Anik BD Story World

Anik BD Story World সত্যকে সবার সামনে তুলে ধরা-ই আমাদের মূল লক্ষ্য! Email us for business inquiry : [email protected]

আসসালামু আলাইকুম। আমি একজন কা/লো মেয়ে। ভীষণ কা/লো। এই কালো চেহারা হবার কারনেই আমার বিয়ে হচ্ছে না। একটা মেয়ের বিয়ে না হওয...
15/12/2025

আসসালামু আলাইকুম। আমি একজন কা/লো মেয়ে। ভীষণ কা/লো। এই কালো চেহারা হবার কারনেই আমার বিয়ে হচ্ছে না। একটা মেয়ের বিয়ে না হওয়া, কি যে কষ্টের! বাবা মায়েরর কাছে আল্লাহ পাক বুঝেন। আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী। যেখানে লম্বা মেয়েদের প্রাধান্য বেশি, সেখানে আমার উচ্চতা আমার জন্য আরো ক''ষ্টে''র কারন আমার উচ্চতা ৫.৮"।

দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার বিয়ের ব্যবস্থা করে দেন আমিন!😢🤲

>অন বিহাফ

ভাইরে ভাই! এত্ত বুদ্ধি নিয়া এই আপা ঘুমায় কেম্নে? ঘটনা হইলো- ''ইতালি প্রবাসীর এই 'স্ত্রী' তার পর/কীয়া জানেমানকে বাহির থেক...
15/12/2025

ভাইরে ভাই! এত্ত বুদ্ধি নিয়া এই আপা ঘুমায় কেম্নে? ঘটনা হইলো- ''ইতালি প্রবাসীর এই 'স্ত্রী' তার পর/কীয়া জানেমানকে বাহির থেকে বোরকা পরিয়ে সাথে করে নিয়ে ঘরে ঢুকান। তারপর নিজের রুমে নিয়ে গিয়ে করেন শা/রী"রিক মেলা-মে/শা।

শশুর শাশুড়ি বাহির থেকে এসেছে টের পেয়েই, আবারও বোরকা পরে ফেলেন এই অতি 'চালাক' আপার পর/কীয়া প্রেমিক।

শাশুড়ির মনে একটু সন্দেহজনক মনে হওয়ায়, জিজ্ঞেস করেন- ''কে এই মহিলা? মুখ ঢাকা কেন?''

প্রবাসীর বউ উত্তরে বলেন- ''এইটা আমার চাচাতো খালা, পর্দা মেনে চলেন তো- তাই মুখ দেখায় না। উচা গলায় কথাও বলেনা। আমার কাছে একটা দরকারে আসছিল, দরকার শেষ হয়ে গেছে! আর একটু পরেই উনি চলে যাবে!''

ছেলের বউ এর কথায় বিশ্বাস হলো না শাশুড়ির। তাই পাশের বাসার লোকদের ডেকে এনে, তাদেরকে সাথে নিয়ে- 'মুখ থেকে বোরকার কাপড় সরান শাশুড়ি। দেখতে পেলেন জল-জ‍্যান্ত বেডা মানুষ'।🤣

হাতেনাতে ধরা পরার পর, এই চালাক আপায় কান্নায় ভেঙে পড়েন এবং বলতে থাকেন- "স্বামী যদি টানা পাচ বছর ধরে বিদেশে পইরা থাকে, তো আমি কি করবো? আপনিই বলেন! আমার কী কোনো শারী/রিক চাহিদা নাই? আপনার ছেলে তো আমাকে সাথে করেও নিয়ে যায়না। এখানে ফেলে রাখছে আপনাদেরকে দেখাশোনা করার জন্য। আমি আর পারতেছি নাহ। আপনার ছেলেকে বলেন ডি/ভোর্স দিয়ে দিতে, আমি চলে যাবো।'

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঠিক কাকে দো/ষ দিবে ভেবে পাচ্ছে না।🙂

আপনাদের কি মনে হয়? এখানে স্বামী আসলে কতটুকু দোষী?

ঘটনা - পাবনার

ইনশাআল্লাহ। হাদি ভাই ফিরবেই। 💕🤲
15/12/2025

ইনশাআল্লাহ। হাদি ভাই ফিরবেই। 💕🤲

দুইটা হাস আনছিলাম। তো আমি আর আমার জামাই 'পাখনা লো/ম' পরিষ্কার করতে বসছি! আমি যেটাতে 'পশম' কম সেটা নিয়েছি, আর যেটাতে কা/ল...
15/12/2025

দুইটা হাস আনছিলাম। তো আমি আর আমার জামাই 'পাখনা লো/ম' পরিষ্কার করতে বসছি! আমি যেটাতে 'পশম' কম সেটা নিয়েছি, আর যেটাতে কা/লা ছোট পশমে ভরা ঐটা দিছি জামাইকে। 😁

আমারটা বেছে কে/টে-কুটে ফেলছি, আমার জামাই কয়- "আয় হায়, তোমার তো দেখি শেষ! আর আমারটা এত্ত পশম কেন?''

আমি ৩২ টা দাঁত বের করে কইলাম- "তোমারে দিছিই তো যেটাতে পশম বেশি ঐটা। কারণ পশম বেশি তাই চামড়া ফালায় দিতে হবে! তুমি বাছতে গিয়ে বির/ক্ত হয়ে বলবা 'চামড়া ফালায় দেও!'

আমি যদি ফেলতাম, তোমার বয়ান শুরু হয়ে যেতো- 'চামড়া-ই তো অনেক মজা, হেনতেন আরো কতকিছু!' 🤣

এটা শোনে জামাই 'থ' হয়ে বসে রইলো।
তাই বলি- 'শুনছো? সংসার করতে হয় বুদ্ধি দিয়ে, হাউ কাউ করে লাভ নেই! একটু চালাক না হইলে দুনিয়ায় টিকা মুশকিল। বিশেষ করে সংসারে।' 😋

>Asia Akter

এই 'মেডামের' লাফালাফি কান্ডে তোলপাড় হাসপাতালে। জানা যায়- "ডা/য়''রিয়ায় আ/ক্রা''ন্ত হয়ে স'রকারি হাসপাতালে ভর্তি হয় 'প্রিয...
15/12/2025

এই 'মেডামের' লাফালাফি কান্ডে তোলপাড় হাসপাতালে। জানা যায়- "ডা/য়''রিয়ায় আ/ক্রা''ন্ত হয়ে স'রকারি হাসপাতালে ভর্তি হয় 'প্রিয়াংকা' নামের এই টিকটকার মেডাম।''

ডাক্তার তাকে দেখে যাওয়ার পর, নার্স এসে স‍্যালাইন লাগিয়ে দিয়ে যায় এবং শুয়ে আরাম করতে বলা হয়। কিন্তু কে শোনে কার কথা? নিজের অসুস্থতাকে পুজি করে 'লা/ই''ক' পাওয়ার ধান্দায় ফোন হাতে নিয়েই শুরু করে দেন টিকটক বানানো।

আউল-ফাউল গানের শব্দে বি/র''ক্ত হয়ে পড়েন পাশের বিছানার অন‍্য রো/গীরা। তাকে থামতে বলা হলেও রোগীদের কথায় কান না দিয়ে সে তার মতো করে করতেই থাকে টিকটক ভিডিও।

একপর্যায়ে- 'রো/গীরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে, 'হাসপাতাল ক'র্তৃ'পক্ষ' এই বিষয়ে সত্যতা পেয়ে- 'ওই সুন্দরী মেডাম'কে হাসপাতাল থেকে ঘা/ড় ধরে বের করে দেয়।'

এমন ঘটনা ঘ'টেছে 'ব্যাঙ্গালোরের' একটি হাসপাতালে। ওই মেয়েকে বের করে দেয়ার পর- 'সকল রো/গী''রা হাত তালি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সাধুবাদ জানায়।'

আমার বয়স ২৯+, খুব শিগগিরই ৩০-এ পা দেব। বাবা নেই। মা দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারে আমরা দুই বোন অবিবাহিত বড় বোনের বয়স ৩৬+....
15/12/2025

আমার বয়স ২৯+, খুব শিগগিরই ৩০-এ পা দেব। বাবা নেই। মা দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারে আমরা দুই বোন অবিবাহিত বড় বোনের বয়স ৩৬+. আমাদের একমাত্র ভাই এখন গার্ডিয়ান, কিন্তু বাস্তবে আমাদের জীবন, ভবিষ্যৎ, ক্যারিয়ার কিংবা বিয়ে কোনো বিষয়েই পরিবারের পক্ষ থেকে কখনো আগ্রহ বা উদ্যোগ দেখা যায়নি।

ভাই নিজের জীবন গুছিয়ে নিয়েছে। বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সংসারী, ভাল জব করতেছে, ভালো ইনকাম। নিজের দুনিয়াতেই সে ব্যস্ত। আর আমরা? আমাদের ভবিষ্যৎ যেন কারো ভাবনার মধ্যেই পড়ে না।

এই পরিস্থিতিতে আমি একটি সম্পর্কে জড়াই। ছেলেটি সব দিক থেকেই যোগ্য আচার-আচরণ, চিন্তাধারা, কাজকর্ম, পারিবারিক ও বংশীয় অবস্থান সবকিছুতেই অত্যন্ত ভালো। সে একজন জাতীয় পত্রিকার প্রফেশনাল সাংবাদিক।

তার পরিবার মা, বাবা, ভাই অত্যন্ত আধুনিক, ভদ্র ও সুস্থ মানসিকতার মানুষ, যা আজকাল খুব কম শ্বশুরবাড়িতেই দেখা যায়।

এই সম্পর্কের কথা বাসায় জানালে প্রথমে নানা কথা, নানা কাহিনি। অনেক টানাপোড়েনের পর অবশেষে রাজি হলো। কিন্তু তারপরও ভাইয়ের মুখ থেকে বের হলো এমন কথা-
“তুই পছন্দ করছিস, বিয়ে দিলে দেব। তোর ভাগ্য তোর কপাল, এর মধ্যে আমরা নেই।”

একটা প্রশ্ন থেকেই যায়-
"বাবা নেই, মা অসুস্থ, ঘরে দুইজন বিয়ে-উপযুক্ত মেয়ে, যাদের ভবিষ্যৎ অনিশ্চিত এই অবস্থায় একজন ভাই কি এমন কথা বলতে পারে?"

যে কি না, নিজে বিয়ে করে সংসার গুছিয়ে ফেলেছে, সে কি এই দায়িত্ব এভাবে এড়িয়ে যেতে পারে?

সবচেয়ে কষ্টের বিষয় হলো গত ১২ বছর ধরে কোনো দায়িত্ব বা কোন কিছু কখনোই নেয়নি। শুধু তিনবেলা খাওয়া আর তার বাড়িতে থাকা ছাড়া। এইটুকুই যেন আমাদের প্রাপ্য। দিনের মধ্যে বারবার বলা হয়- "ঘর থেকে বের হয়ে যেতে।"

আমি কাউকে অভি-শা/প দিই না। সে ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। আপনাদেরও অনুরোধ, কাউকে অভি-শা/প দেবেন না।

শুধু এটুকু জেনে রাখবেন এই পৃথিবীতে এমন ভাইও আছে।

তবে একটা কথা বলে রাখি- "যদি কখনো কোন কন্যার পিতা হন, তাহলে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেই- কন্যার জীবন ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিয়ে বিদায় নিয়েন।''

নয়তো আপনার কন্যার জীবন এক ভয়ং/কর জাহা/ন্নামে পরিণত হবে! কখনো ছেলে সন্তানের উপর ভরসা করে মেয়েদের রেখে যাবেন না। কারণ সময় পাল্টেছে। ছেলের ভরসায় রেখে গেলে- "এই দোষের দায়ভার আপনাকে মৃ/ত্যু পরবর্তী জীবনেও বয়ে বেড়াতে হবে।''

>নাম প্রকাশ করবেন না।

দীর্ঘ চার বছর স্বামী প্রবাসে থাকায়, প্রতিবেশী এক ছেলের সাথে পর/কীয়ায় জড়ায় 'কাতার' প্রবাসীর সুন্দরী স্ত্রী।জানা যায়- "বাস...
15/12/2025

দীর্ঘ চার বছর স্বামী প্রবাসে থাকায়, প্রতিবেশী এক ছেলের সাথে পর/কীয়ায় জড়ায় 'কাতার' প্রবাসীর সুন্দরী স্ত্রী।

জানা যায়- "বাসা ফাকা পেলেই কল দিয়ে নিয়ে আসতেন ঘরে। কিন্তু কথায় বলে নাহ- 'চো/রের দশদিন আর গৃহস্থের একদিন?'

এই সুন্দরী মেডাম ভেবেছিলেন, দুনিয়ায় উনি একাই চালাক- ''ঘরে যেহেতু অসুস্থ‍্য শাশুড়ি, টের পাবেনা কিছুই।''

কিন্তু প্রতিবার ভাগ‍্য সঙ্গ দিলেও, এইবার আর শেষ রক্ষা হয়নি- ''মেডামের শশুর তার রুমে ধস্তাধস্তির শব্দ শুনে, শাশুড়িকে ঘুম থেকে জাগিয়ে- ছেলের বউ এর রুমে পাঠায় দেখার জন্য।

শাশুড়ী গিয়ে দরজায় টোকা দিয়ে বললেন- "ও বউ দরজা খোলো!''

শাশুড়ির গলার আওয়াজ শুনেই- ''পেট মোচর দিয়ে উঠে বউয়ের! তড়িঘড়ি করে কাপড় পরেন বউ। তারপর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে- 'চালের ড্রামের' ভেতরে ঢুকতে বলেন পর/কীয়া প্রেমিককে।

সেখানে লুকানোর পর দরজা খোলেন বউ। রুমে ঢুকেই- কোনো প্রশ্ন না করেই, সবখানেই খোঁজা শুরু করেন শাশুড়ি।

অবশেষে খোজাখুজির পর- 'সোনার চান পিতলা ঘুঘুকে ড্রামের ভেতর থেকে হাতেনাতে ধরেন শাশুড়ি।🤣

ছেলের বউ তখন আর কিছু বলার উপায় খোঁজে না পেয়ে, শাশুড়িকে বলেন- ''আপনার ছেলে চার বছর ধরে প্রবাসে, বাড়িতে আসতে বললেই করে 'গালা-গা/লি।' আমারও তো শা/রীরিক চাহিদা আছে, শুধু ভাত খাওয়ার জন্যই কী মেয়েরা বিয়ে করে স্বামীর ঘরে আসে নাকি? আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে প্রেমিককে ঘরে ডেকেছি। এখন আর কী করার? কাজী ডেকে বিয়ে পড়াইয়ে দেন- ''আমি চলে যাবো!''

আর আপনার ছেলেকে প্রবাসেই সারাজীবন থাকতে বইলেন। টাকা পাঠাইবে আর খাইবেন।

এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।🤭

ঘটনা - নীলফামারির

#প্রবাসি

একটা প্রশ্ন আউট করে দেই। - 'কিছুদিন পূর্বে 'ওসমান হাদি' তার নির্বাচনী প্রচারণা চালানোকালীন হাদির পকেটে এক ভাই মোটা অংকের...
15/12/2025

একটা প্রশ্ন আউট করে দেই। - 'কিছুদিন পূর্বে 'ওসমান হাদি' তার নির্বাচনী প্রচারণা চালানোকালীন হাদির পকেটে এক ভাই মোটা অংকের একটা টাকার বান্ডেল দিয়েছে।'

এই ভাইয়ের পরিচয় হয়তো অনেকেই জানেনা না। ভাইকে আমিও ইতিপূর্বে চিনতাম না। ভাইয়ের সাথে আমার প্রথম সাক্ষাৎ এবং পরিচয় হয় ২৮ অক্টোবর ২০২৩ ফ্যা/সি''স্ট হাসিনা সরকারের সকল ষড়-য/ন্ত্র অপেক্ষা করে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে।

এই ভাইয়ের নাম- 'মিসবাহ উদ্দিন সাঈদ'
বাড়ি- 'ফেনী জেলা' দাগন ভূঞার কৃতি সন্তান। এই ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য।

মহান রবের নিকট দোয়া করি। মহান রব যেন আমার এই ভাইকে আ-মৃ/ত্যু ইক্বামতে দ্বীনের এই আন্দোলনে কায়েম ও দায়েম রাখেন।

>Md Mihir

ভ/য় পেলে কর্তৃপক্ষ দায়ী নয়। 🤐😑
14/12/2025

ভ/য় পেলে কর্তৃপক্ষ দায়ী নয়। 🤐😑

হাতটা দেখুন। কী অসম্ভব যত্নে আঙুলটা ধরে আছে। চোখে কোনো র/ক্ত-চক্ষু প্রতিবাদ নেই, কোনো শব্দ নেই, কিন্তু বুকের ভেতরে একটা ...
14/12/2025

হাতটা দেখুন। কী অসম্ভব যত্নে আঙুলটা ধরে আছে। চোখে কোনো র/ক্ত-চক্ষু প্রতিবাদ নেই, কোনো শব্দ নেই, কিন্তু বুকের ভেতরে একটা চাপ তৈরি হয়, যেটা সহজে নামতে চায় না।

মাত্র ৯ সপ্তাহের একটি 'ভ্রূণের' হাত- ''ইচ্ছাকৃতভাবে ন/ষ্ট করে ফেলা একটি জীবন।" এই হাত কোনোদিন মায়ের আঙুল ধরতে পারল না। কোনো খেলনা ছুঁতে পারল না। আলো, বাতাস, শব্দ- কিছুই অনুভব করার সুযোগ পেল না। জীবনের শুরুতেই তার গল্পটা থেমে গেল, একেবারে নীরবে। মায়ের সাময়িক শা/রী''রিক আনন্দের ফলে তার জন্ম হলেও- 'নিজের প্রাণ দিয়ে শা/স্তি-টা তাকেই পেতে হলো।'

কোনো কান্না শোনা যায় না, কোনো আর্তনাদ নেই। তবু এই নীরবতাই সবচেয়ে বেশি কাঁদায়। কিছু দৃশ্য কথা বলে না- 'শুধু চুপচাপ চোখ ভিজিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় জীবনের মূল্য কত গভীর।' 😢

Please say no to abor*tion.

>ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন

আমার আর আমার স্ত্রীর সংসার ছিল পাঁচ বছরের। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে চাকরি করি। কাজের চাপ ছিল, সময় কম ছ...
14/12/2025

আমার আর আমার স্ত্রীর সংসার ছিল পাঁচ বছরের। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চপদে চাকরি করি। কাজের চাপ ছিল, সময় কম ছিল! কিন্তু আমার জীবনের কেন্দ্রবিন্দু ছিল আমার স্ত্রী। আমি বিশ্বাস করতাম, আমাদের সম্পর্কটা দাঁড়িয়ে আছে নিখাদ বিশ্বাস আর সততার ওপর। বুঝিনি, সেই বিশ্বাসের ভিতটা ভেতর থেকে কতটা নড়বড়ে হয়ে গেছে।

সবকিছু শুরু হয়েছিল খুব ছোট একটি পরিবর্তন দিয়ে। আমার স্ত্রী আগে কখনোই ফোনে পাসওয়ার্ড লুকাত না। হঠাৎ একদিন দেখি, তার ফোনের লক বদলে গেছে। জিজ্ঞেস করতেই বলল- "প্রাইভেসি দরকার।"

আমি মেনে নিয়েছিলাম। কিন্তু এরপর লক্ষ্য করলাম, ফোনটা সে সবসময় নিজের সাথে রাখে- "এমনকি বাথরুমেও। গভীর রাতে মেসেজের শব্দে ঘুম ভাঙলে দেখতাম, সে তড়িঘড়ি করে ফোনটা লুকিয়ে ফেলে।"

কয়েক মাস পর সে জানাল, তার ইউনিভার্সিটির রিইউনিয়ন আছে, সারাদিন বাইরে থাকবে। আমি খুশি মনেই রাজি হলাম। কিন্তু সেদিন দুপুরে শহরের একটি নামকরা রেস্তোরাঁয় হঠাৎ দেখি- "সে কোনো বান্ধবীর সাথে নয়, বরং এক অপরিচিত পুরুষের সাথে বসে আছে। তার হাত আমার স্ত্রীর হাতের ওপর। আমি তখন সেখানে যাইনি। নিজেকে সামলে নিয়েছিলাম।"

রাতে ফিরলে জিজ্ঞেস করলাম- "রিইউনিয়ন কেমন হলো?" সে চোখে চোখ রেখে নির্দ্বিধায় মি"থ্যা বলল- "সবাই এসেছিল, খুব মজা হয়েছে।" সেই মুহূর্তে বুঝলাম, সে অনায়াসে মি/থ্যা বলতে পারে। আমি চুপ করে গেলাম, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম।

এরপর থেকে সে প্রায়ই অকারণে ঝ/গড়া শুরু করত। আমি অফিস থেকে দেরি করে ফিরলে আগে যেখানে সে চিন্তা করত, এখন সেখানে উল্টো আমাকে দো/ষ দিত- "আমি নাকি তাকে সময় দিই না, তার জীবন একঘেয়ে। বুঝতে পারলাম, নিজের অপ/রাধ ঢাকার জন্য সে আমাকে দো/ষী বানাচ্ছে।"

সে অন্য একজনের সাথে নিয়মিত কথা বলত, সবসময় পরিচয় দিত “বান্ধবী” বলে।

একদিন ব্যাংকের স্টেটমেন্ট দেখে দেখি, জয়েন্ট অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা তোলা হয়েছে। প্রশ্ন করতেই সে রেগে গিয়ে বলল- "আমার কি নিজের খরচ থাকতে পারে না?" তখনো প্রমাণ ছিল না, কিন্তু বুঝছিলাম- "সে শুধু মন নয়, ধীরে ধীরে আমাকে আর্থিকভাবেও নিঃস্ব করছে।"

একদিন সে গোসলে গেলে তার ল্যাপটপ খোলা ছিল। হঠাৎ একটি সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন এল। কৌতূহলবশত চ্যাট খুললাম। ছয় মাসের কথোপকথন। ভালোবাসার কথা, হোটেলে তাদের ভীষণ আনন্দে শা/রী"রিক মেলা-মে/শার কথা! ভবিষ্যতের পরিকল্পনা, আর আমার সম্পর্কে ঠাট্টা।"

সেখানে আরও লেখা- “আর কিছুদিন অপেক্ষা করো, ডি/ভোর্স নিলেই আমরা সেটল হব। তখন শুধু তুমি আর আমি দিনরাত যত খুশি সে*** করব! মনের যত তৃষ্ণা সব মিটিয়ে নিবো।”

সেই মুহূর্তে আমার পৃথিবী থেমে গেল। যাকে আমি ভালোবাসতাম, সে মানুষটা বহু আগেই ম/রে গেছে। সামনে যে দাঁড়িয়ে ছিল, সে শুধু আমার স্ত্রী! আমার মানুষ নয়।

সে বের হয়ে এসে আমাকে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে দেখে থমকে গেল। তখন আর কিছু অস্বীকার করার জায়গা ছিল না। কান্না, দোষারোপ, সবই হলো। কিন্তু আমি শান্তভাবে বললাম- "যে বিশ্বাস একবার ভেঙে যায়, তা আর জোড়া লাগে না। তুমি যেখানে সুখ খুঁজেছ, সেখানেই যাও। আমার মুক্তি দরকার।

সেই রাতেই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। কষ্ট আছে, কিন্তু মি/থ্যা"র সাথে বেঁচে থাকার চেয়ে সত্য মেনে নিয়ে একা থাকা অনেক বেশি সম্মানের।

প্রতা/রণা শুধু শা''রী/রিক সম্পর্ক নয়।
প্রতা/রণা হলো বিশ্বাস, সম্মান আর প্রতিশ্রুতির হ/ত্যা। সে সুন্দর শরীরের অধিকারী হলেও- "নিঃসন্দেহে সে একটা বিশ্বাস-ঘা/তক ছলনাময়ী। "

>নাম প্রকাশ করবেন না।

হয়তো আর কোনোদিন আগের মতন স্বাভাবিক  হবে না 'হাদি' ভাই। সে বাঁচুক বা না বাঁচুক, তার জীবনের পার্মানেন্ট ড্যা/মে''জ হয়ে গেছ...
14/12/2025

হয়তো আর কোনোদিন আগের মতন স্বাভাবিক হবে না 'হাদি' ভাই। সে বাঁচুক বা না বাঁচুক, তার জীবনের পার্মানেন্ট ড্যা/মে''জ হয়ে গেছে। এই অবস্থা পরিবারের জন্য কতটা কষ্টকর কল্পনা করতে পারেন? আমরা বলতেই পারি হাদী হবে।

কিন্তু বাস্তবে হাদী কোটিতে একজন জন্মায়। চাইলেই হওয়া যায় না। এগুলো স্রষ্টার উপহার। দ্বিতীয়টা চাইলেই পাওয়া যায় না। জনগণ তাকে ভুলে দিতে পেরেছিল।

গোপনে তার জন্য টাকা দিতে চেয়েছিল। সে নিজের জন্য রাখতো না টাকা। টানাটানি করে সংসার চালাতো। আজ আমরা যে যার মত ভালো আছি, এই দেশের মানুষের জন্য চরম ত্যা/গ করে গেল সে ও আর তার পরিবার।😰

— মোহাম্মদীন পাটোয়ারী

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Anik BD Story World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik BD Story World:

Share