29/11/2025
১.
অগ্রণী ব্যাংকের ভল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি গহনা বিষয়ে হাসিনার একটা বক্তব্য প্রকাশিত হয়েছে যেখানে হাসিনা স্বীকার করেছে যে ওই ভল্টের গয়নাগুলো তারই, তবে ওগুলো তাদের পুরনো পারিবারিক সম্পত্তি। এমন না যে দেশের প্রধানমন্ত্রী হবার পর দুর্নীতি/লুটপাট করে সেই টাকায় স্বর্ণ কিনে ওখানে রেখেছে। এ প্রসংগে সে বলছে যে ভল্টের চাবি তার নিজের কাছে থাকে এবং প্রথম প্রধানমন্ত্রী হবার পর অর্থাৎ ১৯৯৬ সালের জুনের পর থেকে আর কখনো সে অগ্রণী ব্যাংকে যায়নি বা ওই ভল্টটি খোলেনি। তার মানে দাঁড়াচ্ছে, ঐ ৮৩২ ভরি স্বর্ণ ঐ ভল্টে ১৯৯৬ সালের আগেই রাখা হয়েছিল।
এদিকে ওই ভল্টে কার কার গয়না আছে এ প্রসঙ্গে বলতে গিয়ে সে দাবী করেছে তার দাদীর, মায়ের, সম্ভবত তার নিজের, শেখ কামাল ও শেখ জামালের স্ত্রীদের, এমনকি হাসিনার কন্যা পুতুলের বিয়ের কিছু গয়নাও ওখানে আছে।
এখন, সমস্যাটা হলো, সায়মা ওয়াজেদ পুতুলের বিয়ে হয়েছে ১৯৯৯ সালে। ৯৬ সালের পর যে ভল্ট কখনো খোলা হয়নি, সেই ভল্টে ৯৯ সালে অনুষ্ঠিত হওয়া বিয়ের গয়না ঢুকলো কিভাবে?
২.
সমস্যা আছে আরো।
রিলিজ হওয়া অডিওটাতে শেখ হাসিনা দাবি থেকে ইন্টারপ্রিট করা যায় যে ৮১ সালে জিয়াউর রহমানের সরকার যখন তাকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ফেরত দেয়, তখনো সেই বাড়িতে তাদের এই পারিবারিক গয়নাগুলো (দাদী, মা, ভাবিদের ও নিজের) অক্ষত ছিল এবং সম্ভবত এর পরে সে ওগুলোকে অগ্রণী ব্যাংকের ভল্টে রাখে।
এখন এই দাবীর আরেকটা সমস্যা হলো, শেখ হাসিনাকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি বুঝিয়ে দেয়া নিয়ে যত নথিপত্র আছে, চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট আর গুগল জেমিনিকে দিয়ে সব ভালোমতো ঘাঁটালাম এবং শেখ হাসিনাকে কি কি জিনিস ফেরত দেয়া হয়েছিল তার একটা লিস্ট তৈরি করালাম। লিস্টটা অ্যাটাচড ছবিটতে টেবল আকারে দেয়া আছে। ওখানে দেখা যাচ্ছে, শত শত ভরি গয়নার মতো কোনো দামি এ্যাসেট তো দূরের কথা, সাধারণ মূল্যবান কিছুও সেখানে অবশিষ্ট ছিলোনা। উল্টো, হাউজ বিল্ডিং এর দেনা ৪২০০০ টাকা (মতান্তরে ১২ হাজার) শোধ করে শেখ হাসিনাকে বাড়িতে বুঝে নিতে হয়েছে। তবে কি জিয়ার সরকার ঐ শত শত ভরি গয়না শেখ হাসিনাকে গোপনে হস্তান্তর করেছিল? সেটা করে জিয়ার সরকারের লাভ কী? নাথিং!
৩.
আবার যে ইউনুস সাহেবকে গত ১৭-১৮ বছর শেখ হাসিনা কখনোই "সুদখোর ইউনুস" ছাড়া অন্য কোন নামে ডাকেনি, তাঁর নাম এবার রিলিজ হওয়া অডিওতে সে উচ্চারণ করছে "ডঃ মুহাম্মদ ইউনুস" বলে।
সব দেখে শুনে এখন মনে হচ্ছে, ঐ রিলিজ হওয়া অডিওটা কি আসলেই শেখ হাসিনার নিজের বলা, নাকি এ আই দিয়ে তৈরি?
সেখান থেকে সম্পূরক যে প্রশ্নটা তৈরি হচ্ছে তা হলো, গত কয়েক মাস ধরে শেখ হাসিনার নামে যেসব অডিও বের হচ্ছে ওগুলার কোনটাই কি আসল, নাকি সবই এআই দিয়ে তৈরি?