
12/10/2025
জে: ওয়াকার বিএনপির সমর্থন পেয়ে এতটা সাহসী হতে পেরেছে! আর বিএনপির সুযোগসন্ধানী নেতারা ভেবেছিল, ওয়াকারের সমর্থনে তারা দ্রুত ক্ষমতায় চলে যাবে এবং আওয়ামী লীগের সম্পদ লুটপাট করতে পারবে।
ওয়াকার চাইছিল এই সুযোগ কাজে লাগিয়ে গুম–খুনে জড়িত সেনা কর্মকর্তাদের রেহাই পাইয়ে দিতে।
কিন্তু বর্তমানে ওয়াকারের অবস্থান এমন যে, সে দেশে কোনো অঘটন ঘটানোর চেষ্টা করতে পারে বা দেশ ত্যাগ করতে পারে। মনে রাখবেন ওয়াকার পিলখানা হ*ত্যা মামলার সাক্ষী; পিলখানা হ*ত্যাকাণ্ডের সব রহস্য ওয়াকারই জানে।
কোটা আন্দোলনসহ বিভিন্ন ঘটনার সময় হাসিনার ভূমিকা, কোন নেতা কীভাবে পালিয়েছিল সবক্ষেত্রেই সেনাপ্রধান ওয়াকরুজ্জামান মদদ দিয়েছিলেন।
অতএব, ওয়াকরুজ্জামানকে হাসিনার সব অপকর্মের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। এর বিচার আগে করতে হবে