কারন সকল ক্ষমতা আর সার্বভৌমত্বের উৎস একমাত্র আল্লাহ, তিনি চাইলে থাকা যায়,না চাইলে এক মিনিট ও নয়,,এটা যেন আমরা সর্বাবস্থায় মাথায় রাখি।

c

প্রবাদটা এমন হওয়া উচিত ছিলো পাগলে যাই বলুক নাকেন ছাগলে সব খায়।
06/08/2025

প্রবাদটা এমন হওয়া উচিত ছিলো পাগলে যাই বলুক নাকেন ছাগলে সব খায়।

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Nerob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Nerob:

Share