26/03/2024
নরওয়ে প্রবাসী আব্দুল মজিদ চাচা । তিনি বাংলা এভিয়েশনের সাথে যোগাযোগ করলেন। আর জানতে চাইলেন আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্স) কি কি পণ্য সাথে আনতে পারবেন?
প্রবাসী আব্দুল মজিদ চাচার মতো আপনিও সচেতন হোন। যে দেশে যাবেন, যাবার আগে জেনে নিন সেই দেশের কাস্টমস রুলস।
বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাগেজ পলিসি (অপর্যটক) অনুযায়ী আকাশপথে একজন যাত্রী বিনা শুল্কে (ট্যাক্স) কি কি পণ্য সাথে আনতে পারবেন তার তালিকা নিচে দেয়া হলো।
বিদেশ থেকে ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী নিম্নে বর্ণিত ১টি করে পণ্য বিনা শুল্কে (ট্যাক্স) সাথে আনতে পারবেন।
** ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার ও ২০০ গ্রাম ওজনের রৌপ্য অলংকার (এক প্রকার অলংকার ১২ টির অধিক হবে না)
** ২টি মোবাইল ফোন
** ২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
** ক্যাসেট প্লেয়ার/টু-ইন-ওয়ান
** সিডি প্লেয়ার
** ডিস্কম্যান/ওয়াকম্যান (অডিও)
** ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (একটি UPS সহ)
** কম্পিউটার স্ক্যানার
** সাধারণ ও বৈদ্যুতিক টাইপরাইটার
** প্রিন্টার, ফ্যাক্স মেশিন, টেলিফোন সেট
** ভিডিও ক্যামেরা (Hd Cam, DV Cam, BETA Cam যেমন পেশাদারি কাজে ব্যবহৃত হয় এরূপ ক্যামেরা ব্যতীত)
** স্টিল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা
** ওভেন রাইস কুকার
** প্রেসারকুকার/গ্যাস ওভেন (বার্নারসহ)
* টোস্টার/স্যান্ডউইচ মেকার
** ব্লেন্ডার/জুসার
** কফি মেকার
** ফুড প্রসেসর
** গৃহস্থালি সেলাই মেশিন
** টেবিল/প্যাডেস্টাল ফ্যান/গৃহস্থালি সিলিং ফ্যান
** স্পোর্টস সরঞ্জাম (ব্যক্তিগত ব্যবহারের জন্য)
#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস