Ray Rolls-Royce

Ray Rolls-Royce Hare Krishna

15/08/2025

আজ অধিবাস অধিবাস ।
কাল মহোৎসব বিলাস ।।

🌸 পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি 🌸
✨ জন্মাষ্টমী মহোৎসব ২০২৫ ✨
🛕 ইসকন, সিলেট

📅 তারিখ:
আজ ১৫ আগস্ট, শুক্রবার, শুভ অধিবাস
আগামীকাল ১৬ আগস্ট, শনিবার, উপবাস (মধ্যরাত্রি পর্যন্ত)

08/07/2025

**চাতুর্মাস্যের শুভ সূচনা!**

আজ কলকাতায় শয়ন-একাদশী। এই শুভদিনে আমি চাতুর্মাস্য ব্রত পালন শুরু করেছি।

চাতুর্মাস্য ব্রত আষাঢ় মাসে শুরু হয়ে কার্তিক মাসে শেষ হয়। এই চার মাসের মধ্যে আমরা কিছু বিশেষ সাধনা করি—যদিও ছোট ছোট, তবে গভীরভাবে অর্থবহ। আমি সাধারণত একাদশী থেকে পরবর্তী একাদশী পর্যন্ত এই ব্রত পালন করি। তবে অনেক ভক্ত পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চাতুর্মাস্য পালন করে থাকেন।

আমার চাতুর্মাস্য শেষ হয় কার্তিক মাসের শেষ একাদশীতে। তারপর একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত আমি ভীষ্ম-পঞ্চক ব্রত পালন করি।

শ্রীল প্রভুপাদ আমাদের জন্য চাতুর্মাস্যের জন্য একটি ন্যূনতম বিধান রেখে গেছেন:

* প্রথম মাসে শাক বর্জন,
* দ্বিতীয় মাসে দই বর্জন,
* তৃতীয় মাসে দুধ বর্জন,
* এবং চতুর্থ মাসে মাষকলাই ডাল বর্জন।

যদিও প্রভুপাদ এই সময়ে ভ্রমণ ও প্রচার করতেন, তিনি চাতুর্মাস্য পালন করাকে গুরুত্ব দিতেন।

সুতরাং, আমরা বুঝতে পারি—তপস্যাও গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বড় হলো মানুষের মধ্যে কৃষ্ণভাবনামৃত বিতরণ করা। এই চাতুর্মাস্যে আমাদের উচিত উভয় দিকেই মনোযোগ দেওয়া—আত্মসাধনা ও প্রচার।

শ্রীল প্রভুপাদ *চৈতন্য-চরিতামৃত (মধ্যলীল ৪.১৬৯)*-এ উল্লেখ করেছেন, **"চাতুর্মাস্য সকলেরই পালন করা উচিত।"**

চলুন, এই চাতুর্মাস্যে আমরা আরও দৃঢ় সংকল্পে ভক্তিতে অগ্রসর হই।

— **শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ**
(অ্যাপ বার্তা, ৬ই জুলাই, ২০২৫)

29/06/2025
27/06/2025

🛣️ ইসকন সিলেট রথযাত্রার রুট ম্যাপ:
ইসকন মন্দির → রিকাবীবাজার → চৌহাট্টা → জিন্দাবাজার → বন্দর → তালতলা → মির্জাজাঙ্গাল → লামাবাজার → রিকাবীবাজার → ইসকন মন্দির।

📅 তারিখ: শুক্রবার, ২৭ জুন ২০২৫
🕑 রথ ছাড়ার সময়: দুপুর ২:০০ ঘটিকা
📍 স্থান: ইসকন সিলেট মন্দির, যুগলটিলা

🎉 শোভাযাত্রা, কীর্তন, নৃত্য, মহাপ্রসাদ ও সেবার মহোৎসব আপনিও অংশগ্রহণ করুন।

সকল জগন্নাথপ্রেমী ভক্ত ও দর্শনার্থীদের রথযাত্রার পবিত্র শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।

📌 আয়োজনে: 🛕 ইসকন, সিলেট
📌 সকলে শেয়ার করুন।

#রথযাত্রা

09/06/2025

Address

Toa Payoh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ray Rolls-Royce posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share