
16/06/2025
"ঋণ" __একজন প্রবাসীকে অদৃশ্যভাবে পঙ্গু করে দেয়।
এজেন্সী ফি বাবদ ঋণের বোঝা কাটিয়ে উঠতে উঠতেই সংসারে দেখা দেয় নতুন নতুন চাহিদা। এই যেমন- জমি কেনা, বাড়ি করা, বোন থাকলে বোনের বিয়ে দেওয়া, ভাই থাকলে তাকে কর্মের ব্যবস্থা করে দেয়া, নিজের বিয়ের খরচ, ঘর ভর্তি ফার্নিচারের আবদার, সাংসারিক মৌলিক চাহিদা পূরণ, আত্বীয়-স্বজনদের সহযোগিতা করা ছাড়াও আরো কত-শত দায়িত্ব যে উঠে আসে একজন প্রবাসীর কাধে, তার হিসেব যেনো শেষ হওয়ার নয়।
এতসব প্রয়োজন ও চাহিদা মেটাতে মেটাতে একজন প্রবাসী আর কখনোই আর্থিকভাবে কোমর সোজা করে দাঁড়ানোর সুযোগ পেয়ে উঠেন না। অলিখিতভাবে পঙ্গু হয়েই থেকে যান প্রবাস জীবনের শেষ দিন পর্যন্ত। পরিশেষে শূন্য হাতে দেশে ফিরে হয়ে উঠেন পরিবারের অবহেলার পাত্র, সমাজের মানুষের হাসি-ঠাট্টার খোঁড়াক।
[আমি তাদের কথা বলছি, যারা ছোট থেকেই পরিবারের অভাব দেখে দেখে বড় হয়েছেন এবং যাদের টেনে তুলবার মতন তেমন কোন সাপোর্ট পৃথিবীতে থাকেনা। যাদের সাপোর্ট থাকে তাদের প্রবাস জীবনে সহজেই সাফল্য ধরা দেয় যদি তারা সঠিক পথে এগিয়ে যেতে পারেন]
উপরোক্ত কঠিন বাস্তবগুলো আমরা প্রায় সবাই জানি। এমন অসংখ্য উদারহরনের সম্মুক্ষীন হই প্রতিদিন। তাই শত সমস্যার ভিড়েও আমাদেরকে কোমর সোজা করে দাড়ানোর পথ খুঁজতেই হবে। শত সমস্যা আর চাহিদা মেটানোর বিরতিতে নিজেকে এগিয়ে নেওয়ার হার না মানা প্রচেষ্টা অব্যাহত রাখতেই হবে।
আলাদাভাবে যদি একজন সিঙ্গাপুর প্রবাসীকে নিয়ে বলি, তাহলে বলবো___"এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে, সাংসারিক সকল চাহিদা ও প্রয়োজন মেটানোর পরও নিজের স্বপ্নপূরণ করতে, স্কীল ডেভেলপমেন্ট ও কর্মদক্ষতার কোন বিকল্প নেই"
একমাত্র স্কীল ডেভেলপমেন্ট ও কর্মদক্ষতাই আপনাকে একটা ভালো পজিশন বা অবস্থানে নিয়ে যাবে। একটি ভালো অবস্থান আপনাকে হেল্থি উপার্জন করতে সহায়ক ভূমিকা পালন করবে। আর হেল্থি উপার্জন একদিকে আপনার পরিবারের চাহিদা ঠিকঠাক পূরণে যেমন সহায়তা করবে, ঠিক তেমন আপনার নিজের স্বপ্নগুলো পূরণ করবে।
আল আমিন || একজন স্বপ্নক্রেতা - The Dreamer