সিঙ্গাপুর প্রবাসী -SGP

সিঙ্গাপুর প্রবাসী -SGP social services

সিঙ্গাপুরে যারা ক্লাস ৩ (ম্যানুয়াল) ড্রাইভিং লাইসেন্স করতে চান লেখাটি তাদের জন্য 🚘সিঙ্গাপুরে Work Permit ও S-Pass ধারীরা...
01/10/2025

সিঙ্গাপুরে যারা ক্লাস ৩ (ম্যানুয়াল) ড্রাইভিং লাইসেন্স করতে চান লেখাটি তাদের জন্য 🚘

সিঙ্গাপুরে Work Permit ও S-Pass ধারীরা চাইলে Class 3 (ম্যানুয়াল) Driving Licence করতে পারেন। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে নিচে দেওয়া হলো 👇

👉 Step 1: ভর্তি ও শর্ত
• বয়স অবশ্যই 18+ হতে হবে।
• চোখ ও রঙ অন্ধতা পরীক্ষা পাস করতে হবে।
• এরপর নির্ধারিত ভর্তি ফি দিয়ে Driving Centre (CDC, BBDC, SSDC)-এ ভর্তি হতে হবে।

👉 Step 2: Basic Theory Test (BTT)
• BTT পাশ করতে হবে।
• চাইলে সেন্টারের ক্লাস (প্রতি ক্লাস ~৫ ডলার+) করে নিতে পারেন।
• অনলাইনে বিভিন্ন App বা বইয়ের শীট থেকেও প্রস্তুতি নেওয়া যায়।
• সব ক্লাস/টেস্ট আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে।

👉 Step 3: Provisional Driving Licence (PDL)
• BTT পাশ করলে PDL বুক করতে হবে।
• ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে PDL আবেদন করতে হবে।
• ফি: $25 এবং মেয়াদ: ২ বছর।

👉 Step 4: Practical Lessons + Simulator Training
• প্র‍্যাক্টিকাল কাসে ট্রেইনার আপনাকে ম্যানুয়াল গাড়িতে হাতে-কলমে ড্রাইভিং শেখাবে।
• রাস্তায় গাড়ি চালানোর নিয়ম শেখাবে।
• প্রতিটি লেসনের খরচ $70–82 (সময় অনুযায়ী ভিন্ন হতে পারে)।

👉 Step 5: Final Theory Test (FTT)
• Practical Class এর পাশাপাশি FTT পাশ করতে হবে।
• এটি অনেকটা BTT-র মতোই।
• সেন্টারে ক্লাস বুকিং, App বা বন্ধুদের সহায়তায় প্রস্তুতি নেওয়া যায়।

👉 Step 6: Practical Driving Test (PDT)
• সব লেসন শেষে ট্রেইনার যদি আপনাকে প্রস্তুত মনে করে তবে আপনাকে 5.01 পয়েন্ট দিবে, তখনই আপনি ফাইনাল টেস্ট বুক করতে পারবেন।
• পরীক্ষক হবেন একজন ট্রাফিক পুলিশ অফিসার।
• ২০ পয়েন্টের কম ভুল করলে আপনি পাশ করবেন এবং Class 3 Driving Licence পাবেন।
• যদি ২০ পয়েন্ট বা তার বেশি ভুল হয়, তবে আপনি ফেল করবেন এবং পুনরায় টেস্ট দিতে হবে।

👉 লাইসেন্স সংগ্রহ
• পরীক্ষায় পাশ করলে $50 দিয়ে ড্রাইভিং লাইসেন্স কার্ডের জন্য আবেদন করবেন।
• ৫–৭ কর্মদিবসের মধ্যে আপনার ঠিকানায় কার্ড পাঠিয়ে দেওয়া হবে।

চেষ্টা করেছি কমন বিষয়গুলো লিখে তোলার। আরও বিস্তারিত লিখতে গেলে অনেক লম্বা হয়ে যাবে।

জাল S$50 নোট: সিঙ্গাপুরে দুই বাংলাদেশি অভিযুক্তসিঙ্গাপুরে দুই বাংলাদেশি নাগরিক (বয়স ৩৩ ও ৩৫) জাল S$50 নোট ব্যবহার ও রাখ...
30/09/2025

জাল S$50 নোট: সিঙ্গাপুরে দুই বাংলাদেশি অভিযুক্ত

সিঙ্গাপুরে দুই বাংলাদেশি নাগরিক (বয়স ৩৩ ও ৩৫) জাল S$50 নোট ব্যবহার ও রাখার অভিযোগে ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযুক্ত হচ্ছেন।
তারা গেইল্যাং এলাকায় দুটি স্থানে খাবার ও সেবার জন্য জাল নোট ব্যবহার করেন বলে অভিযোগ।
তদন্তে ৩৫ বছর বয়সী ব্যক্তি প্রথমে ধরা পড়েন এবং পরে অপরজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে আরও ১২টি সন্দেহজনক জাল নোট উদ্ধার করা হয়।
সিঙ্গাপুরে জাল নোট ব্যবহার বা রাখার দায়ে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে।
পুলিশ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জাল নোট সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন করতে বলেছে।

আল্লাহ মারুফ ভাইকে জান্নাতবাসী করুনআমিন।
30/09/2025

আল্লাহ মারুফ ভাইকে জান্নাতবাসী করুন
আমিন।

30/09/2025

জাল নোট ইস্যু নিয়া লজ্জায় মাথা কাটা যায় অবস্থা।

চোরের দল তোরা চুরি করবি তো সিঙ্গাপুরে আসছিলি কেন😡

যাদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সার্টিফিকেট আছে কিন্তু পছন্দমতো জব পাচ্ছেন না, তারা চাইলে একটি প্রফেশনাল Resume তৈরি করে সিঙ্গ...
29/09/2025

যাদের যোগ্যতা, অভিজ্ঞতা ও সার্টিফিকেট আছে কিন্তু পছন্দমতো জব পাচ্ছেন না, তারা চাইলে একটি প্রফেশনাল Resume তৈরি করে সিঙ্গাপুরের বিভিন্ন Job Site/App এ আবেদন করতে পারেন।

প্রথমেই যা দরকার তা হলো একটি প্রফেশনাল Resume। সুন্দরভাবে তৈরি করা Resume এ আপনার যোগ্যতা ও অভিজ্ঞতাকে সঠিকভাবে তুলে ধরা। শুধু সাধারণভাবে বানানো সিভি দিয়ে নয়, বরং কোয়ালিটি Resume দিয়েই আপনি নিয়োগকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।

এরপর আসে আবেদন করার বিষয়। সিঙ্গাপুরে অসংখ্য জব সাইট আছে, তবে উল্লেখযোগ্য কিছু হলো:
👉 Jobstreet
👉 Fastjob
👉 Grabjob
👉 LinkedIn
👉 Indeed

এই অ্যাপগুলো ডাউনলোড করে প্রোফাইল সুন্দরভাবে সাজিয়ে নিন। নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং সঠিক তথ্য গুছিয়ে দিন। তারপর প্রতিদিন নিয়মিত আপনার যোগ্যতা অনুযায়ী কোম্পানি সার্চ করে আবেদন করতে থাকুন।

মনে রাখবেন—
✅ ধৈর্য ধরতে হবে
✅ নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে
✅ নিজেকে সবসময় আপডেট রাখতে হবে

যোগ্যতা থাকলে এবং চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই আপনার পছন্দের কোম্পানি থেকে ইন্টারভিউ কল আসবে। 💼✨

বাকিটা আল্লাহ ভরসা।

সিঙ্গাপুরে ক্লাস ৪ ড্রাইভিং লাইসেন্স এর নতুন নিয়ম 🚛গত ১৫ই সেপ্টেম্বর ২০২৫ থেকে সিঙ্গাপুরে ক্লাস ৪ ড্রাইভিং লাইসেন্সের জন...
28/09/2025

সিঙ্গাপুরে ক্লাস ৪ ড্রাইভিং লাইসেন্স এর নতুন নিয়ম 🚛

গত ১৫ই সেপ্টেম্বর ২০২৫ থেকে সিঙ্গাপুরে ক্লাস ৪ ড্রাইভিং লাইসেন্সের জন্য কয়েকটি নতুন নিয়ম চালু হয়েছে। নিচে নিয়মগুলো সহজ করে দেয়া হলো:-

✅ লেসনের প্রাধান্য:-
সিঙ্গাপুরিয়ান, PR এবং ফুল-টাইম ড্রাইভারদের লেসনে আগে সুযোগ দেওয়া হবে। কোম্পানির লরিতে যদি স্পিড লিমিটার থাকে, সেসব ড্রাইভারেরও অগ্রাধিকার থাকবে।

✅ ৩ বার ফেল করলে:-
যদি কেউ টেস্টে ৩ বার ফেল করে, তাহলে নতুন করে লেসন বা টেস্ট দিতে চাইলে কমপক্ষে ৬ মাস অপেক্ষা করতে হবে।

✅ Class 3C লাইসেন্সধারীদের জন্য:-
যাদের বিদেশি লাইসেন্স থেকে Class 3C দেওয়া হয়েছে, তাদের Class 4 লেসনের আগে রোড অ্যাসেসমেন্ট দিতে হবে। ফেল করলে শুধু Class 4 লেসনই নয়, তাদের Class 3C লাইসেন্সও বাতিল হতে পারে।

✅ কোম্পানির অনুমতি পত্র লাগবে:-
Work Pass ধারক যারা Class 4 শিখতে চান, তাদের কোম্পানির কাছ থেকে অফিসিয়াল সমর্থনপত্র (declaration) দিতে হবে।

ভাইজান, এই যে সিঙ্গাপুরটা - চোখ মেললেই দেইখ্যা মনে হয় - একেবারে সিনেমার সেট! কিন্তু হ্যাঁ, সিঙ্গাপুরের আসল কেরামতি শুধু ...
27/09/2025

ভাইজান, এই যে সিঙ্গাপুরটা - চোখ মেললেই দেইখ্যা মনে হয় - একেবারে সিনেমার সেট! কিন্তু হ্যাঁ, সিঙ্গাপুরের আসল কেরামতি শুধু এই নীয়ন আলো না। এইটারে যে একদিনের গল্প ভাবতেছেন, ভুল কইরেন না ভাই। এই শহরের ইতিহাসটা এমন, যে নিরীহ এক দ্বীপ থেকে কেমনে গ্লোবাল ফাইন্যান্সের মঞ্চে জায়গা কইরা নিল। তাই যে-ই সিঙ্গাপুরে আসবেন, শুধু ইউনিভার্সাল স্টুডিওতে সেলফি তুইলা বাসায় ফিরলে হইব না। চোখ বুলাইয়া দেইখ্যা নিয়েন সেই পুরান ইতিহাসের পাতাগুলা—যেখানে একদা সমুদ্রের ঢেউ আর জলদস্যুদের ধূর্ত হাসি মিলে মিশে এক বিরাট কাব্য রচনা করছিল। কানে যদি আজও সেই হারানো ঢেউয়ের গর্জন বাজে, তবে কমেন্টে জানাইয়া যাইয়েন—দেখি কার কানে কেমন ঢেউ বাজে!

https://bangla.bdnews24.com/kidz/3063b3176f06



লিখেছেন:- @ড. মশিউর রহমান স্যার

লাইফের কোথাও না কোথাও আমরা Saif Hassan এর মতো! একাই লড়ে যাই, 'সাপোর্ট' পাইনা!সাপোর্ট পেলে পরিস্থিতি টা অন্য রকম হয়ে যেতো...
25/09/2025

লাইফের কোথাও না কোথাও আমরা Saif Hassan এর মতো! একাই লড়ে যাই, 'সাপোর্ট' পাইনা!
সাপোর্ট পেলে পরিস্থিতি টা অন্য রকম হয়ে যেতো! ❤️

কোটি মানুষের দোয়া।আল্লাহ আপনি আমাদের জয় এনে দিন🇧🇩🫡🤲
24/09/2025

কোটি মানুষের দোয়া।
আল্লাহ আপনি আমাদের জয় এনে দিন🇧🇩🫡🤲

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when সিঙ্গাপুর প্রবাসী -SGP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিঙ্গাপুর প্রবাসী -SGP:

Share