Johir World

Johir World Travel, vlogs,

আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় জীবন বৃত্তান্ত, সার্টিফিকেট, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) নিয়ে স্ব-শরীরে ইন্টারভিউ এর জন...
16/05/2025

আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় জীবন বৃত্তান্ত, সার্টিফিকেট, অভিজ্ঞতা সনদ (যদি থাকে) নিয়ে স্ব-শরীরে ইন্টারভিউ এর জন্য আসার করা যাচ্ছে।
ইন্টারভিউ এর তারিখ: ১৬মে, ১৭মে, ২৩ মে ও ২৪ মে

ঠিকানা: স্বপ্নদ্বীপ রিসোর্ট, জয়নগর, ঈশ্বরদী, পাবনা।

বি.দ্র.: ইন্টারভিউ এর জন্য উপরোক্ত তারিখে সকাল ৯:৩০ এর মধ্যে রিপোর্ট করতে হবে।

মোবাইল: 01322823713

ধৃশর  #পৃথিবীটা মায়ার জালে ঘেরা আমরা তারই  #প্রতিফলন......
11/03/2025

ধৃশর #পৃথিবীটা মায়ার জালে ঘেরা আমরা তারই #প্রতিফলন......

জীবনের দৌড় শেষ হয় নাজীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার ক...
05/03/2025

জীবনের দৌড় শেষ হয় না
জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।
আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না।
আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে, যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা-মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন, সেটার কোনো হিসাব নেই।
জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্টআপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়।(ফাইসু)
কখনো এমন হবে, আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের ওপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে।
কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরও বড় কিছুর।
তাহলে উপায় কী?
উপায় হলো নিজের লেন ঠিক করা। এই দৌড় কারও জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে, নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন—সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন।
কারণ, সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই। দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া।
collected

ইউরোপে স্যাটেল হওয়ার একটা পদ্ধতি দেই।আপনি ইউরোপ আসবেন। আসার পর, ৩৫-৪৬ বছর বয়স্ক সিংগেল অথবা ডিভোর্সি মহিলাদের পটানোর চেষ...
04/10/2024

ইউরোপে স্যাটেল হওয়ার একটা পদ্ধতি দেই।
আপনি ইউরোপ আসবেন।
আসার পর, ৩৫-৪৬ বছর বয়স্ক সিংগেল অথবা ডিভোর্সি মহিলাদের পটানোর চেষ্টা করবেন।
তবে মহিলার বাচ্চা না থাকলে ভাল হয়।
এই বয়সের মহিলাদের পেছনে কিছু দিন টাইম দিলে ওরা রাজি হয়ে যায়।
কারন ওরা চরম একাকিত্বে ভূগে।আবার অল্প বয়সি মেয়েরা পাত্তা দেয়না আমাদের।
এই বয়সের মহিলাদের সাধারণত নিজের বাড়ি,গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থাকে।
তারা চায় একজন স্টেবল সংগি।
আপনি এই সুযোগ টা নিতে পারেন।
অপরদিকে অল্প বয়সি মেয়েদের সাথে প্রেম করতে পারলেও বিয়া করাটা অনেক কঠিন কাজ।আর তারা টাকার পাগল।
অন্যদিকে মধ্য বয়স্ক মহিলারা আপনাকে ভালোবাসলে আপনার জন্য সবকিছু করবে।কিন্তু সেক্ষেত্রে নিজেকে সত হওয়া জরুরি বলে আমি মনে করি। এদের সাথে প্রতারণা করাটা কোন ভাবেই ঠিক না।
আর সব চেয়ে বড় কথা ইউরোপের ৪০ বছরের একজন মহিলা বাংলাদেশের ২৬ বছর এর একজন মেয়ে থেকে উত্তম।
আপনি যদি আমার কথা গুলো মেনে চলতে পারেন। তাহলে জিবনে, বাড়ি, গাড়ি,ব্যবসা, ডুকুমেন্ট, সুখ, সম্পত্তি সবি পাবেন।
তবে এর জন্য আপনাকে অবশ্যই একটু হ্যান্ডসাম ও সাস্থবান হতে হবে। হিরু ইঞ্চি চেহারায় প্রেম করা সহজ না। ইউরোপের খাবার ২ মাস পেটে ঠিক মত পড়লে সাস্থ হয়ে যাবে বলে আমি মনে করি।
আসুন আমরা একটি নতুন অভিজানে নামি।
ইউরোপে আমাদের বাংলাদেশের কমিউনিটি টাজে সব চেয়ে বড় এবং শক্তি শালী করে গড়ে তুলি।
তবে একটা রিকোয়েস্ট ভাই, যাই করেন্না কেন, ২ নাম্বারি কইরেন্না প্লিজ।

পোস্ট টা মজা করার জন্য করিনি। জিবনে কিছু করে নিজের পরিবার কে দেখান। ইউরোপ এত্ত সহজ না। সাপোর্ট না থাকলে নিজের বাল তো দুরের কথা ছাগলের বালও ছিরতে পারবেন্যা।তাই কিছু করেন।নিজের পরিবারের মানুষ গুলোকে সুখে রাখুন

সবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা থাকলো।

১৪ দিনে দালালমুক্ত পাসপোর্ট মাত্র ৫৭৫০ টাকায়!12-08-2024 ----Application submit 12-08-2024-----Biometric 17-08-2024-----P...
15/09/2024

১৪ দিনে দালালমুক্ত পাসপোর্ট মাত্র ৫৭৫০ টাকায়!

12-08-2024 ----Application submit
12-08-2024-----Biometric
17-08-2024-----Police verification
19-08-2024-----printing queue
27-08-2024----- passport Shipped
01-09-2024-----ready for issuance

আবেদন জমা দেওয়ার সময় :
১. আবেদন ফরম ৩ পাতার
২. সামারি
৩. চালান
৪. Student ID card
5.NID card

সাথে পিতা মাতার আইডি কার্ড, নাগরিক সনদ,SSC সার্টিফিকেট,বিদ্যুৎ বিলের কাগজ নিয়েছিলাম বাট এগুলা লাগে নি!

পুলিশ ভেরিফিকেশন:
১.আমার + পিতা মাতার আইডি
২. নাগরিক সনদ
৩.বিদ্যুৎ বিলের কাগজ!

25/08/2024
25/08/2024
25/08/2024

আসসালামু আলাইকুম 24/08/2024
Singapore Dollar Rate: $1 = 92 TK
Agrani & Islami Bank
thanks everyone

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
23/08/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক

Address

Singapore

Telephone

+6593435452

Website

Alerts

Be the first to know and let us send you an email when Johir World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Johir World:

Share

Category