Anik BD Story World

Anik BD Story World সত্যকে সবার সামনে তুলে ধরা-ই আমাদের মূল লক্ষ্য! Email us for business inquiry : [email protected]

দুবাই এয়ার শো'-তে ভারত তাদের নিজেদের 'সক্ষমতা' প্রদর্শন করতে, নিজেদের তৈরি 'Indian Tejas fighter jet' পাঠিয়েছিলেন! কিন্ত...
21/11/2025

দুবাই এয়ার শো'-তে ভারত তাদের নিজেদের 'সক্ষমতা' প্রদর্শন করতে, নিজেদের তৈরি 'Indian Tejas fighter jet' পাঠিয়েছিলেন!

কিন্তু সক্ষমতা প্রদর্শন আর হলো না! উড়াল দিয়ে খানিক দূর যাওয়ার পরেই নিয়ন্ত্রণ হারায় পাইলট! মূহুর্তেই মুখ থুবড়ে মাটিতে পড়ে ক্রা/শ হয়ে যায় 'ভারতের অত‍্যাধুনিক এই বিমানটি'।

জানা যায়- ''বিমানটিতে থাকা পাইলট এর ঘটনাস্থলেই মৃ/ত্যু হয়েছে।

সূত্র - Al Jazeera / Roya News

ঢাকায় ভয়াবহ ভূমিকম্পের মূহুর্তে 'বংশালে' মাংস কিনতে বের হয় মা ছেলে। আচমকা ভূমিকম্পে, কিছু বুঝে উঠার আগেই ভবন ধ্বসে মা/থা...
21/11/2025

ঢাকায় ভয়াবহ ভূমিকম্পের মূহুর্তে 'বংশালে' মাংস কিনতে বের হয় মা ছেলে। আচমকা ভূমিকম্পে, কিছু বুঝে উঠার আগেই ভবন ধ্বসে মা/থায় আ/ঘাত পেয়ে তাৎক্ষনাৎ
মা/রা যায় মায়ের একমাত্র ছেলে রাফি।

জানা যায়- ''সলিমুল্লাহ মেডিকেলের ৫২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন রাফি।'' হাসপাতালে ICU-তে ভর্তি মা এখনো জানেন না যে- "তার কলিজার টুকরো ছেলে আর দুনিয়াতে নেই।''

একটু পর পর খোঁজ নিচ্ছেন- 'আমার ছেলেটা কই? ও কেমন আছে?😢

এই প্রশ্নের উত্তর কারো জানা নেই।

মায়ের অনেক আশা, অনেক স্বপ্ন ছিলো- ''ছেলে একদিন অনেক বড় ডাক্তার হবে, মায়ের মুখ উজ্জ্বল করবে, গর্বে মায়ের বুক ভরে উঠবে।''😢

আল্লাহ রাফিকে জান্নাত নসিব করুন আর তার মাকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

#ভূমিকম্প #মানবতা

আমি এবং আমার স্ত্রী দুজনেই চাকরিজীবী এবং নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি British American Tobacco-এ কাজ করি, আর আমরা দু...
21/11/2025

আমি এবং আমার স্ত্রী দুজনেই চাকরিজীবী এবং নিজেদের ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আমি British American Tobacco-এ কাজ করি, আর আমরা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের student. সে আগে একটি international NGO-তে কাজ করত। আমরা একই campus-এ থাকলেও, সে আমার থেকে দুই বছরের junior. বিয়ের উদ্দেশ্যে আমাদের পরিচয় হয়, এবং দুজনেই একে অপরকে জানার জন্য প্রায় ছয় মাস সময় নিই।

তার চিন্তাভাবনা অত্যন্ত গোছানো, এবং ছয় মাসের পরিচয়ের পর মনে হয়েছিল সে আমার জন্য একদম perfect। সেই সময় আমরা বিয়ে করি। বিয়ের পর তার দেড় বছরের মতো সময় আমার সঙ্গে ছিল; কোনো job-এ যোগ দেননি, শুধু সংসার বোঝার এবং আমাকে ভালোভাবে জানার জন্য। আমার job-এর কারণে ব্যস্ত থাকলেও, আমরা যতটা সম্ভব একে অপরের জন্য সময় বের করার চেষ্টা করেছি এবং দুজনই সেই সময়টা উপভোগ করেছি। এক ভ্যাকেশনে আমরা Silence, Singapore এবং Malaysia ঘুরে এসেছি; এটা আমাদের জীবনের এক সুন্দর সময় ছিল।

কিছুদিন পর তার মনে হলো বাসায় আর ভালো লাগছে না, আর সে নিজের জন্য একটি job করতে চায়। আমি তাকে বিনা দ্বিধায় অনুমতি দিই, তবে সে কোনো সরকারি চাকরি করবে না—ফলে সে NGO-তে যোগ দেয়। কয়েক মাস ঢাকায় থাকার পর তার কর্মস্থল পরিবর্তন হয় কক্সবাজার। সংসার শুরু করার প্রায় এক বছর পর আমি তাকে বাচ্চা নেওয়ার পরামর্শ দিই। তবে সে তখন মানসিকভাবে কিছুটা প্রস্তুতি নিতে চায়।

কক্সবাজারে যাওয়ার পর সে কাজের কারণে ব্যস্ত হয়ে যায়। সারাদিন কাজ, রাতে বিশ্রাম—মনে হতো আমরা খুব কমই একসাথে সময় কাটাচ্ছি। সেই সময়ে সে ''একজন পর-পুরুষের সঙ্গে পর/কীয়া সম্পর্ক গড়ে তোলে, যা আমি অনেক পরে জানতে পারি।''

আমাদের সংসারে তেমন কোনো বড়
ঝগ/ড়ার কারণ ছিল না, তারপরও তার মধ্যে ঝগ/ড়ার প্রবণতা বেড়ে যায়। সে সব সময় কোনো অজুহাত খুঁজে আমার সঙ্গে যোগাযোগ এড়ায়, দেখা-সাক্ষাৎ কমিয়ে দেয়।

আমি মাঝে মাঝে কক্সবাজার গিয়েও দেখা করে থাকার চেষ্টা করেছি, কিন্তু সে সবসময় আমাকে এড়িয়ে চলেছে। আমাকে কক্সবাজার থাকতে দেয়নি।

তার আচরণের অদ্ভুত পরিবর্তন আমাকে সন্দে\হে ফেলতে শুরু করে। আমি তাকে সরাসরি job ছাড়তে বলিনি, তবে বোঝানোর চেষ্টা করেছি ঢাকায় ফিরে আসার জন্য। সে কোনভাবেই চাকরি ছাড়েনি। আমি তখন তাকে বাচ্চা নেওয়ার জন্য অনুরোধ করি, মনে হয়েছিল বাচ্চা থাকলে আমাদের তুচ্ছ ঝামেলা দূর হবে।

একদিন সুখবর আসে- ''আমার স্ত্রী ফোন করে জানায় সে pregnant.''

এটা আমার জন্য অনেক বড় আনন্দের খবর ছিল। আমি তাকে ঢাকায় ফিরে আসতে বলি বা job থেকে resign দিতে বলি, কিন্তু সে কিছুই করে না, কক্সবাজারেই থাকে।

তার কক্সবাজারে থাকা এবং আচরণ দেখে আমি একটু গোয়েন্দাগিরি শুরু করি। জানতে পারি- ''আমার স্ত্রী একজন পর-পুরুষের সঙ্গে পর/কীয়া সম্পর্কে আছে, শুধু অফিস টাইম বাদে পুরো সময় একসাথে থাকে। ঘোরাফেরা, খাওয়া-দাওয়া, এগুলো সমস্ত প্রমাণ আমার কাছে আসে ভিডিও সহ।''

এত কিছু দেখার পর আমার মাথা কাজ করছিল না। আমার স্ত্রী, যাকে আমি এত বিশ্বাস করেছি, কীভাবে আমাকে রেখে অন্য একজনের সঙ্গে এই সম্পর্ক গড়ে তুলল? কল্পনাও করা কঠিন। আমি সরাসরি কিছু বলিনি, শুধু ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তবে সে স্বীকার করেনি। আমি তাকে কোনো চা/প দিইনি, কারণ তার
পে/টে একটি শিশু আছে। আমি চাইছিলাম বাচ্চা পৃথিবীতে আসুক, তারপর এই বিষয় নিয়ে কথা বলব।

তারপর যখন সে বুঝে যায় আমি সব জানি, সে আমাকে না জানিয়ে divorce notice পাঠায়। তা/লাকের নোটিশ পাওয়ার পর আমি তার সঙ্গে যোগাযোগ করি। আমি তাকে বলি- ''অন্তত আমাদের বাচ্চা হওয়া পর্যন্ত সময় দিন।''

সে জানায়- ''তার পেটে থাকা সন্তান-ও আমার নয়, সেটা তার পর/কীয়া প্রেমিকের।''

সে আমাকে জানায় যে- ''সে আর এই সংসার চালিয়ে যেতে পারবে না, তাই নিজ থেকেই আমাকে তা/লাক দিয়েছে এবং আমাকে ক্ষ/মা চাইছে।''

এরকম জ/ঘন্য পা/প এবং অ/পরাধ করার পর একজন মানুষকে কি ক্ষ/মা করা যায়? আপনারাই বলুন।

কেমন করে সে আমার এত বড় Loss করলো? আমি কোনোভাবেই Normal হতে পারছি না। কাউকে বোঝাতেও পারছি না আমার ভেতরের মানসিক অশান্তি এবং Divorce এর Notice আমার Family-এর কাছেও পৌঁছেছে।

তারা বারবার জানতে চাইছেন এই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ কী?

আমি কীভাবে তাদেরকে বলব যে তারা যে মেয়েটিকে ভালোবেসে আমার সাথে বিয়ে দিয়েছিলেন, সেই মেয়েটি আমাকে এমন মারা/ত্মকভাবে বিশ্বাস-ঘা/তকতা করেছে?

আমি এক Mental Instability-র মধ্যে দিয়ে আমার সময় কা/টছে। Office, Job-কোনো কিছুতেই Concentrate করতে পারছি না। মনে হয়, এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমার এখন একটা Long Break নেওয়া প্রয়োজন।

>দয়া করে নাম গোপন রাখবেন।

ব''ডি  শে''মিং, গা/য়ের রঙ কা\লো নিয়মিত শুনতে শুনতে বি'র'ক্ত হয়ে, এক বুক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চ'''লে গেল ছেলেটা!😢ইস্ট-ওয়...
21/11/2025

ব''ডি শে''মিং, গা/য়ের রঙ কা\লো নিয়মিত শুনতে শুনতে বি'র'ক্ত হয়ে, এক বুক কষ্ট নিয়ে দুনিয়া থেকে চ'''লে গেল ছেলেটা!😢

ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 'মুশফিকুজ্জামান।' গতকাল তার লা''/''শ পাওয়া যায় ক্যাম্পাসে। বন্ধুরা তাকে নিয়মিত নি/গ্রো, কা/ইল্লা, পেট-মো/টা, জল-হ/স্তি এসব বলে বু''লিং করতো!

তার শরীর, গা' য়ের র''ঙ নিয়ে ব‍্যাঙ্গ করতো। ছেলেটা আর সহ্য করতে না পেরে চলেই গেলো দু'' নি'য়া ছেড়ে।

এই মৃ''/ত্যুর দায়ভার তার সব বন্ধু, আত্মীয়, এবং সমাজের। দায় এড়াতে এখন মেকি কান্না বড্ড বেমামান।😅

ঢাকায় বিশাল মাত্রায় ভুমিকম্পে বিল্ডিং হেলে পরলো,লোকেশন : বাড্ডা লিংক রোড 😰
21/11/2025

ঢাকায় বিশাল মাত্রায় ভুমিকম্পে বিল্ডিং হেলে পরলো,
লোকেশন : বাড্ডা লিংক রোড 😰

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুশফিক মূলত 'অভিমান' করেই ক্লাস থেকে বের হয়ে যায়! ক্লাসে সবাই তাকে নিয়ে মজা করতো, সে অন্য কিছু...
21/11/2025

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মুশফিক মূলত 'অভিমান' করেই ক্লাস থেকে বের হয়ে যায়! ক্লাসে সবাই তাকে নিয়ে মজা করতো, সে অন্য কিছু নিয়া মজা করলে সবাই তাকে আটকাতো আর তখন সে বলেছে 'তোমরা যে আমাকে নিয়ে এতো মজা করো, তখন কিছু হয়না?'
সম্ভবত মুশফিক এর একটা মোটামুটি কাছের ফ্রেন্ড ছিলো, সেও যখন মুশফিক কে আটকায় তখন মুশফিক বলে 'তুমিও তাদের সাথে মিশে গেছো?'
মুশফিক এর পর বলে 'একদিন সত্যের জয় হবেই!'

মুশফিকের মায়ের আহাজারি দেখলাম! সন্তানকে হারানোর কষ্ট সব বাবা মায়ের জন্য ই সবচেয়ে বেশি কিন্তু তিনি যখন জানতে পারে তার সন্তান অন্যদের কথা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে চলে গেছে তখন কেমন লাগবে ভাবেন?
এইটা নিশ্চয়ই এক দুই দিনের ব্যাপার না, দিনের পর দিন মুশফিকের সাথে একই কাজ করে গেছে সবাই!

যারা এইসব কাজ করে 'পৈশাচিক আনন্দ' পান, তারা প্লিজ নিজের মনের যত্ন নেন! আপনি একটা অসুস্থ মন নিয়ে বড় হয়েছেন,ওইটা সুস্থ মানুষের মন না।

আপনার করা এইসব মজা মানুষ কে ভিতরে ভিতরে শেষ করে ফেলে,কেউ সহ্য করতে না পেরে দুনিয়া থেকেই চলে যায়!
প্লিজ অসুস্থতা থেকে বের হয়ে আসেন! আপনি মানসিক ভাবে সুস্থ না!!

>Umed IbneeMostafa

আমি একজন পুরুষ হিসেবে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম। আমার কর্মস্থলের কারণে আমি সপ্তাহে একবার- "বৃহস্পতিবার বাড়ি যেতাম এবং ...
21/11/2025

আমি একজন পুরুষ হিসেবে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম। আমার কর্মস্থলের কারণে আমি সপ্তাহে একবার- "বৃহস্পতিবার বাড়ি যেতাম এবং শুক্রবার রাতে আবার চলে আসতাম।'' এই সময়ের মধ্যে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ৪–৫ বার বৈবাহিক শারী/রিক সম্পর্ক হতো, এবং সর্বনিম্ন ১০ মিনিটের নিচে স্থায়ী হত না।

তারপরও আমার স্ত্রী প্রথমে আমার মা ও আমাকে নিয়ে নির্যা/তনের মি''থ্যা অভিযোগ করে, যা প্রমাণ করতে পারেনি। এখন আবার নতুন করে অভিযোগ করছে যে- ''ওর নাকি বিয়ের পর থেকে আমার সাথে তার কোনো শারী/রিক সম্পর্কই হয়নি এবং আমি নাকি পুরুষই না, অ/ক্ষম স্বামী।''

এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাই খুব কম খরচে সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করে রিপোর্ট নিতে- ''যাতে প্রমাণ করতে পারি আমার
শারী/রিক সক্ষমতায় কোনো সমস্যা নেই।''

আরেকটা বিষয়- ''আমাদের দুজনের সম্মতিতে ধারণ করা কিছু মেলামে/শার সময়ের ব্য/ক্তিগত ভি/ডিও আমার কাছে আছে। কিন্তু আমি জানি, ব্যক্তিগত ভিডিও কোনো সালিশ বা সামাজিক সংগঠনের কাছে দেখানো নিরাপদ নয়। তাই আমি জানতে চাই, ব্র্যাক সামাজিক কর্মসূচি যাদের কাছে আমার স্ত্রী অভিযোগ করেছে, সে সালিশে গেলে আমাকে কীভাবে বিষয়টি উপস্থাপন করা উচিত?

মূলত আমি চাই- ''মি/থ্যা অভিযোগ থেকে মুক্ত থাকতে এবং মেডিকেল রি/পোর্টের মাধ্যমে নিজের সক্ষমতা প্রমাণ করতে।''

সে যদি যেতে চায়, যাক...কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিয়ে যেন না যায়! 😰

>নাম প্রকাশ করবেন না। 🙏

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থী 'মুশফিকের রহস্যজনক মৃ/ত্যু সম্পর্কে সর্বশেষ যা জানা গেলো: বডি শেমিং বু/লিং এর শি/কার হয়েই কি নির্...
21/11/2025

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থী 'মুশফিকের রহস্যজনক মৃ/ত্যু সম্পর্কে সর্বশেষ যা জানা গেলো: বডি শেমিং বু/লিং এর শি/কার হয়েই কি নির্মম পরিনতি?

রামপুরা থানা পুলিশ ভার্সিটির সিসিটিভি ফুটেজ চেক করে নিশ্চিত হয়েছে মুশফিকুজ্জামান ফরাশ উদ্দিন ভবনের ১০ তলা থেকে প/ড়ে গিয়েছে। সে ৩.১০ এর ক্লাস থেকে বের হয়ে যখন ছাদে যায় তার আগে কিংবা পরে কিংবা তখন তার আশে পাশে কাউকে দেখা যায় নি এমনটিই মূলত সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে। উল্লেখ্য উক্ত ভবনের ছাদ উম্মুক্ত অবস্থাতেই থাকে সব সময়।

প্রাথমিক সুরতহাল পর্যবেক্ষণে জানা যায় তার বাম পা কয়েক যায়গায় ভে/ঙে গিয়েছে, যা বাইরে থেকে বোঝা যায়নি প্রাথমিকভাবে। সে যে জায়গায় পড়েছে সেখানে প্রায় ৩ থেকে ৪ ইঞ্চি মাটি দেবে গেছে। তাই বলা যায় সে বেশ উচু স্থান থেকেই পড়েছে। তার লা/শ ঢাকা মেডিকেলে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

"এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, তারা একাধিক ফ্রেন্ড/ক্লাসমেট অভিযোগ করে জানিয়েছে যে মুশফিক'কে
ব/ডি শেমিং করা হতো, তার অবয়ব, গায়ের রঙ ও কন্ঠের কারনে তাকে নিয়ে হাসাহাসি করা হতো।

''এমনকি আজকেও ক্লাসে সহপাঠীরা এমনটা করার কারনেই সে ক্লাস শুরুর কিছুক্ষন আগেই রুম থেকে বের হয়ে যায় এবং সে অত্যন্ত ইমোশনাল ও সহজ সরল ছিলো! আজকের অপ/মান এবং পূর্বের সব অভিমান জমতে জমতে তাকে বাধ‍্য করে এই কাজ করতে!"

এই অভিযোগ টা অত্যন্ত গুরুতর একটি অভিযোগ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার সহপাঠীদের থেকে আসা এই অভিযোগ এর তদন্ত করতে হবে শতভাগ নিরপেক্ষ ভাবে এবং সত্যিকার অর্থেই এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে এর সাথে যুক্ত বা দায়ী যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহর সৃষ্টি একটা মানুষ কোনভাবেই অন্যদের উপহাসের কারনে তার জীবন দিতে পারে না!

এই অভিযোগ শতভাগ নিষ্ঠার সাথে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি রাখে এবং বিশ্ববিদ্যালয় কে তা নিশ্চিত করতে হবে! বরাবরের মত দায় এড়িয়ে যাবার কোন সুযোগ নেই, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি স্টেটমেন্ট দিতে হবে এই মৃ/ত্যু''র ঘটনা নিয়ে।

>PUSAB

আমি ছোট বেলা থেকেই দেখি আম্মু কিভাবে বাবাকে অকথ্য ভা/ষায় গালিগা-লাজ করে। নানাকে কথা দিয়েছিলো তাই আমার বাবা দাদা অনেক ধৈ...
20/11/2025

আমি ছোট বেলা থেকেই দেখি আম্মু কিভাবে বাবাকে অকথ্য ভা/ষায় গালিগা-লাজ করে। নানাকে কথা দিয়েছিলো তাই আমার বাবা দাদা অনেক ধৈর্য ধরে ছিলেন।

আমার দাদুকেও অনেক জ্বা/লাইছে! পরে আমার বোন ছোট এই অযুহাত দিয়ে আ/লাদা হয়ে গেছে। আমার দাদু ২০১৭ সালে ওমরাহ করতে গিয়ে সেখানেই মা\রা যান। সেই দাদুকে তুলেও বাবাকে বাজে ভা/ষায় গা/লি গা/লাজ করেন।😢

আমাদের তিন বোনকে প্রায় মানু/ষিক রো/গী বানায় ফেলছে! আমাদের ও এতোটা বা/জে ভা/ষায় গা/লি-গালাজ করেন।

এমনকি- "বাপরে বিয়ে করে এক রুমে থাকিস!" এসব ধরনের কথাও উনি বলেন। উল্লেখ্য- "আমার বাবা মা দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। হঠাৎ দরকার এ বাবা আজকে আম্মুর কাছে ৫০০ টাকা চাইছে, আর আম্মু চিল্লায় চিল্লায় অনেক বা/জে কথা বলছে তার গলা আশেপাশে ১০ গ্রাম অব্দি শোনা যায়।

উনি একজন শিক্ষিকা হয়েও কিভাবে এত বা/জে ভাষায় আচরণ করেন। যা আমাদের সহ‍্যের বাইরে চলে গেছে।😰

এখন বাবা বলছে বেশি বারাবারি করলে তা/লাক দিবে।এর আগেও একবার বলছে যে তা/লাক দিবে। তাদের কি তা/লাক কার্যকর হয়ে গেছে? আর আমি শুনেছি কোনো পুরুষ যদি তার স্ত্রী এর উপর সন্তুষ্ট থাকে সেই স্ত্রী জান্নাতে যাবে অথচ আমার বাবা বলে গেছে সে
মা/রা গেলে যেনো আম্মুকেও লা/শ টা না দেখায়।

আম্মুকে কিভাবে ভালো পথে আনতে পারি। উনি সবাইকে ছোট করে দেখে সবার সাথে বাজে ব্যবহার করে। সামনে দিয়ে তেল মারে পিছনে ক্ষ/তি করে।ওনাকে কি স্বাভাবিক জীবনে আনা কি পসিবল?

উনি তা/বিজ এ বিশ্বাস করেন। ওনাকে আমি আমার ১৯ বছরের জীবনে হাতে গোনা ৬*৭ বার নামাজ পড়তে দেখছি তাও তা/বিজ আনার পর।

ওনাকে কিভাবে ভালোর পথে আনবো? ওনার মুখের ভা/ষা এতোই জঘন্য যে সবাই আমাদের বিয়ে কিভাবে হবে সেই টেনশনে পড়ে গেছে। আমার বাবা দিন দিন অনেক অসুস্থ হয়ে গেছে! কখন মা/রা যায় তাও ঠিক নাই!

এমনটা হলে আম্মু সব দো/ষ আমাদের দিবে। এই দায়ভার থেকে মুক্তি পাবো! কিভাবেছোট বোন হিসেবে কিছু উপদেশ দিয়ে যান।😰

>নাম প্রকাশ করবেন না।🙏

আমার কাজিনের; পর পর দুই মেয়ে জন্ম হওয়ার অপ/রাধে- ''ওর হাজবেন্ড, ওকে ডি"ভো''র্স দিয়েছিলো।''আলহামদুলিল্লাহ, এখন আগের দুলাভ...
20/11/2025

আমার কাজিনের; পর পর দুই মেয়ে জন্ম হওয়ার
অপ/রাধে- ''ওর হাজবেন্ড, ওকে ডি"ভো''র্স দিয়েছিলো।''

আলহামদুলিল্লাহ, এখন আগের দুলাভাই এর নতুন ঘরে আবারো কন্যা সন্তান হয়েছে ৪/৫ মাস আগে।

আর এদিকে আমার কাজিনের নতুন স্বামীর ঘরেও আলহামদুলিল্লাহ দুই(জমজ) পুত্র সন্তান হয়েছে আজ।💕

আসলেই সৃষ্টিকর্তার ইচ্ছে বুঝা বড় দায়।

আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী।
আলহামদুলিল্লাহ।💕

>মায়া

মেট্রোরেলের এই সিট গুলো মূলত 'কাদের' জন্য বরাদ্দ জানেন? এই 'বৃদ্ধা' মহিলা; মেট্রোরেলের ফ্লোরে বসে যাচ্ছে, দাঁড়াতে পারছে ...
20/11/2025

মেট্রোরেলের এই সিট গুলো মূলত 'কাদের' জন্য বরাদ্দ জানেন? এই 'বৃদ্ধা' মহিলা; মেট্রোরেলের ফ্লোরে বসে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, বললেন- ''পায়ে অনেক ব্য''থা।'' আর এদিকে টাটকা তাজা টগবগে জোয়ান মানুষ গুলো বসে বসে যাচ্ছে। কী প্রাণ দিলে আল্লাহ, প্রাণে পানি দিলে না। 😑

>Sru Tti

আমি একজন উচ্চবিত্ত পরিবার থেকে উঠে আসা নারী। নিজে একটি private university-তে শিক্ষকতা করি। আমার স্বামীও তার একটি private...
20/11/2025

আমি একজন উচ্চবিত্ত পরিবার থেকে উঠে আসা নারী। নিজে একটি private university-তে শিক্ষকতা করি। আমার স্বামীও তার একটি private university-তে lecturer ছিলেন। আমাদের সংসার ছিল দীর্ঘ ১১ বছরের—একটি স্থির, শান্ত, পরিপূর্ণ সম্পর্ক, যেখানে আমি আমার স্বামীকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারতাম। যখন আমাদের জীবনে কন্যাসন্তান এলো, তখন সে আরও বেশি পরিবারমুখী হয়ে যায়। আমাদের সব দায়িত্ব, বাচ্চার যত্ন—সব কিছু সে অত্যন্ত স্বাচ্ছন্দে এবং ভালোবাসা দিয়ে করত।

স্বামী-স্ত্রীর মাঝে যেসব ছোটখাটো সমস্যা থাকে, সেগুলোও কখনো আমাদের সংসারে দেখা যায়নি। সে ছিল খুব calm, gentle এবং level-headed একজন মানুষ।

হঠাৎ সে সিদ্ধান্ত নিলো দেশের বাইরে USA-তে গিয়ে PhD করবে। আমি চেয়েছিলাম আমরা দু’জন এবং আমাদের মেয়েকে নিয়ে একসাথে যাই, কিন্তু সে বলল-
“তোমরা এখানেই থাকো। বাচ্চার school আছে। PhD শেষ করেই আমি Bangladesh-এ ফিরে আসব।”

তার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল- ''সে একা গেলে কিছু ভুল করবে!'' এমন ভাবনা কখনো মনে আসেনি।
কিন্তু USA তে যাওয়ার কিছুদিন পর থেকেই তার আচরণ বদলাতে থাকে। যোগাযোগ ধীরে ধীরে কমে যায়। সব সময় busy, মাঝেমধ্যে days goes by—no calls, no texts. আমার মনে সন্দেহ জাগতেও আমি নিজেকে থামাতাম, কারণ বিশ্বাস করার মতো একজন মানুষ সে ছিল।

তার PhD শেষ হওয়ার পর দেশে ফেরার কথা, কিন্তু সে ফেরেনি। বরং বলল—এখানের অবস্থার জন্য সে আর Bangladesh-এ ফিরতে চায় না। USA-তে নাকি তার better opportunities এসেছে। আমি বললাম—
“ঠিক আছে, তাহলে আমাদের immigration process start করি।”

সে শুধু বলত—“হবে, হবে। Time লাগবে।”
সময় যত গেল, আমাদের দূরত্ব তত বাড়ল।
যে মানুষটা মেয়ের জন্য literally পাগ\ল ছিল, সে এখন মাসে একদিনও ঠিকমতো ফোন করে কথা বলে না। আমার মেয়ে “Baba” শব্দটা শুনলেই চোখ ভিজে যায়-
আর অন্যদিকে তার কোনো অনুভূতিই নেই।

আমি বারবার জিজ্ঞেস করতাম-
“Is everything okay? কোনো সমস্যা আছে?”
প্রতিবারই উত্তর—“No problem. I’m just busy.”
তার আচরণে অদ্ভুত এক উদাসীনতা তৈরি হয়।
আমি তাকে না জানিয়ে নিজে এবং মেয়েকে নিয়ে US visa-র জন্য চেষ্টা করি। চেষ্টা সফল হয়। এই খবর সে জানার পর হঠাৎ বলে-
“আমি Bangladesh-এ আসব।”

চার বছর সময় হয়নি, আর এখন যখন আমি USA আসতে চাই—তখন সে দেশে আসতে চায়। তিন-চারবার বলেও সে দেশে আসেনি।

এরমধ্যেই আমার visa হয়ে যায়।
আমি address জেনে তাকে surprise দিতে USA-তে তার বাসায় যাই।

কিন্তু surprise নয়, আমি জীবনের সবচেয়ে বড় shock পাই।

আমার স্বামী USA-তে এক মহিলাকে বিয়ে ছাড়াই একটি সংসার শুরু করেছে।

একটি মেয়ের সাথে long-term relationship এ আছে, এবং তাদের একটি baby পর্যন্ত হয়েছে।
মেয়েটি তারই university-র student ছিল। USA যাওয়ার পর তারা ঘনিষ্ঠ হয়, সম্পর্ক বাড়ে, এবং শেষ পর্যন্ত তারা দু’জন বিয়ে ছাড়াই একসাথে থাকার সিদ্ধান্ত নেয়।

আমাকে, আমার মেয়েকে, আমাদের ১১ বছরের সংসারকে—সবকিছুকে দিনের পর দিন মি/থ্যা বলে সে এই double life চালিয়ে গেছে।

যে মানুষটা আমাকে ছাড়া কিছু ভাবতে পারত না—সে আজ আরেকজনের স্বামী এবং আরেক শিশুর বাবা।
আজ সে আমাকে sorry বলছে।

বলছে—
“I want both of you and her.”
কিন্তু আমি জানি—জীবনে একসাথে দুটো সত্য কখনো পূরণ হয় না।

আমি নিজের স্বামীকে অন্য নারীর সাথে ভাগ করে নেব—এটা কখনোই সম্ভব নয়।
আমি চাইলে কঠিন legal action নিতে পারতাম।
কিন্তু আমি নেব না।

কারণ একজন মানুষ যদি নিজের ইচ্ছায় অন্যের হয়ে যায়—তাকে টেনে ধরে রাখা আত্মসম্মানের অ''প/মান।
Bangladesh ফিরে গিয়ে আমি তাকে তা/লা''ক দেব।
এই সম্পর্ক এখানেই শেষ।

এটাই আমার মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত।
আমি কি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি? নাকি আমার শান্তি, সম্মান ও ভবিষ্যতের জন্য এটিই সঠিক পথ?

>নাম প্রকাশ করবেন না।

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Anik BD Story World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik BD Story World:

Share