Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী"

  • Home
  • Singapore
  • Singapore
  • Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী"

Bangladeshi In Singapore  "সিঙ্গাপুরে বাংলাদেশী" Bangladeshi in Singapore about their life story, work safety and other activities...

সাড়ে ১৮ বছরের প্রবাস জীবন শেষে কুমিল্লায় রাতে অটো (মিশুক) চালান।বিশেষ প্রয়োজনে কুমিল্লার ব্যস্ততম জায়গা রাজগঞ্জ গিয়...
21/09/2025

সাড়ে ১৮ বছরের প্রবাস জীবন শেষে কুমিল্লায় রাতে অটো (মিশুক) চালান।

বিশেষ প্রয়োজনে কুমিল্লার ব্যস্ততম জায়গা রাজগঞ্জ গিয়েছিলাম গতকাল রাতে।

এক মিশুক ড্রাইভার দামাদামি না করে মিশুকে উঠার রিকোয়েস্ট করেন।

কথার এক ফাঁকে বললেন,
কুয়েতে কাঁচামালের ব্যবসা করতেন।
সাড়ে ১৮ বছর বিদেশ করার পর এখন নিঃস্ব।

মাসের ২০ তারিখ হয়ে যাওয়ার পরেও ৩০০০ টাকা বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন।

যে ভাইদের কে দুইটা তিনটা করে দামি মোবাইল সেট দিয়েছেন, উনার টাকায় ইতালি গিয়ে বহুতল বাড়ি এবং গাড়ির মালিক সে ভাইয়েরাও সামান্য সহযোগিতা করতে রাজি না।

প্রথম স্ত্রীর নামে সকল সম্পদ ও ব্যাংক ব্যালেন্স ছিল, (প্রায় এক কোটি) সব নিয়ে গিয়ে উল্টো মামলা করে আরো বিপদে ফেলে চলে গেছেন।

কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করে এখন কুমিল্লায় থাকেন।

পাওনা টাকার জন্য বারবার সালিশ করেও ভাইদের থেকে টাকা উঠাতে পারতেছেন না।

যাদের অকাতরে বিশ্বাস করেছেন তারা সবাই ঠকিয়েছেন।

প্রিয় প্রবাসী ভাইয়েরা সাবধান।
নিজের মূলধন কারো কাছে দিয়ে নিঃস্ব হয়েন না।

সব সময় নিজের জন্য একটা বেকাপ রাইখেন।

জীবনের কিছু কিছু ভুল সারা জীবনেও শোধরানো সম্ভব হয় না।

মহান রব আমাদের হেফাজত কর।
আমিন।
-সংগ্রহীত...

21/09/2025

সিঙ্গাপুর থেকে পোল্যান্ডে যারা যেতে চাচ্ছেন তাঁদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরে অপরাধ প্রতিরোধ মূলক ব্যবস্থা।
19/09/2025

সিঙ্গাপুরে অপরাধ প্রতিরোধ মূলক ব্যবস্থা।

17/09/2025

কেউ কেউ বলতেছে এই এক্সিডেন্ট নাকি সাম্বাওয়াংয়ে হইছিলো। তবে আমার মনে হয় সিঙ্গাপুরে না এটা।

11/09/2025

সিঙ্গাপুরে কাজের সাইটে অ গ্ণি কান্ড।

বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর। যারা স্লট পাননা ই-ই-পাসপোর্টের জন্যতারা দ্রুত এপ্লাই করুন।
28/08/2025

বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর।
যারা স্লট পাননা ই-ই-পাসপোর্টের জন্য
তারা দ্রুত এপ্লাই করুন।

বাংলাদেশী ন্যাশনাল আইডি কার্ডটি (অরিজিনাল) পাওয়াগেছে।যদি আপনাদের কারো হয় তাহলে ইনবক্সে নক দিয়েন। অথবা আপনাদের পরিচিত কার...
27/08/2025

বাংলাদেশী ন্যাশনাল আইডি কার্ডটি (অরিজিনাল) পাওয়াগেছে।
যদি আপনাদের কারো হয় তাহলে ইনবক্সে নক দিয়েন। অথবা আপনাদের পরিচিত কারো হয়ে থাকে তাহলে জানায়েন। এই পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো।

ইতালি যাওয়ার সময় সমুদ্রে মা'রা যাওয়া অভিবাসীদের ব্যাগ যা সংগ্রহ করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ইতালিয়ান মিউজিয়ামের ...
27/08/2025

ইতালি যাওয়ার সময় সমুদ্রে মা'রা যাওয়া অভিবাসীদের ব্যাগ যা সংগ্রহ করে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে ইতালিয়ান মিউজিয়ামের ভিতরে রাখা হয়েছে!

সেখানে লেখা রয়েছে প্রতিটি ব্যাগের একটি করে গল্প।

কিন্তু গল্পের মানুষগুলো হারিয়ে গেছে চিরতরে!
©

🇮🇹মাত্র ১ দিন ইতালিতে ছিলেন—তারপরই চলে গেলেন না ফেরার দেশে।  ঠান্ডাজনিত সমস্যায় গলার টনসেল ফেটে মৃত্যুবরণ করেন।  ইন্না ...
19/08/2025

🇮🇹মাত্র ১ দিন ইতালিতে ছিলেন—তারপরই চলে গেলেন না ফেরার দেশে।
ঠান্ডাজনিত সমস্যায় গলার টনসেল ফেটে মৃত্যুবরণ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
⛔️আবেদন: ৫ ফেব্রুয়ারি ২০২৫
নুল্লাওস্তা: ২ জুলাই ২০২৫
AP জমা: ১৭ জুলাই ২০২৫
ভিসা হাতে: ২৮ জুলাই ২০২৫
ফ্লাইট: ১৬ আগস্ট ২০২৫
মৃত্যু: ১৮ আগস্ট ২০২৫

▪️▪️সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন—
আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

এই কন্ডিশন কি  সিঙ্গাপুরে এক্সিস্ট করে?  কেউ এই বিষয়ে জেনে থাকলে শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ
16/08/2025

এই কন্ডিশন কি সিঙ্গাপুরে এক্সিস্ট করে? কেউ এই বিষয়ে জেনে থাকলে শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত নাইমের স্বজনের সন্ধান চাই!মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আসার পথে গতক...
11/08/2025

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত নাইমের স্বজনের সন্ধান চাই!

মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আসার পথে গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকার মানিকগঞ্জ জেলার মো: নাইম ইসলামের কোন নিকটাত্মীয়ের সন্ধ্যান এখনো পাওয়া যায়নি।
নাইমের মরদেহ ডেলমাস হাসপাতাল মর্গে এখনো পড়ে আছে।

কেউ তাকে চিনে থাকলে তার পরিবার কিংবা আত্মীয় স্বজনকে যোগাযোগ করার বিশেষ অনুরোধ করা যাচ্ছে।
#প্রবাসী

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাস্তায় রাস্তায় উড়ছে বাংলাদেশের পতাকা।প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আগমন উপলক্ষে এই...
11/08/2025

মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাস্তায় রাস্তায় উড়ছে বাংলাদেশের পতাকা।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের আগমন উপলক্ষে এই আয়োজন।
বাংলাদেশী শ্রমিকদের জন্য ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নতুন করে কলিং ভিসা আবারো চালু হবে আশা করছি।
সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের পক্ষথেকে শুভকামনা।

Address

Singapore

Telephone

+6588225510

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladeshi In Singapore "সিঙ্গাপুরে বাংলাদেশী":

Share