Abbas Uddin

Abbas Uddin তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে যে, তারা পাপে, সীমালঙ্ঘনে এবং হারাম ভক্ষণে ছুটোছুটি করছে। তারা যা করছে, নিশ্চয় তা কতই না নিকৃষ্ট।
(সূরাঃ আল-মায়েদা, ৬২)
(1)

16/07/2025

শহীদ 🌺 পরিবারের কেউ যদি এই মহিলালীগের উপরে প্রতিশোধ ⚔️ নেয়, তাহলে কি সেটা মব 😠 বলে বিবেচিত হবে?


16/07/2025

হা'মলা হইলো গোপালগঞ্জ আর পোলাপান ঢাকায় খুঁজতেছে মুজিবের ভা'ঙার মতো আর কিছু আছে কিনা । বুঝেন অবস্থা
🫢😁

16/07/2025

গোপালগঞ্জের নিষিদ্ধ দলকে আইন শৃঙ্খলা বাহিনী জয় বাংলা করে দিচ্ছে।
😆

13/07/2025

সিঙ্গাপুর সাগরে বর্শি দিয়ে মাছ ধরার অসাধারণ দৃশ্য।

13/07/2025

নৌকা আর ধানের শীষ,
দুই সাপের একই বিষ।
🫢

Sohel Rana কাকু বেশ কয়েকদিন যাবত অসুস্থ। 😥বর্তমানে Changi General Hospital (CGH)  Singapore চিকিৎসাধীন অবস্থায় আছেন।আলহা...
12/07/2025

Sohel Rana কাকু বেশ কয়েকদিন যাবত অসুস্থ। 😥
বর্তমানে Changi General Hospital (CGH) Singapore চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আলহামদুলিল্লাহ,
আল্লাহর রহমতে আগের চেয়ে শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। 🤗
সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল। 💝

08/07/2025

সেই যে করোনার টিকা নিলাম তারপর থেকে এলার্জির সমস্যা যে হারে বেড়েছে শরীরে।
অকল্পনীয় 🙆‍♂️🤦‍♂️বিরক্তিকর।

জাপানে ইঞ্জিনিয়ারিং পরতে যাওয়া মুন্সীগঞ্জের  আপন মা*রা গেলেন খাবারের অভাবে! প্রথম বিষয়টা দেখে আমার কেমন জানি  লেগেছিল য...
07/07/2025

জাপানে ইঞ্জিনিয়ারিং পরতে যাওয়া মুন্সীগঞ্জের আপন মা*রা গেলেন খাবারের অভাবে!
প্রথম বিষয়টা দেখে আমার কেমন জানি লেগেছিল যে জাপানের মতো উন্নত দেশে এটা কিভাবে সম্ভব?
আপন গত বছরের ডিসেম্বর থেকেই ডিপ্রেশনে ভুগছিলো, ঠিক মতো সে তার সেমিষ্টার ফি দিতে পারছিলো না, সে একাকিত্বে ভুগতো ও সে তার ক্যারিয়ার নিয়ে অনেক মানসিক চাপে ছিল। সে জাপানে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল।
মারা যাবার ১৫ দিন আগে থেকেই সে নিজেকে ঘর বন্ধি করে নিয়েছিলো,কারন তার কাছে টাকা ছিলো না।

তার বাসার গ্যাস বিদ্যুৎ পানি কিছুই ছিলো না কারন বিল দিতে পারেনি।
জাপানি সংস্কৃতি আসলেই অনেক কঠিন কারন ওই জায়গায় কারো কাছে হেল্প চাওয়া মানে নিজেকে ছোট করা এটা ভাবা হয়।

প্রতিবেশী রা তাকে খাবার দিতো কিন্তু সেই খাবার যে সে দরজা খুলে খাবে সে শক্তিটা তার শরীরে ছিল না কারণ সে চার দিন ধরে না খেয়ে ছিলো,

তার প্রতিবেশীরা বলেছে তাকে চারদিন পর তার রান্নাঘরে জানালা দিয়ে দেখা যায় সে বলছিল আমার শরীর অনেক দুর্বল আমি চোখে ঝাপ্সা দেখছি আমি কিছুই খাইনি এমন কি আমার কাছে খাবার পানিও নেই।

জাপানের আইন অনেক কঠিন পুলিশের পারমিশন ছাড়া কারো দরজা ভেঙে ঢোকা যাবে না। তার বন্ধুরা তার খোজ নেয়ার চেষ্টা ও করেছিলো আপন এর ফোন ছিলো বন্ধ কারন হয়তো চার্জ ছিলো না।

ওই যে জাপানি আইন তাই তারা ভেবেছিলো বন্ধের দিন যাক তারপর তারা পুলিশ নিয়ে এসে দেখা করবে। কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে, পুলিশ যখন এসে দরজা ভাঙলো তখন তার ওজন ছিল শরীরের মাত্র ১০ কেজি। আর ধারনা করা হচ্ছিল সে তিন দিন আগেই মা/*রা গিয়েছে পানির অভাবে।

এটা আসলে কার দোষ????

© Rajib Khan

বাংলাদেশ থেকে একটি নতুন পাসপোর্ট পেতে সময় লাগে সর্বোচ্চ ১ মাস । প্রবাস থেকে সেই একই পাসপোর্টের রিনিউ করতে লাগছে ৮ মাস ।...
03/07/2025

বাংলাদেশ থেকে একটি নতুন পাসপোর্ট পেতে সময় লাগে সর্বোচ্চ ১ মাস ।
প্রবাস থেকে সেই একই পাসপোর্টের রিনিউ করতে লাগছে ৮ মাস । এ কেমন জুলুম । দ্রুত এই সমস্যার সমাধান চাই ।
#সিঙ্গাপুর #প্রবাসি


29/06/2025

মুরাদনগরে ধ র্ষ ণের সাথে যে সকল জা র জ সন্তানগুলো জড়িত সকলের সরাসরি গু লি করে হ ত্যা করা হোক।

Address

Kushtia
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abbas Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share