06/09/2025
নূরা পাগলার দেহ পুড়িয়ে তারা নিজেদেরকেই খোদা দাবি করলো ⁉️
নুরা পাগলা জীবদ্দশায় যা করেছে,
নিজেকে ইমাম মাহদি বা আল্লাহ দাবি করা,
তা প্রকাশ্য শিরক এবং অতি জঘন্য মিথ্যাচার।
তার মৃত্যুর পর তার কবরকে ক্বাবা ঘর সদৃশ নির্মান করাও মারাত্মক অপরাধ এবং ক্বাবা ঘরকে অসম্মান করা।
নুরা পাগলা যদি এগুলো করে থাকে,
তবে সে কাফির এবং মুশরিক হয়ে গেছে।
ইসলামি শরিয়ত তাই বলে।
কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ কেমন হওয়া উচিত ছিল? প্রতিবাদের মাত্রা কেমন হতে হতো?
নুরা পাগলার জীবদ্দশাতেই তার নামে ধর্ম অবমাননার মামলা দিয়ে তাকে এরেস্ট করানো এবং ফাঁসির কাষ্ঠে ঝোলানো যেত।
তাঁর মৃত্যুর পর, তার কবরকে ক্বাবা ঘরের রূপ দেবার জন্যেও এখনো ধর্ম অবমাননার মামলা দিয়ে রাষ্ট্রিয় বিচারিক বলে নুরা পাগলার সন্তানদের শাস্তির ব্যবস্থা করা যেত৷
কিন্তু কবর ভাঙা,
কবর থেকে লাশ তুলে তাতে জুতা মারা,
তারপর আগুনে পুড়িয়ে দেওয়া,
এমন নিকৃষ্ট কর্ম তো কোনো মুসলমান করতে পারেনা❗
ইসলাম তো এমন করার অনুমতি দেয় নি।
এমনকি বেধর্মির লাশ দেখেও রাসুল সঃ সাহাবিদের নিয়ে দাঁড়িয়ে গেছেন,
অন্যদের দাঁড়াতে বলেছেন।
সেই রাসুল সঃ এর প্রচারিত ইসলামের অনুসারী দাবি করে, ইসলামের তাকবির দিয়ে দিয়ে মৃতদেহ পুড়িয়ে দিলো,
এরা কোত্থেকে এসেছে❓
এরাকি আসলেই মুসলিম❓
নাকি মুসলিম লেবাসধারী ভিন্ন কোন গোষ্ঠী কিনবা দল ❓
নাকি মুহাম্মদ সাঃ কর্তৃক নির্দেশিত ইসলামের বদনাম করার জন্য এমন করেছে❓
মূলত তারা ভুলে গেছে, তারা বান্দা৷
তাদেরকে বানিয়েছেন মহান আল্লাহ তায়ালা।
যিনি সর্বময় ক্ষমতার অধিকারি।
যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান,
যিনি পুনরুজ্জীবিত করেন এবং যিনি বিচার করেন।
তিনিই আল্লাহ, মহাপরাক্রমশালী, বিচারদিনের মালিক৷
আল্লাহ ছাড়া কোনো মৃত ব্যক্তিকে কে সাজা দিতে পারে❓ কেউ না।
যদি কেউ তা করে, তবে সে নিজেকে আল্লাহর স্থলে অধিষ্ঠিত করতে চায়। (নাউজুবিল্লাহ)
নুরা পাগলা মারা গেছে অনেকদিন আগে।
সে এখন পরকালবাসি।
গতকাল যারা মব জাস্টিসের নামে, নুরা পাগলার মৃতদেহ তুলে, তাকে আগুনে পুড়িয়ে শাস্তি দিয়েছে, এবং যারা সেই কর্মকে সমর্থন করেছে, তারা প্রত্যেকে অপরাধী, পশু।
এবং তারাই নিজেদেরকে খোদা দাবি করেছে৷
কারণ কোনো পরকালবাসীকে আল্লাহ তায়ালা ছাড়া কেউ শাস্তি দিতে পারেনা~ তাঁদের অবশ্যই আল্লাহ তায়ালার বিচার পছন্দ হয় নাই ~ (নাউজুবিল্লাহ) নাহলে মৃত্যু বেক্তির কবর বাসীর বিচার তাঁরা করবে কেন...? সেটা তো আল্লাহ উপরেই ছেড়ে দেওয়ার কথা!