Anik BD Story World

Anik BD Story World সত্যকে সবার সামনে তুলে ধরা-ই আমাদের মূল লক্ষ্য!

ফেসবুকে পরিচয়। সেখান থেকে প্রেম। প্রায় ১বছরের সম্পর্কে দশ ঘন্টা জার্নি করে প্রথমবার মানুষটা এসেছিল আমার সাথে দেখা করতে। ...
29/09/2025

ফেসবুকে পরিচয়। সেখান থেকে প্রেম। প্রায় ১বছরের সম্পর্কে দশ ঘন্টা জার্নি করে প্রথমবার মানুষটা এসেছিল আমার সাথে দেখা করতে। সাথে করে এনেছিল আমার পছন্দের "বেলি ফুলের মালা আর অনেকগুলো চকলেট!"

একটা গোটা দিন তার সাথে ঘুরলাম, ফিরলাম রিক্সায় চড়লাম। দিনটা স্বপ্নের মতো ছিলো। একদমি ছাড়তে ইচ্ছে করছিলনা। টিকেট করে বাসে উঠার সময় ওর চোখে পানি দেখে আমি অবাক হয়েছিলাম।

পুরুষ মানুষের চোখে জল নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছিল! কিন্তু পরদিন থেকেই শুরু হয় তার অব-"হে"লা। কল দিলে রিসিভ করে না, মেসেজ দিলে রিপ্লাই করে না।

মোটকথা আমার সাথে কথায় বলতে চায়না। হয়ত সে আমাকে যতটা "সুন্দরী মেয়ে" আশা করেছিল, আমি ততটা সুন্দরী নই। এটাই আমার অ"প"রাধ। এখনও মাঝেমাঝে কথা হয়, তবে সম্পর্কটা আর নাই! ম/রে গেছে! 😊

>সুমনা

সাকিবের পোস্টে -"পানি লাগবে? পানি?" খ্যাত জুলাই শ"হী"দ 'মীর মুগ্ধের' ভাই মীর স্নিগ্ধের কমেন্ট।>Fariha Jaman Mitu
29/09/2025

সাকিবের পোস্টে -"পানি লাগবে? পানি?" খ্যাত জুলাই শ"হী"দ 'মীর মুগ্ধের' ভাই মীর স্নিগ্ধের কমেন্ট।

>Fariha Jaman Mitu

যারা গার্মেন্টসে চাকরী করে, তারা সারা মাস পরিশ্রম করে যে টাকা পায়! তাতে কোনরকম খেয়ে পরে জীবন যাপন করে।তাদের সংসারের প্রত...
29/09/2025

যারা গার্মেন্টসে চাকরী করে, তারা সারা মাস পরিশ্রম করে যে টাকা পায়! তাতে কোনরকম খেয়ে পরে জীবন যাপন করে।

তাদের সংসারের প্রতিটা জিনিস অনেক ক"ষ্টে কেনা, তাই মায়াও একটু বেশী।

গার্মেন্টস শ্রমিক 'রফিক মিয়া' হয়তো তার শখের "ফ্রীজটা' অনেক ক"ষ্টে কিনেছিলেন! তাই তো নিজের প্রা"নে"র মা"য়া না করে, মানুষের নি"ষে"ধের পরেও লু"কি"য়ে রুমে গেলেন- "ফ্রীজটাকে যদি কোনোভাবে বের করে আনা যায়!"

কিন্তু ভাগ‍্যের কী নি"র্ম"ম পরিহাস! 'রফিক মিয়া' জী/ব"ন নিয়ে আর ফিরতে পারেননি স্ত্রী সন্তানের কাছে।

আ/গু"নের লেলিহান শি"খা তার ফ্রি''জে"র সাথে তাকেও পুঁ/ড়ি"য়ে ছা/ই করে দিয়েছে।😢

আল্লাহ্ তাকে জান্নাত দান করুক

>Alif Agro

সুনেহ-রার ২০০ টাকার শাড়ির ভিডিও ভা"ই"রাল হওয়ার পর অনেকে কমেন্ট করছে যে - "লাখ টাকার মেকাপ করে, বো"কা বানাইতেছে ব্লা ব্লা...
29/09/2025

সুনেহ-রার ২০০ টাকার শাড়ির ভিডিও ভা"ই"রাল হওয়ার পর অনেকে কমেন্ট করছে যে - "লাখ টাকার মেকাপ করে, বো"কা বানাইতেছে ব্লা ব্লা।" এজন্য সে দেড়শ' টাকার শাড়ি, এফোর্ডেবল মেকাপ আর বাটন ফোন ইউজ করে আরেকটা কন্টেন্ট বানাইছে।

ইউজ করা প্রত্যেকটা মেকাপ প্রোডাক্টের দাম দেওয়া ছিল। এফোর্ডেবল কারেক্টরের দাম ১৬৫০ টাকা। মেকাপ বলতে যারা পাউডার আর লিবিস্টিক বোঝে, তাদের কাছে ১৬৫০ টাকার কারেক্টর বা ১৮০০ টাকার ফাউন্ডেশন মানে লাখ টাকার মেকাপ ই।

ভিডিও টা এস্থেটিক তো হইছে, কিন্তু সুনেহরার উচিত ছিল একটা লিপস্টিক দিয়েই ব্লাশ, আই শ্যাডো, লিপস্টিক সব দেওয়া (দেওয়া যায় আসলে। আমরা অনেকেই মাঝে মাঝে দেই)।

তাহলে সবাই বলতো, মাইয়ার খালি লিবিস্টিক কিনলেই হয়। আর কিছু কিনোন লাগে না। এক্কেরে ওয়াইফ ম্যাটেরিয়াল!😬

>Atia Ibnaat

আমি ডি"ভো'র্সী একজন না"রী৷ একটা বাচ্চা আছে৷ বিয়ের মাত্র ৬ মাসেই ডি"ভো"র্স হয়েছিল আমার৷ তখন পে/টে বাবু ছিল সেটাই বুঝিনি৷ ...
29/09/2025

আমি ডি"ভো'র্সী একজন না"রী৷ একটা বাচ্চা আছে৷ বিয়ের মাত্র ৬ মাসেই ডি"ভো"র্স হয়েছিল আমার৷ তখন পে/টে বাবু ছিল সেটাই বুঝিনি৷ পরে বুঝার পরে বাবুটা রেখে দিয়েছিলাম৷

যাইহোক, এখন বাবু দুই বছর হয়েছে৷ ভেবেছিলাম আর কখনোই বিয়ে করব না৷ কিন্তু পরিস্থিতি আমাকে বা\ধ্য করতেছে৷ এ সমাজে বিয়ে ছাড়া ডি'ভো"র্স না"রী"র অনেক ফা/ই"ট করতে হয়৷ আমি খুব ক্লান্ত, আমার এত মানসিক শক্তি নেই ফা'ই"ট করার৷

এখন বিয়ে করতে চাচ্ছি৷
কিছু মনে করবেনা, একটু বিব্রতকর একটা সম"স্যায় ভুগ"ছি৷

মা"থা"য় সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খায়৷ আমাকে কি আমার দ্বিতীয় হাজবেন্ড মেনে নিতে পারবে, মে"লা"-মে"শার সময় কি তার মাথায় আসবে না "এই মেয়ে আগেও কারো সাথে মেলা-'মে''শা করেছে৷"

সে কি ভালোবেসে আমার কাছে আসবে? নাকি শুধু মাত্র না"রীর শ'রী"র হয়ে থাকবো তার কাছে৷ হাজবেন্ড ডি"ভো"র্স বা বিপত্নীক হলে আমার সম"স্যা নেই৷ আমি ইজিলি তাকে মেনে নিতে পারব, কারণ আমিও ডি"ভো"র্সী৷ বরং আমি অবিবাহিত ছেলে বিয়েই করব না, যদিও এমন একটা প্রস্তাব পেয়েছি আমি৷ আমি চাচ্ছি ডি"ভো"র্সী কাউকে বিয়ে করতে৷

যাইহোক, আপনারা যারা পুরুষ আছেন বা দ্বিতীয় বিবাহ করেছেন ডি"ভো"র্সী কোন নারীকে তাদের কাছে প্রশ্ন আপনারা কি সুখে আছেন দাম্পত্য জীবনে?

বিশেষ করে মেলা-মে"শা''র ব্যাপারটাতে কি কোন স"মস্যা হয়? আপনার কি মনে হয় স্ত্রী তো আগে অন্য কারো শ"য্যা-সঙ্গী ছিল৷ এমন বা/জে ধারণা কি আসে মনে?

আমার বিয়ে করতে ভ/য় হচ্ছে আমার হাজবেন্ড এর যদি এমন ধারণা আসে মনে যদিও সে জেনে শুনেই বিয়ে করবে যে- "আমি ডি"ভো"র্সী না"রী৷" তারপরও কি পুরুষেরা এটা মেনে নিতে পারে যে, -"তার স্ত্রী আগে কারো সাথে শু/ই"ছে?"😢

>নাম প্রকাশ করবেন না।

বিএনপি-র কাউন্সিল চলাকালে বি'য়ে'র দাবিতে সভাপতি প্রার্থী "লিয়াকত আলী লিটনের" প্রেমিকা এসে হাজির! প্রেমিকা নার্গিস আক্তার...
29/09/2025

বিএনপি-র কাউন্সিল চলাকালে বি'য়ে'র দাবিতে সভাপতি প্রার্থী "লিয়াকত আলী লিটনের" প্রেমিকা এসে হাজির! প্রেমিকা নার্গিস আক্তারের উপস্থিতি দেখে মঞ্চ ছেড়ে দৌড়ে পা"লা"লেন প্রেমিক "লিয়াকত আলি!''

প্রেমিকা 'নার্গিস আক্তার' এর দাবি, -"প্রেমিক 'লিটন' এর সাথে দের বছরেরও বেশি সময় ধরে তার প্রেম! প্রেম চলাকালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাচ বারেরও বেশি তার সাথে শা"রী"রি"ক সম্পর্কে লিপ্ত হয়েছেন প্রেমিক 'লিটন'!"

একাধিক বার বিয়ের কথা বলার পরেও প্রেমিকের কোনো গ্রহণযোগ্য উত্তর তিনি পাননি। শেষপর্যন্ত তাকে সবখান থেকে ব্ল"ক করায়, রা"গে ক্ষি/প্ত হয়ে এই সমাবেশে বিয়ের দাবী নিয়ে উঠেন। প্রেমিক তাৎক্ষণিকভাবে পা"লি"য়ে যাওয়ায়, আ"ই"নের সহায়তা চাইলেন "নার্গিস!"

সমাধান কি চান? জানতে চাইলে 'নার্গিস আক্তার' জানান- "প্রয়োজনে এখান থেকে আমার লা/শ যাবে, তবুও তাকে বিয়ে না করে এখান থেকে আমি যাবো না!"

আলোচিত এবং সমালোচিত টিকটক ভ্লগার "ফারহানা বিথী'' রো"ড এ"ক্সি/ডে"ন্ট করেছে! ওই দু"র্ঘ"টনায় হালকা পাতলা আ"ঘা/ত পেয়েছেন তিন...
28/09/2025

আলোচিত এবং সমালোচিত টিকটক ভ্লগার "ফারহানা বিথী'' রো"ড এ"ক্সি/ডে"ন্ট করেছে!

ওই দু"র্ঘ"টনায় হালকা পাতলা আ"ঘা/ত পেয়েছেন তিনি! পাশাপাপাশি তার শখের গাড়ির অর্ধেক ভে"ঙে গেছে!

সেখানে থাকা প্রত্যক্ষদর্শীদের ভাষ‍্যমতে জানা যায়- "তিনি বে-"প"রোয়া গাড়ি চালাচ্ছিলেন বলেই ওরকমটা হয়েছে। তার এমন বে-"প"রোয়া গাড়ি চালানোর ফলসরূপ সাধারণ মানুষের জীবনও ক্ষ"তি-গ্র"স্ত" হতে পারতো। তবুও তার পক্ষ থেকে কোনো অনুশোচনামূলক কিছু শোনা যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত কজনের সাথে তিনি বি"ত"র্কে জড়ান। দু"র্ঘ"টনার পর যখন প্রত্যক্ষদর্শীরা দেখেন ভুক্তভোগী হলেন "ফারহানা বিথী''।

তখনই সাহায্যে এগিয়ে না এসে, সবাই হাসাহাসি করেন এবং ভিডিও করতে ব‍্যস্ত হয়ে পড়েন এবং তাকে উদ্দেশ্য করে নানান মন্তব্য করেন।

এই আচরণে ক্ষী/প্ত হয়েই তিনি প্রত্যক্ষদর্শীদের উপর ক্ষো/ভ ঝাড়েন।

এরমধ্যে অনেকেই বলছিলেন - "এমন কোটি ফলোয়ার ওয়ালা ভ্লগার হয়ে লাভ কী আপু? যার বি"প"দে মানুষ এগিয়ে না এসে হাসি ঠা"ট্টা করে! তারচেয়ে বরং এমন কিছু করেন, যার অবদানে মানুষ আপনার জন্য যেকোনো সময় প্রস্তুত থাকবে, সাহায্যে এগিয়ে আসার জন্য।"🙂

বেড়িয়ে এসেছে 'তায়েবা হ\ত্যা"র মূল ঘটনা! চাচা 'শাহান সরদারের' বড় মেয়ে ঢাকা কোনো এক ছেলের সাথে পা"লি"য়ে গিয়েছিলো! পরে বাড়ি...
28/09/2025

বেড়িয়ে এসেছে 'তায়েবা হ\ত্যা"র মূল ঘটনা! চাচা 'শাহান সরদারের' বড় মেয়ে ঢাকা কোনো এক ছেলের সাথে পা"লি"য়ে গিয়েছিলো! পরে বাড়িতে আসার পর তার আপন চাচা 'টিটু সরদার' তাকে দুইটা থা"প্প"র দেয়!

সেই ক্ষো/ভ থেকেই 'শাহান সরদারের স্ত্রী' আয়েশা! যিনি নাকি সখিপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা।

তার প্রথমে উদ্দেশ্য ছিলো টিটু সরদারের মেয়ে তায়েবা-কে থা/প্প"র দিয়ে তার মেয়ের ব"দ"লা নিবে।

কিন্তু যখন - "স্ব-জোরে থা"প্প"র দিলো, তখনই তায়েবা'র কান থেকে গড়গড়িয়ে র"'ক্ত পড়তে থাকে!

এবং ঘটনাস্থলেই অ"জ্ঞা"ন হয়ে যায়। আর তখনই তায়েবাকে একেবারে মে/রে ফেলার সি"দ্ধা"ন্ত নেয় শিক্ষিকা আপন চাচি 'আয়েশা'। সাথে সাহায্যকারী হিসেবে শাহান সরদারের মেয়ে এবং বাড়িতে কর্মরত রং মিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।

আরও জানায়- "তায়েবাকে মে/রে ড্রা"মে"র ভিতর ভরে রাখা হয় ১দিন! যেন পরিস্থিতি বুঝে তারা পরবর্তী পদক্ষেপ নিতে পারে।

যে প্রতিবেশীর টয়লেটের ট‍্যাং/কে পাওয়া হয়, তখন ওই মহিলাও দেখে ফেলে লা/শ ফে"লা"নোর সময়।

তারপর সে চিৎকার দিতে চাইলে, তিনজনেই প্রতিবেশীর মু/খ চে/পে ধরে এবং এই ঘটনা গো"প"ন রাখার হু"ম"কি দেয়া হয়। পরবর্তীতে যদি কাউকে জানানো হয়, তবে তাকেও মে/রে ফে"লা"র হু"ম'কি দেয়া হয়। এবং যত তাড়াতাড়ি সম্ভব সে যেন এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যায়, সেই নির্দেশনা ও দেয়া হয়।

পরবর্তীতে সেই মহিলাকে যে কোনো ভাবেই হোক, খুজে বের করতে সক্ষম হয় প্র"শা"সন।

পরবর্তীতে "শাহান সরদারের স্ত্রী, মেয়ে - টিটু সরদার ও তার স্ত্রীর পা ধরে ক্ষ/মা চায়। কিন্তু আশানুরূপ সাফল্য লাভ হয়নি।

বর্তমানে হ/ত্যা"-কারীদের গত দুই দিন যাবৎ সখিপুর থা\না হাজতে রাখা হলেও কোনো এক রাজনৈতিক শক্তির কারনে এই ঘটনাও চে/পে রেখেছিলো সকলেই। এবং ঘটনা গো/প"ন রাখার হু/ম"কি দেয়া হয়। এর কারন কি ছিলো? জানার চেষ্টা চলছে।

বর্তমানে এই ঘটনাও প্রভাব-শা"লী"রা ধামা-চা/পা দেওয়ার সর্বোচ্চ পায়তারা বা দা"লা"লী চলছে! একবারও কি মাসুম বাচ্চাটার কথা ভাবছে না কেউ? সবাই কি মানুষ খে/কো ন"র"-পি"শা/চে পরিনত হয়ে গেলো?

নি"ষ্পা"প শিশু 'তায়েবা' কি ক্ষ/মা করবে তোমাদেরকে?🙂

সারাজীবন শুনলাম, দেখলাম "অনেক চেষ্টার পরেও 'ছেলে সন্তান না হলেই, মানুষ আরেকটা বিয়ে করে।" অথচ জীবনে আজ প্রথম দেখলাম এই ঘট...
28/09/2025

সারাজীবন শুনলাম, দেখলাম "অনেক চেষ্টার পরেও 'ছেলে সন্তান না হলেই, মানুষ আরেকটা বিয়ে করে।" অথচ জীবনে আজ প্রথম দেখলাম এই ঘটনা- "কন‍্যা সন্তান লা"ভে''র জন্য কেউ প"র"কিয়া করে।

"সানজিদা আক্তার মরিয়ম'' নামের মেয়েটা খুব অ/ল্প বয়সেই ভালোবেসে 'সাজ্জাদ' নামের এক প্রবাসী ছেলেকে করছিলেন বিয়ে!"

সেই 'সানজিদা এবং সাজ্জাতের সংসারে রয়েছে ২টা ছেলে। ছেলে সন্তান দুটো দেখতে মাশাআল্লাহ।

অথচ সবার অগোচরে সানজিদা মেয়েটা; কতটা চুপচাপ। এক বছরের ও অধিক সময় ধরে, স্বামীর প"র"কিয়া, বিভিন্ন না"রী"দের সাথে অ/বৈ"ধ মে"লা-মে"শা" এবং
অ/ত্যা"চার সয্য করে গেছে নিরবে।

শেষপর্যন্ত আর পেরে উঠতে পারছিলেন না সানজিদা। ধৈর্য্যের বাঁ"ধ ভে/ঙ্গে যায়। তখন।

যখনই স্ত্রী সানজিদা'র অনুপস্থিতিতে -"স্বামীর প"র"কীয়া প্রেমিকা 'রুপা'র সঙ্গে অ"ন্ত"রঙ্গ মূ"হু"র্তে, হাতে নাতে ধ"রে ফেলেন স্ত্রী সানজিদা।"

এবং সেটি হয়েছে তারই নিজের বেড-রুমে "স্বামীর সাথে তার প"র"কীয়া প্রেমিকা রুপা-র অ/বৈ"ধ কাজে লি/প্ত থাকা অবস্থায়।"

আরও জানা যায়- "প''র"কিয়া প্রেমিকা রূপার সংসারেও রয়েছে 'স্বামী, এবং দুই পুত্র সন্তান, স্বামীকে ধোঁ/কা দিয়ে, ২সন্তানকে ঘরে রেখে, এভাবেই অবাধে দিনের পর দিন প"র"কিয়ায় লি"প্ত ছিলেন তিনি।"

তিনি কী একবারো ভাবেনাই?
-''যে পুরুষ; নিজের বউ রেখে, তাকে পিরিতি দেখাচ্ছে, ২দিন পর যে তাকেও লা"^থি দিবে না! সেই গ্যা"রা"ন্টি কি?"

তার বর্তমান স্ত্রী কী ব/ন্ধ্যা ছিলো? যে তাকেই প্রয়োজন হলো, আরেক বে"ডা"র কাছে গিয়ে অ"বৈ"ধ "মে"য়ে সন্তান জ"ন্ম দিতে?"

মানুষের বিবেক আজ কোথায় গিয়ে ঠেকেছে?😰

মানে "ছেলে জন্ম দেয়াবে ঘরের বউকে দিয়ে, আর "মেয়ে সন্তান জন্ম দেয়াবে প"র"কিয়া প্রেমিকাকে দিয়ে!"

আরও জানা যায় -"মেয়ে সন্তান হবার পর, দুবাই গিয়ে বিয়ে করবে প"র"কীয়া প্রেমিক সাজ্জাদ এবং প"র"কীয়া প্রেমিকা রুপা। এমন পরিকল্পনাও তারা ইতিমধ্যেই করে ফেলেছিলেন।"

পুরো ঘটনার - ছবি, ভি"ডি"ও, ভ"য়ে"স এবং সব মেসেজ স্ত্রী সানজিদার হাতে সংরক্ষিত আছে।

ঘটনা : রারীর-চর, চান্দিনা, কুমিল্লা

সেদিন আ"ড়ং এর ক্যা"শ কাউন্টারে গিয়ে পুরাই ভ্যাবাচেকা খেয়ে গিয়েছি। আমাকে বললো কাগজের এই নর্মাল ব্যাগটার জন্য আমাকে এক্সট্...
28/09/2025

সেদিন আ"ড়ং এর ক্যা"শ কাউন্টারে গিয়ে পুরাই ভ্যাবাচেকা খেয়ে গিয়েছি। আমাকে বললো কাগজের এই নর্মাল ব্যাগটার জন্য আমাকে এক্সট্রা ১৫ টা/কা দিতে হবে নাকি।

জিজ্ঞেস করলাম -"কাপড় কিনলে সাথে ব্যাগ যদি না দেন, তাহলে কী দিয়ে বাসায় নিবো? ব্যাগ তো সাথেই দেওয়ার নিয়ম, ব্যাগের জন্য আলাদা করে কেন পনেরো টাকা(!) পে করতে হবে?"

তারা উত্তর দিলো -"এটাই নাকি তাদের নতুন নিয়ম। অনেক দিন পর শপিং করতে যাওয়ায় মনে করেছিলাম এটাই হয়তো নতুন বাংলাদেশের নতুন কোন নিয়ম হবে হয়তো, যেটা আমি জানতাম না।"

আমার কথা হচ্ছে মানুষের পকেট কা/টা"র জন্য ব্যাগ বাবদ টাকাই যদি নিতে হয়, তাহলে একটা ব্যাগ বানাইতে যে খরচ হয়, সেইটা নিক। আড়ং এর এই ব্যাগ বানাইতে সর্বোচ্চ ৩-৫ টাকা লাগে কিন্তু তারা তো দিনে দুপুরে প্রকাশ্যে ডা/কা"তি করে গ্রাহক থেকে ১৫ টাকা হাতিয়ে নিচ্ছে। পুরোই ডিজিটাল ডা"^কা"তি!

দ্বিতীয় কথা হচ্ছে, ব্যাগের মূল্য যদি আ"ড়ং'কে ১৫টাকা দিতেই হয়, তাহলে ব্যাগের মধ্যে তাদের ব্রান্ডিং নেইম, লগোতে আড়ং ই-বা কেন লেখা থাকবে। টা"কা দিয়ে ব্যাগ কিনে পুরো পথে পথে তাদের মাগনা ব্রান্ডিং করতে করতে যাবো কেনরে ভাই?

এই রা/ষ্ট্রে"র যদি নূন্যতম আইন কানুন থাকে, তাহলে আ"ড়ং কে এর জন্য আগামী ২৪ ঘন্টার মধ্যে জবাবদিহিতায় আনা উচিত।

হা^'সি"না আমলে এতো লু"ট"-পাটের মধ্যেও দিবালোকে গ্রাহকদের সাথে প্র"তা'র'ণা তো আ"ড়ং করতে পারে নাই?

এখন কেন হুট করে তারা বে"হু"দা ১৫ টাকা নিচ্ছে? চব্বিশ ঘন্টার মধ্যে আ"ড়ং"-কে জবাবদিহিতার আওতায় না নিয়ে আসলে আমরা ধরে নিবো কোন উ"প"দেষ্টা বিশাল এমাউন্ট টা/কা"র বি"নি''ময়ে আ"ড়ং''-কে শে\ল্টা"র দিচ্ছে এই অ"নি"য়ম করতে।

>Muhammad Miraj Mia

মুন্সিগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা! নতুন জামাইয়ের গাড়ি আ'ট'কি'য়ে জি/ম্মি করার ...
28/09/2025

মুন্সিগঞ্জে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা! নতুন জামাইয়ের গাড়ি আ'ট'কি'য়ে জি/ম্মি করার পর, নতুন বউকে ছি/নি"য়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পথিমধ‍্যে বউ হারিয়ে "বর অসহায় অবস্থায় একা বাড়ি ফিরতে বাধ্য হন।"

বরপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা ফেরার সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গ"তি"রো"ধ করে। পরে নববধূকে জোর-পূ"র্ব"ক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। তারপর ঘটনাটি মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে তদন্ত করলে উঠে আসে আসল র"হ"স্য -

পারিবারিক সূত্রে জানা গেছে-
বর 'মুরাদ বেপারী' এবং কনে 'সুমাইয়া আক্তার' এর আজ থেকে প্রায় ছয় মাস আগেই তাদের কাবিন সম্পন্ন হয়েছিল।

নির্ধারিত দিন অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে নিয়ে আসতে যান বরযাত্রীরা। তবে বিয়ের দিন সামান্য খাবারের ব‍্যাপারকে কেন্দ্র করে বর পক্ষের লোকেরা কথা কা"'টা-কা/টি করেন।

এবং পরবর্তীতে এই ঘটনার জের ধরেই নববধূকে নিয়ে ফেরার পথে কনের ভাই কয়েকজন লোকজন নিয়ে গাড়ি আ"ট"কায় এবং নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায় বলে জানান বর। বর পক্ষের লোকেরা জানান- যে পরিবারের মানুষজন সামান্য খাবার কম বেশি নিয়ে বিয়েতে ঝামেলা করতে পারে, ওরকম পরিবারে মেয়ে দিবো না!

গত শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আমি মধ্যপ্রাচ্যের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি। পাশাপাশি টুকিটাক ইনকাম আছে আলহামদুলিল্লাহ।গু"না"হ থেকে বাঁ"চা"র জন্য একমাস ...
27/09/2025

আমি মধ্যপ্রাচ্যের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি। পাশাপাশি টুকিটাক ইনকাম আছে আলহামদুলিল্লাহ।
গু"না"হ থেকে বাঁ"চা"র জন্য একমাস আগে বিয়ে করেছি।

বিয়ের আগে শুধু দ্বীনদারিতাকে প্রাধান্য দিয়েছি।
মেয়ের ফ্যামিলি থেকে কোন কিছু নেইনি।
আমার মহর নির্ধারিত হয়েছিলো। আমি স্টুডেন্ট এজন্য কিছু বাকি রাখতে চেয়েছিলাম কিন্তু তাদের আগ্রহে পরবর্তীতে ঋ/ণ করে পরিপূর্ণ দিয়ে দেই।

তারা বিয়ের পূর্বে আমাকে জানায় এই যে বিয়েতে মেয়েদের এগুলা দিতে হয় লিষ্ট দেয়। আমার সমর্থ্য অনুযায়ী আমি প্রায় সবকিছু তাদের লিস্ট অনুযায়ী নিয়েছি।

সেগুলো নিয়েই আমার প্রায় ৫০কে+ খরচ হয়েছে। মহর সহ তিন লাখ + খরচ হয়েছে।
তারপরেও তাদের পছন্দমত হয়নি। সরাসরি তারা বলেছে আমাকে।

আমি খুব ক"ষ্ট পেয়েছি , অথচ বিয়ের জন্য নূন্যতম কিছু গিফট ছেলেকে দেয় এগুলো দেয়নি আমার আশাও ছিল না।

শুধু একাউন্টে অল্প কিছু টাকা ১০k পাঠিয়ে বলেছে -"তুমি কিনে নিও।"

এটাতে আমি আরো অ"প"মানিত বোধ করেছি।
ডেট বা তারিখ সবকিছু যেহেতু নির্ধারিত হয়েছিল। আমি পিছাতে চাইলেও আর পরে তাদের সম্মানের ভ"য়ে পিছাইনি।

বিয়ের আগেও তারা নির্দিষ্ট করে দেয় যে -"আমাদের এখান থেকে 15-20 জনের বেশি তাদের জায়গা নাই বুফেতে, অথচ তারা ইনভাইট করেছে তাদের ২৫০+
এটা নিয়ে আমার সাথে আমার ফ্যামিলির অনেকের মনোমালিন্য হয়।

বিয়ের পর মেয়ের মা আমাকে বলে যে -"তাদের মেয়ের জন্য, অমুক অমুক জায়গা থেকে বিয়ে আসছে তারা দেয়নি! শুধু আমার দ্বীনদারিতা দেখে বিয়ে দিয়েছে।"

বিয়ের আগে -"আমার লাগেজ দেখে নাকি তাদের অনেক ক"ষ্ট হয়েছে। অনেক কিছুই বিয়ের জিনিস মিসিং!"

আরও এমন মন্তব্য করছে যে -" তুমি একজন মেরু-দ"ন্ড"হীন ছেলে। এমন ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিতে চাইনি। আগে জানলে কখনো দিতাম-ই না।"

তোমার বাড়ির এই স"ম"স্যা, সেই সমস্যা হেনতেন। বিয়ের দিন সরাসরি আমাকে এভাবে বলছে।

অথচ বিয়ের আগে তারা আমাদের বাড়িঘর দেখে পছন্দ করে আগাইছে। আমি আর তাদের ফ্যামিলির প্রতি কোনোভাবেই মন বসাতে পারতেছি না। ক"ষ্ট হচ্ছে অনেক।

দূরত্বটা অনেক। তারা ঢাকায় থাকে আর আমরা উত্তরবঙ্গের।

মেয়ে অনলাইনে পড়ে, সেখানে মাসিক বেতন দিত ৮০০ টাকার মতো। আমাকে দিতে বলার পর আমার একাউন্টে টাকা না থাকার কারণে, মেয়ে তার বাবাকে বলে যে -"এই মাসের বেতনটা যেন দিয়ে দেয়।"

তিনি বলেন যে -"তোমার তো বিয়ে দিয়ে দিয়েছি! এখনো কি এটা আমাকে-ই দিতে হবে? তাহলে এমন জামাই থেকে লাভ কি?"

পরবর্তিতে আমি দিয়ে দেই। শুধু কা"ন্না আসে আমার! তাদের আচরণ খুবই জ"ঘ"ন্য। 😢

>নাম প্রকাশ করবেন না।

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when Anik BD Story World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik BD Story World:

Share