Ak Corner

Ak Corner বিভিন্ন দেশের জানা অজানা নতুন নতুন জায়গা দেখতে এবং ঘুরতে খুবই পছন্দ ।

চিয়া সিডকে বলা হয় "Complete super food" কারণ এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয...
21/10/2025

চিয়া সিডকে বলা হয় "Complete super food" কারণ এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ওমেগা ৩ সবই একসাথে থাকে। এছাড়া এতে দুধের চেয়ে ৫ গুণ বেশি ক্যালসিয়াম,কলার চেয়ে দেড় গুণ বেশি পটাশিয়াম, কমলার চেয়ে ৫ গুন বেশি ভিটামিন সি, শাকসবজির চেয়ে ৬ গুণ বেশি আয়রন পাওয়া। তাই প্রতিদিন সকালে খালি পেটে ১ চা চামচ চিয়া সিড খেলে শরীরের সকল পুষ্টির ঘাটতি পূরণ হবে ✅✅✅

কয়েক বছর আগে বাংলাদেশ শ্রীলংকাকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল অথচ সেই শ্রীলংকা বাংলাদেশীদের জন‍্য অন এরাইবেল ভিসা বন্ধ করে দ...
20/10/2025

কয়েক বছর আগে বাংলাদেশ শ্রীলংকাকে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল অথচ সেই শ্রীলংকা বাংলাদেশীদের জন‍্য অন এরাইবেল ভিসা বন্ধ করে দিয়েছে!

দেশের ভালো খারাপ নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই সবার ব্যক্তি পর্যায়ে নিয়ে মাথাব্যথা !

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যে...
11/10/2025

Malaysia Immigration & Arrival Card. এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -
🇮🇳 ইন্ডিয়া
🇸🇬 সিংগাপুর
🇲🇾 মালয়েশিয়া
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন
🇲🇻 মালদ্বীপ
গল্পটা আপনার ভ্রমণের একটা অংশ হতে পারে। ধরুন, আপনি পাসপোর্ট, ভিসা, টিকিট, হোটেল বুকিং নিয়ে ইমিগ্রেশন এর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আপনার সামনে ৩০ জনযাত্রী আছে এবং আপনার পরে ২০ জনযাত্রী আছে। ৩০ জনযাত্রী ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনি ইমিগ্রেশন অফিসার পর্যন্ত গেলেন। পাসপোর্ট, ভিসাসহ আপনার ডকুমেন্ট দিলেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করল Digital Arrival Card দেখান।
আপনি হঠাৎ আকাশ থেকে পড়লেন কারন আপনি এটি ফিলাপ করেন নাই।Digital Arrival Card ফিল আপ করার জন্য আপনাকে ডিজিটাল বোর্ড অথবা ফেস্টুন স্টেন দেখিয়ে দিবে।
তারপর আপনাকে নিজে নিজে অথবা কারো সহযোগিতায় এটি ফিল আপ করতে হবে। ডিজিটাল এরাইভাল কার্ড ফিলাপ করতে আপনাকে অনেক গুলো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাআছে।
তার মধ্যে প্রথমটি হল ইন্টারনেট কানেকশন।
(যেমন আমার নিজের ক্ষেত্রে আমার মোবাইলের ইন্টারনেট কাজ করতেছিল না অনেক স্লো কাজ করতেছিল তাই আমার ২০ মিনিটের মতো সময় লেগেছিল )
যেটা ছিল খুবই বিরক্তিকর ।
আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন সমস্যা হতে পারে যদি সিম রোমিং করা না থাকে অথবা ওয়াইফাই কাজ না করে। তারপর যেটি হয় আপনার মোবাইলে চার্জ নাই। সব যদি ঠিকঠাক থাকে তাহলেও Digital Arrival Card নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে ফিলাপ করতে অনেকটা সময় চলে যায়।
যাহোক, এখন সবকিছু ঠিকঠাক ডিজিটাল এরাইভাল কার্ড নিয়ে আবারও আপনাকে ২০ জনের পেছনে লাইনে দাঁড়াতে হবে। এই বিরম্বনা এড়াতে আগে থেকেই ব্যাবস্থা নিয়ে রাখুন। ভ্রমণ শুরুর ৭২ ঘন্টার মধ্যে আপনার ডিজিটাল এরাইভ্যাল কার্ড ফিলাপ করুন।
নিচের লিঙ্ক গুলো অথেন্টিক Digital Arrival Card & Custom Declaration ফর্ম ফিলাপ করার জন্য আপনার সহায়ক হবে। দেশের নাম সহ Digital Arrival Card & Custom Declaration Link গুলো আপনার সংগ্রহে রাখুন।
প্রয়োজনের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ।

🇮🇳 India - https://indianvisaonline.gov.in/earrival/?fbclid
🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa
🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain
🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home
🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/
🇵🇭Philippine - https://etravel.gov.ph/
🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller
[Collected]

সিংগাপুর মোস্তফা সেন্টারে প্রবাসীদের জন্য গোল্ড বুকিংয়ের নিয়ম। আপনি যদি সিঙ্গাপুরে থাকেন এবং মোস্তফা সেন্টার থেকে স্বর্ণ...
09/10/2025

সিংগাপুর মোস্তফা সেন্টারে প্রবাসীদের জন্য গোল্ড বুকিংয়ের নিয়ম।
আপনি যদি সিঙ্গাপুরে থাকেন এবং মোস্তফা সেন্টার থেকে স্বর্ণ (Gold) বুকিং দিতে চান, তাহলে নিচের নিয়মগুলো---

✅ প্রয়োজনীয় জিনিসপত্র
পাসপোর্ট বা FIN কার্ড (Work Permit / S Pass / EP)
মোবাইল নম্বর ও ঠিকানা

ডিপোজিট (স্বর্ণের দামের অর্ধেক।

তবে ১০০০ ডলারের নিচে কোন বুকিং হয়না।
১৫০০ ডলারের বুকিং করলে আপনাকে ৭৫০ ডলার দিতে হবে বাকিটা ৬ মাসে দিবেন।দাম ৬ মাস আপনার জন্য সেইম থাকবে।

📌 বুকিং পদ্ধতি
1. দোকানে গিয়ে পছন্দের ডিজাইন ও পরিমাণ নির্বাচন করুন
2. স্টাফ আপনাকে প্রিন্টেড ইনভয়েস দিবে
3. নির্দিষ্ট এমাউন্ট ডিপোজিট দিন (নগদ / কার্ড)।
4. একটি রিসিট ও সম্ভাব্য ডেলিভারি ডেট দিবে ।
5. সময়মতো বাকি টাকা দিয়ে কালেক্ট করুন।
#প্রবাসজীবন

৭ তারিখ থেকে বাংলাদেশের খেলার উৎসব! 🔥 ৭ অক্টোবর — বাংদেশ নারী দল বনাম ইংল্যান্ড 🏏 ৮ অক্টোবর — বাংলাদেশ বনাম আফগানিস্তান ...
08/10/2025

৭ তারিখ থেকে বাংলাদেশের খেলার উৎসব! 🔥
৭ অক্টোবর — বাংদেশ নারী দল বনাম ইংল্যান্ড 🏏
৮ অক্টোবর — বাংলাদেশ বনাম আফগানিস্তান (১ম ওয়ানডে) 💥
৯ অক্টোবর — জাতীয় ফুটবল দলের ম্যাচ ⚽
১০ অক্টোবর — নারী দলের বিশ্বকাপের ৩য় ম্যাচ 🌸
১১ অক্টোবর — আফগানিস্তানের বিপক্ষে ২য় ওয়ানডে
১৪ অক্টোবর — আফগানিস্তানের বিপক্ষে ৩য় ওয়ানডে
১৮ অক্টোবর — ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ১ম ওয়ানডে 🏏একটার পর একটা ম্যাচ —
সবখানেই লাল-সবুজের উত্তেজনা, গর্ব আর ভালোবাসা! 🇧🇩🔥

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস...
07/10/2025

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে)

২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।

৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।

৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।

৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।

৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।

৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।

৯. বিচ-বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।

১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।

১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।

১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।

১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।

১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।

১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপদ

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস...
04/10/2025

কক্সবাজার ভ্রমনে ইচ্ছুক পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।
১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছে)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন।
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম।
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মীকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন।
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচ-বাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

আপেল মাহমুদ অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন।

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা নিচে বিস্তারিত  নিচেকক্সবাজার এক্সপ্রেস:ঢাকা থেকে কক্সবাজার:-...........
21/09/2025

ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা নিচে বিস্তারিত নিচে

কক্সবাজার এক্সপ্রেস:

ঢাকা থেকে কক্সবাজার:-........

প্রস্থান: রাত ১০:৩০

পৌঁছানো: ভোর ৬:৪০

যাত্রাবিরতি: ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন

সাপ্তাহিক বন্ধ: ঢাকা থেকে সোমবার, কক্সবাজার থেকে মঙ্গলবার

কক্সবাজার থেকে ঢাকা:

প্রস্থান: দুপুর ১২:৪০

পৌঁছানো: রাত ৯:১০

যাত্রাবিরতি: চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশন/

পর্যটক এক্সপ্রেস:

ঢাকা থেকে কক্সবাজার:

প্রস্থান: ভোর ৬:১৫

পৌঁছানো: বিকাল ৩:০০

যাত্রাবিরতি: বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন/

সাপ্তাহিক বন্ধ: রবিবার

কক্সবাজার থেকে ঢাকা:

প্রস্থান: রাত ৮:০০

পৌঁছানো: ভোর ৪:৩০

যাত্রাবিরতি: চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশন/

টিকিটের মূল্য (ঢাকা থেকে কক্সবাজার):

শোভন চেয়ার: ৬৯৫ টাকা

স্নিগ্ধা: ১,৩২৫ টাকা

এসি সিট: ১,৫৯০ টাকা

এসি বার্থ: ২,৩৮০ টাকা

টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট: eticket.railway.gov.bd/

যাত্রার আগে সময়সূচি ও ভাড়ার সর্বশেষ তথ্য যাচাই করুন, কারণ এগুলো সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।

ঢাকা থেকে কক্সবাজার রুটে বর্তমানে দুটি আন্তঃনগর ট্রেন চলাচল করে: কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। তাদের সময়সূচি ও ভাড়ার বিবরণ নিচে দেওয়া হলো:

কক্সবাজার এক্সপ্রেস:

ঢাকা থেকে কক্সবাজার:

প্রস্থান: রাত ১০:৩০

পৌঁছানো: ভোর ৬:৪০

যাত্রাবিরতি: ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন

সাপ্তাহিক বন্ধ: ঢাকা থেকে সোমবার, কক্সবাজার থেকে মঙ্গলবার

কক্সবাজার থেকে ঢাকা:

প্রস্থান: দুপুর ১২:৪০

পৌঁছানো: রাত ৯:১০

যাত্রাবিরতি: চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশন

পর্যটক এক্সপ্রেস:

ঢাকা থেকে কক্সবাজার:

প্রস্থান: ভোর ৬:১৫

পৌঁছানো: বিকাল ৩:০০

যাত্রাবিরতি: বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন

সাপ্তাহিক বন্ধ: রবিবার

কক্সবাজার থেকে ঢাকা:

প্রস্থান: রাত ৮:০০

পৌঁছানো: ভোর ৪:৩০

যাত্রাবিরতি: চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশন

টিকিটের মূল্য (ঢাকা থেকে কক্সবাজার):

শোভন চেয়ার: ৬৯৫ টাকা

স্নিগ্ধা: ১,৩২৫ টাকা

এসি সিট: ১,৫৯০ টাকা

এসি বার্থ: ২,৩৮০ টাকা

টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট: eticket.railway.gov.bd

যাত্রার আগে সময়সূচি ও ভাড়ার সর্বশেষ তথ্য যাচাই করুন, কারণ এগুলো সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।

শ্রীমঙ্গল সকল 5স্টার হোটেল তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো : 👇👇গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফস...
19/09/2025

শ্রীমঙ্গল সকল 5স্টার হোটেল তালিকা ও মোবাইল নাম্বার সহ নিচে বিস্তারিত দেওয়া হলো : 👇👇

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ

সিলেট বিভাগের প্রথম পাঁচ তারকা মানের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে (Grand Sultan Tea Resort & Golf) আট ধরণের বিভিন্ন শ্রেণীর মোট ১৩৫ টি কক্ষ রয়েছে। গ্র্যান্ড সুলতানের সর্বনিন্ম রুম ভাড়া কিং ডিলাক্স ৩১,১০০ টাকা এবং সর্বোচ্চ রুম ভাড়া প্রেসিডেন্সিয়াল সুইট ১,১০,০০০ টাকা। তবে বিভিন্ন সময় এবং উপলক্ষে রুম ভাড়ার উপর ডিসকাউন্টের ব্যবস্থা।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
রিজার্ভেশন এর জন্যেঃ +88 09678785959, +88 01730 793501-4,
কর্পোরেট অথবা গ্রুপ ইভেন্টের জন্যেঃ +88 01730 793555
আমেরিকাঃ +17182456765
যুক্তরাজ্যঃ +447024060680
জাপানঃ +819098182749
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

দুসাই রিসোর্ট এন্ড স্পা

দুসাই রিসোর্ট এন্ড স্পা (DuSai Resort & Spa) তে হোটেল ও ভিলা নামের ২ ক্যাটাগরির রুম চালু আছে। হোটেল ক্যাটাগরির রুম এক রাতের জন্য বুকিং দিতে শ্রেনীভেদে নূন্যতম ১৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৮,০০০ টাকা খরচ করতে হয়। আর ভিলায় এক রাত কাটাতে শ্রেনীভেদে নুন্যতম ১৬,২০০ টাকা থেকে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত লাগে।

যোগাযোগ
নিতেশ্বর, গিয়াশনগর, মৌলভীবাজার
ফোন: +880 861 64100
হটলাইন: +8801617 005511
ই-মেইল : [email protected]
Website | Facebook
Google Map Location

নভেম ইকো রিসোর্ট

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষুন্ন রেখে তৈরি নভেম ইকো রিসোর্টের (Novem Eco Resort) যেকোন একটি কক্ষ ভাড়া নিতে খরচ হবে ৭,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
বিষমনি, রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01709882001, 01709882000
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

বালিশিরা রিসোর্ট

বালিশিরা রিসোর্ট (Balishira Resort) শ্রীমঙ্গল এর রাধানগর এ অবস্থিত একটি পরিবেশ বান্ধব ও বিলাসবহুল রিসোর্ট। এটি শ্রীমঙ্গলের পাহাড়, সংরক্ষিত বন এবং চা বাগান এলাকায় নিয়ে অবস্থিত। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ৫,৯০০ টাকা থেকে ৯,৭০০ টাকা। বিভিন্ন সিজন ও দিবস উপলক্ষে প্রায়ই ডিসকাউন্ট অফার দিয়ে থাকে। মোটামুটি বাজেটের কোন রিসোর্টে থাকতে চাইলে বেছে নিতে পারেন বালিশিরা রিসোর্ট।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01766557760
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

টি ভিলা লাক্সারি রিসোর্ট

টি ভিলা লাক্সারি রিসোর্ট (Tea Villa Luxury Resort) শ্রীমঙ্গল শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ভৈরবগঞ্জ বাজার এ অবস্থিত একটি লাক্সারি রিসোর্ট। টি ভিলা লাক্সারি রিসোর্টে ৪ ক্যাটাগরির রুমে ২ জনের জন্য প্রতি রাত থাকতে খরচ হবে ৬,০০০ টাকা থেকে ২৭,০০০ টাকা পর্যন্ত। এছারাও এই রিসোর্টে রয়েছে সুইমিং পুল, জাকুজি, বাচ্চাদের জন্য খেলার জায়গা, বার্বিকিউ করার সুবিধা সহ অন্যান্য সকল আধুনিক সুবিধা।

যোগাযোগ
মাজদেহী ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01712993633, 01716833636
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

রয়েল গ্রীন রিসোর্ট

রয়েল গ্রীন রিসোর্ট (Royal Green Resort) সিলেট-মৌলভীবাজার হাইওয়ের কাছে রাজাপুর গ্রামে অবস্থিত একটি প্রকৃতি বান্ধব রিসোর্ট। শহুরে জীবন থেকে মুক্তি পেতে এই রিসোর্ট হতে পারে আদর্শ গন্তব্য। রয়েল গ্রীন রিসোর্টে প্রতি রাত থাকার জন্য খরচ হবে ৫,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা।

যোগাযোগ
রাজাপুর, সিলেট-মৌলভীবাজার হাইওয়ে, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01306 319931
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

রাঙ্গাউটি রিসোর্ট

রাঙ্গাউটি রিসোর্ট (Rangauti Resort) সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় মনু নদীর শাখার পাশে প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি নয়নাভিরাম রিসোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি অতিথিদের জন্য বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে। প্রাকৃতিক সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের কারণে রাঙ্গাউটি রিসোর্ট সব সময়ই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। রাঙ্গাউটি রিসোর্টে ৪,৮০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা মূল্যের রুম পাওয়া যায়। এছারা বিভিন্ন দিবস ও উৎসব উপলক্ষে রিসোর্টটিতে পাবেন বিশেষ মূল্য ছার।

যোগাযোগ
তালতলা বাজার, কুলাউড়া রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01780203350, 01612111388
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

শ্রীমঙ্গল টি রিসোর্ট

প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত শ্রীমঙ্গল টি রিসোর্ট (Sreemangal Tea Resort)-এ ইকনমি রুমের নূন্যতম ভাড়ার পরিমাণ ৮,০০০ টাকা এবং এসি বাংলোর সর্বোচ্চ ভাড়া ১৭,০০০ টাকা। বাংলাদেশ চা বোর্ডের এই রিসোর্টটি চা বাগানের মাঝে অবস্থিত, যেখানে অতিথিরা চা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ইতিহাস জানতে পারেন।

যোগাযোগ
ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইলঃ 0862671207, 01712071502
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

প্যারাগন হোটেল & রিসোর্ট

প্যারাগন হোটেল & রিসোর্ট (Paragon Hotel & Resort) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক রিসোর্ট। রিসোর্টটি শ্রীমঙ্গলের প্রধান পর্যটন স্পটগুলোর কাছে অবস্থিত, যা পর্যটকদের জন্য সহজে ভ্রমণের করার সুযোগ করে দেয়। এই রিসোর্টে ডিলাক্স, সুপার ডিলাক্স ও এক্সিকিউটিভ মানের রুম রয়েছে। বিলাসবহুল এই রিসোর্টে থাকতে খরচ লাগবে হবে ৭,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01325099966-67
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

টি হেভেন রিসোর্ট

শ্রীমঙ্গলের টি হেভেন রিসোর্টে (Tea Heaven Resort) হামহাম, ছায়াবৃক্ষ আর ক্যামেলিয়া নামের এক্সিকিউটিভ রুম ছাড়াও ফ্যামেলি ডিলাক্স, টুইন শেয়ার, কাপল ডিলাক্স রুম রয়েছে। এই রিসোর্টে রুম নিতে খরচ হবে ২,০০০ টাকা থেকে ৫,৫০০ টাকা।

যোগাযোগ
উত্তরসূর, হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-033544, 01708033545,
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

পত্রস্নান ইকো রিসোর্ট

পত্রস্নান ইকো রিসোর্ট (Patrasnan Eco Resort) বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। পত্রস্নান ইকো রিসোর্টে প্রতি রাতের জন্য ২,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা খরচে করতে হবে।

যোগাযোগ

মোহাজিরাবাদ শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইলঃ 01784675166, 01777-140189, 01715393480
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

নিসর্গ ইকো-রিসোর্ট

নিসর্গ ইকো-রিসোর্ট (Nishorgo Eco Resort) “লিচিবাড়ী” ও “নীরব” নামে ২টি অংশে বিভক্ত। লিচিবাড়ী ও নীরব অংশে বিভিন্ন ক্যাটাগরির রুম নিতে খরচ হবে ২,০০০ থেকে ৪,৫০০ টাকা। এছারাও এখানে বিভিন্ন ধরনের ইকো কটেজ এবং এসি রুম রয়েছে, যা অতিথিদের আরামদায়ক থাকার ব্যবস্থা নিশ্চিত করে।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01766557760
ইমেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

লেমন গার্ডেন রিসোর্ট & স্পা

লেমন গার্ডেন রিসোর্ট & স্পা (Lemon Garden Resort & Spa) শ্রীমঙ্গলের লাউয়াছড়া রোডে অবস্থিত একটি বিলাসবহুল রিসোর্ট, যা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রিসোর্টটি হানিমুন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য পর্যটকদের কাছে আদর্শ স্থান হিসেবে বিবেচিত। এই রিসোর্টে বিভিন্ন মানের লাক্সারি রুম পাওয়া যায়, ভাড়া লাগবে ৫,৮০০ থেকে ১৪,০০০ টাকা।

যোগাযোগ
লাউয়াছড়া রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
মোবাইল: 01779626330
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

গ্রীন লিফ রিসোর্ট

শ্রীমঙ্গল গ্রীন লিফ (Green Leaf Resort) প্রকৃতির কোলে অবস্থিত একটি মনোরম জায়গা যেখানে আপনি বিশ্রাম নিতে পারেন এবং নির্মল বাতাস উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই গেস্ট হাউসে ২ জনের এক রাতের জন্য থাকতে খরচ হবে ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা।

যোগাযোগ
কলেজ রোড (নিউ লাইফ হাসপাতালের পাশে), শ্রীমঙ্গল
মোবাইলঃ 01316551254
ই-মেইলঃ
Website | Facebook
Google Map Location

শান্তিবাড়ি ইকো রিসোর্ট

শান্তি বাড়ি ইকো রিসোর্ট (Shanti Bari Eco Resort) শ্রীমঙ্গলের চা বাগানের মাঝখানে অবস্থিত একটি পরিবেশবান্ধব রিসোর্ট। এই রিসোর্টে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে খুবই চমৎকার অবসর কাটানোর সুযোগ পাবেন। এই রিসোর্টে ৪,২০০ টাকা থেকে ৫,৮০০ টাকা মূল্যের বিভিন্ন রুম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে জঙ্গল ভিলা, বেম্বু কটেজ সহ এসি রুম।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01716-189288
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

লিচিবাড়ী ইকো রিসোর্ট

লিচিবাড়ী ইকো রিসোর্ট (Litchibari Eco Resort) শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইকো-রিসোর্ট। এটি শহরের কোলাহল থেকে দূরে, সবুজে ঘেরা পরিবেশে নির্মিত, যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় উপভোগ করতে পারবেন। এই রিসোর্টে থাকতে খরচ হবে ৩,৫০০ থেকে ৭,০০০ টাকা।

যোগাযোগ

জেরিন রোড, রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইলঃ 01322030429-30
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

অরণ্যের দিনরাত্রি রিসোর্ট

অরণ্যের দিনরাত্রি রিসোর্ট (Oronner Din Ratri Resort) শ্রীমঙ্গলের রাধানগর ভানুগাছ রোডে অবস্থিত। এখানে অতিথিরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরামদায়ক পরিবেশে রাত্রিযাপন করতে পারে। এই রিসোর্টে ৪ ধরনের রুম/কটেজ এ থাকতে খরচ হবে ২,৭০০ টাকা থেকে ৫,০০০ টাকা।

যোগাযোগ
রাধানগর, ভানুগাছ রোড, শ্রীমঙ্গল
মোবাইল: 01708-132522
ই-মেইল: [email protected]
Website | Facebook
Google Map Location

গ্র্যান্ড সেলিম রিসোর্ট

শ্রীমঙ্গল উপজেলার রামনগরে গ্র্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যুর (Grand Selim Resort & Tour) রিসোর্ট-টি অবস্থিত। থাকার জন্য গ্র্যান্ড সেলিম রিসোর্টের রুম নিতে খরচ করতে হবে ২,৯০০ থেকে ৫,৬০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ
রামনগর, মনিপুরী পাড়া, শ্রীমঙ্গল
মোবাইল: 01709-883333, 01616-164066
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

সুইস ভ্যালি রিসোর্ট

বৃক্ষের শীতল ছায়ায় মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত সুইস ভ্যালি রিসোর্টের (Swiss Valley Resort) কটেজগুলোতে ২৫০০-১৫০০০ টাকা ভাড়ায় নানারকম কক্ষ আছে।

যোগাযোগ
শমশের নগর, মৌলভীবাজার
মোবাইলঃ 01786493700, 01753167216
ই-মেইলঃ [email protected]
Website | Facebook
Google Map Location

মাধবীলতা ইকো কটেজ

মাধবীলতা ইকো কটেজ (Madhabilota Eco Cottage) শ্রীমঙ্গলের রাধানগরে অবস্থিত একটি বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। রিসোর্টটি প্রকৃতিপ্রেমী ও শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ স্থান, ভ্রমণকারীরা এখানে সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। বাজেট ফ্রেন্ডলি এই রিসোর্ট এ থাকতে খরচ হবে ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা।

যোগাযোগ
রাধানগর, শ্রীমঙ্গল
মোবাইল: 01725-704507
Facebook
Google Map Location

কম খরচের শ্রীমঙ্গলের বেস্ট আবাসিক হোটেল

হোটেল মেরিনা শ্রীমঙ্গল শহরে অবস্থিত হোটেল মেরিনায় এক রাত কাটাতে আপনাকে খরচ করতে হবে ৫০০ থেকে ৪০০০ টাকা। যোগাযোগ: মোবাইল: 01787-33 35 44

টি টাউন রেস্ট হাউস টি টাউন রেস্ট হাউসে এক রাতের জন্য গুনতে হবে ১০০০ থেকে ২৫০০ টাকা। মোবাইল: 01718-316202

হোটেল মহসিন প্লাজা শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত হোটেল মহসিন প্লাজায় রাত্রি যাপন করতে ২৫০০ টাকা থেকে ৩৫০০ টাকা। মোবাইল: 01711-390039

হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়ালে এক রাত কাটাতে গুনতে হবে ৫০০ থেকে ২০০০ টাকা। মোবাইল: 01785509564

হোটেল আল রহমান হোটেল আল রহমানে ৮০০ থেকে ২০০০ টাকায় অনায়াসেই রাত্রিযাপন করতে পারবেন। মোবাইল: 01712-317515, 01611602108

আপনি যদি রিসোর্টে থাকার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে যে রিসোর্টেই থাকেন না কেন যাবার আগে অবশ্যই অগ্রিম বুকিং দিয়ে যাবেন ।

রাতের বেলায় ইন্দোনেশিয়ার জাকার্তা সিটি 🇮🇩
18/09/2025

রাতের বেলায় ইন্দোনেশিয়ার জাকার্তা সিটি 🇮🇩

মানুষকে নিয়ে কখনো নিন্দা করতে নেই সে হোক গরীব অসুন্দর কিংবা ভিন্ন ধর্মের❤️
18/09/2025

মানুষকে নিয়ে কখনো নিন্দা করতে নেই সে হোক গরীব অসুন্দর কিংবা ভিন্ন ধর্মের❤️

⤵️ ১ টাকাও খরচ না করে AI শিখবেন? --------------------------------- আপনি যদি ছাত্র হন, ফ্রিল্যান্সার হন বা নতুন কিছু শিখত...
15/09/2025

⤵️ ১ টাকাও খরচ না করে AI শিখবেন?
---------------------------------
আপনি যদি ছাত্র হন, ফ্রিল্যান্সার হন বা নতুন কিছু শিখতে চান, এই টুলসগুলো আপনার জন্য বেস্ট অপশন।

সবচেয়ে বড় কথা, এগুলো সবই সম্পূর্ণ ফ্রি! কোনো সাবস্ক্রিপশন বা হিডেন চার্জ নেই।

এখানে আছে ১০টি টপ ফ্রি AI টুল যা আপনি এখনই শুরু করতে পারেন:👇👇👇👇

✅ ১. Perplexity AI: এটা শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, আপনার প্রশ্নের ডিপ ও বিস্তারিত উত্তর দেয়, সাথে রেফারেন্সও।

এটি দিয়ে দ্রুত রিসার্চ করতে পারবেন।

👉 ওয়েবসাইট: perplexity.ai

✅ ২. ChatGPT: সবার পরিচিত AI চ্যাটবট। এটা দিয়ে লেখালেখি, কোডিং, আইডিয়া জেনারেশন—সবকিছুই করতে পারবেন।

আপনার দৈনন্দিন কাজকে সহজ করার জন্য এর জন্য পারফেক্ট।

👉 ওয়েবসাইট: chat.openai.com

✅ ৩. Llama (Meta AI): মেটা'র তৈরি এই ওপেন-সোর্স মডেলটি নতুন মডেল তৈরি বা পরীক্ষা করার জন্য দারুণ। এটি অ্যাডভান্সড ইউজারদের জন্য পারফেক্ট।

👉 ওয়েবসাইট: llama.meta.com

✅ ৪. Google AI Studio: এইটা দিয়ে আপনি নিজে থেকে Google-এর powerful AI মডেল ব্যবহার করে বিভিন্ন অ্যাপ, চ্যাটবট তৈরি করতে পারবেন। কোডিং এর দরকার নেই।

👉 ওয়েবসাইট: aistudio.google.com

✅ ৫. WEKA: যারা মেশিন লার্নিং বা ডেটা অ্যানালাইসিস শিখতে চান, তাদের জন্য এটা সেরা টুল। কোনো খরচ ছাড়াই জটিল ডেটা নিয়ে কাজ করতে পারবেন।

👉 ওয়েবসাইট: waikato.github.io/weka

✅ ৬. Audacity: ফ্রি অডিও এডিটর। এতে আপনি AI প্লাগইন ব্যবহার করে নয়েজ রিমুভ, ভয়েস ইফেক্ট বা ট্রান্সক্রিপশনের মতো কাজ করতে পারবেন।

👉 ওয়েবসাইট: audacityteam.org

✅ ৭. Photopea: ফটোশপের মতো একটি অনলাইন ফটো এডিটর। AI ফিচার ব্যবহার করে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কোন প্রকার ডাউনলোড ছাড়াই ব্রাউজারে ব্যবহার করা যায়।

👉 ওয়েবসাইট: photopea.com

✅ ৮. Craiyon: লেখা থেকে ছবি তৈরির জন্য একটি সহজ এবং ফ্রি AI টুল। নিজের আইডিয়াকে ছবিতে রূপান্তর করার জন্য এটি দারুণ।

👉 ওয়েবসাইট: craiyon.com

✅ ৯. Google Cloud: Google-এর ক্লাউড সার্ভিসের অনেকগুলো API-এর জন্য ফ্রি কোটা রয়েছে, যেমন: Translation, Vision, Speech-to-Text।

👉 ওয়েবসাইট: cloud.google.com

✅ ১০. Hugging Face: এটি AI মডেল এবং ডেটাসেটের জন্য একটি বিশাল লাইব্রেরি। যেকোনো ধরনের AI প্রোজেক্টের জন্য এখানে অসংখ্য রিসোর্স পাবেন।

👉 ওয়েবসাইট: huggingface.চ

শুরু করুন, দেখিয়ে দিন নিজের মেধা
শেয়ার করুন, শিখুন একসাথে ❤️

Meet your business challenges head on with cloud computing services from Google, including data management, hybrid & multi-cloud, and AI & ML.

Address

Upper Serangoon Road

Alerts

Be the first to know and let us send you an email when Ak Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share