Samiul Numan

Samiul Numan Welcome to my Facebook fan page

23/12/2023

কাজ-কর্ম ও ইবাদতে ইহসানের গুরুত্ব | Dr. Mizanur Rahman Azhari
Please do listen & Share the Khayr. আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে বুঝার এবং মানার তাওফিক দান করুন। আমীন

22/08/2022

Drawing

আল্লাহ্,,,, তিনি'ই সেই পবিত্র সত্তা, যিনি তাঁর রাসূলকে পথনির্দেশ ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যাতে তা সব দ্বীনের উপর বি...
18/06/2022

আল্লাহ্,,,, তিনি'ই সেই পবিত্র সত্তা, যিনি তাঁর রাসূলকে পথনির্দেশ ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন, যাতে তা সব দ্বীনের উপর বিজয়ী হয়।

আল কোরআন
সূরা: তাওবা - আয়াত: ৩৩

আল্লাহ তা'আলা বলেন,, ______🌠অতএব তারা যেন এ গৃহের রবের ইবাদাত করে।যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরক...
17/06/2022

আল্লাহ তা'আলা বলেন,, ______
🌠অতএব তারা যেন এ গৃহের রবের ইবাদাত করে।
যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

👉📝[সূরা আল-কুরাইশ আয়াত-৩,৪]

ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা করো নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব...
16/06/2022

ধৈর্য্যর সাথে সাহায্য প্রার্থনা করো নামাযের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।
[সুরা বাকারা - ২:৪৫]

হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন।কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেয়ে,আমার উম্মত বেশী হবে। এবং আমিই প্রথম জান্নাতের দরজা খুলব।❣️...
15/06/2022

হযরত মুহাম্মাদ (সাঃ) বলেন।
কিয়ামতের দিন সব নবীর উম্মতের চেয়ে,
আমার উম্মত বেশী হবে।
এবং আমিই প্রথম জান্নাতের দরজা খুলব।❣️

❣️ ( মুসলিম- ১৯৬)❣️

তুমি তোমার রবের ইবাদাত করো,যতক্ষণ না তোমার মৃত্যু আসে।[সূরাঃ হিজর‌‌-আয়াতঃ ৯৯]
15/06/2022

তুমি তোমার রবের ইবাদাত করো,
যতক্ষণ না তোমার মৃত্যু আসে।

[সূরাঃ হিজর‌‌-আয়াতঃ ৯৯]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” বেশি বেশি পড়! কেননা তা জান্নাত...
14/06/2022

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-

“লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” বেশি বেশি পড়! কেননা তা জান্নাতের রত্ন-ভান্ডারের অন্তর্ভূক্ত!

জামে' আত-তিরমিজি, হাদিস নং-৩৬০১!📖📖📖

❝রাসূল (সাঃ) বলেছেন- তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার বাবা, তার সন্তান ও সকল মানুষের চে...
13/06/2022

❝রাসূল (সাঃ) বলেছেন- তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার বাবা, তার সন্তান ও সকল মানুষের চেয়ে প্রিয় না হবো।❞
💚[ সহীহ বুখারী- ১৫ ]💚

যে ব্যক্তিপ্রত্যেক ফরয নামাযের পর'আয়াতুল কুরসী' কু পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কিছু জান্নাত প্র...
11/06/2022

যে ব্যক্তি
প্রত্যেক ফরয নামাযের পর
'আয়াতুল কুরসী' কু পাঠ করবে,
সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর
অন্য কিছু জান্নাত প্রবেশের পথে বাধা হবে না।
[বুলুগুল মারাম, অ. সালাত, নং ৩২৬]

নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে মনোনীত করেছেন। কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনও মৃত্যুবরণ করো না।সূরাঃ আল-বাকারা ...
10/06/2022

নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য
এ ধর্মকে মনোনীত করেছেন।
কাজেই তোমরা মুসলমান না হয়ে কখনও মৃত্যুবরণ করো না।

সূরাঃ আল-বাকারা [2:132]

আপনি ক্ষমা করার মালিক,, আপনি আমাদের সকলের গুণাহ মাফ করেন,  আমীন 🤲🤲
09/06/2022

আপনি ক্ষমা করার মালিক,, আপনি আমাদের সকলের গুণাহ মাফ করেন,
আমীন 🤲🤲

তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মা...
08/06/2022

তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের অনুগত হবে এবং সৎকর্ম করবে, আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মান জনক রিযিক প্রস্তুত রেখেছি।

_সূরা আল-আহযাব-৩১

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,মুসলিম নও মুনা * ফিক তুমি নবীজীর দুশ * মন।আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা ক...
07/06/2022

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন,
মুসলিম নও মুনা * ফিক তুমি নবীজীর দুশ * মন।

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—

❝তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সমস্ত মানুষ থেকে প্রিয় হব।❞

------{সহীহ বুখারী, হাদীস নং: ১৫}------

06/06/2022

🔘সূরা ইখলাসের ফজিলত

🔘সূরা ইখলাসের ফজিলত সম্পর্কিত হাদিসঃ-

🔘হাদিস নংঃ-০১
🔘রাসূল (ﷺ) বলেনঃ-
"নিঃসন্দেহে সুরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য।’’

🔘হাদিস নংঃ-০২
🔘রাসূল (ﷺ) বলেনঃ-
“যে ব্যক্তি সুরা ইখলাস তিনবার পাঠ করবে আল্লাহ তা'য়ালা ঐ ব্যক্তিকে এক খতমের সমান নেকী দান করবেন।"

🔘হাদিস নংঃ-০৩
🔘রাসূল (ﷺ) বলেনঃ-
" যে ব্যক্তি “সুরা ইখলাসকে ভালবাসে, সে আল্লাহর ভালবাসা এবং জান্নাত লাভ করবে।”

🔘হাদিস নংঃ-০৪
🔘রাসূল (ﷺ) বলেনঃ-
"যে ব্যক্তি “সুরা ইখলাস দশবার পাঠ করবে পাঠকারীর জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করা হবে।”

🔘ফুটনোটঃ-
১)বুখারী হা/৫০১৩,৬৬৪৩,৭৩৭৪
২)বুখারী,মুসলিম হা/৮১১
৩)বুখারী হা/৭৩৭৫,মুসলিম হা/৮১৩
৪)সহীহুল জা’মে হা/ ৬৪৭২

🔘আল্লাহ্ তা'য়ালা আমাদের সবাইকে উপরোক্ত হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন,আমিন।

নবীজি-(ﷺ)-র রওজা মোবারকের উপর জানালা কেন?হযরত ওমর বিন মালেক (রাঃ) হতে বর্ণিত!তিনি বলেনঃ- নবীজি (সাঃ)-র ইন্তেকালের পর একব...
05/06/2022

নবীজি-(ﷺ)-র রওজা মোবারকের উপর জানালা কেন?

হযরত ওমর বিন মালেক (রাঃ) হতে বর্ণিত!

তিনি বলেনঃ- নবীজি (সাঃ)-র ইন্তেকালের পর একবার মদীনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়। তাই মদীনাবাসীরা একদিন মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)-র কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন।

তখন হযরত মা আয়েশা (রাঃ) বলেনঃ- হে মদীনাবাসী তোমরা নবীজির (সাঃ) রওজা মোবারকের উপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও। এবং অপেক্ষা কর। মদীনাবাসীরা তখন হযরত মা আয়েশা সিদ্দীকা (রাঃ) এর পরামর্শ মোতাবেক কাজ করলেন।

নবীজির (সাঃ) রওজা মোবারকের উপর থাকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ডাকা শুরু করেছে, অল্প কিছুক্ষনের মধ্যেই আকাশ থেকে এমন ভাবে ভারী বর্ষণ হতে শুরু করল যে, আমাদের পথ চলা কষ্ট দায়ক হয়ে পড়লো।

দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে যা কিছুক্ষনের জন্যেও বন্ধ হয়নি। যা আমাদের ফসল ফলাদির জন্য পর্যাপ্ত ছিল।

এক সপ্তাহ পর, মদীনাবাসীরা আবার মা হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) এর কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চায়। তখন হযরত মা আয়েশা সিদ্দীকা (রাঃ) বলেন, নবীজির (সাঃ) রওজা মোবারকের উপর খেজুর গাছের ডাল পূর্বের মত দিয়ে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে।

মদীনাবাসীরা তাই করলো, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেলো।

[সুনানে দারেমী: ১ম খন্ড, ২২৭পৃঃ হাদিস নং ৯৩]

বিঃ দ্রঃ- এখনো পর্যন্ত হাদীসের ওই ধারাবাহিকতায় যখনি কঠিন অনাবৃষ্টি দেখা দেয়, তখন নবীজির (সাঃ) রওজা মোবারকের উপর সবুজ গম্বুজের এই জানালা খুলে দিলে আল্লাহর হুকুমে সাথে সাথে বৃষ্টি হতে থাকে।

❤সুবহান আল্লাহ❤

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Samiul Numan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Samiul Numan:

Share