03/07/2025
দুনিয়াতে দুরুদ পড়লেও তো লাভের শেষ নেই। প্রতি সপ্তাহে একজন ফেরেশতা রওযায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তালিকা পেশ করে, আপনার অমুক অমুক উম্মত এই সপ্তাহে আপনার ওপর এতবার দুরুদ পাঠ করেছে। আহ! মাশুকের দরবারে আশেকের নাম উচ্চারিত হবে।
একবারও যদি এমন হয়, আমার দুরুদ পাঠের সংখ্যার পরিমাণ অন্যদের তুলনায় বেশি হয়েছে, তাহলে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামটার প্রতি বিশেষ ভাবে খেয়াল করবেন। আমার নামটা মনে রাখবেন। আমার প্রতি তার বিশেষ টান থাকবে। এরপর কেয়ামতের দিন হাওযে কাউসারের সামনে যদি তাঁর মনে পড়ে যায় আমার কথা, তখন হয়তো এটাও বলবেন, আরে তুমি সেই ব্যক্তি না, যে দুনিয়াতে আমার ওপর খুব বেশি বেশি দুরুদ পড়তে! তোমার নাম তো প্রতি সপ্তাহেই আমার সামনে পেশ করা হতো। তোমাকে চিনেছি আমি। চলো আমার সাথে জান্নাতে। একসাথে থাকব আমরা। আগে হাউযে কাউসারের পানি পান করে নাও। এরপর নিজের হাতেই পানি তুলে দিবেন আমার হাতে!
ডিপ্রেশনে ভুগে জীবনকে শেষ করতে চাওয়া প্রিয় পাঠক! কেমন লাগবে আপনার, যদি সত্যিই এমন কিছু হয় আপনার জীবনে? এটা অসম্ভব কিছু নয়। যা বলা হলো সবই সম্ভব। এখন আপনিই সিদ্ধান্ত নিন, কোন ভালোবাসা আপনি পেতে চান, দুনিয়াতেই শেষ হয়ে যাওয়া অস্থায়ী ভালোবাসা, নাকি জান্নাতেও পাওয়া যাবে এমন স্থায়ী ভালোবাসা?