10/08/2025
ছোট বেলা থেকে ফ্যামিলিতে মা বাবার ঝ"গ"ড়া দেখে বড় হইছি। কখনো বাবা মায়ের সাথে বন্ডিং ভালো ছিল না। বাবার সাথে কথা বলতে পারি না আজো। খুব ভ"য় পাই বাবাকে, আদর ভালোবাসার থেকে অনেক অ"প"মান পেয়েছি তার কাছে, তাই ভালোবাসাটা মনে নাই।
সব সময় চুপচাপ থাকতাম, স্কুলে একমাত্র কথা বলার মানুষ পেতাম বান্ধবীদের! যখন ক্লাস ১০ এ পড়ি, তখন ফেসবুকে এক ছেলের সাথে পরিচয় হয়।
অন্য জেলার ছেলে! কিন্তু কথা বার্তা ভালো লেগে যায়, বয়স কম ছিল, আবেগে প্রেমে পড়ে গেছি। বলা যায় মন প্রান দিয়ে ভালোবাসছি। দূরত্ব ছিল অনেক, কিন্তু তাকে ছাড়া কিছু বুঝতাম না।
২ বছর পর আমাদের বাসায় জানাজানি হয় তখন আমার বয়স ১৬/১৭। কিন্তু তারা আমার ইচ্ছার বিরুদ্ধে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, ১ সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায়।
যেদিন বিয়ে হবে তার আগের দিন আমার সাথে যার সম্পর্ক ছিল সে আমাকে নিতে আসে কিন্তু আমি না করে দিসি, কারন পুরো এলাকায় বিয়ের দাওয়াত দেওয়া হয়ে গেছে, আমার ফ্যামিলির মান সম্মানের কথা ভেবে পা"লি"য়ে যাই নাই।
তারপর আমার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। সেখানে ছেলের বয়স ছিল আমার দ্বিগুন, ১০ বছর বিদেশ করে দেশে আসছে বিয়ে করতে। বিয়ের ২০ দিনের মাথায় আবার চলে গেছে বিদেশে।
সে চলে যাওয়ার পর আমি আমাদের বাড়িতে আসি, আবার কলেজে যাওয়া শুরু করি। কিন্তু আগের স্মৃতিগুলো ভুলতে পারি না, পদে পদে মনে পরে। এইদিকে বিদেশে স্বামীকে ফোন দিলে সেও উলটা পালটা কথা বলে, আমি জিজ্ঞেস করি কি করেন-বলে মে"য়ে নিয়ে শু/য়ে আছি।
তার নাকি আমাকে পছন্দ না, আমি দেখতে সুন্দর না আরো কত কথা। আমি ফ্যামিলি তে এইগুলা জানাই। তারা বলে আমাকে ওইখানে রাখবে না। এরপর আমি যাকে ভালোবাসতাম তার সাথে যোগাযোগ করি। কারন সে আমাকে বলেছিল আমার যদি ১০ টা বিয়েও হয়, তাও নাকি সে আমাকে মেনে নিবে।
তো আমি তার সাথে যোগাযোগ করি। আমার মা বাবা তখনও তার কাছে দিতে রাজি না। সাথে তাদের ফ্যামিলিও রাজি না। আমি মানসিক ভাবে ভে"ঙে পরি।পা"গ"ল প্রায় হয়ে যাই।
বাসায় চিল্লাচিল্লি করি, গা/লি গালাজ করি। যেই মেয়ে আমি চুপচাপ, শান্ত থাকতাম সবসময়। পরে আমার পা"গ"লা"মিতে আমার ফ্যামিলি মেনে নেয়, ওই ছেলের ফ্যমিলিকে রাজি করায় ১/১.৫ বছর পর আমরা এক হই।
অনেক যু/দ্ধ সং/গ্রাম করে তার কাছে যাই। কিন্তু বিয়ের পর দেখি সে নে"শা"য় আ"স"ক্ত, আর তার ফ্যামিলির কাছে অ"প"মান অপদস্তের শিকার হই সবসময়।
সে ঢাকায় চাকরি করতো আর আমি গ্রামে থাকতাম শ্বশুর শ্বাশুরির কাছে। ঢাকা থেকে ছুটিতে এসে তার মা বাবার কথা শুনে আমকে মারতো, আর বকাবকি তো আছেই।
এরপর আমি জো"র করে তার সাথে ঢাকায় চলে আসি, বাসা ভাড়া নিয়ে ঢাকায় থাকি। কারন ওইখানে আমাকে সবাই অবহেলা, অ"প"মান করে, ঝগ/ড়া করে। ভাবছি আলাদা থাকলে হয়তো একটু ভালো থাকবো।
তা আর হলো না। আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু তার ব্যবহার আর মাইরের ভ"য় পেতাম। কোন কথা বলতে ইচ্ছা করতো না। কারন সে কথায় কথায় আমার দো"ষ ধরতো।
নে/শা ছাড়াইতে অনেক চেষ্টা করেছি, ছাড়ে নাই। তবে সে কাজ করে নে/শা করে। খাবার দাবার সংসার খরচ সবই ঠিকঠাক চালায়। কিন্তু নে/শা করে আমার সাথে উলটা পালটা কথা বলে, আর খালি স/ন্দে/হ করে।
আমাকে কোথাও যাইতে দেয় না। কোথাও নিয়েও যায় না। সে যেন আমাকে সহ্য করতে পারে না। শুধু রাত হইলে কাছে আসে। তো আমার সাথে সারাদিন এমন ব্যবহারে রাত হলে তার কাছে যেতে ইচ্ছা করতো না।
সেটাও সে বা/জে ভাবে অনেক কথা বলতো। আর আমাকে মানুষের সামনে অ"প"মান করতে ২য় বার ভাবে না।
মোট কথা আমি তার কাছে অতি ন"গ"ন্য। তাও ৮ টা বছর ধরে মানিয়ে নিয়ে আসছি। আমার একটা ৩ বছরের মেয়ে আছে বর্তমানে।
এর মধ্যে ১ বছরের আগে আমরা একটা নতুন বাসায় শিফট করেছিলাম, সেখানকার বিল্ডিং ম্যানেজম্যান্ট এর এক লোকের সাথে বাসা নেওয়ার সময় নম্বর আদান প্রদান হয়।
নতুন বাসা কোন প্রবলেম হলে উনি সমাধান করে দিত।তো আসতে যাইতে তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়।
সে প্রথমে আপু আপু করলেও পরে বন্ধুর মতো হয়ে যায়। আমি তার সাথে কথাও বলতে চাইতাম না। সে ফোন দিত আর বলতো বন্ধু হতে। অনেক ভাবে কনভেন্স করছে আমাকে।
আমি এইটাও বলেছি, আমি বিবাহিত আমার স্বামীই আমার বন্ধু, আর সে আমাকে কারো সাথে কথা বলতে দেয় না, সে জানতে পারলে আমাকে ঘরছাড়া করবে।
এইগুলা জেনে শুনেও ওই ছেলে আমাকে কথা বলার জন্য অনেক ভাবে কনভেন্স করে, আমি অনেক রা"গ করতাম, আপনি আমাকে ফোন দিবেন না, আপনারও সম''স্যা হবে, সাথে আমারও।
কিন্তু সে কথা বলবেই জাস্ট কথা আর কিছু না, আর কথা বললে কি আর হবে? আমাকে এইভাবে কনভেন্স করে। আমি এক পর্যায়ে তার সাথে কথা বলি, ২ মাসের মতো।
এর মাঝে সে আমাকে সবসময় ফলো করতো, আমি কই যাই না যাই, আমার খুব বি"র"ক্ত লাগে এইগুলা।তাকে না করার পরেও এইরকম করতো।
কিন্তু সে অনেক বিশ্বস্ততা দেখাইতো, আর অনেক সম্মান দিয়ে কথা বলতো। আমার শুধু তার এই সম্মানটা ভালো লাগতো, কারন আমার স্বামী আমাকে কখনো সম্মান করে নাই, ভালোবাসার চেয়ে অবহেলা করছে কয়েকগুন বেশি।
আমার এই কষ্ট গুলা কাউকে বলতে পারতাম না, কারন ওই যে ফ্যামিলির বিরুদ্ধে বিয়ে করছি। ২ মাস পর আমার স্বামী বুঝতে পারে যে আমি তার সাথে কথা বলি,
আর আমাকে অনেক মা/রে। আমি বাবার বাড়ি চলে আসি। আর ওই ছেলেকে সব জায়গা থেকে ব্ল"ক করে দেই। ১ সপ্তাহ বাবার বাড়িতে থাকার পর আমার আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় বাসায়। কিন্তু ওই ছেলে এখন আমার পিছু ছাড়তে চায় না।
সে বলে আমার স্বামী আমাকে সবসময়ই মা"র"ধোর করবে। তার এখন আমার দিকে মায়া জন্মাইছে, সে আমাকে ভালোবাসে। আমি না করে দেই, কারন অনেক যু/দ্ধ সং/গ্রাম করে আমার স্বামীকে পাইছি।
ক"ষ্টে থাকলেও মানিয়ে নিসি। কিন্তু ওই ছেলে বিভিন্ন নাম্বার থেকে কল দেয়, আমি সেগুলা ব্ল"ক করি, আবার অন্য নাম্বার দিয়ে কল দেয়।
কিন্তু এইটা আমার স্বামীর কাছে বলি না, ভ"য়ে। পরে ওই ছেলে আমাকে লাস্টে ব্লা"ক"মিল করে - "ওর সাথে কথা না বললে, আমার স্বামীকে বলবে, যে তার সাথে আমার স"ম্প"র্ক ছিল।"
আমি বলছি যা মন চায় করেন, আমি কথা বলতে পারবো না। পরে অন্য লোক দিয়া আমার স্বামীর কাছে বলায় যে "তার সাথে আমার সম্পর্ক, আমি নাকি তার সাথে শু"ই"ছি। এইগুলা শুনে আমার স্বামী বিচার বসায় বিল্ডিং এর সবাই খা"রা"প ভাবে নেয়। ওই বাসা ছেড়ে অন্য বাসায় আসছি, এখনও ওই ছেলে পিছে লাগে আছে।
সে আমার সাথে তার কিছু ছবি যেগুলা রাস্তায় আসতে যেতে তুলছে, অনেক রিকুয়েষ্ট করে তুলছে, আমি বিশ্বাস করে মানা করি নাই, তাই তুলতে দিসি, সেগুলা অন্য ফে"ই"ক আইডি দিয়ে আমার হাজবেন্ড কে পাঠাইছে,
আমার হাজবেন্ড দেখে আবারো আমাকে অনেক মা""রে, ৩ ঘন্টা মা/র/তে মা/র/তে খি"চু"নি উঠে যায় আমার।
আমি তার কাছে মা"ফ চাই, বলছি আর কারো সাথে কথা বলবো না। সে বলছে মা"ফ করে দিসে। কিন্তু সে নানান ভাবে বা"জে বা"জে কথা বলে,
সে তো আগে থেকেই এমন করে, তার উপর এখন নতুন ই"স্যু পাইছে, এখন দিনরাত এমনই করে,
কিছুদিন আগে আমার গ"লা"য় ওড়"না পেছিয়ে ধরছে আমাকে মে/ড়ে ফেলবে,
আমার মাকে সব জানাইছি। মা বলে মেয়ে হইছে এখন কি সংসার ভা"ঙ"বি? আমার ফ্যমিলি আমার চিন্তা কখনোই করে নাই, এখন বাচলেও কিছু না, ম"র'লেও কিছুনা ব্যাপারটা এমন। সহ্য করতে করতে এখন আমার স্বামীর সাথে একেক্টা দিন মনে হয় প্রতিদিন মৃ"ত্যু"র সমান।
এখন আমার কি করা উচিৎ? আমি বুঝতেছিনা কি করবো!! আমার স্বামী সারা জীবনই এমন করবে। আমি বোনের বাসায় আছি ২ দিন যাবত। যদি বাসায় ফেরার কথা মনে করি, তখনই আমার স্বামীর আচার, আচরনের কথা মনে পড়ে। খালি খাওয়াইলে আর পড়াইলেই কি সুখ?
আমার মেয়েটার কি হবে? আমি কি করবো? আমার জায়গায় দাঁড়িয়ে একটা সাজেশন দিন প্লিজ!🙏
>নাম প্রকাশে অনিচ্ছুক
(ইনবক্স থেকে)