Rasel Nerob

Rasel Nerob Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rasel Nerob, Digital creator, Singapore.

এই পেজের বেশিরভাগ লেখাই সংগ্রহীত। কারো কোন অভিযোগ থাকলে জানাবেন ঠিক করে নেওয়ার চেষ্টা করব। স্বাধীনচেতা মানুষ আমি, কাউকে খুশি করতে নয়, নিজের খুশির জন্য এগুলো করি।

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগ...
24/07/2025

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগস্ট নেওয়া হবে।

বহু নাটকীয়তার পর ভারতসহ আট দল নিয়ে ৫-সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়াকাপ..🚨কখনো মিটিং বয়কট কখনোবা আসরে অংশগ্রহন না করার ...
24/07/2025

বহু নাটকীয়তার পর ভারতসহ আট দল নিয়ে ৫-সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়াকাপ..🚨

কখনো মিটিং বয়কট কখনোবা আসরে অংশগ্রহন না করার হু*মকি। নানা নাটকীয়তার পর আজ এসিসির মিটিংয়ে সিদ্ধান্ত হলো এশিয়াকাপ শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর।

আসরে ভারতসহ মোট আটটি দল অংশগ্রহন করবে। তারা হলো- শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান, আরব আমিরাত, পাকিস্তান, ওমান এবং হংকং। পুরো আসরটিই অনুষ্ঠিত হবে আবু ধাবি এবং দুবাই শহর মিলে।

এবারের আসরে আপনার মতে, কে চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন..??

|

ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অনুদান দিয়েছে সরকার..🚨টাকার অভাবে ক্যান্সারাক্রান্ত মায়ের ...
24/07/2025

ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা অনুদান দিয়েছে সরকার..🚨

টাকার অভাবে ক্যান্সারাক্রান্ত মায়ের চিকিৎসা করাতে পারছেন না, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। এমন খবর মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার।

গতকাল এক অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ঋতুপর্নার পরিবারের কাছে ২ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

| |

এই মাস্টার প্ল্যানটি নেওয়ার প্রয়োজন ছিল আরো ১৫ থেকে ২০ বছর পূর্বে আর নেওয়া হচ্ছে এখন। যে কয়েকটি দেশ ক্রিকেট খেলে সব ...
24/07/2025

এই মাস্টার প্ল্যানটি নেওয়ার প্রয়োজন ছিল আরো ১৫ থেকে ২০ বছর পূর্বে আর নেওয়া হচ্ছে এখন। যে কয়েকটি দেশ ক্রিকেট খেলে সব কয়টি দেশ কোন না কোন বিভাগে সফলতা অর্জন করে নিয়েছে কিন্তু পারেনি আমাদের আদু ভাইরা ২০ থেকে ২৫ বছর ক্রিকেট খেললো শুধুমাত্র বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধার জন্য। এই মাস্টারপ্ল্যান এর মধ্যে অবশ্যই নাম্বার যুক্ত করতে হবে। যারা এই নাম্বারে স্পষ্ট করতে পারবে শুধু তারাই জাতীয় দলে আসার সুযোগ পাবে,অন্যথায় কখনোই আসতে পারবে না ।এমন সিদ্ধান্তে ক্রিকেট বোর্ডকে অটল থাকতে হবে তবেই দেশের ক্রিকেটে উন্নতি আসবে।

একটু ভাবুন তো তাহলে কত আধুনিক ছিল তাদের জীবন ব্যবস্থা 🤔মধু কোনোদিনই নষ্ট হয় না। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এটা একদম সত্যি।...
24/07/2025

একটু ভাবুন তো তাহলে কত আধুনিক ছিল তাদের জীবন ব্যবস্থা 🤔

মধু কোনোদিনই নষ্ট হয় না। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এটা একদম সত্যি। প্রাচীন মিশরের এক সমাধি থেকে ৩,০০০ বছরের পুরোনো কিছু মাটির পাত্র পাওয়া গেছে, আর সেগুলোর ভেতরে ছিল মধু—একেবারে ঠিকঠাক, খাওয়ার মতো। কোনো প্রিজারভেটিভ ছাড়াই এত বছর টিকে গেছে শুধু নিজের গঠনের জন্য। মধুর ভেতরে এমন উপাদান থাকে, যেগুলো ব্যাকটেরিয়া বা জীবাণু টিকতে দেয় না। তাই সময় যতই পেরিয়ে যাক, মধু থেকে যায় ঠিক আগের মতোই। এই জিনিসটা প্রমাণ করে, প্রকৃতির অনেক কিছুই আমাদের ধারণার বাইরে কাজ করে—শুধু খেয়াল করতে হয়।

এসিসি সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন...
24/07/2025

এসিসি সভা শেষে এসিসি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন...

বাংলাদেশ ব্যাংকের নতুন ড্রেস কোড:পুরুষরা জিন্স-গ্যাবার্ডিন প্যান্ট আর নারীরা শর্ট স্লিভ-লেগিংস পরতে পারবেন নাকেন্দ্রীয় ব...
24/07/2025

বাংলাদেশ ব্যাংকের নতুন ড্রেস কোড:
পুরুষরা জিন্স-গ্যাবার্ডিন প্যান্ট আর নারীরা শর্ট স্লিভ-লেগিংস পরতে পারবেন না

কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে পোশাক সংক্রান্ত এসব নির্দেশনা দেয়া হয়।

কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন ড্রেস কোড বা পোশাক বিধি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, পুরুষ কর্মকর্তা-কর্মচারীরা এখন থেকে ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট পরতে হবে। এক্ষেত্রে জিন্স বা গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছে। আর নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ ও লেংথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে পোশাক সংক্রান্ত এসব নির্দেশনা দেয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়, নারীরা শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরে অফিসে আসতে হবে। এক্ষেত্রে পোশাক অবশ্যই সাদামাটা ও পেশাদার হতে হবে বলে নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেন, ‘শিক্ষাজীবন শেষ করে যেসব কর্মকর্তা-কর্মচারী কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করছেন, নতুন নির্দেশনাটি মূলত তাদেরকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে। কারণ সদ্য যোগ দেয়া অনেকে নিজেদের ক্যাম্পাস জীবনের পোশাক ছাড়তে পারছেন না। কেন্দ্রীয় ব্যাংকার হিসাবে পোশাক-আশাকে মার্জিত হওয়ার জন্যই নতুন এ নির্দেশনা।’

স্কুল কর্তৃপক্ষের তদন্ত অনুযায়ী সঠিক নিউজ দেওয়ার জন্য। কারণ একটা কাদা ছোড়াছড়ি  পরিবেশ তৈরি হয়েছিল। ২০০/৩০০ ছাত্র না...
24/07/2025

স্কুল কর্তৃপক্ষের তদন্ত অনুযায়ী সঠিক নিউজ দেওয়ার জন্য। কারণ একটা কাদা ছোড়াছড়ি পরিবেশ তৈরি হয়েছিল। ২০০/৩০০ ছাত্র নাকি নিখোজ।

১৭৯ লক্ষ্য! তাসকিনের দুর্দান্ত শেষ ওভারের জন্য লক্ষ্যটা ১৮০ পেরোয়নি। শেষদিকে উইকেট পাওয়াকে অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখেন...
24/07/2025

১৭৯ লক্ষ্য! তাসকিনের দুর্দান্ত শেষ ওভারের জন্য লক্ষ্যটা ১৮০ পেরোয়নি। শেষদিকে উইকেট পাওয়াকে অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখেন, কিন্তু শেষ ওভারে দুইটা উইকেট মানে শুধু উইকেট না, দুইটা ডটও। তাই প্রথমের এলোমেলো বোলিংকে দারুণভাবে তাসকিন নিজের শেষ ওভারে কাভার করেছেন। আর সাইফুদ্দিন নিজের প্রথমদিকের দারুণ বোলিংকে বাজেভাবে শেষ করেছেন।

আজকে বাংলাদেশের ব্যাটারদের জন্য ভালো পরীক্ষা, ১৭৯ করতে হবে। বড় টার্গেটে বাংলাদেশ ধুঁকে, আজ কিভাবে আগায়, সেটাই দেখার বিষয়। নাঈম-তানজীদ ওপেনিংয়ে স্টার্ট কেমন দিবে, লিটনের এই সিরিজে রান-খরা কাটবে কিনা, মিরাজ কি জাস্টিফাই করতে পারে কিনা তার অস্তিত্ব, সেই সাথে জাকের ও শেখ মেহেদীর দ্বিতীয় ম্যাচের ধারাবাহিকতা রাখতে পারে কিনা, অনেক প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় ইনিংসে। শামীমও আছেন, এদিকে সাইফুদ্দিনেরও সুযোগ থাকবে ব্যাট হাতে কিছুটা পুষিয়ে দেওয়ার। তবে এতদূর না, টপ অর্ডার থেকে কেমন সাপোর্ট আসে এই রান চেজে সেটা দেখার বিষয়, কারণ এই ম্যাচ জেতা লাগলে টপ অর্ডারের কাউকে পারফর্ম করতেই হবে।

মাইলস্টোনে বিমান দু র্ঘ ট না য় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হা রা নো শিক্ষিকা মেহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন গ্...
24/07/2025

মাইলস্টোনে বিমান দু র্ঘ ট না য় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হা রা নো শিক্ষিকা মেহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন গ্যালারির দর্শকদের।

সাইফুদ্দিনের সবচেয়ে বড় প্রব্লেম হচ্ছে, মোমেন্টাম ধরে রাখতে পারে না। ৩ ওভারে ৯ থেকে ৪ ওভারে ২৮ — ১৯ রান দিলো। তার চেয়ে বড়...
24/07/2025

সাইফুদ্দিনের সবচেয়ে বড় প্রব্লেম হচ্ছে, মোমেন্টাম ধরে রাখতে পারে না। ৩ ওভারে ৯ থেকে ৪ ওভারে ২৮ — ১৯ রান দিলো। তার চেয়ে বড় কথা নো বল দিলো। ওই ক্লাচ ব্যাপারটা নাই সাইফুদ্দিনের মাঝে।

আর সাইফুদ্দিনের ওই একটা মোমেন্ট ম্যাচের মোমেন্টাম নেগেটিভ করে দিতে যথেষ্ট! দেখা যাক, এশিয়া কাপের টিকেট সাইফুদ্দিন বুক করতে পারে কিনা। এই বিষয়গুলো দেখার জন্যই একাদশে সাইফুদ্দিনকে পরখ করা দরকার ছিল।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায়  আরো ১ জনের মৃ*ত্যু  । সরকারি হিসেবে মৃ*ত্যু  সংখ্যা ৩০। হতাহতের সর্বশেষ আ...
24/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আরো ১ জনের মৃ*ত্যু । সরকারি হিসেবে মৃ*ত্যু সংখ্যা ৩০। হতাহতের সর্বশেষ আপডেট

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Nerob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Nerob:

Share