24/07/2022
আসসালামু আলাইকুম।
সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার শায়খ সাকিব ইকবাল শামী হাফি. শীঘ্রই বাংলাদেশ সফরে আগমন করবেন। (সম্ভাব্য সময় সেপ্টেম্বর)
২০২০ ইং তে শায়খ সাকিব ইকবাল শামী হাফি. বাংলাদেশ সফর করেছিলেন। শায়খ সাকিব ইকবাল শামী হাফি. দুইটি প্রোগ্রামের একটি চট্টগ্রামে করেছিলেন। আয়োজক কমিটির অদূরদর্শীতা ও অপরিপক্কতার কারণে ইন্টারন্যাশনাল মানের প্রোগ্রাম উপহার দিতে পারিনি আমরা চট্টগ্রামবাসী।
অতীতের ব্যর্থতা গুছতে আমি হাসান আজহারী শায়খ সাকিব ইকবাল শামী হাফি. কে নিয়ে চট্টগ্রামে ইন্টারন্যাশনাল মানের একটি ইসলামিক সেমিনার করার ইচ্ছা করেছি।
যা আমাদের চট্টগ্রামের ঐতিহ্য আথিতেয়তার রিপ্রেজেন্ট করবে বলে আশা রাখি।
শায়খ সাকিব ইকবাল শামী হাফি. কে চট্টগ্রামে ইনভাইট করার পক্রিয়ায় আমি যথা সাধ্য চেষ্টা করছি। অত্র বিষয়ে সার্বিক ক্ষেত্রে (আর্থিক, শারীরিক, মানসিক) সকলের সহযোগীতা কামনা করছি। 💙
যোগাযোগ :+8801812374888 (হোয়াটসঅ্যাপ)