
22/06/2025
গা/র্লস গ্রু/পে একটা পোস্ট দেখলাম, এক মেয়ে প্রেগ"ন্যান্ট এর মধ্যেই স্বামী মেহমান নিয়ে আসছে যারা রাতে থাকবে। মেয়ে বললো আমি তো এখন দাড়াতেই পারিনা, তুমি কিভাবে মেহমান আনলা? রান্না কিভাবে করবো? স্বামী উত্তর দিছে ভাত আর তরকারি করো, তুমি এমন করতেছো যেনো আর কেউ প্রেগ"ন্যান্ট হয় না।
আর এইদিকে আমার জামাই আমার পা ম"চ"কাইছে বলে সন্ধ্যায় বসনিয়া রুটি আর সেমাই রান্না করে খাওয়ালো, পায়ে সেক দিয়ে দিলো, রাতে রান্না করলো, বাইরে গিয়ে ঔষধ কিনে আনলো, মেয়েকে খাওয়ালো, আমায় খাইয়ে আবার পায়ে বরফ সেক দিয়ে এখন ফ্রি হয়ে বসলো।
অথচ অই আপুর স্বামী ও পুরুষ আমারজন ও পুরুষ তফাৎ শুধু একটা মানুষ অন্যটা অমানুষ।
আলহামদুলিল্লাহ, মানুষ টা আমার।
অন বিহাফ