Binodon

Binodon job in singapure

13/08/2025
03/08/2025

৪০ বছর সংসারের পর ডিএনএ পরীক্ষা, জানা গেল পাঁচ সন্তানের কেউই তার নয়, কি আজব,
by আন্তর্জাতিক ডেস্কPublished: 03 August 2025Last Updated: 03 August 2025
চল্লিশ বছরের দাম্পত্য জীবন শেষে এক কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছেন বাহরাইনের এক ব্যক্তি। ডিএনএ পরীক্ষার অকাট্য প্রমাণের ওপর ভিত্তি করে দেশটির উচ্চ শরিয়া আদালত তার পাঁচ সন্তানের আইনি পিতৃত্ব বাতিল করেছে। এই রায়ের ফলে ওই ব্যক্তির সঙ্গে সন্তানদের আইনগত সম্পর্কের আনুষ্ঠানিক অবসান ঘটল।

আদালত তার রায়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে শিশুদের সমস্ত নাগরিক নথি থেকে ওই ব্যক্তির নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছে।

মামলার আইনজীবী ইবতিসাম আল সাব্বাগ জানান, তার মক্কেল প্রায় চল্লিশ বছর ধরে সংসার করে পাঁচ সন্তানকে নিজের পরিচয়ে বড় করেছেন। সম্প্রতি একটি স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে তিনি জানতে পারেন যে, তিনি সন্তান জন্মদানে অক্ষম। এরপরই তার মনে সন্দেহ দানা বাঁধে এবং তিনি ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন। সরকারি ফরেনসিক পরীক্ষাগারে করা ডিএনএ পরীক্ষায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, ওই শিশুদের সঙ্গে তার কোনো জৈবিক সম্পর্ক নেই।

আদালত এই ডিএনএ পরীক্ষার ফলাফলকে ‘নিরঙ্কুশ আইনি ও ধর্মীয় কর্তৃত্ব’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। রায়ে বলা হয়েছে, বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে পিতৃত্বের যে অনুমান আইনত প্রতিষ্ঠিত ছিল, অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের সামনে তা টিকতে পারে না। ইসলামি আইনশাস্ত্র অনুযায়ী, যখন বৈজ্ঞানিক প্রমাণ কোনো জৈবিক বাস্তবতা সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠা করে, তখন অনুমানের ভিত্তিতে অর্জিত পিতৃত্ব বাতিলযোগ্য।

আইনজীবী ইবতিসাম আল সাব্বাগ বলেন, ‘এটা শুধু আইনের বিষয় নয়; এটা সত্যের বিষয়। একজন বাবা হিসেবে তিনি যে এতগুলো বছর কাটিয়েছেন, তা সত্ত্বেও জৈবিক বাস্তবতা এখন প্রতিষ্ঠিত এবং এর মাধ্যমে আইনি স্বচ্ছতা এসেছে।’

আদালত জাফরীয় আইনশাস্ত্রের নীতি অনুসরণ করে এই রায় দিয়েছে। এই আইনশাস্ত্র অনুসারে, বৈবাহিক সম্পর্ক, স্বীকৃতি এবং সাক্ষ্যের মাধ্যমে পিতৃত্ব প্রতিষ্ঠিত হয়, কিন্তু তা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে, যতক্ষণ না তা ইসলামি মৌলিক নীতি বা অকাট্য বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়।

Stay up-to-date with the latest news and events from around the world and Bangladesh (BD) with our online newspaper headlines website. Get access to breaking news stories, in-depth analysis, and exclusive features, all in one convenient location. From politics and business to entertainment and sport...

30/07/2025

গোপালগঞ্জ হত্যাকাণ্ড ও দুর্নীতির অভিযোগ: এনসিপিকে প্রোটোকল না দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করল সেনাবাহিনী

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
দেশজুড়ে তীব্র বিতর্ক এবং আন্তর্জাতিক চাপের মুখে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। জাতীয়তাবাদী নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের কোনো ধরনের আনুষ্ঠানিক প্রোটোকল না দেওয়ার অভ্যন্তরীণ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সাম্প্রতিক সময়ে এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট, অগ্নিসংযোগ, ছিনতাই এবং চাঁদাবাজির মতো অসংখ্য গুরুতর অভিযোগ উঠেছে। এর মধ্যে গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে অভিযান চালানো হয়, যা পরবর্তীতে গণহত্যায় রূপ নেয়। এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন প্রভাবশালী দেশ সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করে।

সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, "এনসিপি নেতাদের কর্মকাণ্ড এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি সেনাবাহিনীর ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। গোপালগঞ্জের ঘটনা আন্তর্জাতিক মহলে আমাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী কোনো দুর্নীতিগ্রস্ত বা বিতর্কিত রাজনৈতিক গোষ্ঠীর সহযোগী হিসেবে পরিচিত হতে পারে না।"

সূত্রটি আরও জানায়, এই সিদ্ধান্তটি বাহিনীর শীর্ষ পর্যায়ে দীর্ঘ আলোচনার পর নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এনসিপি নেতারা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে বা ব্যক্তিগত চলাফেরার ক্ষেত্রে সেনাবাহিনীর প্রোটোকল, নিরাপত্তা বা আনুষ্ঠানিক কোনো সুযোগ-সুবিধা পাবেন না। এটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে এনসিপির সঙ্গে দূরত্ব তৈরির একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর এই পদক্ষেপ দেশের রাজনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এতদিন ধরে এনসিপি নেতারা যে ধরনের রাষ্ট্রীয় সুরক্ষা ও সুযোগ ভোগ করে আসছিলেন, তা বন্ধ হয়ে যাওয়ায় তাদের রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার দাপট অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে, এই সিদ্ধান্ত দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থানকেও প্রকাশ করল। 👍👍👍
#সেনাবাহিনীরসিদ্ধান্ত #প্রোটোকলবিতর্ক
#জাতীয়_নাগরিক_পার্টি #এনসিপি
#গোপালগঞ্জহত্যাকাণ্ড #দুর্নীতিরঅভিযোগ
#সেনা_রাজনীতি #আন্তর্জাতিকচাপ
Daily Ajker kantho

27/07/2025
27/07/2025
25/07/2025
25/07/2025
09/03/2025

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।
আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। -সূরা আল আম্বিয়া: ৮৭
ফজিলতঃ
ক. এ আয়াতে আল্লাহতায়ালা ইরশাদ করেছেন, আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি। তাকে দু:খ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পড়বে আমি তাদেরও বিভিন্ন বালা-মুসিবত থেকে মুক্তি দিব। -সূরা আল আম্বিয়া: ৮৮

খ. হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজরত ইউনুস (আ.)-এর ভাষায় দোয়া করবে, সে যে সমস্যায়ই থাকুক আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -তিরমিজি: ৩৫০৫

গ. হজরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন, আমার ভাই ইউনুসের দোয়াটি খুব সুন্দর। এর প্রথম অংশে আছে কালিমায়ে তায়্যিবা। মাঝের অংশে আছে তাসবিহ। আর শেষের অংশে আছে অপরাধের স্বীকারোক্তি। যে কোনো চিন্তিত, দু:খিত, বিপদগ্রস্থ ব্যক্তি প্রতি দিন এ দোয়া তিন বার পাঠ করবে আল্লাহতায়ালা তার ডাকে সাড়া দিবেন। -কানজুল উম্মাল: ৩৪২৮

ঘ. হজরত সা’দ ইবনে আবি ওক্কাস রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মরফু সূত্রে বর্ণনা করেন যে, মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিস সালামের দোয়া ছিল, লা-ইলাহা ইল্লা....। যে কোনো প্রয়োজনে কোনো মুসলমান যদি এই দোয়া পড়ে তার প্রতিপালককে ডাকে তাহলে অব্যশই আল্লাহ তায়ালা তার ডাকে সাড়া দেবেন। [তিরমিজি-৩৫০৫, সুনানে কাবুরা-১০৪৯২, মুসনাদে আহমদ-১৪২ ও রূহুল মাআনি-৮/১০৯]

ঙ. হজরত ইবনে আবি হাতেম রহ. নকল করেন যে কোনো ব্যক্তি দোয়ায়ে ইউনুস পড়ে দোয়া করলে সে দোয়া কবূল করা হয়। কারণ এ আয়াতের শেষে আল্লাহ তায়ালা বলেছেন, وكذلك ننجى المؤمنين অর্থাৎ এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।

চ. ইবনে জারির তাবারি রহ. একটি মরফু হাদিসে নকল করেন, আল্লাহর একটি নাম আছে, যে নামটি নিয়ে কেউ দোয়া করলে তা কবূল করা হয়, এবং এই নামের উছিলায় কিছু চাওয়া হলে তা দেয়া হয়, তা হলো দোয়ায়ে ইউনুস।

ছ. হজরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রা. বলেন, আমি জিজ্ঞেস করলাম ইয়া রসূলাল্লাহ! এই দোয়াটি কি হজরত ইউনুস আলাইহিস সালামেরই বৈশিষ্ঠ্য নাকি সব মুসলমানের জন্যই? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পড়নি, ونجينه من الغم وكذلك ننجى المؤمنين (অর্থাৎ আমি তাকে চিন্তা থেকে মুক্তি দিয়েছি আর আমি এভাবেই মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।) অতএব যে কোনো ব্যক্তিই এইভাবে দোয়া করবে আল্লাহ তায়ালা সে দোয়া কবূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জ. হজরত ইবনে আবি হাতিম রহ. হজরত কাসির ইবেন সা’দ থেকে নকল করেন, তিনি বলেন, আমি হাসান বসরি রহ. কে জিজ্ঞাসা করলাম যে, আল্লাহর ইসমে আযম কোনটি, যে নামের দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাইলে তা দেয়া হয়? উত্তরে তিনি বললেন, ভাতুষপুত্র! তুমি কি আল্লাহর এই বানীটি পড়নি? অতপর তিনি এই আয়াত দুটি তেলাওয়াত করে বললেন, এটাই হলো সে ইসমে আযম, যার দ্বারা দোয়া করলে দোয়া কবূল হয় এবং কোনো কিছু চাওয়া হলে তা দেয়া হয়। [তাফসিরে ইবনে কাসির:৩/৩৯৫-৩৯৬]

ঝ. এক হাদিসে এসেছে, কোনো মুসলমান যদি অসুস্থ অবস্থায় এ আয়াতটি চল্লিশ বার পড়ে তাহলে ওই অসুখে সে মারা গেলে চল্লিশজন শহিদের সওয়াব পাবে। আর সুস্থ হয়ে গেলে তার যাবতীয় গোনাহ মাফ করে দেয়া হবে। [হিসনে হাসিন-২৪১]

আরবি দোআ : একবার পড়বে لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ বাংলা উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জলিমিন। বাংলা অর্থ : তুমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। তুমি পুত-পবিত্র, অবশ্যই আমি জালেমদেরই একজন ছিলাম। [সুরা আম্বিয়া-৮৭]

23/09/2024

বাংলাদেশে পুরুষ শাসিত সরকার দরকার, নারী শাসিত সরকার আর নারী শাসিত সংসার তা কখনোই শান্তি আসে না,,

20/09/2024

সেই থেরাপি,,

09/09/2024

স্বামী কতো প্রকার কি কি শুনুন,,

খুবেই গুরুত্বপূর্ণ কথা,,
11/08/2024

খুবেই গুরুত্বপূর্ণ কথা,,

Welcome to the Official YouTube Channel of Channel24 »» One-Click Subscription Link: https://cutt.ly/Channel24»» Read mo...

Address

Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Binodon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share