Mohammad mizan -মিজান

Mohammad  mizan -মিজান hello my audience i m Mohammad mizan Facebook pege like &follow me
পাশে থাকলে পাশে পাবেন 🫢

26/08/2025

This for Indonesia

25/08/2025

(গল্প: জোরের বিয়ে)

মফস্বলের এক গ্রামে থাকে সাদিয়া। বয়স কেবল উনিশ। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে নিজের একটা পথ গড়ে তোলা। সে চায় ডাক্তার হতে, মানুষের সেবা করতে। কিন্তু সংসারের চাপ, দারিদ্র্য আর সমাজের ভয়—সবকিছু মিলে তার জীবনের দিগন্ত যেন থমকে আছে।

একদিন হঠাৎ তার বাবার কাছে খবর এলো—এক প্রবাসী ছেলে বিদেশ থেকে আসবে। অনেক টাকা রোজগার করে, বিয়ে করলে পরিবারের হাল ফিরবে। বাবার চোখে এটা এক স্বপ্ন, আর গ্রামবাসীর কাছে সম্মানের বিষয়।

সাদিয়া চুপ করে শুনছিলো। সে কিছু বলতে চাইলেও পরিবারের চোখেমুখে চাপা হুমকি—“না বলার সাহস তার নেই।”
মা ফিসফিস করে বলেছিল—
“মেয়ে, মেনে নে, বিদেশে গেলে জীবন ভালো হবে।”

কিন্তু সাদিয়ার বুক ভরে উঠেছিল কান্নায়। তার স্বপ্ন, তার পড়াশোনা, তার ইচ্ছেগুলো কেউ শুনল না।

অবশেষে, এক সন্ধ্যায় তাড়াহুড়ো করে বিয়ে হলো। শান-শওকতে ভরা অনুষ্ঠান, গানের সুরে ঢেকে গেল তার মনভাঙা আর্তনাদ। সবাই খুশি, শুধু সাদিয়ার মুখে কোনো হাসি নেই।

বিয়ের পরদিন স্বামী আবার চলে গেল প্রবাসে। সাদিয়া রয়ে গেল শ্বশুরবাড়ির চার দেয়ালে। তার জীবন যেন এক অচেনা কারাগার—যেখানে না আছে ভালোবাসা, না আছে স্বাধীনতা।

রাতের আকাশে চাঁদ উঠলে সাদিয়া জানালার দিকে তাকিয়ে ভাবে—
“আমার জীবন কি সত্যিই আমার নিজের নয়? আমি কি শুধু পরিবারের বোঝা নামানোর উপায়?”

তার চোখ ভিজে ওঠে।
কিন্তু মনের গভীরে একটা ক্ষুদ্র আলো এখনও বেঁচে থাকে—
“হয়তো একদিন আমি আমার স্বপ্নের জন্য লড়তে পারবো…”

-

25/08/2025

একজন প্রবাসীর এর বউরে লেখা

---

**প্রিয়তম,**

তুমি নেই বলে এই পৃথিবীটা আমার কাছে কতটা শূন্য, সেটা ভাষায় বোঝানো যায় না।
দিনের বেলায় যতই হাসি, যতই ব্যস্ত থাকার ভান করি,
রাতের নীরবতায় তোমার অভাব আমাকে ছিন্নভিন্ন করে দেয়।

তুমি দূরে আছো, আমি জানি কেন—
আমাদের দু’জনের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, আমার মুখে হাসি রাখার জন্য।
তবুও মনের গভীরে প্রশ্ন জাগে—
তুমি কি আমার মতোই প্রতিরাতে বালিশ ভিজিয়ে ঘুমাও?
তুমি কি আমার মতোই প্রতিদিন এই অপেক্ষার বোঝা বয়ে বেড়াও?

তোমাকে ছাড়া প্রতিটি মুহূর্ত অপূর্ণ লাগে।
যখন আকাশে চাঁদ ওঠে, আমি তাকিয়ে থাকি—
ভাবি তুমি-ও কি সেই চাঁদটা দেখছো?
হয়তো একই আলোয় আমরা দু’জন একই সময়ে নিঃশব্দে একে অপরকে খুঁজে বেড়াই।

প্রিয়, আমি প্রতিদিন তোমার ফেরার অপেক্ষায় বাঁচি।
আমার সমস্ত দুঃখ, কষ্ট, একাকীত্বের মাঝেও শুধু একটা বিশ্বাস আমাকে বাঁচিয়ে রাখে—
একদিন তুমি ফিরবে, আর আমি আবার তোমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোতে পারব।

ততদিন আমি অপেক্ষা করব,
অশ্রু গোপন করব, হাসি আঁকব মুখে,
কিন্তু অন্তরের প্রতিটি স্পন্দনে তোমার নামই উচ্চারণ করব।

**তুমি আমার হৃদয়ের ধ্বনি,
তুমি আমার নিঃশ্বাসের মানে,
তুমি আমার জীবনের একমাত্র প্রার্থনা।**

তোমার জন্য,
শুধু তোমার জন্যই বেঁচে আছি।

**তোমার,
চিরদিনের ভালোবাসা**

24/08/2025

এরকম সফলতার গল্প শুনতে চাইলে শেয়ার করতে হবে

23/08/2025

work time interview 😜😜

15/08/2025

তোরে হাসের মাংস ভালো করে পুন্দামু। তাই আমার কাছে আয়।
লেখক , সেফবুদা

বিনম্র শ্রদ্ধা
15/08/2025

বিনম্র শ্রদ্ধা

09/08/2025

সিঙ্গাপুর ন্যাশনাল ডে উপলক্ষে গরম নাচ

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মন্ডল মোড় এলাকায় প্রেমিক কে  বিয়ের জন্য এক তরুনীর আর্তনাদ। প্রেমিকের বাড়িতে প্রবেশ কালে তরু...
09/08/2025

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মন্ডল মোড় এলাকায় প্রেমিক কে বিয়ের জন্য এক তরুনীর আর্তনাদ।
প্রেমিকের বাড়িতে প্রবেশ কালে তরুনীকে প্রেমিকের মা মারধর করেছে বলে অভিযোগ করেছে তরুনী।

নোটঃ মেয়েটি কয়েকমাস আগেও ঐ ছেলের জন্য আত্য হ ত্য করার উদ্দেশ্যে নদীতে ঝাপ দিয়েছিল বলে অভিযোগ এনে ছেলের নামে মামলা করা হয়েছিল যা এখনো চলমান।

৫৭ বছর বয়সে অভিনেত্রী জয়া হাসানকে কচি মহিলা মনে হয় আপনি জীবনে ভুরি হবেন না
09/08/2025

৫৭ বছর বয়সে অভিনেত্রী জয়া হাসানকে কচি মহিলা মনে হয়
আপনি জীবনে ভুরি হবেন না

একটা কালা বেডি  পিছনে দুজন পুরুষের জীবন শেষ  Kamrul Islam Riaz Hero Alom Uncut
09/08/2025

একটা কালা বেডি পিছনে দুজন পুরুষের জীবন শেষ Kamrul Islam Riaz
Hero Alom Uncut

Address

44 Lorong 6
Singapore
399199

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad mizan -মিজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad mizan -মিজান:

Share

Category