SN24.Tv

SN24.Tv যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
(সূরা আল-মূলক /আয়াত-১২)

09/08/2025

Happy birthday 60th The Independent Singapore

'মহান' চান্দা-ভাইগণ সমীপেষু!প্রিয় চান্দা-ভাইয়েরা,  নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী  প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ...
31/07/2025

'মহান' চান্দা-ভাইগণ সমীপেষু!

প্রিয় চান্দা-ভাইয়েরা, নরসিংদীতে আমরা আপনাদের দুই সহযোগী প্রকাশ্য চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করায় জানি আপনাদের আঁতে ঘা লেগে গেছে। আমাকে থামাতে নানামুখী আয়োজনও চলছে আপনাদের। লোভ-লালসা থেকে হুমকি-ধামকি প্রদর্শন, বাদ যাচ্ছে না কোনোটাই। হয়তো ভাবছেন, পুলিশ অফিসারেরা অমন আওয়াজ টুকটাক দেয়ই। বাণ্ডিলের প্রত্যাশা জানান দেওয়া আরকি! হয়তো মোটা কলেবরের 'কিছু' পকেটে পুরে দিলেই টুপ করে চুপ মেরে যাবে। যারা এ ধারণার বশবর্তী হয়ে পয়সার লোভ দেখিয়ে আমাকে থামাতে চান, তারা দয়া করে আমার চাকুরি জীবনের ইতিহাসে একটু নজর বুলিয়ে নিবেন। নরসিংদীতেও আমার গত ৮/৯ মাসের কর্মকালে ওসি, এসআই থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন আজ পর্যন্ত কেউ আমাকে এক কাপ চা-ও খাওয়াতে পেরেছেন কিনা! আই লিটারেলি মিন- 'এক কাপ চা'। প্রমাণ লাগবে না, কেউ মুখেমুখে হলেও বলুক! শুধু এটুকুই বলব- টাকা দিয়ে আমাকে কিনতে পারে, বাংলাদেশে কোনো মায়ের গর্ভে এমন সন্তানের জন্ম অদ্যাবধি হয়নি। প্লিজ কাম টু নো। পুরো চাকরি জীবনে একটি অবৈধ পয়সা গ্রহণ করেছি প্রমাণ দিতে পারলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে কামলা দিয়ে বাকি জীবন অতিবাহিত করব।

আর যারা প্রত্যক্ষে-পরোক্ষে আমাকে ভ য় দেখানোর চেষ্টায় রত আছেন- ভবিষ্যতে আমাকে দেখে নিবেন ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলব, আমাকে আপনারা চিনেননি। আমি চাকরির মায়া করে কাজ করি না ভাই। ভবিষ্যত তো দূরঅস্ত, এমনকি আগামীকালও যদি আমাকে পুলিশ থেকে চলে যেতে হয়, এ নিয়ে কখনো আমার সামান্যতম অনুশোচনাও থাকবে না। রিজিকের মালিক রাজ্জাক। আর জেনে নিন, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে- এ বিশ্বাস হৃদয়ের গভীরে প্রোথিত না থাকলে চুনোপুঁটিতূল্য নগন্য এক অফিসার হয়ে আপনাদের মতো মহাপরাক্রমশালীদের সাথে পাঙ্গা নিতে আসতে পারতাম না।

আরেকটা কথা, আমার নাম করে কেউ টাকা চাইলে বা আপনারা কাউকে টাকা দিলে নিশ্চিত থাকবেন সেই টাকা প্রতারকের পকেটে গেল। ভবিষ্যতে আবার বলবেন না যে, 'আপনার জন্য না ওমুককে দিয়ে বাণ্ডিল পাঠালাম। আবার আমার লোককে ধরলেন যে! আবারও সতর্ক করছি, সংশোধন হয়ে যান। অন্যথায় আমি অতি নগন্য একজন অফিসার হয়ে আপনাদের মতো ক্ষমতাশালীদের প্রতিপক্ষ হতে বাধ্য হব। মনে রাখবেন, এবারেরটা ছিল শুধু প্রাথমিক বার্তা মাত্র। পরের ধাপ আরো কঠোর হবে। আশা করি, আপনারা সেই পরিস্থিতির মুখোমুখি হতে চাইবেন না।

ইনশাআল্লাহ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁ দা বাজি শব্দটিকে বিদায় করে দেওয়া হবে, হবে, হবে। অতীতে যা ছিল শুধু আপনার ভাবনায়, সেসবের বাস্তব রূপদান শুরু হবে প্রাণের নরসিংদী থেকেই।..........................................

শামীম আনোয়ার
বিসিএস (পুলিশ)
অতিরিক্ত পুলিশ সুপার- সদর সার্কেল
নরসিংদী।

নরসিংদীতে এনসিপি'র সমাবেশে লোকে লোকারণ্য-
30/07/2025

নরসিংদীতে এনসিপি'র সমাবেশে লোকে লোকারণ্য-

📣 নবম পে স্কেল ২০২৫ – ২০টি গ্রেড নয়, 🟨 নিচে প্রস্তাবিত ১২ গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো দেওয়া হলো:প্রস্তাবিত গ্রেড বেতন ...
30/07/2025

📣 নবম পে স্কেল ২০২৫ – ২০টি গ্রেড নয়,

🟨 নিচে প্রস্তাবিত ১২ গ্রেডের সম্ভাব্য বেতন কাঠামো দেওয়া হলো:

প্রস্তাবিত গ্রেড বেতন (টাকা)

১ম গ্রেড ৯৫,০০০/-
২য় গ্রেড ৮৫,০০০/-
৩য় গ্রেড ৭৭,০০০/-
৪র্থ গ্রেড ৭০,০০০/-
৫ম গ্রেড ৬৩,৫০০/-
৬ষ্ঠ গ্রেড ৫৭,০০০/-
৭ম গ্রেড ৫০,৫০০/-
৮ম গ্রেড ৪৫,০০০/-
৯ম গ্রেড ৩৯,৫০০/-
১০ম গ্রেড ৩৪,০০০/-
১১তম গ্রেড ২৯,৫০০/-
১২তম গ্রেড ২৫,০০০/-

শিবপুরের জনমানুষের প্রিয় নেতা যাকে দলমত নির্বিশেষে এখনো শিবপুরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে প্রয়াত জননেতা আব্দুল মান্নান...
28/07/2025

শিবপুরের জনমানুষের প্রিয় নেতা যাকে দলমত নির্বিশেষে এখনো শিবপুরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করে প্রয়াত জননেতা আব্দুল মান্নান ভুইয়ার আজ ১৫তম মৃত্যুবার্ষিকী।

আপনার অভাব শিবপুরের মানুষ এখনো অনুভব করে। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।

ভাষা শিখে স্বপ্নের দেশ কোরিয়ায় যেতে শিগগিরই রেজিষ্ট্রেশন করে ফেলুন নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেদ্র থেকে-  www.mar...
28/07/2025

ভাষা শিখে স্বপ্নের দেশ কোরিয়ায় যেতে শিগগিরই রেজিষ্ট্রেশন করে ফেলুন নরসিংদী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেদ্র থেকে-
[email protected]" rel="ugc" target="_blank">[email protected]

28/07/2025

বসুন্ধরায় ডিবির অভিযানে গ্রেফতার হলেন মাধবদীর সাবেক মেয়র ও পৌর আ.লীগ সম্পাদক মানিক

বাবা মা পড়ালেখা করায় সন্তান যেন মাথা উঁচু করে সম্মানের সাথে জীবিকা ও সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে পারে  অথচ নিজেকে নিজে ...
25/07/2025

বাবা মা পড়ালেখা করায় সন্তান যেন মাথা উঁচু করে সম্মানের সাথে জীবিকা ও সামাজিক মর্যাদা নিয়ে বাঁচতে পারে অথচ নিজেকে নিজে অপহরণ ও ধর্ষণ নাটক সাজিয়ে বাবা মার থেকে মুক্তিপণ আদায়ের নাটক তৈরি করে মেয়ে!

একটি আইফোনের জন্য নিজেই করলেন অপহরণ ও গণধর্ষ*ণের নাটক!
সরকারি মোড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহিয়া আক্তার। একটি আই ফোনের জন্য বন্ধু ও বান্ধবীকে নিয়ে সাজান অপহরণের নাটক। গেল।মঙ্গলবার সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর তার বন্ধু সিফাতকে দিয়ে বাড়িতে ফোন করিয়ে বলেন সে অপহরণ হয়েছে, এক লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এবং ঐ দিন রাতে তার বান্ধবী সিনথিয়ার বাসায় থাকে। তার পরিবার টাকা নিয়ে আসেনি। তারা থানায় অপহরণ মামলা করে। মাহিয়া টাকা না পেয়ে বন্ধু সিফাতকে দিয় তুসকা সিরাপ কিনিয়ে - খেয়ে মোড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকে।
রূপগঞ্জ থানার ওসি জনাব তারিকুল ইসলাম বলেছেন মাহিয়া নিজেই অপহরণ ও গণধর্ষ-ণের নাটক করেছে। ওদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মাহিয়া আক্তার উপজেলার মঙ্গলখালি এলাকার মাহাবুব আলমের মেয়ে।

আরশিনগর-রায়পুরা রোডে বাদুয়ারচর ব্রিজের মাথায় একজন অ'জ্ঞাত যুবকের লা'শ পাওয়া গেছে, যার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।শেয়ার ক...
25/07/2025

আরশিনগর-রায়পুরা রোডে বাদুয়ারচর ব্রিজের মাথায় একজন অ'জ্ঞাত যুবকের লা'শ পাওয়া গেছে, যার পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

শেয়ার করে পরিচিতদের খুঁজে পেতে সাহায্য করুন,আমরা ৯৯৯ কল করেছি। পুলিশ এসে সদর হাসপা'তালে নিয়ে যাবে।

কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।একজন ছাত...
24/07/2025

কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যফেটেরিয়া-তে ঘটে যাওয়া একটি ঘটনা সবার হৃদয় ছুঁয়ে গেছে।
একজন ছাত্র নয়—এবার অবাক করে দিয়েছে একটি পথকুকুর। প্রতিদিন ছাত্রদের টাকা দিয়ে খাবার কিনতে দেখেই, একদিন সে তার মুখে একটি গাছের পাতা নিয়ে এসে ক্যান্টিনের কাউন্টারে রাখে—একদম টাকার মতো করে। যেন বলছে, “এই পাতা আমার পয়সা, আমাকে একটা বিস্কুট দাও!”

কুকুরটির এই অসাধারণ পর্যবেক্ষণক্ষমতা ও মানিয়ে নেওয়ার বুদ্ধি দেখে মুগ্ধ হন ক্যান্টিন কর্মীরা। তারা ভালোবাসায় সাড়া দেন—পাতাকে প্রতীকী মূল্য হিসেবে গ্রহণ করে তাকে প্রতিদিনই বিস্কুট খেতে দেন।

এই ছোট্ট ঘটনা প্রমাণ করে দেয়, কতটা শিখতে পারে প্রাণীরা, আর মানুষ যখন হৃদয় দিয়ে দেখে, তখন প্রজাতির সীমানাও ভেঙে যায়।

Collect

24/07/2025

সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক।

আয়ুবপুরের ইউপি সাবেক সচিব বর্তমান নরসিংদী জেলার ইউপি সচিব জনাব মোহাম্মদ নাজমুল কবির ভাই গতকাল  মাগরিবের নামাজের পর হার্ট...
24/07/2025

আয়ুবপুরের ইউপি সাবেক সচিব বর্তমান নরসিংদী জেলার ইউপি সচিব জনাব মোহাম্মদ নাজমুল কবির ভাই গতকাল মাগরিবের নামাজের পর হার্ট অ্যাটাক করেছেন। নরসিংদীতে তাৎক্ষণিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ল্যাব এইড হাসপাতাল, ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

আল্লাহ আপনাকে নেক হায়াত সুস্থতা দান করুক আমিন।

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when SN24.Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SN24.Tv:

Share