Ataur ARB

Ataur ARB job in singapure

14/12/2025

অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত

বাপের বাড়ি মানেই স্বর্গ,
শ্বশুরবাড়ি যেন কেবলই যুদ্ধের দুর্গ।
এখানে বৃষ্টি পড়লে মন খারাপ,
ওখানে রোদ উঠলেই বলে—“মা কেমন আছে আজ?”

স্বামীর ঘর হোটেল ঘর,
থাকি—যাই—মনটা কিন্তু অন্য ঘর।
ঝগড়া হলেই ব্যাগ গুছিয়ে,
বলে—“বাপের বাড়ি যাচ্ছি” হাসি মুখে ছুটিয়ে।

শ্বাশুড়ির উপদেশ বিষ,
মায়ের কথা অমৃত রসিস।
নিজের ভুলেও বলে নিশ্চিন্তে—
“আমাদের বাড়িতে কিন্তু এমন না রে!”

তবু সত্যি বলতে কী জানো,
ওই বাপের বাড়ির টানেই তো
আছে শিকড়, আছে সাহস,
ভালোবাসার প্রথম ক্লাস।

অতিরিক্ত ভক্তি যখন সীমা ছাড়ায়,
তখন সংসার দুলে যায়।
মাঝামাঝি পথটাই শ্রেষ্ঠ হয়—
দুই বাড়িই আপন,
তাতেই সুখের ঘরটা রয়,,,

07/12/2025

আমার বউ”

আমার বউ—
ছোট্ট একটা ঘরের ভেতর
একটা বড় পৃথিবী।
তার চোখের ভেতরে
শান্তির নদী বই,
জীবনের ক্লান্তি
সেখানে গিয়ে ঘুমায়।

রাগ হলে সে ঝড়,
আবার হাসলে
ভোরের রোদ্দুর,
অন্ধকার দিনগুলোতেও
আলো ছড়িয়ে দেয় দূর-দূরান্তে।

ভাতের গন্ধে
ভালোবাসা মেশায়,
নীরবে নীরবে
জীবনের দায়িত্ব কাঁধে তোলে।

আমার বউ মানে—
একটু অভিমান,
অনেকটা মায়া,
আর সারাজীবনের
সবচেয়ে আপন ঠিকানা। 💞

16/11/2025

গুমের ঘোরে স্বপ্ন দেখি,
মনে মনে আঁকি হাজার রঙ,
কিন্তু ভোর হলে বাস্তবতায়
থেকে যায় অপূর্ণতার ঢঙ।

স্বপ্নগুলো পাখির মতো—
ডানায় ভর করে উড়ে যায় দূর,
আমি দাঁড়িয়ে একই জায়গায়,
মুঠোর ভেতর শূন্যতার সুর।

তবুও মন বলে—
হার মানিস না, একদিন হবে,
আধো আলোয় জাগা সেই স্বপ্ন
জীবনকে নতুন পথে রবে।

স্বপ্ন যদি আজও ধরা না দেয়,
আগামীকাল আবারই লিখবি নতুন শুরু—
কারণ যে স্বপ্ন দেখা বন্ধ করে,
তার জীবনই থেমে যায় ধূসর রঙের গুঁড়ো।

09/11/2025

অনেক বিদেশি কাজ করা মানুষ মানে একটা ভারী ব্যাগ বহন করে। বাইরে থেকে সে ব্যাগটা চকচকে মনে হয়, কিন্তু ভেতরে থাকে দুঃখের বালি আর ক্লান্তির লোহা। তাই প্রশ্নটা জ্বালা ধরায়: তারা কি পরিবারের কাছে শুধু টাকার গাছ?

কথাটার সত্যি একটু তেতো। দেশে থাকা অনেক পরিবারের চোখে বিদেশফেরত মানুষটা যেন জাদুর এটিএম। টাকা দাও, বিল দাও, চিকিৎসা দাও, বিয়ের খরচ দাও, উৎসব দাও। যেন তাদের জীবনে থাকা মানেই টাকা ঝরে পড়ার মৌসুম। কিন্তু সেই মানুষটার নিজের গল্প? সে থাকে একা, অচেনা শহরের আলোয় হারিয়ে, রাতের চুপচাপ ঘরে ফোনের রিং-এর অপেক্ষায়। কেউ জিজ্ঞেস করে না, “কেমন আছো?” শুধু শোনা যায়, “টাকা কবে পাঠাবে?”

বিদেশে থাকা মানুষটাও তো মানুষ। তারও আছে ক্লান্তি, ভয়, নিজেকে হারিয়ে ফেলার মুহূর্ত। সে রোদে পুড়ে, ধুলায় মাখা হয়ে, সস্তা খাবার খেয়ে, ঘুম কমিয়ে সংসারের জন্য নিজের দিনগুলো গলিয়ে দেয়। টাকার গাছ হলে তো বেদনা লাগত না। গাছ তো কথা বলে না, অনুভবও করে না। কিন্তু বিদেশি মানুষটা তো রক্ত–মাংসের; তার বুকের ভেতরও ঢেউ ওঠে।

তাই কথাটা এমনভাবে বলা যায়:
বিদেশিরা টাকার গাছ নয়। তারা পরিবারের জন্য জল ভরা এক মেঘ, কিন্তু সেই মেঘও মাঝে মাঝে ফুরিয়ে যায়। তাদেরও দরকার স্নেহ, সম্মান, একটু খোঁজখবর। টাকা নয়, মানুষটাকে দেখা।

এটাই ন্যায়, এটাই সম্পর্কের সত্যি রঙ।

10/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্যানেলের ভিপি নির্বাচিত হওয়ার মূল কারণ ---

1. শিক্ষার্থীদের হতাশা ও ক্ষোভ
দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় থেকেছে তাদের চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, টেন্ডারবাজি ও শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি করে। ফলে অনেকে বিকল্প খুঁজে নেয়।
2. ভোটের স্বাধীনতা পাওয়া
অনেক সময় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট দিতে না পারায় একটি পক্ষ দীর্ঘদিন ক্ষমতায় থাকে। যদি শিক্ষার্থীরা স্বাধীনভাবে ভোট দিতে পারে, তখন তারা নতুন বা ভিন্নধর্মী দলকে সমর্থন জানাতে পারে।
3. ধর্মভিত্তিক আবেগ
জামায়াত-শিবির ইসলামী মূল্যবোধ ও শাসনব্যবস্থার কথা বলে। অনেক শিক্ষার্থী ধর্মীয় আবেগ থেকে তাদের ভোট দিয়ে থাকে।
4. সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো
শিবির সবসময় সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও নিয়ম-কানুন মানার চেষ্টা করে। তাদের প্রচারণা, সদস্যদের নিবেদন ও কৌশলী সংগঠনিক কাজ শিক্ষার্থীদের প্রভাবিত করে।
5. পরিবর্তনের আকাঙ্ক্ষা
শিক্ষার্থীরা মাঝে মাঝে মনে করে,
“যারা বারবার সুযোগ পেয়েও ভালো কিছু করতে পারেনি, তাদের সরিয়ে নতুনদের সুযোগ দেওয়া দরকার।” সেই মানসিকতা থেকেও ভোট দেয়।
তবে বাস্তবিকভাবে, শিক্ষার্থীরা চায় নিরাপদ ক্যাম্পাস, সন্ত্রাসমুক্ত রাজনীতি ও পড়াশোনার উপযোগী পরিবেশ। যখন কোনো একটি পক্ষ সেটা দিতে ব্যর্থ হয়, তখন শিক্ষার্থীরা বিকল্প খুঁজে নেয়, আর সেখানেই শিবির বা অন্য দল সুযোগ পায়।

প্রতিটি রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে দেশ পরিচালনা করা, ক্ষমতায় গিয়ে উন্নয়ন করা কিংবা জনগণের আস্থা অর্জন করা। কিন্তু জামাত...
07/09/2025

প্রতিটি রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে দেশ পরিচালনা করা, ক্ষমতায় গিয়ে উন্নয়ন করা কিংবা জনগণের আস্থা অর্জন করা। কিন্তু জামাত-শিবিরের লক্ষ্য সাধারণ রাজনৈতিক দলগুলোর থেকে কিছুটা ভিন্ন। তাদের মূল উদ্দেশ্য হলো ইসলামিক নিয়ম-কানুন মেনে রাষ্ট্র পরিচালনা করা। অর্থাৎ আল্লাহর দেওয়া বিধানকে সর্বোচ্চ আইন হিসেবে গ্রহণ করা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং ইসলামের আলোকে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিকে সাজানো।

তাদের দাবি—মানুষ যদি ইসলামি মূল্যবোধে ফিরে আসে, তবে দেশ থেকে অন্যায়-অবিচার, দুর্নীতি ও বৈষম্য কমে যাবে। তাই জামাত-শিবির শুধু রাজনীতি নয়, বরং ধর্মীয় মূল্যবোধকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখা,,,

31/08/2025

13/08/2025

Address

Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ataur ARB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share