21/09/2025
সাড়ে ১৮ বছরের প্রবাস জীবন শেষে কুমিল্লায় রাতে অটো (মিশুক) চালান।
বিশেষ প্রয়োজনে কুমিল্লার ব্যস্ততম জায়গা রাজগঞ্জ গিয়েছিলাম গতকাল রাতে।
এক মিশুক ড্রাইভার দামাদামি না করে মিশুকে উঠার রিকোয়েস্ট করেন।
কথার এক ফাঁকে বললেন,
কুয়েতে কাঁচামালের ব্যবসা করতেন।
সাড়ে ১৮ বছর বিদেশ করার পর এখন নিঃস্ব।
মাসের ২০ তারিখ হয়ে যাওয়ার পরেও ৩০০০ টাকা বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন।
যে ভাইদের কে দুইটা তিনটা করে দামি মোবাইল সেট দিয়েছেন, উনার টাকায় ইতালি গিয়ে বহুতল বাড়ি এবং গাড়ির মালিক সে ভাইয়েরাও সামান্য সহযোগিতা করতে রাজি না।
প্রথম স্ত্রীর নামে সকল সম্পদ ও ব্যাংক ব্যালেন্স ছিল, (প্রায় এক কোটি) সব নিয়ে গিয়ে উল্টো মামলা করে আরো বিপদে ফেলে চলে গেছেন।
কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করে এখন কুমিল্লায় থাকেন।
পাওনা টাকার জন্য বারবার সালিশ করেও ভাইদের থেকে টাকা উঠাতে পারতেছেন না।
যাদের অকাতরে বিশ্বাস করেছেন তারা সবাই ঠকিয়েছেন।
প্রিয় প্রবাসী ভাইয়েরা সাবধান।
নিজের মূলধন কারো কাছে দিয়ে নিঃস্ব হয়েন না।
সব সময় নিজের জন্য একটা বেকাপ রাইখেন।
জীবনের কিছু কিছু ভুল সারা জীবনেও শোধরানো সম্ভব হয় না।
মহান রব আমাদের হেফাজত কর।
আমিন।
-সংগ্রহীত...