HASAN BLOGS

HASAN BLOGS Our habits decide our future.

09/03/2024
28/10/2023

জানি এখন সবাই সবাইকে মিস করি, সেই সময় গুলোর কথা ভেবে হয়তো গম্ভির হয়ে যায় । একটা বার ভেবে দেখছেন ? সব ভুলে যদি, আপনার সেই সময়কার মানুষটা যদি আবার ফিরে আসতে চাই ? কি করবেন? হয়তো মেনে নিবেন না । কিন্তু একবার মেনে নিয়ে দেখেন আপনার থেকে সুখী মানুষ আর নেই । যেই সুখের জন্য এখনও ভাবেন/চিন্তা করেন । এখন ভেবে দেখেনতো সে তো অতীত তাহলে বর্তমান কেন তাকে মিস করেন ? শুধু কি ভালো একটা সময় পার করছেন তাই ?

30/06/2023

প্রবাসী : ভাই আগামীকালকে তো ঈদ তাই, আমি ঈদের দিন ও তার পরের দিন কাজে আসবো না ।

সুপারাইজার: তোমার হাতের কাজ কি শেষ ?

প্রবাসী : হ্যা, ভাই । বাকি কাজ করবে কিন্তু মালামাল আছে কি না জানি না ।

সুপারাইজার: তোমার ক্লাসের জন্য ছুটি কয় দিন হয়েছে এই মাসে ?

প্রবাসী : তিন দিন হয়েছে, এই শুক্রবার নিলে চার দিন হবে ।

সুপারাইজার: যদি, শুক্রবার না আসো তাহলে রবিবার তোমাকে দরকার নেই ।

প্রবাসী : (অনেক ভেবে কি বলবে ভেবে পাচ্ছে না । অবশেষে বলে) ওকে ।

আপনারই বলেন এভাবে কি প্রবাসী মন মানুষিক অবস্থা কেমন হবে? সে কি শিখবে এই প্রবাসের জীবন থেকে । যেখানে এক দিন কাজে না গেলে বেসিক ও দেয় না ।

28/06/2023

সময়ের সাথে সাথে অনেক কিছুই বলদলে যায়, বন্ধুত্ব, প্রিয়-মানুষ, পরিবার, ভালবাসা, কর্মজীবন, সহকর্মী, ইত্যাদি । একটা মানুষ ছোট থেকেই একা বেড়ে উঠে তার পরিবারের সাথে এবং শেষ সময়ে পরিবারের সাথে, যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে কি না, সেটাও নির্ভর করে তার পরিবারকে কি শিক্ষা দিয়েছে তার উপর । তাই আমাদের সবার উচিৎ যেকোন স্থানে সবার সাথে বিনয়ের সঙ্গে ব্যাবহার করা । হয়তো সবার সাথে হয়ে উঠে না, কিন্তু ভুলটা কোথায় করছেন, সেটা বুঝতে যোগ্যতার প্রয়োজন । ইতিহাস ঐতিহ্য বলে, একে অন্যকে সহযোগিতা করলে, আপনিও কোনো না কোনো ভাবে সহযোগীতা পাবেন ।

এটা কোনো কথা 😒বিদেশে থাকিস বলে এত দাম 🙄🙄
19/03/2023

এটা কোনো কথা 😒
বিদেশে থাকিস বলে এত দাম 🙄🙄

22/12/2022

না আমায় পেলে, না অন্য কারো সাথে ভালো থাকলে, তুমি আমাকে ঠকাতে গিয়ে নিজে বিষণ ভাবে ঠকে গেলে ।

Address

Singapore

Opening Hours

09:00 - 17:00

Telephone

+6582862599

Alerts

Be the first to know and let us send you an email when HASAN BLOGS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HASAN BLOGS:

Share