উড়াল পাখি

উড়াল পাখি সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন
(7)

বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা 🙄উড়াল পাখি  @
14/07/2025

বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা 🙄উড়াল পাখি @

নিচে কম উপরে বেশি জায়গা স্বল্পতার কারণে বাড়িটি এইভাবে তৈরি করা হয়েছে।  আপনার কাছে বাড়িটি দেখতে কেমন লাগছে জানাবেন।
14/07/2025

নিচে কম উপরে বেশি জায়গা স্বল্পতার কারণে বাড়িটি এইভাবে তৈরি করা হয়েছে। আপনার কাছে বাড়িটি দেখতে কেমন লাগছে জানাবেন।

এই মাসুদ ছেলেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন গার্ড।আজ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম, তখন আমার পকেট থেকে মানিব্যাগটা ব...
13/07/2025

এই মাসুদ ছেলেটা নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন গার্ড।
আজ আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম, তখন আমার পকেট থেকে মানিব্যাগটা বেরিয়ে গেল।
আমার মানিব্যাগে ৫১৫০০/- টাকা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কার্ড ছিল।
আমার মানিব্যাগটা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম যে মানিব্যাগটা সিকিউরিটি অফিসে দেওয়া হয়েছে।
আমি সিকিউরিটি অফিসে যাওয়ার পর জানতে পারলাম যে লোকটা মানিব্যাগটা পেয়েছে এবং তার সততা দেখিয়ে সে আমার মানিব্যাগটা সিকিউরিটি অফিসে ফিরিয়ে দিয়েছে।
আমি তাকে বললাম- "মামা আপনার যেখানে মানিব্যাগটা পরসিলো সেই জায়গায় আমি ছিলাম। ভাগ্য ভালো আমি দেখে নিসি না হলে আজকে আপনে মানিব্যাগটা পাইতেন না। চেক করে নেন ঠিক আসে তো?"
আমি তাকে বললাম মামা চলো ক্যান্টিনে যাই। যা মন চাই খাও তুমি, আমি টাকা দিচ্ছি।
প্রথমে সে বলল, "না মামা থাক যাবো না আইজকা তো আমার ডিউটি"
কিন্তু তাও আমি তাকে ক্যান্টিনে নিয়ে গেলাম।
ক্যান্টিনে যাওয়ার পর সে মাত্র ৪ বোতল পেপসি কিনেছে। আমি বললাম, "আর কিছু লাগলে নাও।" সে বলল, "মামা আর কিছু লাগবে না, শুধু একটা সিগারেট খাওয়ান।"
আমি বললাম, "ঠিক আছে চলেন" এরপর দুজন বেড়িয়ে গেলাম।
বাইরে যাওয়ার পর সে পেপসির বোতলগুলো নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা রক্ষীদের দিলো।
আমি তাকে জিজ্ঞেস করলাম, "মামা তুমি খাবা না?"
সে বলে, "মামা আমি খাই না, আমি এদের জন্যই নিসি। বেচারাগুলো গরমে দাড়াইয়া আছে।"
এরপর আমি বুঝতে পারলাম আমরা কত স্বার্থপর। আমরা কেবল নিজের কথাই ভাবি।
কখনও কখনও এলোমেলো শিশুসুলভ আচরণ মানবতার প্রতি আপনার বিশ্বাস পুনরুদ্ধার করে।
তারা দরিদ্র হতে পারে কিন্তু এটা কি ন্যায্য আমরা যে এদের সাথে খারাপ আচরণ করি?
দরিদ্র থাকার সবচেয়ে নিশ্চিত উপায় হল একজন সৎ মানুষ হওয়া। শুধুমাত্র সৎ বলেই তারা দরিদ্র।

মাসুদের মতো মানুষেরাই প্রমাণ করে, সততা আর উদারতা কোনো পদ-পদবির তোয়াক্কা করে না। আমাদের সমাজের এই নীরব নায়কদের প্রতি সম্মান জানাতে ভুলবেন না। আপনার জীবনেও কি এমন কোনো মাসুদের গল্প আছে? কমেন্টে জানান!
-কালেক্টেড

#সততা #মানবতা #ভালোমানুষ #অনুপ্রেরণা #নর্থসাউথইউনিভার্সিটি

Baalবালবাল" শব্দটি বাংলা ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। সাধারণভাবে এর অর্থ "ছেলে", "বালক" বা "শিশু"। তবে, এটি এক...
10/07/2025

Baal
বাল
বাল" শব্দটি বাংলা ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। সাধারণভাবে এর অর্থ "ছেলে", "বালক" বা "শিশু"। তবে, এটি একটি আরবি শব্দ "বাল" (Baal) থেকেও এসেছে, যার অর্থ "মালিক" বা "প্রভু", যা প্রাচীন সেমিটিক দেবতা বোঝাতে ব্যবহৃত হত। এছাড়াও, এটি একটি আঞ্চলিক শব্দ যা "বৃষ্টি" বা "বৃষ্টির দিন" অর্থেও ব্যবহৃত হতে পারে।
এখানে "বাল" শব্দের কিছু সম্ভাব্য অর্থ এবং ব্যবহার তুলে ধরা হলো:
ছেলে/বালক/শিশু:
এটি বাংলা ভাষায় "বালক" বা "ছেলে" শব্দের একটি সাধারণ প্রতিশব্দ।
প্রাচীন দেবতা:
আরবি শব্দ "বাল" থেকে এসেছে, যা প্রাচীন সেমিটিক অঞ্চলের একটি দেবতা, "মালিক" বা "প্রভু" অর্থে ব্যবহৃত হতো।
বৃষ্টি/বৃষ্টির দিন:
কিছু অঞ্চলে "বাল" শব্দটি "বৃষ্টি" বা "বৃষ্টির দিন" অর্থেও ব্যবহৃত হয়।
সুতরাং, "বাল" শব্দের অর্থ প্রেক্ষাপট এবং ব্যবহারের উপর নির্ভর করে।

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক ...
09/07/2025

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে, তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও..

08/07/2025
08/07/2025

ROLEX SINGAPORE 🕑

বইন একটা কথা কই সোন? 🙂  নারীর সম্মান যে কত  উপরে এটা একটা নারী নিজেও জানে না ,,,,! আমরা ছেলের, জন্মের পর ১ (এক)বছর আদর্শ...
07/07/2025

বইন একটা কথা কই সোন? 🙂

নারীর সম্মান যে কত উপরে এটা একটা নারী নিজেও জানে না ,,,,!

আমরা ছেলের, জন্মের পর ১ (এক)
বছর আদর্শ লিপি পড়ে,১০(দশ)বছর স্কুল শেষ করে,২(দুই)বছর ইন্টার ৪ (চার)বছর অনার্স ২ (দুই) মাস্টার্স, মোট ১৯ (উনিস)বছর লেখা পড়া শেষ করে একটা ভালো জব খুজে (২০-৫০) হাজার টাকা বেতনের চাকরি নিয়া,নিজকে একজন ভালো ও প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলি।

তারপর মা-বাবার সম্মতি দুই পরিবারের ইচ্ছায়,(১-১০) লক্ষ টাকা দেন মোহোর দিয়া - লাখ টাকা খরচ করে তোকে বিয়া করে, বাসায় এনে সম্মানের সাথে দেন মোহোর তোর হাতে তুলে দিয়া,তারপর তোকে ছোয়ার অধিকার পাই,বোন তুই কতটা দামি একবার কল্পনা করছো,

আর তুই, ভালোবাসা, প্রেম পিরীতির নামে,১০-২০ টাকার ফুসকা, আইস ক্রিম খেয়ে বয়ফ্রেন্ড নাকম নরখাদকের কাছে নিজের দামি দেহ টা বিলিয়ে দিস ( হাত দরা,কিস,দেখা করাও জেনার অন্তরভুক্ত),একটা এমবি কার্ডের বিনিময় সারা রাত অশ্লিল কথা পিক আদান প্রদান করিস,

আল্লাহ তোকে এতো দামি করে দুনিয়ায় পাঠিয়েছেন,কেন বইন নিজেকে এতো সস্তা বানাস,বলতে পারিস 💔

আমার স্বামী একটা মেয়ের পিছনে ৭ বছর ঘুরে, মেয়েটা তাকে পাত্তা দেয় না। সে তারপর তাকে ভুলার জন্য আমাকে বিয়ে করে। আমিও তার মন...
07/07/2025

আমার স্বামী একটা মেয়ের পিছনে ৭ বছর ঘুরে, মেয়েটা তাকে পাত্তা দেয় না। সে তারপর তাকে ভুলার জন্য আমাকে বিয়ে করে।

আমিও তার মন মতো হবার চেষ্টা করি কিন্তু সে তবুও ভুলতে পারে না ওই মেয়ে কে,,,তাই বিয়ের পরও মেয়েটার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করে।তাও মেয়েটার কাছে পাত্তা পায় না,সে মেয়েটাকে চ্যালেঞ্জ করে যে সে কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা কামাই করে তাকে দেখিয়ে দিবে।

কিন্তু আমার মনে হয় সে এখনো আমাকে মন থেকে বৌ হিসেবে মানে না। যদিও মুখ দিয়ে ভালোবাসি বলে কিন্তু কাজে ক্ষেত্রে সেটা প্রকাশ পায় না। সে নে/শা করে,বিভিন্ন মেয়ের সাথে পর-কী-য়া করে,টুকটাক গায়ে হাত তোলার অভ্যাসও আছে।

যদিও আমার শখ গুলো ২-১শত টাকার মধ্যেই পূরণ হয়ে যায়।তবুও পূরণ করতে রাজী না,শাশুড়ি ননদের কথা তো বাদই দিলাম।আমি ডাক্তারের কাছে যেতে চাইল সে নিয়ে যায় না।উল্টো বলে আমার আম্মুর থেকে টাকা হাওলাত নিয়ে আম্মুর সাথে হসপিটালে যেতে। পরে বছর চলে গেলেও সে টাকা তার থেকে পাওয়া যায় না।
এদিকে আমার বাবা নেই, বড় ভাই নেই,আম্মুকেই চালায় আমার নানু,,সব মিলিয়ে অশান্তিতে আছি,এই অশান্তি গুলো বিয়ের প্রথম দিন থেকেই পাচ্ছি।

তার ভালোবাসার কিছু লক্ষণ তার মধ্যে দেখতে পাই। সেগুলো হলো তার মা আমার প্রতি অন্যায় করলে সে সেটা প্রতিবাদ করে। আরেকটা হলো সে কিভাবে লক্ষ টাকা কামাই করা যায় সেটা আমার সাথে বসে পরিকল্পনা করবে + সুখ দুঃখ গুলো আমার সাথে শেয়ার করবে,,তার সন্তানদের নিজের হাতে সেবা করে,এগুলোও বিয়ের প্রথম থেকেই করে।

তার সাথে সংসার করাটা কি ঠিক হবে আমার জন্য?
এক বোনের আহাজারি ছিল এটাই

আসসালামু আলাইকুম। আমি একজন ছেলে। ৩ বছর আগে আমি বিয়ে করি প্রেম করে। স্বামী- স্ত্রী দুইজনই চাকরিজীবি। আমি বিগত ২ মাস যাবত ...
07/07/2025

আসসালামু আলাইকুম।
আমি একজন ছেলে। ৩ বছর আগে আমি বিয়ে করি প্রেম করে। স্বামী- স্ত্রী দুইজনই চাকরিজীবি। আমি বিগত ২ মাস যাবত অসুস্থ। আমি ২৫-২৬ হাজার টাকা বেতন পায়। যা দিয়ে আমাদের কোন মতে চলে এবং আমার স্ত্রী তার বেতন নিজের নামে ব্যাংকে রাখে। আমার জানা মতে তার ব্যাংকে মোট ৪ লাখ + টাকা আছে। আমার চিকিৎসার জন্য ১.৬-২ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসার জন্য এত টাকা প্রয়োজন অথচ আমার পকেট শূন্য। আমার স্ত্রীর কাছে আমি কিছু টাকা ধার হিসেবে চাই যেহেতু আমার কাছে টাকা নেই। কিন্তু সে দিতে অস্বীকৃতি জানায় দিতে। যা শুনে আমি খুবই কষ্ট পায়। আমি তার কাছে টাকা চেয়েছি তা সে তার মাকে বলে। তার মা ফোন করে আমাকে কথা শুনায়, আমি কেমন পুরুষ, সংসারে সব দায়িত্ব আমার, আমি কেন তার কাছে টাকা চায়। টাকা চাওয়া নাকি আমার অন্যায় হয়েছে। টাকা চাওয়া কি আমার অন্যায় হয়েছে। স্ত্রীর টাকায় কি স্বামীর অধিকার নেই? এক কলিগের সাথে ৪/৫ মাসের পরিচয় অথচ সে আমাকে চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা দিয়েছে। আপনারাই বলে যান স্ত্রী কাছে টাকা চাওয়া কি অন্যায়।
কথাগুলো এক ভাই ইনবক্সে দিয়েছে। অনেক কষ্টকর বিষয়টা।

টাটা বাই বাই খাতম 🥺
05/07/2025

টাটা বাই বাই খাতম 🥺

Address

Singapore

Telephone

+6589789009

Website

Alerts

Be the first to know and let us send you an email when উড়াল পাখি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share