Niloy Ahmad Sg

Niloy Ahmad Sg সখের বিদেশ দেখতে সুন্দর হলেও।পরিবার ছাড়া কাটানো একটি সেকেন্ডও ভয়ংকর।

আমাদের কোম্পানিতে বারবিকিউ পার্টি চলছে।
19/08/2025

আমাদের কোম্পানিতে বারবিকিউ পার্টি চলছে।

বড় অদ্ভুত একটা শহর।
14/08/2025

বড় অদ্ভুত একটা শহর।

প্রেমে ব্যর্থ হয়েছে?চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে?চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে মিথ্যা দোষারোপ করেছেন? চুপ হয়ে যান। এ...
11/08/2025

প্রেমে ব্যর্থ হয়েছে?
চুপ হয়ে যান।

কেউ ঠকিয়ে গেছে?
চুপ হয়ে যান।

কেউ আপনাকে নিয়ে মিথ্যা দোষারোপ করেছেন?
চুপ হয়ে যান।

এমন নীরব হয়ে যান মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনো ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা অর্থনাত দিবে কিন্তু অপরপক্ষ কে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করে না তারাও একদিন আপনাকে সম্মান করবে মূল্যায়ন করবে যদি আপনি অর্থ বিত্ত শক্তিশালী হন।

10/08/2025

স্বার্থ আর অর্থ ছাড়া যদি কেউ আমার খবর নিত। বিশ্বাস করেন আমি তার জন্য আমার প্রাণটা দিয়ে দিতে ও রাজি

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন।খুব  যত্ন করে দিন। সে যেন টের না পায়। আর আপনিও সে ভাবে তৈরি থাকুন যে কষ্ট তাকে দিবেন তার ফিফট...
09/08/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন।খুব যত্ন করে দিন। সে যেন টের না পায়। আর আপনিও সে ভাবে তৈরি থাকুন যে কষ্ট তাকে দিবেন তার ফিফটি পার্সেন্ট এই দুনিয়াতে আপনাকে ভোগ করতে হবে।

সময়ের চেয়ে জীবনের  মূল্য অনেক বেশি। তাই সতর্কতার সাথে ড্রাইভিং করবেন।
08/08/2025

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই সতর্কতার সাথে ড্রাইভিং করবেন।

31/12/2024

Happy New year 2025 Singapore.

Address

Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Ahmad Sg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share