B͏a͏n͏g͏l͏a͏ f͏a͏k͏e͏ m͏e͏m͏e͏s͏彡

B͏a͏n͏g͏l͏a͏ f͏a͏k͏e͏ m͏e͏m͏e͏s͏彡 বিনোদন বিডিও পেতে পেজে ফলো করে
আমাদের সাথে থাকেন
(1)

06/09/2025

নূরা পাগলার দেহ পুড়িয়ে তারা নিজেদেরকেই খোদা দাবি করলো ⁉️

নুরা পাগলা জীবদ্দশায় যা করেছে,
নিজেকে ইমাম মাহদি বা আল্লাহ দাবি করা,
তা প্রকাশ্য শিরক এবং অতি জঘন্য মিথ্যাচার।
তার মৃত্যুর পর তার কবরকে ক্বাবা ঘর সদৃশ নির্মান করাও মারাত্মক অপরাধ এবং ক্বাবা ঘরকে অসম্মান করা।
নুরা পাগলা যদি এগুলো করে থাকে,
তবে সে কাফির এবং মুশরিক হয়ে গেছে।
ইসলামি শরিয়ত তাই বলে।

কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ কেমন হওয়া উচিত ছিল? প্রতিবাদের মাত্রা কেমন হতে হতো?

নুরা পাগলার জীবদ্দশাতেই তার নামে ধর্ম অবমাননার মামলা দিয়ে তাকে এরেস্ট করানো এবং ফাঁসির কাষ্ঠে ঝোলানো যেত।
তাঁর মৃত্যুর পর, তার কবরকে ক্বাবা ঘরের রূপ দেবার জন্যেও এখনো ধর্ম অবমাননার মামলা দিয়ে রাষ্ট্রিয় বিচারিক বলে নুরা পাগলার সন্তানদের শাস্তির ব্যবস্থা করা যেত৷

কিন্তু কবর ভাঙা,
কবর থেকে লাশ তুলে তাতে জুতা মারা,
তারপর আগুনে পুড়িয়ে দেওয়া,
এমন নিকৃষ্ট কর্ম তো কোনো মুসলমান করতে পারেনা❗

ইসলাম তো এমন করার অনুমতি দেয় নি।
এমনকি বেধর্মির লাশ দেখেও রাসুল সঃ সাহাবিদের নিয়ে দাঁড়িয়ে গেছেন,
অন্যদের দাঁড়াতে বলেছেন।
সেই রাসুল সঃ এর প্রচারিত ইসলামের অনুসারী দাবি করে, ইসলামের তাকবির দিয়ে দিয়ে মৃতদেহ পুড়িয়ে দিলো,
এরা কোত্থেকে এসেছে❓
এরাকি আসলেই মুসলিম❓
নাকি মুসলিম লেবাসধারী ভিন্ন কোন গোষ্ঠী কিনবা দল ❓
নাকি মুহাম্মদ সাঃ কর্তৃক নির্দেশিত ইসলামের বদনাম করার জন্য এমন করেছে❓

মূলত তারা ভুলে গেছে, তারা বান্দা৷
তাদেরকে বানিয়েছেন মহান আল্লাহ তায়ালা।
যিনি সর্বময় ক্ষমতার অধিকারি।
যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু ঘটান,
যিনি পুনরুজ্জীবিত করেন এবং যিনি বিচার করেন।
তিনিই আল্লাহ, মহাপরাক্রমশালী, বিচারদিনের মালিক৷
আল্লাহ ছাড়া কোনো মৃত ব্যক্তিকে কে সাজা দিতে পারে❓ কেউ না।
যদি কেউ তা করে, তবে সে নিজেকে আল্লাহর স্থলে অধিষ্ঠিত করতে চায়। (নাউজুবিল্লাহ)

নুরা পাগলা মারা গেছে অনেকদিন আগে।
সে এখন পরকালবাসি।
গতকাল যারা মব জাস্টিসের নামে, নুরা পাগলার মৃতদেহ তুলে, তাকে আগুনে পুড়িয়ে শাস্তি দিয়েছে, এবং যারা সেই কর্মকে সমর্থন করেছে, তারা প্রত্যেকে অপরাধী, পশু।
এবং তারাই নিজেদেরকে খোদা দাবি করেছে৷
কারণ কোনো পরকালবাসীকে আল্লাহ তায়ালা ছাড়া কেউ শাস্তি দিতে পারেনা~ তাঁদের অবশ্যই আল্লাহ তায়ালার বিচার পছন্দ হয় নাই ~ (নাউজুবিল্লাহ) নাহলে মৃত্যু বেক্তির কবর বাসীর বিচার তাঁরা করবে কেন...? সেটা তো আল্লাহ উপরেই ছেড়ে দেওয়ার কথা!

06/09/2025

যাবে নাকি মিশর? ফেরাউনের লাশ আছে সেখানে এখনো😵~!

06/09/2025

একটা প্রশ্ন বাংলাদেশের যারা এখন নিজেদের, একমাত্র ঈমানদার মুসলমান মনে করে লা'শ পুড়িয়ে দিলা, তাহলে মিশরের তো এখনো ফে'রা'উ'নের লা'শ আছে সেটারে কি করতে?

05/09/2025

তাঁরা আল্লাহ তায়ালার বিচারের আশায়, বসে না থেকে, লাটি দিয়ে আগাত করে লা'শ আ/গু/নে পু'ড়ে দিয়ে নিজেরাই লা/সে/র বিচার করে ফেলছে দুনিয়ায় ~🥹😅

⬛আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকিস্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।এ...
04/09/2025

⬛আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে বিসিবি।

এই হলো নতুন স্বাধীন দেশ ~ ধা/ন্দা/বা/জ ~বা/ট/পা/র~চো/রদের জন্য স্বাধীন দেশ এখন বাংলাদেশ ~!

🫶king🤟
04/09/2025

🫶king🤟

খুবই ইচ্ছে ছিলো জীবনে একবার হলেও দেখবো✌️👻
04/09/2025

খুবই ইচ্ছে ছিলো জীবনে একবার হলেও দেখবো✌️👻

~খোলা চোখে যদি দেখো Shakib Al Hasan কি সত্যিই অপরাধী ~? সে জুলাইে হত্যা করছে~ হত্যার নির্দেশ সত্যি কি সে দিছে ~? তামিমের...
04/09/2025

~খোলা চোখে যদি দেখো Shakib Al Hasan কি সত্যিই অপরাধী ~? সে জুলাইে হত্যা করছে~ হত্যার নির্দেশ সত্যি কি সে দিছে ~? তামিমের কথাটা মেনে নিতে পারলামনা ~ মনে রেখো পৃথিবীটা কিন্তু গুল🤙

01/09/2025

মাঙ্গের নাতিরা আগে ব্যাটিং করলে এতো সমস্যা কিসের এতো ভয় কিসের?😣😈

World Father of all rounder Shakib Al Hasan 🏏
31/08/2025

World Father of all rounder Shakib Al Hasan 🏏

আইন উপদেষ্টা প্রতিবাদ জানাচ্ছে বিচার চাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিবাদ জানা, ক্রীয়া উপদেষ্টা ও প্রতিবাদ জানাচ্ছে বিচা...
31/08/2025

আইন উপদেষ্টা প্রতিবাদ জানাচ্ছে বিচার চাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিবাদ জানা, ক্রীয়া উপদেষ্টা ও প্রতিবাদ জানাচ্ছে বিচার চাচ্ছে, প্রধান উপদেষ্টা প্রতিবাদ জানাচ্চে বিচার চাচ্ছে! আমার প্রশ্ন বিচার টা কার কাছে চাচ্ছে তারা? তাহলে বিচার টা করবে কে? শেখ হাসিনা সরকার এসে নাকি?🐸😂

মনে রেখো😅
31/08/2025

মনে রেখো😅

Address

Singapore

Telephone

+6583611576

Website

Alerts

Be the first to know and let us send you an email when B͏a͏n͏g͏l͏a͏ f͏a͏k͏e͏ m͏e͏m͏e͏s͏彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category