28/09/2025
সারাজীবন শুনলাম, দেখলাম "অনেক চেষ্টার পরেও 'ছেলে সন্তান না হলেই, মানুষ আরেকটা বিয়ে করে।" অথচ জীবনে আজ প্রথম দেখলাম এই ঘটনা- "কন্যা সন্তান লা"ভে''র জন্য কেউ প"র"কিয়া করে।
"সানজিদা আক্তার মরিয়ম'' নামের মেয়েটা খুব অ/ল্প বয়সেই ভালোবেসে 'সাজ্জাদ' নামের এক প্রবাসী ছেলেকে করছিলেন বিয়ে!"
সেই 'সানজিদা এবং সাজ্জাতের সংসারে রয়েছে ২টা ছেলে। ছেলে সন্তান দুটো দেখতে মাশাআল্লাহ।
অথচ সবার অগোচরে সানজিদা মেয়েটা; কতটা চুপচাপ। এক বছরের ও অধিক সময় ধরে, স্বামীর প"র"কিয়া, বিভিন্ন না"রী"দের সাথে অ/বৈ"ধ মে"লা-মে"শা" এবং
অ/ত্যা"চার সয্য করে গেছে নিরবে।
শেষপর্যন্ত আর পেরে উঠতে পারছিলেন না সানজিদা। ধৈর্য্যের বাঁ"ধ ভে/ঙ্গে যায়। তখন।
যখনই স্ত্রী সানজিদা'র অনুপস্থিতিতে -"স্বামীর প"র"কীয়া প্রেমিকা 'রুপা'র সঙ্গে অ"ন্ত"রঙ্গ মূ"হু"র্তে, হাতে নাতে ধ"রে ফেলেন স্ত্রী সানজিদা।"
এবং সেটি হয়েছে তারই নিজের বেড-রুমে "স্বামীর সাথে তার প"র"কীয়া প্রেমিকা রুপা-র অ/বৈ"ধ কাজে লি/প্ত থাকা অবস্থায়।"
আরও জানা যায়- "প''র"কিয়া প্রেমিকা রূপার সংসারেও রয়েছে 'স্বামী, এবং দুই পুত্র সন্তান, স্বামীকে ধোঁ/কা দিয়ে, ২সন্তানকে ঘরে রেখে, এভাবেই অবাধে দিনের পর দিন প"র"কিয়ায় লি"প্ত ছিলেন তিনি।"
তিনি কী একবারো ভাবেনাই?
-''যে পুরুষ; নিজের বউ রেখে, তাকে পিরিতি দেখাচ্ছে, ২দিন পর যে তাকেও লা"^থি দিবে না! সেই গ্যা"রা"ন্টি কি?"
তার বর্তমান স্ত্রী কী ব/ন্ধ্যা ছিলো? যে তাকেই প্রয়োজন হলো, আরেক বে"ডা"র কাছে গিয়ে অ"বৈ"ধ "মে"য়ে সন্তান জ"ন্ম দিতে?"
মানুষের বিবেক আজ কোথায় গিয়ে ঠেকেছে?😰
মানে "ছেলে জন্ম দেয়াবে ঘরের বউকে দিয়ে, আর "মেয়ে সন্তান জন্ম দেয়াবে প"র"কিয়া প্রেমিকাকে দিয়ে!"
আরও জানা যায় -"মেয়ে সন্তান হবার পর, দুবাই গিয়ে বিয়ে করবে প"র"কীয়া প্রেমিক সাজ্জাদ এবং প"র"কীয়া প্রেমিকা রুপা। এমন পরিকল্পনাও তারা ইতিমধ্যেই করে ফেলেছিলেন।"
পুরো ঘটনার - ছবি, ভি"ডি"ও, ভ"য়ে"স এবং সব মেসেজ স্ত্রী সানজিদার হাতে সংরক্ষিত আছে।
ঘটনা : রারীর-চর, চান্দিনা, কুমিল্লা