Anik BD Story World

  • Home
  • Anik BD Story World

Anik BD Story World সত্যকে সবার সামনে তুলে ধরা-ই আমাদের মূল লক্ষ্য!

12/08/2025

বিয়ের পর পুরুষের ধ্বং"স অনিবার্য!
কারণ বউয়ের মন রক্ষা করতে চাইলে, মায়ের অ"ভি"শা"প লাগে! আর মায়ের মন রক্ষা করতে চাইলে, বউয়ের অ"ভি"শা"প লাগে!

দুই পাশের অ"ভি"শা"পে যখন পুরুষ ক্যারিয়ারে কিছুই করতে পারে না, শেষে বাবা হয়ে সন্তানের অ"ভি"শা"পে পুরুষের মৃ/ত্যু হয়!😅

>সংগ্রহীত

আমি একজন মেয়ে!  পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে, রিলেটিভসদের মধ্যে। ছেলে CSE engineer, বাবা মায়ের একমাত্র ছেলে ; আর কোন...
12/08/2025

আমি একজন মেয়ে!
পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছে, রিলেটিভসদের মধ্যে। ছেলে CSE engineer, বাবা মায়ের একমাত্র ছেলে ; আর কোনো ভাই-বোন নেই। ছেলে খুব introvert, কারো সাথেই খুব একটা কথা বলে না, কিন্তু ছেলের বাবা মা খুবই সুইট, তাদের ব্যবহার খুব ভালো।

আমাকে ছেলে প্রথম যেদিন দেখতে আসে সেই দিনই রিং পরিয়ে যায়। কথা ফাইনাল করে।

তারা আমার পরীক্ষার জন্য বিয়ের সময় পিছিয়ে দেয় যেন eaxm এ ঝামেলা না হয়,
সবকিছুই ঠিক আছে! কিন্তু সম"স্যা হলো বিয়ের কথা ফাইনাল হওয়ার পর almost ৬ মাস চলে গিয়েছে, কিন্তু ছেলে কখনো নিজে থেকে একটা ফোন বা ম্যাসেজ দিয়ে খোঁজ নেয়নি।

Even আমার এক্সাম সময়ও একটা ফোন দিয়ে খোঁজ নেয়নি, মানে বলতে গেলে তার মধ্যে কোনো দায়িত্ববোধ নেই, আমি তাকে নিজে থেকে কল দিয়ে ২বার কথা বলসি, সে বড়জোড় ১০মিনিটের বেশি কখনো কথা বলেনি, তার সাথে যখন আমাকে কথা বলতে দিয়েছে, তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম "আপনার কি বিয়েতে মত আছে নাকি আপনাকে force করে রাজি করানো হচ্ছে?"

তখন ওনি বলে :না, আমি ওদের একমাত্র ছেলে আমার মতের বাহিরে কিছুই করবে না`, কিন্তু পরবর্তীতে ওনার এরকম behaviour মানা যাচ্ছে না, Even সে social media তেও active বা তার লাস্ট পোস্ট ছিল ২০১৮ তে, আমি চাইনা সে প্রতিদিন কথা বলুক অথবা সম্পর্ক করুক, কিন্তু তাই বলে কি নিজে থেকে একবারও খোঁজ নিবে না?

কথা বলবে না? আমার মনে হয় সে হয়ত আমাকে পছন্দ করেনা, অথবা বিয়ে নিয়ে উদাসীন!

এদিকে বাসা থেকে বিয়ের তারিখও ঠিক করে ফেলছে! এখন প্রশ্ন আসতে পারে আমি এতদিন পরে কেন বলতেছি? কারণ আমি এতদিন তাকে সময় দিয়েছিলাম, ভাবছি হয়ত ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই পরিবর্তন হয়নি!

এখন আমার কি করা উচিত? আমি শুধু ভাবি ''যে মানুষ আমার সাথে বিয়ের আগেই ১০ মিনিট কথা বলতে পারছে না, সে বিয়ের পর ২৪ ঘণ্টা সহ্য করবে কীভাবে!?
আমি পরামর্শ চাই!

>নাম প্রকাশে অনিচ্ছুক
(ইনবক্স থেকে)

আমি একজন সনাতনী মেয়ে। আমার বাবার অর্থ সম্পদ কম বলে ৯ বছরের সম্পর্ক ভে''ঙ্গে যাচ্ছে। ছেলের বাবা পরিবার কিছুতেই মেনে নিচ্...
11/08/2025

আমি একজন সনাতনী মেয়ে। আমার বাবার অর্থ সম্পদ কম বলে ৯ বছরের সম্পর্ক ভে''ঙ্গে যাচ্ছে। ছেলের বাবা পরিবার কিছুতেই মেনে নিচ্ছেনা। আমার প্রেমিক সরকারী চাকুরিজীবী, কিন্ত সেও বাবার উপর কথা বলে আমাকে ''তার ঘরে নিচ্ছেনা।" সে বলে "পরিবারের বিপক্ষে গিয়ে তার কিছু করা সম্ভব না।"

কিভাবে নিজেকে সামলাবো? তার সাথে আমার অসংখ্য স্মৃতি।😢

>নাম প্রকাশ করবেন না।

আমার কাজের মহিলা হঠাৎ একদিন আমার সামনে ডিফ ফ্রিজ খুলে একটা প্যাকেট রাখলো। ওনি বলল ন"ষ্ট হয়ে যাবে তাই রেখে দিছি। যাওয়ার স...
11/08/2025

আমার কাজের মহিলা হঠাৎ একদিন আমার সামনে ডিফ ফ্রিজ খুলে একটা প্যাকেট রাখলো। ওনি বলল ন"ষ্ট হয়ে যাবে তাই রেখে দিছি। যাওয়ার সময় নিয়ে যাবো। এটা আমার একটু ও ভালো লাগে নাই।

ঐদিন আমি আর কিছু বলি নাই। এভাবে ওনি ২/৩ বার করেছে তারপরে আমি ওনাকে বলেছি "এভাবে কখনো আমার ফ্রিজ খুলবেন না। আমি যেনো আর না দেখি।"

কালকে আমি মাং"স রান্না করছি, পরে উনাকেও একটা বক্সে করে একটু দিলাম। ওনার ঘর মোছা শেষ শুধু কিচেন মোছা বাকি ছিলো, তাই আমি বের হয়ে রুমে আসলাম।

কিছুখন পর আমি যখন কিচেনে যাই, তখন আমি দেখি ওনি পাতিল থেকে মাং"স নিয়ে ওনার বক্সে রাখছে।
আমাকে দেখে থতোমতো হয়ে বলল "আমি একটু ঝোল নিচছিলাম।"

আমি আর একটা কথা ও বললাম না। এখন এই মহিলাকে রাখা কি ঠিক হবে?

note: ওনাকে আজকে বিদায় করে দিয়েছি। তবে খুব মায়া লাগছে। আমার ছেলে মেয়েকে অনেক আদর করতো। হাসিখুশি ছিলো। কাজ ও গুছানো ছিলো। এখন সিদ্ধান্তহীনতায় আছি।

>নাম প্রকাশ করবেন না।

আমাদের বিয়ে হয়েছে ২০২৫ এর ফেব্রয়ারিতে লাভ ম্যারেজ। আমার পরিবার রাজি ছিলো না, তাই ওর পরিবারের লোকজনদের সাথে নিয়ে আমাদের ব...
11/08/2025

আমাদের বিয়ে হয়েছে ২০২৫ এর ফেব্রয়ারিতে লাভ ম্যারেজ। আমার পরিবার রাজি ছিলো না, তাই ওর পরিবারের লোকজনদের সাথে নিয়ে আমাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক দিন ভালো গেলেও কিছু দিন পর থেকেই আমাকে অ"ত্যা"চার শুরু করে আমার শাশুড়ী এবং দুই ননাস!

যেমন ধরেন ওর বোনরা, বাচচাদের নিয়ে এখানেই থাকে পরিবারে ১১/১২ জনের সব কাজ আমাকে দিয়ে করায়! সাথে খা"রা"প আচরণ করে সব সময়!

আমি গরীব ঘরের মেয়ে, এটা নিয়ে খুটা দেয়। সব মাত্রা ছাড়িয়ে যৌ/তু"কে"র জন্য চাপ দিতে শুরু করে সবাই মিলে।

আমি বলেছি আমাদের সামর্থ্য নেই, এত লাখ টাকা দেওয়ার মত! তবু তারা চা/প দিতে থাকে। সব কিছুর মাঝে আমার স্বামী আমাকে তেমন সাপোর্ট দেয় না।

কারণ সে তার পরিবারকে ভ"য় পায়। আমার স্বামীর পাচ বোন, সব গুলোর সামী বিদেশ! সব গুলো কাছাকাছিই থাকে, আর দুই জন বাড়িতেই থাকে!

যাই হোক আড়াই মাস আগে আমি বাপের বাড়ি চলে এসেছি, আসার পরে জানতে পারি "আমি প্রেগনেন্ট"

তারপর "আমি বাচ্চা-টা ন"ষ্ট করে ফেলেছি" কারণ যেখানে আমারই ভবিষ্যত অনিশ্চিত। সেখানে বা'চ্চা বাঁ"চি"য়ে রেখে কী করব?"

এই আড়াই মাস টুকটাক আমার সামীর সাথে কথা হতো। আমি যেতে চাইলে আমার সামী বলে "তোমরা গরিব বলে আমার পরিবার মানতে পারবে না, তোমাকে কিভাবে আনবো?"

সে এক মাসের ভিতর সৌদি চলে যাবে। হয়তো ডি"ভো"র্সে"র কথা ভাবতেছে। বলে রাখি আমার স্বামীর একটা খা"রা"প অভ্যাস হলো "সে নানান মেয়ের সঙ্গে কথা বলে।" আমি তাকে খুব ভালোবসি, সংসারও করতে চাই। কিন্তু উপায় কি? এখন আমার কি করা উচিত? বুঝতেছি না আপনারা একটু পরামর্শ দেন! 😢

>নাম প্রকাশে অনিচ্ছুক
(ইনবক্স থেকে)

আমি ১৯ বছরের এক মেয়ে। ২০২৪ এর মে মাসে এক প্রতিবেশি ছেলের সাথে পরিচয় হয়। মানুষ অনলাইনে কথা বলে প্রেমে পরে। আমিতো সারাদিন ...
11/08/2025

আমি ১৯ বছরের এক মেয়ে। ২০২৪ এর মে মাসে এক প্রতিবেশি ছেলের সাথে পরিচয় হয়। মানুষ অনলাইনে কথা বলে প্রেমে পরে। আমিতো সারাদিন চোখের সামনেই দেখতাম। তাকে ঘিরে জীবন চলতো। একটা দিন ও ওকে ছাড়া থাকতে পারতাম না। সে ও আমার সাথে ঘুরলো, কথা বললো। নিজেই তাকে প্রপোজ করার সিদ্ধান্ত নিলাম।

সেদিন বাইরে দেখা করার আমন্ত্রণ দেয়ার পর। ৩০ মিনিট এর কথা বলে ২ ঘন্টা অপেক্ষা করাই। তারপর জীবন থেকে চলে যায়।

কিন্তু চিরতরে যায়নি। তার যখন ইচ্ছা হয়, সে ফোন দিয়ে কথা বলে, যখন ইচ্ছা হয় ব্ল"ক করে। প্রেমে পরে বুঝেছি যে আমি কতটা নি"র্ল"জ্জ। তার সাথে কথা বলার অজুহাত খুজতাম। একটা একাউন্ট এ ব্ল"ক করলে নতুন একাউন্ট খুলতাম।

সে বুঝতো যে আমি তার প্রতি কতটা দু"র্ব"ল। বিশ্বাস করেই নিজের বেপারে সব জানাই, ফোন নম্বর দেই। আর সে ওই নম্বর তার বন্ধুকে দেয় কল দিয়ে বি"র"ক্ত করার জন্য। তবুও ভালোবেসেছি।

এতো অবহেলার পরেও সে যখন দেখা করতে চেয়েছে, এক কথায় রাজি হয়েছি। প্রথম ও শেষবারের মতো হাতে হাত রেখেছি।

পরে যখন অনলাইনে কথা বলতে থাকি, তখন মেসেজে সে প্রা"ই"ভে"ট ছ/বি চায়। প্রথমে মানা করলেও, জো"র করতে থাকে এবং আমিও বো"কা"র মতো ভাবি যে,

"এটা করলে হয়তো আমাকে ভালোবাসবে, আমার প্রতি মায়া জন্মাবে।"

কিন্তু দেয়ার পর সে বলতে থাকে যে। "জরুরি দরকারে তার বন্ধুকে পা"স"ও"য়ার্ড দিয়েছিলো। আর সব মেসেজ বন্ধু করেছে।"

সে বলে, "আমার মতো মে"য়ে"র সাথে কথা বলার রুচি নাকি তার নেই। তাকে যেন বি"র"ক্ত না করি।"

এদিকে তাকে ভুলে থাকা আমার পক্ষে অসম্ভব। ১ বছর পেরিয়ে গেলেও, এতো খা"রা"প ঘটনার পরেও তার সাথে কা/টা"নো সুন্দর মুহূর্ত, বারবার মনে পরে।

অকারণে কান্না পায়, কিন্ত কাউকেই বলতে পারিনা আমার মনে কি চলছে।
এমতাবস্থায় কি করতে পারি আমি?😢

>নাম প্রকাশ করবেন না।
(ইনবক্স থেকে)

আমি একজন মেয়ে, অনার্স ২য় বর্ষে পড়ছি। রসায়ন ডিপার্টমেন্ট। বর্তমান যুগে কি আসলেই ৯০-৯৫% লাভ ম্যারেজ হয়? আমি পড়াশোনা করছি, ...
11/08/2025

আমি একজন মেয়ে, অনার্স ২য় বর্ষে পড়ছি। রসায়ন ডিপার্টমেন্ট। বর্তমান যুগে কি আসলেই ৯০-৯৫% লাভ ম্যারেজ হয়? আমি পড়াশোনা করছি, পাশাপাশি ফ্রীল্যান্সিং করছি মাসে ১৫-২০ হাজার টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ।

আমি বিয়ে করতে চাচ্ছি, কিন্তু আমার বাসার মানুষ একদমই সিরিয়াস না।
ল"জ্জা শ"র"ম বাদ দিয়ে ডিরেক্ট বলছি যে "আমি বিয়ে করতে চাই!"

তাদের ভাষ্যমতে "বর্তমান যুগে যার যার বিয়ে, মানুষ নিজেই করে।" আমাকে ছেলে পছন্দ করতে বলে, আমার পছন্দ অনুযায়ী বিয়ে দিবে।

আমি মেয়ে হয়ে কিভাবে নিজের বিয়ে নিজে করবো? আত্মীয়রা বলছে মেয়ে পড়াশোনায় ভালো, পড়া শেষ করুক, তারপর বিয়ে দিয়েন!

কিন্তু আমার এমনটা একদমই ইচ্ছে নেই, এমতাবস্থায় আমি কি করতে পারি? কাইন্ডলি সাজেশন দিবেন।🙏

>নাম প্রকাশ করবেন না!

"মায়ের বিয়ে নিয়ে পরামর্শ চাই"আমার মায়ের বয়স মাত্র ৩৮ বছর।দুই মাস আগে বাবা চলে গেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর। আমরা দুই ...
11/08/2025

"মায়ের বিয়ে নিয়ে পরামর্শ চাই"
আমার মায়ের বয়স মাত্র ৩৮ বছর।
দুই মাস আগে বাবা চলে গেছেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর। আমরা দুই ভাইবোন, ভাইয়ের বয়স ২০, আমার ১৮।

এখন মায়ের ইদ্দত চলছে, শেষ হতে আরও দুই মাস বাকি। ইদ্দত শেষ হওয়ার পর আমরা চাই, মা নতুন করে জীবন শুরু করুক।

মায়ের হাসি ফিরুক, তিনি আবার একজন সঙ্গী পান, যিনি তাকে ভালোবাসবে, সম্মান করবে। আমরা ভেবেছি এখন থেকেই উপযুক্ত পাত্র খোঁজা শুরু করব, যেন সময় ন''ষ্ট না হয়। কিন্তু এক প্রতিবেশী আন্টি বললেন যে ইদ্দত চলাকালীন নাকি বিয়ের প্রসঙ্গে কোনো কথাবার্তা বলা ইসলামে অনুমোদিত নয়। সত্যি কি তাই?

আমার মনে হয়, মা এই বিষয়ে দ্বিধা করবেন, সংকোচ করবেন হয়তো, সমাজের কথা, মানুষের চোখ, ফিসফিসানি। সব মিলিয়ে নিজের সুখের পথে হাঁটতে সাহস পাবেন না।

কিন্তু আমরা সন্তান হিসেবে চাই, মা যেন আর একা না থাকেন। তার জীবন থেমে না যায়, তিনি যেন আবার বাঁচার কারণ খুঁজে পান।

তাই আপনাদের কাছে জানতে চাই-
ইদ্দত চলাকালীন বিয়ের প্রসঙ্গে কথা বলা আসলেই কি নি"ষি"দ্ধ? আর আমরা সন্তান হিসেবে এখন থেকেই কীভাবে প্রস্তুতি নিলে মায়ের সেই সংকোচ দুর করা যাবে?

>নাম প্রকাশ করবেন না। 🙏

আমি মেয়ে, একটা টিউশন পড়াই। মেয়েটা  ৪র্থ শ্রেণিতে পড়ে। আমি অনার্সের স্টুডেন্ট। তো গতকাল আমি মেয়েটাকে চাঁদা দিয়ে কোন আঁকা ...
11/08/2025

আমি মেয়ে, একটা টিউশন পড়াই। মেয়েটা ৪র্থ শ্রেণিতে পড়ে। আমি অনার্সের স্টুডেন্ট। তো গতকাল আমি মেয়েটাকে চাঁদা দিয়ে কোন আঁকা শিখাচ্ছিলাম। কিন্তু আমার মা"থা"য় ছিলো না যে কোণের মাপ চাঁদার মধ্যবিন্দু থেকে নিতে হয়।

এখন ওর চাচাতো বোন ওকে পড়াতে বসলে ভু"ল"টা ধরে, আর আজ আমাকে ওর আম্মু আর চাচাতো বোন যেটা ওকে আগে পড়াতো সে আর স্টুডেন্টের মা আমাকে বলতে আসে।

তখন আমি বললাম আমি ভু"লে মধ্যবিন্দু থেকে না ধরে, চাঁদার নিচ থেকে ধরে করেছিলাম তাই। তখন ওর মা বলে উঠলো "আপনি ভু"ল করেছেন, আর এরকম হলে তো ওরাও ভু"ল করবে তাই না?"

কথাগুলো বলার সময় ওনার চেহেরাটা দেখার মতো ছিলো না। যথেষ্ট রা"গা"ন্বিত আর তাচ্ছিল্যের। এখন আমার আনইজি লাগছে বিষয়টা।

মানুষের তো ভু"ল হতেই পারে তাই নাহ?
তাই বলে এরকম কথাবার্তা? আমি মানতে পারছি না। উনার কথা গুলো ভে"ত"রে লেগেছে। একজন টিউটর হিসেবে আমার কি করা উচিৎ?

আমি অনেক অ"প"মা-নিত বোধ করছি। আমার রাতের ঘুম হা"রা"ম হয়ে গেছে।😅

আমি কিছু ভু"ল লিখলে ক্ষ"মা চেয়ে নিচ্ছি।

>নাম প্রকাশ করবেন না। 🙏

আমি বিবাহিত। ৮মাস হলো আমার বিয়ে হয়েছে, আমাদের পাশের এলাকার একটা ছেলের সাথে। পারিবারিক ভাবেই বিয়েটা হয় আমাদের। বিয়ের ২সপ্...
11/08/2025

আমি বিবাহিত। ৮মাস হলো আমার বিয়ে হয়েছে, আমাদের পাশের এলাকার একটা ছেলের সাথে। পারিবারিক ভাবেই বিয়েটা হয় আমাদের। বিয়ের ২সপ্তাহ সবকিছু ঠিক থাকলেও তারপর থেকে ঝা"মে"লা শুরু হয়।

আমার হাসবেন্ড অনেক ভালো মানুষ। কিন্তু আমার শাশুড়ি আর আমার ননাস আমাকে একটুও দেখতে পারে না। সবসময় শুধু চেষ্টা করে কীভাবে কথা শুনানো যায়।

একটু ভু"ল দেখলেই আমার বাবা-মা কে সহ কথা শোনায়। আমার হাসবেন্ড একটু রা"গী আর জে"দি। তার কথা মতো না চললে যোগাযোগ বন্ধ করে দেয়। তার বোন দু"ষ্ট প্রকৃতির হওয়ায় তার সাথে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কথা বলতে চায় না।

আর তারা ভাবে আমি আমার হাসবেন্ড এর কাছে তাদের নামে মি"থ্যা ব"দ-নাম করি! দেখে সে তাদের সাথে কথা বলতে চায় না।

অথচ আমার শাশুড়ি আর আমার ননাস আমাকে কতো ভাবে কথা শোনায়, ক"ষ্ট দেয়, সেটা অব্দিও আমি তাকে বলি না! কারণ আমার ঝা"মে"লা পছন্দ না। তাদের এইসব কথা শুনলে আমার হাসবেন্ড তাদের সাথে আরও কথা বলতে চাইবে না।

আমি চাই না আমার সংসারে কোন অশান্তি হোক, আর তারা যেকোনো ঝা"মে"লাতেই আমাকে দো"ষা"রোপ করে।

বিয়ের দুই সপ্তাহ পর, শেষ বারের মতো কবে মন খুলে হেসেছিলাম তা আমি নিজেও জানি না। আমার হাসবেন্ড সারাদিন অফিস শেষ করে যখন বাসায় আসে, তখন আমি একটু স্বস্তির নিঃশ্বাস নেই।

২দিন আগে আমার ননাস আমার হাসবেন্ড এর কাছে ফোন উল্টা পাল্টা কথা শোনায়, যার কারণে আমার হাসবেন্ড রে"গে গিয়ে তাকেও (ননাস) কে কথা শুনিয়েছেন!

কি কারণে তারা রাগা-রাগি করেছে, সেটা আমি নিজেও জানি না! আর জানার চেষ্টা করিনি। পরের দিন আমার ননাস আমার কাছে ফোন দিয়ে বলেছে "এইগুলা সবকিছু নাকি আমার জন্য হয়েছে, আরও অ"ভি"শা"প দিয়েছে! আমি যেন কোনো দিন সন্তানের মু"খ দেখতে না পারি।"

তাদের সব কথা আমি সহ্য করে নিয়েছি, কিন্তু এই কথা টাতে আমার খুব ক"ষ্ট লেগেছে! তবুও আমি আমি তাকে কিছু বলিনি।

আমার হাসবেন্ড কেও কিছু বলিনি। আমার আর এইসব ভালো লাগে না, একমাত্র বাবা-মার মানসম্মান এর কথা ভেবে আর আমার হাসবেন্ড ভালো দেখে সংসারটা ত্যা"গ করতে পারছি না।

এই ঝা"মে"লা থেকে মুক্তি পাবো কিভাবে? প্লিজ কেউ একটু পরামর্শ দেন।
দয়া করে কেউ বা"জে কমেন্ট করবেন।🙏

>নাম প্রকাশ করবেন না।
(ইনবক্স থেকে)

10/08/2025

ছোট বেলা থেকে ফ্যামিলিতে মা বাবার ঝ"গ"ড়া দেখে বড় হইছি। কখনো বাবা মায়ের সাথে বন্ডিং ভালো ছিল না। বাবার সাথে কথা বলতে পারি না আজো। খুব ভ"য় পাই বাবাকে, আদর ভালোবাসার থেকে অনেক অ"প"মান পেয়েছি তার কাছে, তাই ভালোবাসাটা মনে নাই।

সব সময় চুপচাপ থাকতাম, স্কুলে একমাত্র কথা বলার মানুষ পেতাম বান্ধবীদের! যখন ক্লাস ১০ এ পড়ি, তখন ফেসবুকে এক ছেলের সাথে পরিচয় হয়।

অন্য জেলার ছেলে! কিন্তু কথা বার্তা ভালো লেগে যায়, বয়স কম ছিল, আবেগে প্রেমে পড়ে গেছি। বলা যায় মন প্রান দিয়ে ভালোবাসছি। দূরত্ব ছিল অনেক, কিন্তু তাকে ছাড়া কিছু বুঝতাম না।

২ বছর পর আমাদের বাসায় জানাজানি হয় তখন আমার বয়স ১৬/১৭। কিন্তু তারা আমার ইচ্ছার বিরুদ্ধে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, ১ সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায়।

যেদিন বিয়ে হবে তার আগের দিন আমার সাথে যার সম্পর্ক ছিল সে আমাকে নিতে আসে কিন্তু আমি না করে দিসি, কারন পুরো এলাকায় বিয়ের দাওয়াত দেওয়া হয়ে গেছে, আমার ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে পা"লি"য়ে যাই নাই।

তারপর আমার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। সেখানে ছেলের বয়স ছিল আমার দ্বিগুন, ১০ বছর বিদেশ করে দেশে আসছে বিয়ে করতে। বিয়ের ২০ দিনের মাথায় আবার চলে গেছে বিদেশে।

সে চলে যাওয়ার পর আমি আমাদের বাড়িতে আসি, আবার কলেজে যাওয়া শুরু করি। কিন্তু আগের স্মৃতিগুলো ভুলতে পারি না, পদে পদে মনে পরে। এইদিকে বিদেশে স্বামীকে ফোন দিলে সেও উলটা পালটা কথা বলে, আমি জিজ্ঞেস করি কি করেন-বলে মে"য়ে নিয়ে শু/য়ে আছি।

তার নাকি আমাকে পছন্দ না, আমি দেখতে সুন্দর না আরো কত কথা। আমি ফ্যামিলি তে এইগুলা জানাই। তারা বলে আমাকে ওইখানে রাখবে না। এরপর আমি যাকে ভালোবাসতাম তার সাথে যোগাযোগ করি। কারন সে আমাকে বলেছিল আমার যদি ১০ টা বিয়েও হয়, তাও নাকি সে আমাকে মেনে নিবে।

তো আমি তার সাথে যোগাযোগ করি। আমার মা বাবা তখনও তার কাছে দিতে রাজি না। সাথে তাদের ফ্যামিলিও রাজি না। আমি মানসিক ভাবে ভে"ঙে পরি।পা"গ"ল প্রায় হয়ে যাই।

বাসায় চিল্লাচিল্লি করি, গা/লি গালাজ করি। যেই মেয়ে আমি চুপচাপ, শান্ত থাকতাম সবসময়। পরে আমার পা"গ"লা"মিতে আমার ফ্যামিলি মেনে নেয়, ওই ছেলের ফ্যমিলিকে রাজি করায় ১/১.৫ বছর পর আমরা এক হই।

অনেক যু/দ্ধ সং/গ্রাম করে তার কাছে যাই। কিন্তু বিয়ের পর দেখি সে নে"শা"য় আ"স"ক্ত, আর তার ফ্যামিলির কাছে অ"প"মান অপদস্তের শিকার হই সবসময়।

সে ঢাকায় চাকরি করতো আর আমি গ্রামে থাকতাম শ্বশুর শ্বাশুরির কাছে। ঢাকা থেকে ছুটিতে এসে তার মা বাবার কথা শুনে আমকে মারতো, আর বকাবকি তো আছেই।

এরপর আমি জো"র করে তার সাথে ঢাকায় চলে আসি, বাসা ভাড়া নিয়ে ঢাকায় থাকি। কারন ওইখানে আমাকে সবাই অবহেলা, অ"প"মান করে, ঝগ/ড়া করে। ভাবছি আলাদা থাকলে হয়তো একটু ভালো থাকবো।

তা আর হলো না। আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তার ব্যবহার আর মাইরের ভ"য় পেতাম। কোন কথা বলতে ইচ্ছা করতো না। কারন সে কথায় কথায় আমার দো"ষ ধরতো।

নে/শা ছাড়াইতে অনেক চেষ্টা করেছি, ছাড়ে নাই। তবে সে কাজ করে নে/শা করে। খাবার দাবার সংসার খরচ সবই ঠিকঠাক চালায়। কিন্তু নে/শা করে আমার সাথে উলটা পালটা কথা বলে, আর খালি স/ন্দে/হ করে।

আমাকে কোথাও যাইতে দেয় না। কোথাও নিয়েও যায় না। সে যেন আমাকে সহ্য করতে পারে না। শুধু রাত হইলে কাছে আসে। তো আমার সাথে সারাদিন এমন ব্যবহারে রাত হলে তার কাছে যেতে ইচ্ছা করতো না।

সেটাও সে বা/জে ভাবে অনেক কথা বলতো। আর আমাকে মানুষের সামনে অ"প"মান করতে ২য় বার ভাবে না।

মোট কথা আমি তার কাছে অতি ন"গ"ন্য। তাও ৮ টা বছর ধরে মানিয়ে নিয়ে আসছি। আমার একটা ৩ বছরের মেয়ে আছে বর্তমানে।

এর মধ্যে ১ বছরের আগে আমরা একটা নতুন বাসায় শিফট করেছিলাম, সেখানকার বিল্ডিং ম্যানেজম্যান্ট এর এক লোকের সাথে বাসা নেওয়ার সময় নম্বর আদান প্রদান হয়।

নতুন বাসা কোন প্রবলেম হলে উনি সমাধান করে দিত।তো আসতে যাইতে তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়।

সে প্রথমে আপু আপু করলেও পরে বন্ধুর মতো হয়ে যায়। আমি তার সাথে কথাও বলতে চাইতাম না। সে ফোন দিত আর বলতো বন্ধু হতে। অনেক ভাবে কনভেন্স করছে আমাকে।

আমি এইটাও বলেছি, আমি বিবাহিত আমার স্বামীই আমার বন্ধু, আর সে আমাকে কারো সাথে কথা বলতে দেয় না, সে জানতে পারলে আমাকে ঘরছাড়া করবে।

এইগুলা জেনে শুনেও ওই ছেলে আমাকে কথা বলার জন্য অনেক ভাবে কনভেন্স করে, আমি অনেক রা"গ করতাম, আপনি আমাকে ফোন দিবেন না, আপনারও সম''স্যা হবে, সাথে আমারও।

কিন্তু সে কথা বলবেই জাস্ট কথা আর কিছু না, আর কথা বললে কি আর হবে? আমাকে এইভাবে কনভেন্স করে। আমি এক পর্যায়ে তার সাথে কথা বলি, ২ মাসের মতো।

এর মাঝে সে আমাকে সবসময় ফলো করতো, আমি কই যাই না যাই, আমার খুব বি"র"ক্ত লাগে এইগুলা।তাকে না করার পরেও এইরকম করতো।

কিন্তু সে অনেক বিশ্বস্ততা দেখাইতো, আর অনেক সম্মান দিয়ে কথা বলতো। আমার শুধু তার এই সম্মানটা ভালো লাগতো, কারন আমার স্বামী আমাকে কখনো সম্মান করে নাই, ভালোবাসার চেয়ে অবহেলা করছে কয়েকগুন বেশি।

আমার এই কষ্ট গুলা কাউকে বলতে পারতাম না, কারন ওই যে ফ্যামিলির বিরুদ্ধে বিয়ে করছি। ২ মাস পর আমার স্বামী বুঝতে পারে যে আমি তার সাথে কথা বলি,

আর আমাকে অনেক মা/রে। আমি বাবার বাড়ি চলে আসি। আর ওই ছেলেকে সব জায়গা থেকে ব্ল"ক করে দেই। ১ সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর আমার আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় বাসায়। কিন্তু ওই ছেলে এখন আমার পিছু ছাড়তে চায় না।

সে বলে আমার স্বামী আমাকে সবসময়ই মা"র"ধোর করবে। তার এখন আমার দিকে মায়া জন্মাইছে, সে আমাকে ভালোবাসে। আমি না করে দেই, কারন অনেক যু/দ্ধ সং/গ্রাম করে আমার স্বামীকে পাইছি।

ক"ষ্টে থাকলেও মানিয়ে নিসি। কিন্তু ওই ছেলে বিভিন্ন নাম্বার থেকে কল দেয়, আমি সেগুলা ব্ল"ক করি, আবার অন্য নাম্বার দিয়ে কল দেয়।

কিন্তু এইটা আমার স্বামীর কাছে বলি না, ভ"য়ে। পরে ওই ছেলে আমাকে লাস্টে ব্লা"ক"মিল করে - "ওর সাথে কথা না বললে, আমার স্বামীকে বলবে, যে তার সাথে আমার স"ম্প"র্ক ছিল।"

আমি বলছি যা মন চায় করেন, আমি কথা বলতে পারবো না। পরে অন্য লোক দিয়া আমার স্বামীর কাছে বলায় যে "তার সাথে আমার সম্পর্ক, আমি নাকি তার সাথে শু"ই"ছি। এইগুলা শুনে আমার স্বামী বিচার বসায় বিল্ডিং এর সবাই খা"রা"প ভাবে নেয়। ওই বাসা ছেড়ে অন্য বাসায় আসছি, এখনও ওই ছেলে পিছে লাগে আছে।

সে আমার সাথে তার কিছু ছবি যেগুলা রাস্তায় আসতে যেতে তুলছে, অনেক রিকুয়েষ্ট করে তুলছে, আমি বিশ্বাস করে মানা করি নাই, তাই তুলতে দিসি, সেগুলা অন্য ফে"ই"ক আইডি দিয়ে আমার হাজবেন্ড কে পাঠাইছে,

আমার হাজবেন্ড দেখে আবারো আমাকে অনেক মা""রে, ৩ ঘন্টা মা/র/তে মা/র/তে খি"চু"নি উঠে যায় আমার।

আমি তার কাছে মা"ফ চাই, বলছি আর কারো সাথে কথা বলবো না। সে বলছে মা"ফ করে দিসে। কিন্তু সে নানান ভাবে বা"জে বা"জে কথা বলে,

সে তো আগে থেকেই এমন করে, তার উপর এখন নতুন ই"স্যু পাইছে, এখন দিনরাত এমনই করে,

কিছুদিন আগে আমার গ"লা"য় ওড়"না পেছিয়ে ধরছে আমাকে মে/ড়ে ফেলবে,

আমার মাকে সব জানাইছি। মা বলে মেয়ে হইছে এখন কি সংসার ভা"ঙ"বি? আমার ফ্যমিলি আমার চিন্তা কখনোই করে নাই, এখন বাচলেও কিছু না, ম"র'লেও কিছুনা ব্যাপারটা এমন। সহ্য করতে করতে এখন আমার স্বামীর সাথে একেক্টা দিন মনে হয় প্রতিদিন মৃ"ত্যু"র সমান।

এখন আমার কি করা উচিৎ? আমি বুঝতেছিনা কি করবো!! আমার স্বামী সারা জীবনই এমন করবে। আমি বোনের বাসায় আছি ২ দিন যাবত। যদি বাসায় ফেরার কথা মনে করি, তখনই আমার স্বামীর আচার, আচরনের কথা মনে পড়ে। খালি খাওয়াইলে আর পড়াইলেই কি সুখ?

আমার মেয়েটার কি হবে? আমি কি করবো? আমার জায়গায় দাঁড়িয়ে একটা সাজেশন দিন প্লিজ!🙏

>নাম প্রকাশে অনিচ্ছুক
(ইনবক্স থেকে)

আসসালামু আলাইকুম আমার বয়স ২১ বছর। মাত্র ১৭ বছর বয়সে আমার বিয়ে হয়েছে, হাজবেন্ড এর বয়স তখন ২৮+ সে একজন সরকারি কর্ম কর্তা। ...
10/08/2025

আসসালামু আলাইকুম
আমার বয়স ২১ বছর। মাত্র ১৭ বছর বয়সে আমার বিয়ে হয়েছে, হাজবেন্ড এর বয়স তখন ২৮+ সে একজন সরকারি কর্ম কর্তা। বিয়ের ১ বছর পরে আমার একটা কন্যা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। মানে মাত্র ১৮ বছরে মা হয়েছি, বেশ ভালোই চলছিল জীবন।

তেমন কোন দুঃখ ক"ষ্ট ছিলনা! স্বামী যথেষ্ট ভালোবাসতো। যা খেতে চাইতাম এনে দিত, টাকা চাইলে দিতো। আমাকে ক"ষ্ট দিয়ে কখন ও কথা বলে নাই! তবে তার ভালো হবে এমন কথা আমি তাকে বল্লে সেটা কখন ও শুনে নাই!

আবার কিন্তু সে একটু ও রোমান্টিক না যাক সেটা আহামরি কোন বড় ব্যপার না! তো এর পরে মেয়ের বয়স যখন মাত্র ২ বছর, তখন আমি আবার ও কনসিভ করি।

মানে তখন আমার বয়স মাত্র ২০ বছর। যা-ই হোক ৯ মাস পরে বাচ্চা হলো আলহামদুলিল্লাহ। এবার পুত্র সন্তানের মা হলাম। আল্লাহ আমাকে সবই দিয়েছেন আমি খুব খুশি আমার স্বামী ও খুব খুশি।

আমাকে খুব ভালোবাসে। খুব আদর করতেছে মনে হচ্ছে এখন ভালোবাসা আরো বেড়ে গেছে। আমি রা"গ করবো ক"ষ্ট পাবো এমন কোন কাজ করছে না। যা বলছি তাই শুনছে হঠাৎ করেই বাচ্চা হওয়ার পর থেকে এমন শুরু করলো।

তবে এই শুখ আমার বেশি দিন থাকলো না, মাত্র দুই মাস এমন চল্লো তারপর সে ভ"য়ং"কর ভাবে বদলাতে থাকলো!

যা আমি কল্পনা ও করতে পারি না! যেমন সারাদিন অফিসে থাকে বাসায় এসে আমার সাথে কথা বলে না! সোজা সোফা রুমে বসে ফোন চালাবে। আগেও ফোন চালাত, কিন্তু এখন বেশি তার সাথে নতুন করে যোগ হয়েছে গেম খেলা!

সারাক্ষণ গেম খেলতেই থাকে! ভাত খেতে খেতে ও গেম খেলে, আমি খুব রা"গ করি শুনে না। আবার বাচ্চার দোহায় দিই, তাও শুনে না।

তো যা-ই হোক এটা তো ফোনের সাবজেক্ট। এটা এমনই চলছে, এখন সে আমাকে ক"ষ্ট দিয়ে কথা বলা শুরু করেছে! আমি ক"ষ্ট পাবো এমন কথা মুখের উপরে বলে দেয়!

আমার দুই টা ছোট বাবু। ওদের নিয়ে আর পারি না। কখন ও কোন কাজে একটু সাহায্য করে না। বাবু কান্না করলে ও তেমন পাত্তা দেয় না। এমন যখন করে তখন আমার খুব রা"গ হয়, আবার অনেক ক"ষ্ট-ও লাগে।

তখন রা"গ করে বকা ঝকা করি, তখন সে উল্টো আমাকে অনেক কথা শোনায়! যেমন আমিই যেনো একা বাচ্চা পালতেছি! আর কেউ এমন পালে না। একা আমারই ক"ষ্ট হয়। তারপর আমি নাকি বেশি কথা বলি, আরো বিভিন্ন ভাবে আমাকে আ"ঘা"ত দিয়ে কথা বলে!

বেশির ভাগ সময়ে এখন এমন ঝ"গ"ড়া চলে সব সময়, মানে কেমন যেনো মনে হচ্ছে "আমাদের সম্পর্কে ভা"ঙ"ন লাগছে, বেশি দুর টিকবে না।"

কেমন একটা অস্বস্তি কাজ করে সব সময়, ক"ষ্ট লাগে! কেনো এমন করে? আমার সব সময় মন খা"রা"প হয়! এই বিষয় নিয়ে কি করবো কিচ্ছু বুঝতে পারি না।

খুব ক"ষ্ট লাগে, স্বামীর এমন আচরনে! আর হ্যা তার শা"রি"রীক চা/হিদা নেই বল্লেই চলে! আমার প্রথম বাচ্চা হওয়ার পর থেকে তার শা"রি"রিক চা"হি"দা নেই!

এই ধরেন মাসে ২/৩ দিন হয়তো ইচ্ছে হলে। আমার এই বিষয়ে কোন আপত্তি নেই, ধৈর্য ধরে থাকবো সারাজীবন! কিন্তু এমন খা"রা"প আচরন তো ধৈর্য ধরতে পারছি না! কি করবো না করবো কিচ্ছু বুঝি না।

কি করবো কি করলে ভালো হবে? কি করলে সে এমন করবে না? দয়া করে একটু ভালো পরামর্শ দিবেন আশা করি 🙏

> আর হ্যা দয়া করে আমার প্রাইভেসি হাইড রাখবেন!
(ইনবক্স থেকে)

Address


Alerts

Be the first to know and let us send you an email when Anik BD Story World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anik BD Story World:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share