সিঙ্গাপুর প্রবাসী -SGP

সিঙ্গাপুর প্রবাসী -SGP social services

"ঋণ" __একজন প্রবাসীকে অদৃশ্যভাবে পঙ্গু করে দেয়। এজেন্সী ফি বাবদ ঋণের বোঝা কাটিয়ে উঠতে উঠতেই সংসারে দেখা দেয় নতুন নতুন চা...
16/06/2025

"ঋণ" __একজন প্রবাসীকে অদৃশ্যভাবে পঙ্গু করে দেয়।

এজেন্সী ফি বাবদ ঋণের বোঝা কাটিয়ে উঠতে উঠতেই সংসারে দেখা দেয় নতুন নতুন চাহিদা। এই যেমন- জমি কেনা, বাড়ি করা, বোন থাকলে বোনের বিয়ে দেওয়া, ভাই থাকলে তাকে কর্মের ব্যবস্থা করে দেয়া, নিজের বিয়ের খরচ, ঘর ভর্তি ফার্নিচারের আবদার, সাংসারিক মৌলিক চাহিদা পূরণ, আত্বীয়-স্বজনদের সহযোগিতা করা ছাড়াও আরো কত-শত দায়িত্ব যে উঠে আসে একজন প্রবাসীর কাধে, তার হিসেব যেনো শেষ হওয়ার নয়।

এতসব প্রয়োজন ও চাহিদা মেটাতে মেটাতে একজন প্রবাসী আর কখনোই আর্থিকভাবে কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ পেয়ে উঠেন না। অলিখিতভাবে পঙ্গু হয়েই থেকে যান প্রবাস জীবনের শেষ দিন পর্যন্ত। পরিশেষে শূন্য হাতে দেশে ফিরে হয়ে উঠেন পরিবারের অবহেলার পাত্র, সমাজের মানুষের হাসি-ঠাট্টার খোঁড়াক।

[আমি তাদের কথা বলছি, যারা ছোট থেকেই পরিবারের অভাব দেখে দেখে বড় হয়েছেন এবং যাদের টেনে তুলবার মতন তেমন কোন সাপোর্ট পৃথিবীতে থাকেনা। যাদের সাপোর্ট থাকে তাদের প্রবাস জীবনে সহজেই সাফল্য ধরা দেয় যদি তারা সঠিক পথে এগিয়ে যেতে পারেন]

উপরোক্ত কঠিন বাস্তবগুলো আমরা প্রায় সবাই জানি। এমন অসংখ্য উদারহরনের সম্মুক্ষীন হই প্রতিদিন। তাই শত সমস্যার ভিড়েও আমাদেরকে কোমর সোজা করে দাড়ানোর পথ খুঁজতেই হবে। শত সমস্যা আর চাহিদা মেটানোর বিরতিতে নিজেকে এগিয়ে নেওয়ার হার না মানা প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে।

আলাদাভাবে যদি একজন সিঙ্গাপুর প্রবাসীকে নিয়ে বলি, তাহলে বলবো___"এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে, সাংসারিক সকল চাহিদা ও প্রয়োজন মেটানোর পরও নিজের স্বপ্নপূরণ করতে, স্কীল ডেভেলপমেন্ট ও কর্মদক্ষতার কোন বিকল্প নেই"

একমাত্র স্কীল ডেভেলপমেন্ট ও কর্মদক্ষতাই আপনাকে একটা ভালো পজিশন বা অবস্থানে নিয়ে যাবে। একটি ভালো অবস্থান আপনাকে হেল্থি উপার্জন করতে সহায়ক ভূমিকা পালন করবে। আর হেল্থি উপার্জন একদিকে আপনার পরিবারের চাহিদা ঠিকঠাক পূরণে যেমন সহায়তা করবে, ঠিক তেমন আপনার নিজের স্বপ্নগুলো পূরণ করবে।

আল আমিন || একজন স্বপ্নক্রেতা - The Dreamer

14/06/2025

একটা সফল টিম শুধু যন্ত্রপাতি আর কাজ দিয়েই তৈরি হয় না, সফল টিম তৈরীর জন্যে সবচেয়ে বেশি জরুরী পরষ্পরের মধ্যে মানবিক সম্পর্ক তৈরী করা। কারন একটি কোম্পানীতে বস থেকে শুরু করে ওয়ার্কার লেভেল পর্যন্ত— প্রত্যকের দায়িত্ব ও কর্তব্য আলাদা, কিন্তু প্রত্যেকের লক্ষ্য একটাই 👉 সফলতা।

কাজের সাইটে আমরা প্রায় দেখে থাকি সুপারভাইজার এবং ওয়ার্কারের মধ্য একটা রেশারেশি ভাব লেগেই থাকতে। এই নিয়ে অভিযোগ কাজের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত উঠে আসে। কিন্তু আমি মনে করি— যখন একজন সুপারভাইজার তার টিমকে সম্মান করে, টিমমেটদের সাথে বন্ধুত্বসূলভ আচরন করে তখন কাজটা দায়িত্ব নয়, বরং ভালোবাসা হয়ে যায়।
আর অন্যদিকে যখন একজন ওয়ার্কার তার সুপারভাইজারের নির্দেশনায় ভরসা রাখে — তখনই হয় সত্যিকারের টিমওয়ার্ক।

সত্যি বলতে— সবাই যদি নিজ নিজ জায়গা থেকে শুধু নিজের দায়িত্বটাই পালন করে, তাহলে শুধু কাজ হয়। কিন্তু যদি একে অপরকে সহযোগিতা করে — তখনই কাজটা ‘সফল’ হয়।

যদি দায়িত্বের কথা বলি, তাহলে বলবো একজন সুপারভাইজারের আসল কাজ শুধু কাজ বুঝিয়ে দেয়া নয়, বরং তার টিমকে নতুন কিছু শেখার সুযোগ করে দেয়া।
আর একজন ওয়ার্কারের দায়িত্ব হলো শেখার প্রতি আগ্রহ রাখা, নিজের উন্নতির জন্য চেষ্টা করা, শুধু কায়িক পরিশ্রম নয়- তার পাশাপাশি ড্রয়িং শেখার প্রতি মনোযোগী হওয়া, পরবর্তী লক্ষে পৌছানোর জন্যে প্রয়োজনীয় স্কীল ডেভেলপমেন্ট করা।

আজ যিনি একজন ওয়ার্কার, কাল হয়তো তিনিই কারও সুপারভাইজার হবেন। আজ আপনি যাকে শিখাচ্ছন, কাল কেউ তার কাছে থেকেই শিখবে। এইটাই কর্মক্ষেত্রের ধর্ম। তাই কাউকেই ছোট করে দেখতে নেই।

পরিশেষে — কর্মক্ষেত্রে আমরা সবাই একে অপরের সহযাত্রী।
আমাদের প্রত্যকের উচিৎ একে অপরকে সম্মান করা, শেখা এবং শেখানো। তাহলেই ক্যারিয়ার যেমন এগিয়ে যাবে, তেমনি মানুষ হিসেবেও বড় হবো আমরা।

বড় হতে চাইলে আগে মানুষ হতে শিখা উচিৎ। আর মানুষ হলে নেতা হওয়া সহজ।

আল আমিন || একজন স্বপ্নক্রেতা - The Dreamer

11/06/2025

খাবার খাওয়ার পর খাবারের প্যাকেটটা হয়তো আপনি ডাস্টবিনে না ফেলে এদিক সেদিক কোন না কোনভাবে ফেলে দিতে পারেন এবং নিজের এই দুঃসাহসের জন্যে অহংকার করে বলতে পারেন ___"কত শোনলাম সিঙ্গাপুরে এদিক-সেদিক ময়লা ফেলালে জরিমানা হয়, কই আমিতো প্রায় এদিক সেদিক ফেলি কখনো তো কিছু হলোনা।"

প্রথমত, বিপদ প্রতিদিন আসেনা, মাঝে মাঝে আসে।
দ্বিতীয়ত, বাংলায় একটা কথা আছে চোরের দশদিন গৃহস্তের একদিন।

আমার পরিচিত অনেকেই সামান্য থুতু ফালানো থেকে শুরু করে ছোট-বড় খামখেয়ালি থেকে এ দেশের আইন ভঙ্গ করে জরিমানা দিয়েছে।

আজকেও এক ভাই আপসুস করেই জানালেন রাস্তায় থুতু ফালানোর অপরাধে তাকে ৩০০ ডলার জরিমানা রিসিট দেওয়া হইছে, সেইটা থেকে মওকুফ পাওয়ার কোন উপায় আছে কিনা। আমার জানা মতে এর কোন ক্ষমা নেই, বরং যত তারাতারি পরিশোধ করবে ততই ভালো।

বেখেয়ালে এমন ছোট ছোট ভুল হয়েও যায় মাঝে মাঝে। কিন্তু নিজেকে স্মার্ট ভেবে নিয়ম ভঙ্গ করার আগে সতর্ক হোন। প্রতিদিন আপনি ধরা পড়বেন না। যেদিন পড়বেন,সেদিন নিজের পকেটের সর্বনিম্ন ৩০০ ডলার নাই হয়ে যাবে।

ধন্যবাদ

কবে কখন শেষ কত বছর আগে বাংলাদেশ ফুটবল নিয়ে এতটা উৎসাহ-উদ্দীপনা ও অপেক্ষায় মানুষের দিন কেটেছে; জানা নেই। মনে হচ্ছে অনেকগু...
10/06/2025

কবে কখন শেষ কত বছর আগে বাংলাদেশ ফুটবল নিয়ে এতটা উৎসাহ-উদ্দীপনা ও অপেক্ষায় মানুষের দিন কেটেছে; জানা নেই। মনে হচ্ছে অনেকগুলো বছর অপেক্ষার প্রহর শেষে আজ বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে শুধু ফুটবল নয়, পুরো জাতির স্বপ্ন মাঠে গড়াতে চলেছে।

এই যাত্রার পেছনে অবশ্যই নব্য ব্যবস্থাপনা পরিষদ, ফুটবল ভক্ত ও সকল ফুটবলারদের ক্রেডিট রয়েছে। তবে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেবো জামাল ভূইয়া কে। যার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবলে নতুন করে আশা জাগ্রহ হয়েছিলো।

খুব করে চাই, আজকের ম্যাচটা বাংলাদেশ জিতুক। পুরো জাতির আরো বহুদুরের স্বপ্ন বেঁচে থাকুক। একজন প্রবাসী হিসেবে বলতে চাই___"দেশের অর্থনৈতিক চাকা সচলের পাশাপাশি নতুন করে ফুটবলকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে, সেই প্রবাসীরাই, যাদেরকে আপনারা সবচেয়ে বেশি অবহেলা করেন"

শুভ কামনা বাংলাদেশ🇧🇩
Let's Go................🏃🏃

08/06/2025

অনেকেই সিঙ্গাপুরের মতো উন্নত দেশে এসেছিল এক বুক স্বপ্ন নিয়ে—এসপাস (S Pass) বা আনস্কিল পাসে (Unskilled Pass) ঢুকে পরবর্তীতে স্কিল্ড হয়ে থাকার আশায়। কিন্তু সেই পথ যেন এক ফাঁদে পরিণত হয়েছে। ১২-১৫ লক্ষ টাকা খরচ করে অনিশ্চিত ভবিষ্যতের পেছনে দৌড়ানোটা যেন এখন নিত্যদিনের প্রতারণার চিত্র।

প্রায় ৮০% প্রবাসী তাদের লক্ষ্য পূরণ করতে পারেন না। না হয় স্কিল্ড হওয়া, না হয় সিঙ্গাপুরে দীর্ঘমেয়াদে টিকে থাকা। এ দায় কার? কোথায় সেই তদারকির হাত? কে দেখবে এই প্রতারিত স্বপ্নগুলোর হাল?

হ্যাঁ, হয়তো ২০% ভাগ্যবানরা সফল হন। কিন্তু বাকি ৮০% এর খবর কি কেউ রাখে? দালালচক্ররা সেই ২০% এর গল্প ফলাও করে প্রচার করে—ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এবং মিডিয়ায়। কিন্তু হাজার হাজার ছেঁড়া স্বপ্নের খবর কি কোন পত্রিকায় ছাপা হয়? কোন টকশোতে আসে?
আমি দেখি না। আপনারা দেখেন কি?

দেশের কোথাও কেউ একটু ব্যতিক্রম কিছু করলেই সেটি হয়ে যায় হেডলাইন। মন্ত্রিসভায় ওঠে আলোচনা। কিন্তু প্রবাসীদের প্রতিদিনের প্রতারণা, তাদের ভেঙে যাওয়া স্বপ্ন, শেষ হয়ে যাওয়া সঞ্চয়—সব হারিয়ে যায় অসংবাদের ভিড়ে।

যে দেশে প্রবাসীরা ‘সোনার ডিম পাড়া হাঁস’, সেই দেশের কর্তাব্যক্তিরা যেন সবচেয়ে বেশি উদাসীন এই মানুষগুলোর প্রতিই। কে কোথায় কিভাবে প্রতারিত হলো, নেই তার কোনো পরিসংখ্যান, নেই তার কোনো জবাবদিহিতা।

আল-আমিন
একজন প্রবাসী স্বপ্নক্রেতা

এই পারমিটের যিনি মালিক তিনি কিছুক্ষন আগে পারমিট কার্ড ও $350 Cash Doller সহ ওনার Wallet টি Marina South Pair থেকে Doby G...
07/06/2025

এই পারমিটের যিনি মালিক তিনি কিছুক্ষন আগে পারমিট কার্ড ও $350 Cash Doller সহ ওনার Wallet টি Marina South Pair থেকে Doby Ghut যাতায়াতকালে হারিয়েছেন। আমাদের কোন ভাই যদি পেয়ে থাকেন, দয়া করে নিম্নোক্ত নম্বরে একটা কল করে জানাবেন।

85155213

অগ্রীম ধন্যবাদ

07/06/2025

জ্ঞান দিতে দিতে আমরা নিজেরাই অনেক সময় ভুলে যাই নিজেরা কি করছি।

আজ পবিত্র ঈদের দিন। আমাদের মুসলিমদের জন্যে আনন্দের একটা দিন। আজকে প্রবাসীদের অফলাইনের চাইতে অন লাইনেই ব্যস্ততা বেশি। পরিবার, বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন ও সহকর্মীদের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে সকলের খুঁজ নেওয়ার একটা উত্তম দিন আজ।

সবার মতন করেই আমিও তাই করতেছিলাম। বাসে উঠার পর পূর্ববর্তী কোম্পানীর সহকর্মীদের সাথে কথা বলতেছিলাম ভিডিও কলে। কথা বলতে বলতে আর স্মৃতিচারণ করতে করতে ভুলেই গেছিলাম আমি একটা পাবলিক ট্রান্সপোর্টে আছি। আমার উচ্চ আওয়াজে আশেপাশের সবাই যে বিরক্ত হচ্ছিলেন তা আমি খেয়ালই করিনি। বাস থেকে নামার পর আমাদের দুজন বাংলাদেশি ভাই আমার ভুলটা ধরিয়ে দিলেন। আমিও খেয়াল করে দেখলাম আমি প্রয়োজনের চাইতে বেশি শব্দ করেই কথা বলতেছিলাম। নিজের ভুলটা স্বীকার করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম।

আমাদের শেখার কোন অন্ত নেই। আমরা সচেতন নাগরিকের ট্যাগ লাগিয়ে অন্যকে সুপরামর্শ দিতে দিতে নিজেদের ভুলগুলোকেই এড়িয়ে যাই।

উপরোক্ত ঘটনাটা একটা উদাহরন মাত্র। আমাদের আশেপাশে বা আমরা মনের ভুলে বা ইচ্ছে করে এমন আরো অনেক ছোট-বড় ভুলের মাধ্যমে আশেপাশের মানুষকে কষ্ট দেই। তাই আমাদের পাবলিক প্লেসে যাতায়াত বা চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরী।

ধন্যবাদ

07/06/2025

ঈদ মোবারক❤️

পঞ্চপাণ্ডবের ছোঁয়ায় রঙিন হয়েছিলো ক্রিকেট। পুরো ১৫ টা বছর বড় কোন প্রাপ্তি না থাকলেও একদিন হতাশ হলে আরেকদিন হাসতে পেরেছি,...
05/06/2025

পঞ্চপাণ্ডবের ছোঁয়ায় রঙিন হয়েছিলো ক্রিকেট। পুরো ১৫ টা বছর বড় কোন প্রাপ্তি না থাকলেও একদিন হতাশ হলে আরেকদিন হাসতে পেরেছি, বলতে পেরেছি সাবাস বাংলাদেশ।

পঞ্চপান্ডবের অবর্তমানে সেই রঙিন ক্রিকেটের অসময়ে ফুটবল উঁকি দিয়েছে বাংলার আকাশে নতুন আকাঙ্খা ও উদ্দীপনা নিয়ে। ফুটবলে রঙ ছড়াতে যাচ্ছেন হামজা, ফাহমিদুল, জামাল, সমিত সোম ও কিউবা মিচেললরা। তাদের জাদুরকরি ছোঁয়ায় রঙীন হবে বাংলার ফুটবল, এগিয়ে যাবে অনেক দূর; আমার বিশ্বাস।

যে একটা উম্মাদনা ছিলো ক্রিকেট নিয়ে, তার বেশ অনেকটাই কেড়ে নিচ্ছে ফুটবল। ৪ তারিখের প্রাপ্তিটা কাঙ্ক্ষিতই ছিলো, কিন্তু অপেক্ষার পালা যেনো শেষ হচ্ছেনা ১০ জুন কি হবে?

এই যে মধুর অপেক্ষা, ফুটবলকে ঘিড়ে সেইটা ছিলোই বা কবে? এই অপেক্ষার সুখ দীর্ঘ হোক। ফুটবল বেঁচে থাকুক প্রতিজন বাঙালীর হৃদয়ে। একদিন আমরা বিশ্বকাপ ফুটবলে খেলবো, ক্রিকেটের হতাশা ফুটবলকে দিয়ে মিটবে এই প্রত্যাশা।

আল আমিন || Big Fan of Bangladesh Football❤️

ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম গোল, বাংলাদেশ জিতলেন ভূটানের সাথে ২-০ গোলে। বাংলাদেশের ফুটবলের এই অগ্রযাত্রা দীর্ঘ হোক।🫡
04/06/2025

ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম গোল, বাংলাদেশ জিতলেন ভূটানের সাথে ২-০ গোলে।

বাংলাদেশের ফুটবলের এই অগ্রযাত্রা দীর্ঘ হোক।🫡

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন অব সিঙ্গাপুর অফিসের কর্মকর্তারা ছুটিতে থাকবেন ৫ জুন থেকে শুরু করে ১০ জুন ২০২৫ পর্যন...
02/06/2025

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন অব সিঙ্গাপুর অফিসের কর্মকর্তারা ছুটিতে থাকবেন ৫ জুন থেকে শুরু করে ১০ জুন ২০২৫ পর্যন্ত। তারমানে শনি-রবিবার সহ মোট ৬ দিন।

প্রবাসে নতুন এসে থাকলে, আপনি একটি লক্ষ্যে নির্ধারণ করুন। আপনি ঠিক কোন লাইনে ঢোকতে চান। কারন লক্ষ্যেহীন গাড়ি, কখনো গন্তব্...
30/05/2025

প্রবাসে নতুন এসে থাকলে, আপনি একটি লক্ষ্যে নির্ধারণ করুন। আপনি ঠিক কোন লাইনে ঢোকতে চান। কারন লক্ষ্যেহীন গাড়ি, কখনো গন্তব্যে পৌছাতে পারেনা। আপনি যে কোম্পানি আর যে কাজেই থাকেন, আপনি ভেবে চিন্তে একটি টার্গেট নিন। আপনি যে কাজে পারদর্শী এবং যে কাজ করতে ভাল লাগে, সেই কাজ সম্পর্কে গবেষণা করুন। সেই কাজে উপরে উঠতে হলে, যে যে যোগ্যতা এবং কোর্স দরকার, আস্তে ধিরে সময় নিয়ে, সেই কোর্সগুলো করতে থাকুন। মনে রাখবেন, প্রবাসে যারা একটি নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে এগিয়ে যায়, তারা খুব কম সময়ে সফল হয়।
চেষ্টা কখনো বিফলে যায়না, কারন একমাত্র চেষ্টার মাধ্যেমেই ভাগ্যে পরিবর্তন হয়।

সুমন সিকদার,
সিঙ্গাপুর প্রবাসী।

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when সিঙ্গাপুর প্রবাসী -SGP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিঙ্গাপুর প্রবাসী -SGP:

Share