12/12/2025
পুরো সপ্তাহের মিল প্রেপ করে রাখলাম যাতে বাচ্চা ও বাচ্চার বাবার নাস্তার টুকটাক কাজ হয়ে যায়।
ছবিতে সবকিছু যতোটা সহজ মনে হয় ততোটাই কঠিন জীবন এখানকার।
বিদেশে একা হাতে ঘরের প্রতিটা কাজ ও ঘরের বাহিরের বাজার থেকে শুরু করে সব রকম কাজ, সন্তান এর দেখাশুনা করা সব কিছুই একা নিজ হাতে করতে হয়। আজকের এই খাবার গুলো বানাতেও যে কত রকম স্ট্রাগল করতে হয়েছে তা একমাত্র ছোট বাচ্চার মা রাই ফিল করতে পারবে।
তারপরও আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকতে ভালো লাগে। আল্লাহ কে সব সময় বলি হে আল্লাহ তুমি আমাকে এতোটা ব্যস্ত রাখো যে অন্যকে নিয়ে খারাপ কিছু ভাবা বা কারো সমালোচনা করার সময় যেন কখনো আমার না হয় বা আমার মাথায় না আসে।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
আমিন।