Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী"

  • Home
  • Singapore
  • Singapore
  • Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী"

Bangladeshi In Singapore  "সিঙ্গাপুরে বাংলাদেশী" Bangladeshi in Singapore about their life story, work safety and other activities...

যারা দেশে আছেন তাঁরা চেষ্টা করে দেখতে পারেন।দক্ষ ও পেশাদার ড্রাইভার হওয়ার সুবর্ণ সুযোগ!আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্র...
08/07/2025

যারা দেশে আছেন তাঁরা চেষ্টা করে দেখতে পারেন।

দক্ষ ও পেশাদার ড্রাইভার হওয়ার সুবর্ণ সুযোগ!

আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং কোর্স- এর ৪র্থ ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি

নিজেকে একজন দক্ষ ও আত্মবিশ্বাসী ড্রাইভার হিসেবে গড়ে তুলতে আস-সুন্নাহ গুলজার বাহার খানম ড্রাইভিং স্কুল নিয়ে এসেছে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স। আমাদের প্রশিক্ষণ কোর্স আপনাকে পেশাদার ড্রাইভিং ক্যারিয়ারে পৌঁছে দিতে সহায়তা করবে। তাই, দেরি না করে ৪র্থ ব্যাচে ভর্তি হতে আজই আবেদন করুন!

আবেদনের যোগ্যতা:
✅ শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দশম শ্রেণি পাস/ মাদরাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম কাফিয়া
✅ বয়স: ২১ থেকে ৩২ বছর।
✅ শারীরিক ও মানসিকভাবে সুস্থ।

কোর্সের বিবরণ:
📌 কোর্সের ধরণ: আবাসিক
📌 কোর্সের মেয়াদ: ৪৫ দিন
১ম ধাপ: ৪০ দিন
২য় ধাপ: ৫ দিন (লাইসেন্স পরীক্ষার পূর্বে)
📌 ক্যাটাগরি: শুধুমাত্র পুরুষ

কোর্সে যা শিখানো হবে:
✔ গাড়ি চালনার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ
✔ যন্ত্রাংশের পরিচিতি
✔ গাড়ির রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক নিয়মকানুন
✔ বিআরটিএ নিবন্ধিত প্রফেশনাল অভিজ্ঞ ট্রেইনার দ্বারা অটো ও ম্যানুয়াল গাড়ি চালানো
✔ বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্সের লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি
✔ মৌলিক ইসলামিক শিক্ষা

কোর্সের ফি ও আবাসন:
💰 ভর্তি ফি: ৫,০০০ টাকা (অফেরতযোগ্য)
💰 প্রশিক্ষণ,খাবার ও আবাসন ফি : ২৫,০০০ টাকা
💰 লাইসেন্স ফি: সরকার নির্ধারিত ফি প্রশিক্ষণার্থীকে বহন করতে হবে।
✅ বিশেষ সুবিধা: আর্থিক অসচ্ছলতা প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। তবে ভর্তি ফি ৫,০০০ টাকা সকলের জন্য বাধ্যতামূলক।

(উল্লেখ্য: ভর্তি হওয়ার পর কোর্স সম্পন্ন না করলে সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করা বাধ্যতামূলক।)

আবেদন প্রক্রিয়া ও সময়সূচি:
📝 আবেদন শেষ: ১১ জুলাই,২০২৫ (বিকাল ৪টা)
📝 অনলাইন পরীক্ষা ও ফলাফল: ১৪ জুলাই, ২০২৫
📝 লিখিত ও মৌখিক পরীক্ষা: ১৯ জুলাই, ২০২৫
📝 কোর্স শুরুর সম্ভাব্য তারিখ: ২৭ জুলাই, ২০২৫
📝 কোর্স শেষের সম্ভাব্য তারিখ : ০৫ সেপ্টেম্বর, ২০২৫

📌 আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:
আবেদন লিংক: https://forms.gle/2bYAq9w7betvfjEX7

পরীক্ষা প্রক্রিয়া:
✅ গুগল ফর্ম পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
✅ অনলাইন পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য ১৩ জুলাই ইমেইল ও এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।

বিঃদ্রঃ নির্বাচন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথমত, অনলাইন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সেরা ১১০ জন প্রার্থীকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। এরপর এই নির্বাচিত প্রার্থীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে একটি সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই ভাইভার ফলাফলের উপর ভিত্তি করে চূড়ান্তভাবে লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে, ইন শা আল্লাহ।

পরীক্ষার প্রস্তুতি নির্দেশিকা:
📌 নিচের লিংকে ক্লিক করে ম্যানুয়ালটি ডাউনলোড করুন।
📌 অনলাইন পরীক্ষা এই ম্যানুয়ালের উপর ভিত্তি করে হবে।
ম্যানুয়াল লিংক: https://drive.google.com/file/d/1SQjcvMC9jSFhBG1P7O9vdhUKzssgoxF1/view?usp=sharing

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
📌 আপনার পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
📌 নিজের ও পিতামাতার NID কার্ডের ফটোকপি
📌 সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
📌 ডোপ টেস্ট সার্টিফিকেট (বিআরটিএ -এর পরীক্ষার পর সংগ্রহ করতে হবে)

যোগাযোগের ঠিকানা:
🏠 প্লট: ইউ-৪, রোড: স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২
📞 ফোন: ০১৪০৯৯৭৯৯৫৩

🚗 আপনার পেশাদার ড্রাইভিং ক্যারিয়ার শুরু করতে আজই আবেদন করুন! 🚗

06/07/2025

মুস্তাফা ক্যাফে চায়ের আড্ডা।

সিঙ্গাপুরে অনবোর্ড বা কোয়ারেন্টাইন এর নতুন আপডেট৷ যারা সিঙ্গাপুর থেকে দেশে আসছেন ২ বছর বা তার কম তারা নতুন আইপিএ নিয়ে সি...
02/07/2025

সিঙ্গাপুরে অনবোর্ড বা কোয়ারেন্টাইন এর নতুন আপডেট৷ যারা সিঙ্গাপুর থেকে দেশে আসছেন ২ বছর বা তার কম তারা নতুন আইপিএ নিয়ে সিঙ্গাপুরে গেলে তাদের অনবোর্ড থাকতে হবে না৷ এই নিয়ম কার্যকর হবে ১ আগষ্ট ২০২৫ থেকে৷

তবে জেনে রাখা ভালো,

১) যারা সিঙ্গাপুর থেকে দেশে আসছেন ২ বছরের বেশী এখন নতুন আইপিএ নিয়ে যাবেন তাদের আগের মতো অনবোর্ডে থাকতে হবে৷

২)যারা নতুন আইপিএ নিয়ে প্রসেস,কন্সট্রাকশন ও মেরিন সেক্টরে যাবেন তাদের অনবোর্ড থাকতে হবে৷

৩) অন্যান্য সেক্টরে বা এস-পাশে গেলে অনবোর্ড থাকতে হবে না৷

ওমর ফারুক শিপন

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আফরিজির সমস্যার সূত্রপাত ঘটে কলেজের বকেয়া টিউশন ফি নিয়ে। আর্থিক অনটনের কারণে একে একে ব...
02/07/2025

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আফরিজির সমস্যার সূত্রপাত ঘটে কলেজের বকেয়া টিউশন ফি নিয়ে। আর্থিক অনটনের কারণে একে একে বন্ধ হয়ে যায় তার প্রায় সব মৌলিক সেবা—বিদ্যুৎ, গ্যাস, পানি, এমনকি মোবাইল সংযোগও। দিন শেষে, তিনি হয়ে পড়েন কার্যত ঘরবন্দি।
জাপানের একটি ব্যস্ত শহরের ছোট্ট একটি ভাড়া বাসায় নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন আফরিজি। হতাশা ও বিষণ্নতায় ডুবে থাকা এই তরুণের মানসিক অবস্থা ছিল শোচনীয়। জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে তিনি গভীর বিষণ্নতায় ভুগছিলেন, তবে তার অবস্থা সম্পর্কে জানলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি।

মোহাম্মদ আফরিজি বিন আপন—২৬ বছর বয়সী এক তরুণ, যিনি বাংলাদেশ থেকে জাপানে গিয়েছিলেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন একসময় তার পরিবারকে গর্বিত করার কথা ছিল। কিন্তু নির্মম বাস্তবতায় সেই তরুণকে ফিরতে হলো কফিনবন্দী হয়ে সাদা কাফনের চাদর গায়ে জড়িয়ে।

জাপানের মতো উন্নত প্রযুক্তির দেশে এক বাংলাদেশি তরুণ দিনের পর দিন না খেয়ে, এমনকি পানির অভাবেও কেটেছে নিঃসঙ্গ সময়। সে পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, মৃত্যুকে তিনি বেছে নিয়েছিলেন বেঁচে থাকার চেয়ে সহজ উপায় হিসেবে।

বাংলাদেশি কমিউনিটির সদস্য হাসান রবিন ফেসবুকে এক পোস্টে লেখেন, আফরিজির প্রতিবেশীরা জানান, টানা ১৫ দিন তাকে বাসা থেকে বের হতে দেখা যায়নি। কেউ কেউ বাইরে থেকে খাবার দিয়ে গেলেও সেগুলো থেকেছে ঠিক আগের জায়গাতেই—কারণ ভিতর থেকে দরজা খোলার শক্তিটুকু পর্যন্ত ছিল না তার। শেষবার তাকে দেখা যায় রান্নাঘরের একটি ছোট জানালার ফাঁক দিয়ে। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তিনি বলেছিলেন, চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। সেই সময় তিনি বন্ধুদের জানান, চারদিন ধরে কিছু খাননি।

জাপানে প্রচলিত আইনি নিয়ম অনুযায়ী, অনুমতি ছাড়া কারও বাসার দরজা ভাঙা নিষিদ্ধ। তাই বন্ধু ও পরিচিতরা সিদ্ধান্ত নিয়েছিলেন আগামী রবিবার পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স নিয়ে দরজা খোলা হবে। কিন্তু সেই সময় তিনি পাননি—এর আগেই নিঃসঙ্গতা ও ক্ষুধার নির্মম বাস্তবতায় পৃথিবী থেকে চিরবিদায় নেন আফরিজি।
আহমেদ ইশতিয়াক

সিঙ্গাপুরে আজকে ডলারের দাম ওয়েস্টার্ন ইউনিয়নে।
01/07/2025

সিঙ্গাপুরে আজকে ডলারের দাম ওয়েস্টার্ন ইউনিয়নে।

সিঙ্গাপুরে আজকে ডলারের দাম।
30/06/2025

সিঙ্গাপুরে আজকে ডলারের দাম।

জ/ঙ্গি/বাদের থাবায় মালয়েশিয়ার শ্রমবাজারও এখন হারানোর পথে। সে দেশের সরকার সম্প্রতি ৩৬জন বিদেশীকে জ/ঙ্গাবাদের সাথে সম্পৃক্...
27/06/2025

জ/ঙ্গি/বাদের থাবায় মালয়েশিয়ার শ্রমবাজারও এখন হারানোর পথে।

সে দেশের সরকার সম্প্রতি ৩৬জন বিদেশীকে জ/ঙ্গাবাদের সাথে সম্পৃক্ত থাকায় আটক করেছে। দুঃখজনকভাবে এদের সবাই বাংলাদেশী।

এদের মধ‍্যে ৫ জন কে গ্রেফতার, ১৬ জনকে ডিপোর্ট ও ১৫ জন কে সাসপেক্ট হিসেবে নজরবন্দি/কাস্টডিতে নিয়েছে।

এদেরকে ভুল ভাবে গ্রেফতার করেছে এমন বলার কোন সুযোগ নাই, কারণ মালয়েশিয়ান সরকার এক বিবৃতিতে বলেছে, ৪ মাস তাদেরকে গোপন নজরদারি করার পর এ মাসের ২৩ তারিখ রাতে জোহর বারু থেকে ১ জনকে গ্রেফতার করে এবং তার তথ্যসূত্র অনুযায়ী বাকিদের পর্যায়ক্রমে গ্রেফতার করে।

উল্লেখ্য, ৩৬ জনের মধ্যে ৫ জনের বিরুদ্ধে সরাসরি তথ্য প্রমান রয়েছে, ১৬ জন সাহায্যকারী হিসেবে চিহ্নিত হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে তদন্ত চলছে, এখনো সুনির্দিষ্ট প্রমান পাওয়া যায়নি।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত নাজুক। এ ঘটনায় বাংলাদেশীদের বিদেশে যাওয়া ও শ্রমবাজারকে আরোও দুরহ করে তুলবে।

উল্লেখ্য, মালয়েশিয়া আসিয়ানভুক্ত দেশ। ফলে মালয় অথরিটি ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনামের সাথে ইমিগ্রেশন ডাটা শেয়ার করে থাকে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উচিৎ হবে দ্রুততম সময়ে মালয়েশিয়ান ইন্টিলিজেন্স এর সাথে যোগাযোগ করে সহযোগিতা করা ও তাদের দেশীয় মূল খুজে বের করে সমূলে ধ্বংস করা।

পাশাপাশি, দেশে ও বিদেশে নিজ দেশের জননগনের উপর কঠোরভাবে নজরদারী চালানো।
Mahmudul Hassan

সিঙ্গাপুরে আজকে ডলারের সর্বোচ্চ রেট। ১ ডলারে একশ হতে আর বাকি নাই।
26/06/2025

সিঙ্গাপুরে আজকে ডলারের সর্বোচ্চ রেট।
১ ডলারে একশ হতে আর বাকি নাই।

আজকে সিঙ্গাপুরে ডলারের দাম।
25/06/2025

আজকে সিঙ্গাপুরে ডলারের দাম।

Address

Singapore

Telephone

+6588225510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী":

Share