14/12/2025
অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত
বাপের বাড়ি মানেই স্বর্গ,
শ্বশুরবাড়ি যেন কেবলই যুদ্ধের দুর্গ।
এখানে বৃষ্টি পড়লে মন খারাপ,
ওখানে রোদ উঠলেই বলে—“মা কেমন আছে আজ?”
স্বামীর ঘর হোটেল ঘর,
থাকি—যাই—মনটা কিন্তু অন্য ঘর।
ঝগড়া হলেই ব্যাগ গুছিয়ে,
বলে—“বাপের বাড়ি যাচ্ছি” হাসি মুখে ছুটিয়ে।
শ্বাশুড়ির উপদেশ বিষ,
মায়ের কথা অমৃত রসিস।
নিজের ভুলেও বলে নিশ্চিন্তে—
“আমাদের বাড়িতে কিন্তু এমন না রে!”
তবু সত্যি বলতে কী জানো,
ওই বাপের বাড়ির টানেই তো
আছে শিকড়, আছে সাহস,
ভালোবাসার প্রথম ক্লাস।
অতিরিক্ত ভক্তি যখন সীমা ছাড়ায়,
তখন সংসার দুলে যায়।
মাঝামাঝি পথটাই শ্রেষ্ঠ হয়—
দুই বাড়িই আপন,
তাতেই সুখের ঘরটা রয়,,,