Singapore job

Singapore job Join our page and find jobs according to your High school

27/07/2025

A new aeroplane

05/06/2025

WhatsApp new scamer. Be careful don't invest. Telegram scamar

14/05/2025

ইন্ডিয়াকে চরম শিক্ষা দিল পাকিস্তান। #ইন্ডিয়া

আমার কেনা গায়ের চাদরের মতো যদি তোমারে কিনতেপারতাম, তাহলে যেমন খুশি তেমন কোরে তোমারেজরাইয়া রাখতাম বিশ্বাস করো গরমের দিন...
30/04/2025

আমার কেনা গায়ের চাদরের মতো যদি তোমারে কিনতে
পারতাম, তাহলে যেমন খুশি তেমন কোরে তোমারে
জরাইয়া রাখতাম বিশ্বাস করো গরমের দিনও তোমারে
গায়ে জরাইয়া রাখতাম,,মানুষ পাগল কোইত ঠিকি তবে
তুমি তো আমার হইতা !
+
মানুষের ধর্ম হলো অপাত্রি ভালোবাসা ধার করা, যাদের
ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নাই, তাদের,কেই
আমরা ভালোবাসি।

29/04/2025

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়

১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ
বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায় ।

2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ -
আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে
মূল্যবান।

3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে –
সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের
জন্যই পরিশ্রম করুন।
-
4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো
নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।
-
5. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার
যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের
ঘর।
-
6. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু,
গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও
অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।

7. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না,
বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

৪. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য
নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।
-
9. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় যা হয়ে গেছে, তা
আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর
দিন।

10. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না
- মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না
নেওয়াই ভালো।

11. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয় – ভাগ্য
নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে।

12. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল
আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

27/04/2025

অভিনয় করে লাভ কি।

17/04/2025

ডাক্তার ইউনুস কে দেশ থেকে নয় পৃথিবী থেকে সরানোর পায় তারা চলছে। 😭

11/04/2025

জুমা মোবারক

08/04/2025

যত বিপদে পড়েছি ততই আল্লাহকে পেয়েছি। আলহামদুলিল্লাহ 💖💕

05/07/2024

Hello Dear Followers 🎯

03/07/2024
09/03/2023

hi

Address

Singapore
628077

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singapore job posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Singapore job:

Share