Rasel Nerob

Rasel Nerob Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rasel Nerob, Digital creator, Singapore.

এই পেজের বেশিরভাগ লেখাই সংগ্রহীত। কারো কোন অভিযোগ থাকলে জানাবেন ঠিক করে নেওয়ার চেষ্টা করব। স্বাধীনচেতা মানুষ আমি, কাউকে খুশি করতে নয়, নিজের খুশির জন্য এগুলো করি।

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি আজ সোমবার ভোরে লাইনচ্যুত হয়। ভোর চারটার দিকে ভাঙ্গুড়া র...
29/09/2025

পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি আজ সোমবার ভোরে লাইনচ্যুত হয়। ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পরে উদ্ধার কাজ শেষ হওয়ার পর সকাল ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল।

রেলওয়ে সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গতকাল রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হয়। আজ ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নেমে যান। পরে ভাঙ্গুড়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।

প্রায় তিন ঘণ্টা পর সকাল সাতটার দিকে বগি উদ্ধারের কাজ শুরু হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার জানান, সকাল ৭টা থেকে ট্রেনটির উদ্ধার কাজ শুরু হয়। ১০টায় লাইনচ্যুত বগি দুইটির উদ্ধার কাজ শেষ হয়। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ক্রিকইনফোর পয়েন্টস অনুযায়ী এশিয়া কাপের সবচেয়ে ইমপ্যাক্টফুল ব্যাটার অভিষেক শর্মা, তিন নম্বরে সাইফ হাসান।
29/09/2025

ক্রিকইনফোর পয়েন্টস অনুযায়ী এশিয়া কাপের সবচেয়ে ইমপ্যাক্টফুল ব্যাটার অভিষেক শর্মা, তিন নম্বরে সাইফ হাসান।

ভারত, পাকিস্তানকে অপছন্দ করে বা ঘৃ'না করে এটা প্রকাশ্য। তারা বলে, মানে। তাদের গোপনীয়তা নাই। তারা আবার সম্প্রীতির নাটক কর...
29/09/2025

ভারত, পাকিস্তানকে অপছন্দ করে বা ঘৃ'না করে এটা প্রকাশ্য। তারা বলে, মানে। তাদের গোপনীয়তা নাই। তারা আবার সম্প্রীতির নাটক করে না। উপরে উপরে ভাই ভাই বলতে যায় না।

গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়নস ট্রফি নেয়নি এটা তাদের সেই ধারাবাহিকতার প্রতিবাদ হতে পারে। তবে আমি বিশ্বাস করি এটাও এক ধরনের হিপোক্রেসি। তুমি পাকিস্তান দলের সাথে খেলবা, হাত মিলাবা, হাসাহাসি করবা কিন্তু তাদের কারো কাছ থেকে ট্রফি নিবা না এটা দ্বৈত আচরণ।

যাই হোক, আমার আলোচনার বিষয় তারা না। আমার আলোচনা, আমাদের ভাই ভাই করাদের নিয়ে। আমাদের ৫৪ বছর আগের অভিমান ভুলে যেতে বলাদের নিয়ে। তারা যদি আমাদের এতো ভালোবেসে থাকে, তাহলে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে নেয়া পুরষ্কার এভাবে ফেলে দিলো কেনো?

কেনো শতকোটি মানুষের সামনে বাংলাদেশকে অপমান করলো? কারণ তারা পাকিস্তান। তারা আজন্ম ব'র্বর। সভ্যতার আলো তাদের উপরে হয়তো পড়েছে কিন্তু ভেতর পরিষ্কার করতে পারেনি। বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থান মূলত এটাই। ভালোবাসাবাসি পুরোটাই অভিনয়।

আর যারা নিজেদের হ'ত্যা করতে মসজিদে বো'মা মারতে পারে, তাদের ভেতরে ভালোবাসাবাসি আছে তা আমি বিশ্বাস করি না...

ইউরোপের অনেকগুলা দেশ আছে, যেখানে মেজোরিটি মানুষ কোন ধর্মে বিশ্বাস করে না। আর এভারেজ হিসাবে ২৫% মানুষ নাস্তিক, অর্থাৎ সংখ...
29/09/2025

ইউরোপের অনেকগুলা দেশ আছে, যেখানে মেজোরিটি মানুষ কোন ধর্মে বিশ্বাস করে না। আর এভারেজ হিসাবে ২৫% মানুষ নাস্তিক, অর্থাৎ সংখ্যাটা অনেক বড়। ক্রিশ্চান ৬৭%, এবং মুসলিম ৬%....মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তেছে।

বাংলাদেশে মুসলিম ৯১%, হিন্দু ৮% প্রায় এবং অন্যান্যরা ( ০. something )

ইউরোপে ক্রিসমাসের আয়োজন শুরু হয় এক মাস আগ থেকে। ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন ব্রান্ডে অফার, ছুটি, ডাবল পেয়মেন্ট যা যা সম্ভব সবকিছুই তারা করে!

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও ইউরোপে "ঈদ" উপলক্ষে কোন ছুটি নাই!

অথচ বাংলাদেশে ৮% সনাতন ধর্মাবলম্বীদের জন্য সাপ্তাহব্যাপী ছুটি, দূর্গা পুজা ছাড়াও আরো কিছু পুজায় ছুটি, পাশাপাশি (০.something%) যারা তাদের জন্যেও ছুটি বরাদ্দ থাকে!

এটা শুধু ছুটির পরিসংখ্যান দিয়ে যে বৈষম্য বুঝাইতেছি তা না, যেকোনো ভাবে চিন্তা করলে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে যেকোনো দেশের চেয়ে এগিয়ে থাকবে। পাশের দেশ ইন্ডিয়ার দিকে তাকালে আরো ক্লিয়ার বুঝতে পারবেন।

ইউরোপ যদি এরকম ভন্ডামি করতে পারে, চোখ বন্ধ করে ধরে নেন, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচে লিবারেল জায়গা।

তারপরও কিছু মানুষ খুশি না।

বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের একই ওভারে দুইবার ডিসিশন ওভারটার্ন করতে হলো। যেটা আপাতদৃষ্টিতে বাজে আম্পায়ারিং ম...
29/09/2025

বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের একই ওভারে দুইবার ডিসিশন ওভারটার্ন করতে হলো। যেটা আপাতদৃষ্টিতে বাজে আম্পায়ারিং মনে হয়েছে।

তবে কুলদীপ কি এক শেষ ওভার করলেন রে ভাই, আরেকটা চার উইকেট হল নিলেন, যেখানে শেষ ওভারেই ৩ উইকেট! ২-০-২৩-০ ছিল কুলদীপের, ভাবলাম আজকে বোধহয় খারাপ দিন যাবে। কিন্তু না, কুলদীপ ফিগার শেষ করে ৪-০-৩০-৪তে! কুলদীপের এই এশিয়া কাপে ৭ ম্যাচে ১৭ উইকেট! ভাবা যায়? ইকোনমি ৬.২৭, গড় ৯। টুর্নামেন্টসেরা কি কুলদীপ হবেন না অভিষেক, এটাই দেখার বিষয়।

আর সত্যি বলতে পাকিস্তানের ১১৩/১ থেকে এরকন কলাপ্সে দেখতে পুরো বিচ্ছিরি লাগছে। ওই যে দুইদিন আগে বাংলাদেশ যেমন বিচ্ছিরি খেলা উপহার দিয়েছিলো, এরাও তাই।

বিসিবির পরিচালক হওয়ায় অনেক অনেক শুভেচ্ছা খান সাহেব..Khan Abdur Razzak
29/09/2025

বিসিবির পরিচালক হওয়ায় অনেক অনেক শুভেচ্ছা খান সাহেব..Khan Abdur Razzak

এরশাদ V/S চাকমা গাদ্দারলেঃ জেনারেল(অবঃ) হুসাইন মুহাম্মাদ এরশাদের অনন্য ভূমিকা ছিলো গাদ্দার চাকমাদের বিরুদ্ধে। শেখ সাহেব ...
29/09/2025

এরশাদ V/S চাকমা গাদ্দার

লেঃ জেনারেল(অবঃ) হুসাইন মুহাম্মাদ এরশাদের অনন্য ভূমিকা ছিলো গাদ্দার চাকমাদের বিরুদ্ধে।
শেখ সাহেব যেই হুমকি দিয়েছিলেন ও সেই মোতাবেক কাজ শুরু করেছিলেন, মরহুম জিয়া-উর-রহ্‌মান যা ব্যাপকভাবে খুবই সাফল্যের সাথে করেন, সেই একই কাজ এরশাদও জারী রাখেন।

বাংলাদেশের যেখানেই যেই পরিবার/যাদের বাড়ী নদী ভাঙনে পরতো- তিনি তাদের পার্বত্য চট্টগ্রামে জমী দান করে- গাদ্দারদের আশার গুড়ে একরাশ ছাই ছাড়িয়ে দেন। উনার অন্যতম কৃতিত্ব ও অনন্য বৈশিষ্ট ছিলো কঠোরতা! ঘটনাগুলো আমার অধীনস্থ জনৈক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছ থেকে শোনা, যিনি কিছুদিন আগেও নিরাপত্তা কর্মকর্তা পদে আমার অধীনেই কর্মরত ছিলেন।

যাইহোক ঘটনায় আসি-

মরহুম এরশাদের বাঙ্গালী বসতি সম্প্রসারণের কারণে শান্তিবাহিনী তাদের সর্বস্ব দিয়ে প্রতিরোধে ঝাঁপিয়ে পরে। যার ফলশ্রুতিতে সেনা চৌকিগুলো প্রায়ই আক্রান্ত হতো। একবারের ঘটনা- শান্তি বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানী সদর দফতরে আক্রমণ চালায়। আমাদের সৈন্যরা ১টি মজা খালে আশ্রয় নেয়ায় কেউই হতাহত হয়নি! মূর্খ শান্তিবাহিনী বৃষ্টির মতো গুলি করে- না দেখেই স্থান ত্যাগ করে- এটা ভেবে যে বাঙ্গালী সৈন্যরা সব মারা গিয়েছে!

এই খবর স্বাভাবিক ভাবেই রাষ্ট্রপতি এরশাদের কাছে পৌছুলে তিনি স্বয়ং ঐ কোম্পানী কমান্ডারকে ফোন করে বলেন 'যেখান থেকে পারিস খুঁজে বেড় কর, ১টাও যেনো জীবিত না থাকে'। খোদ রাষ্ট্রপতির আদেশ! আর যায় কোথায় ইবিআর এর ঐ কোম্পানী অভিযানের পর অভিযান চালিয়ে এর প্রতিশোধ গ্রহণ করে। যিনি আমাকে এই ঘটনা বলেছেন তিনি একাই ৭জন শান্তিবাহিনীর চাকমাকে যুদ্ধে নিহত করে। ১টি অভিযানে শান্তিবাহিনীর কিছু গাদ্দার বন্দী হলে- বাঙ্গালী সৈন্যরা চৌকিতে নেয়ার আগেই পথে পিটিয়েই ৪জনকে মেরে ফেলে। চৌকিতে ফেরার পর সেই সেনা কর্মকর্তাকে সাথে সাথেই পদোন্নতি দেন কোম্পানী কমান্ডার। আর ঐ কোম্পানী কমান্ডারও পদোন্নতি লাভ করেন।

১টি চাকমা প্রতিনিধিদল এরশাদের সাথে দেখা করে- প্রশাসনে তাদের কর্মসংস্থান করে দেয়ার ও সায়ত্ত্বশাসনের দাবী উন্থাপন করলে এরশাদ বলেন "তোমাদের সায়ত্ত্বশাসনের কি দরকার? আমার শাসনই তোমাদের শাসন? আর তোমরা বারবার কিসের নিজস্ব নেতার কথা বলো? আমি প্রেসিডেন্ট এরশাদ, আমিই তোমাদের ১মাত্র নেতা। আমি বাদে তোমাদের আর কোন নেতা থাকতে পারে না"।

এরশাদের অন্যতম কৃতিত্ব পূর্বেকার জেলাগুলোকে ভেঙে দেশে মোট ৬৪টি জেলা করা ও জেলাগুলোকে উপজেলায় বিভক্ত করা। পার্বত্য চট্টগ্রামে এটা করার ফলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও বাংলাদেশ সরকারের শাসন কায়েম হওয়ায় চাকমাদের স্বপ্ন দিবাস্বপ্নে পরিণত হয়।
গাদ্দারদের সাথে যথার্থ ব্যবহার করার জন্য আল্লাহ্‌ এরশাদ সাহেবকে জান্নাহ্‌ নসীব করুক।

সমুদ্রের গভীরে এক ভয়ঙ্কর স্বপ্ন! 🌊🚇 যে সুড়ঙ্গ বানাতে গিয়ে যেকোনো মুহূর্তে মৃত্যু আসতে পারতো।এটি ছিল শতাব্দীর সবচেয়ে ...
29/09/2025

সমুদ্রের গভীরে এক ভয়ঙ্কর স্বপ্ন! 🌊🚇 যে সুড়ঙ্গ বানাতে গিয়ে যেকোনো মুহূর্তে মৃত্যু আসতে পারতো।

এটি ছিল শতাব্দীর সবচেয়ে বড় প্রকল্প... কিন্তু বছরের পর বছর ধরে অনেকেই বিশ্বাস করতেন যে এটি অসম্ভব।

ইংলিশ চ্যানেলের নিচে ৫০ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খনন করা ছিল এক ভয়ংকর চ্যালেঞ্জ । ইঞ্জিনিয়াররা জানতেন, একটি ভুল মানেই শত শত শ্রমিকের মুহূর্তের মধ্যে মৃত্যু!

তবুও, ১৯৮৮ সালে এর খনন কাজ শুরু হয়। এটি তৈরিতে ১৩,০০০ নারী-পুরুষ দিনরাত কাজ করেছেন, বিশাল টানেল-বোরিং মেশিন দিয়ে সমুদ্রের গভীরে পাথর কেটে এগিয়ে গেছেন। প্রতিটি মিটার এগিয়ে যাওয়া মানেই ছিল নতুন ঝুঁকি: ধস, বিষাক্ত গ্যাসের পকেট, বা যেকোনো মুহূর্তে জল ঢুকে সবকিছু ডুবিয়ে দেওয়ার মত আশংকায় ভরা!

ছয় বছর ধরে, ইংল্যান্ড থেকে এক দল এবং ফ্রান্স থেকে আরেক দল—দু'দিক থেকে অন্ধকারের মধ্যে খুঁড়তে খুঁড়তে একে অপরের দিকে ছুটে চলেছিল।

অবশেষে, ১৯৯০ সালের ডিসেম্বরে, সেই অকল্পনীয় ঘটনাটি ঘটে। দুটি সুড়ঙ্গ একে অপরের সাথে মিলিত হয়। শ্রমিকরা শেষ পাথরের দেয়াল ভেঙে দেয়—এবং ইতিহাসের প্রথমবারের মতো, ব্রিটেন এবং ইউরোপ সমুদ্রের নিচে সংযুক্ত হয়।

১৯৯৪ সালে যখন চ্যানেল টানেল (Channel Tunnel) আনুষ্ঠানিকভাবে চালু হয়, তখন এটি বিশ্বের দীর্ঘতম আন্ডারওয়াটার টানেল হয়ে ওঠে। আজ, উচ্চ-গতির ট্রেন এর মধ্য দিয়ে চলে, যা একসময় ঝোড়ো সমুদ্রের উপর দিয়ে এক বিপজ্জনক যাত্রা ছিল, তাকে মাত্র ৩৫ মিনিটের ভ্রমণে পরিণত করেছে এই টানেল।

চ্যানেল টানেল এক আধুনিক বিস্ময়—এটি মনে করিয়ে দেয় যে, মানবজাতির কিছু সেরা অর্জন ভয় এবং অসম্ভবকে জয় করার ইচ্ছার ওপর ভিত্তি করেই তৈরি হয়। ✨



বুলবুলকে টাইগারদের ব্যাটিং নিয়ে কাজ করার পরামর্শ দিলে ভারতীয় কোচ গৌতম গম্ভীর..আপনিও কি মনে করেন ব্যাটিং নিয়ে আরো বেশি কা...
29/09/2025

বুলবুলকে টাইগারদের ব্যাটিং নিয়ে কাজ করার পরামর্শ দিলে ভারতীয় কোচ গৌতম গম্ভীর..

আপনিও কি মনে করেন ব্যাটিং নিয়ে আরো বেশি কাজ করার আছে টাইগারদের..??

|

এতোগুলা লা,শে,র উপরে দিয়ে যে দা,লা,লি ছাড়তে পারেনিসে যতোবড় সেলিব্রিটি হোক না কেন মানুষ হতে পারে না 👈লাউড এন্ড ক্লিয়ার ✊
29/09/2025

এতোগুলা লা,শে,র উপরে দিয়ে যে দা,লা,লি ছাড়তে পারেনি
সে যতোবড় সেলিব্রিটি হোক না কেন মানুষ হতে পারে না 👈
লাউড এন্ড ক্লিয়ার ✊

মানুষের লোভের শিকার! 💔 আবিষ্কারের মাত্র ২৭ বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে গিয়েছিল এই বিশাল সামুদ্রিক প্রাণীটি।পরিচয় করিয়ে ...
29/09/2025

মানুষের লোভের শিকার! 💔 আবিষ্কারের মাত্র ২৭ বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে গিয়েছিল এই বিশাল সামুদ্রিক প্রাণীটি।

পরিচয় করিয়ে দিচ্ছি স্টেলার'স সি কাউ (Steller's Sea Cow)-এর সাথে—আধুনিক যুগে বিলুপ্ত হয়ে যাওয়া সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম। এই বিশাল প্রাণীটি প্রায় ৩০ ফুট লম্বা এবং ওজনে ৮-১০ টন পর্যন্ত হতো!

১৭৪১ সালে প্রকৃতিবিদ জর্জ উইলহেম স্টেলার এটিকে প্রথমবারের মতো আবিষ্কার করেন। কিন্তু দুঃখজনকভাবে, আবিষ্কারের মাত্র ২৭ বছরের মধ্যেই, অর্থাৎ ১৭৬৮ সাল নাগাদ, চামড়া ব্যবসায়ী এবং নাবিকদের নির্বিচার শিকারের কারণে এটি পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যায়।

ম্যানাটি বা ডুগং-এর এই আত্মীয়টি ছিল ধীরগতির এবং মানুষকে ভয় পেত না। তাদের এই নিরীহ স্বভাবই তাদের দ্রুত বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়।

স্টেলার'স সি কাউ-এর গল্পটি প্রকৃতির প্রতি মানুষের অবিচারের এক মর্মান্তিক উদাহরণ হয়ে আছে। 😔



চলছে কাদা ছোড়াছুড়ি..⤵️ম্যাচশেষে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভীর হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। ...
29/09/2025

চলছে কাদা ছোড়াছুড়ি..⤵️

ম্যাচশেষে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভীর হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। অতিথীসহ তিনি স্টেজে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ট্রফি গ্রহন করতে আসেননি ক্যাপ্টেন সুরিয়া। এরপর ট্রফি না দিয়েই চলে যান মহসিন। ভারতীয় দল ট্রফি ছাড়াই করে সেলেব্রেশন।

প্রেস কনফারেন্সে এসে সুরিয়া দাবী করেন, তাদের ট্রফি দেয়া হয়নি। পাক অধিনায়ক বলেন, আপনারা না গেলে ট্রফি পাবেন কিভাবে.?

| | |

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Rasel Nerob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rasel Nerob:

Share