12/07/2025
একটা মানুষ ৮/৯ মাস আগে মা-রা গেছে, অথচ কেউ-ই এইটা জানতে পারেনি!
কেমন অবিশ্বাস্য লাগে না!?
আমারও অবিশ্বাস্য লাগছিলো যখন এই মেয়েটার মৃ-ত্যু সম্পর্কে জানলাম।
এই মেয়েটার নাম হুমাইরা। পাকিস্তানি অভিনেত্রী ও মডেল। একটা ফ্ল্যাটে একাই থাকতো....
কোনো কারণে সেই ফ্ল্যাট খালি করতে যায় পুলিশ। ফ্ল্যাটে যেয়ে মেয়েটার পচাগলা ম-র-দে-হ খুঁজে পায়।
ফরেনসিক ও ডিজিটাল প্রমাণে জানা যায়, তিনি অনেক আগেই মারা গেছেন।
সম্ভবত ২০২৪ সালের অক্টোবরে!
তার সর্বশেষ অনলাইন বা সামাজিক যোগাযোগের কার্যক্রম ছিল সেপ্টেম্বরের শেষদিকে...
মেয়েটার কপালের লেখা কতটা করুণ হইলে পরে এমন একটা মৃ-ত্যু হয়! মৃ-ত্যুর সময় তো কাউকে পাশে পায় ই নাই!
মৃ-ত্যুর পরেও পরিবারের কেউ তার মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
তার বাবা জানান, তিনি মেয়ের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছিলেন।
এই ঘটনা পাকিস্তানজুড়ে শোক ও ক্ষোভের ঢেউ তোলে।
পাকিস্তানের আরেক অভিনেত্রী সোনিয়া হুসেইন সামাজিকভাবে হুমায়রার দাফনের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, “যদি কেউ না আসে, আমি আসব। একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ এবং একজন মুসলমান হিসেবে।”
তারপরে, হুমায়রার ভগ্নিপতি পুলিশকে জানায় তারা মরদেহ নিতে চায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে তারা শোক ও মানসিক বিপর্যয়ের কারণে মরদেহ নিতে চাচ্ছিলেন না...
আহারে জীবন! আহারে করুণ মৃ-ত্যু!
একটা মানুষ কতটা একা হলে বিগত ৮/৯ মাসে কেউ-ই তার খোঁজ করেনাই! কেউ ই মোবাইলে কল দিয়ে বা বাসায় যেয়ে খোঁজ নেয়নাই! কেউ-ই তার হারিয়ে যাবার, নিখোঁজ হবার অভিযোগ করেন নাই!
কারোই মনে হয়নাই মেয়েটা হঠাৎ কই গেলো!? খোঁজ করে দেখি তো একটু!
আল্লাহ এমন মৃ-ত্যু কাউকে না দিক...
মৃ-ত্যু-র পর এভাবে লাশের পচে গলে যাওয়ার মতো করুণ অবস্থা কারো না হোক...
©Sumaia Sarah