mohsin

mohsin MOHSIN , DEBIDWAR, COMILLA

একদিন এই জুলাই গনঅভ্যুত্থানের নায়কদেরকেও মানুষ ভুলে যাবে। ভুলে যাবে কি, অলরেডি অস্বীকার করতে শুরু করেছে। ক'দিন পর তাদের ...
15/08/2025

একদিন এই জুলাই গনঅভ্যুত্থানের নায়কদেরকেও মানুষ ভুলে যাবে। ভুলে যাবে কি, অলরেডি অস্বীকার করতে শুরু করেছে। ক'দিন পর তাদের নাম মুখে নিলেও একদল দলকানা এসে গালি দিয়ে বসবে। হুমকি ধমকি দিয়ে বসবে। এদেশে এমনই হয় আর এমনটাই হয়ে আসতেছে।

সেদিক থেকে, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে আপনি এবং আপনার অবদান এখনো মনে রাখাটা বাঙালী জাতি হিসেবে একটা আজব ঘটনাই বলতে পারেন। এর মধ্যে আবার আপনার মেয়ে গত ১৭ বছরে যা করে গেলেন, আপনাকে যেভাবে বিক্রি করে গেলেন, আপনার নামটাকে যেভাবে ব্যবহার করলেন, তার পরও আপনাকে নিয়ে লিখতে ইচ্ছে হওয়াটাই যেনো একটা আজব ইচ্ছে।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনার নেতৃত্ব নিয়ে পজিটিভ-নেগেটিভ অনেক যুক্তিতর্ক থাকলেও, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আপনি ছিলেন বাংলার জনমানুষের কাছে মহান নেতা, এতে কোন সন্দেহ নেই।

আপনার পরিবারের কৃতকর্মের জন্যে আপনাকে ঘৃণা করার কোন যুক্তিকতা নেই। মহান আল্লাহ আপনার ভুল-ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাত নসিব করুন। আমিন

02/08/2025

বাবা মা তুমরা চলে গেছো, কিন্তু রেখে গেছো হাজারো স্মৃতি।

” আমি আছি তোমাদের শিক্ষা, তোমাদের আদর্শ আমাকে পথ দেখায়, কিন্তু বুকের ভিতরের শূন্যতাটা কিছুতেই পূরণ হয় না।”

মা , বাবা, আজ যদি একটা মুহূর্তের জন্যও ফিরে আসতে, আমি শুধু বলতাম-'ভালোবাসি তোমাদের । যা তখন বলা হয়নি "

- “রাতের আকাশের তারা দেখতে দেখতে ভাবি, হয়তো তুমরা ওখানে আছো-আমার দিকেই চেয়ে আছো। কিন্তু এই নিচের পৃথিবীতে তোমাদের ছাড়া আমি বড় অসহায়।”

“তোমাদের কবরের পাশে দাঁড়িয়ে বুকের মধ্যে কেবল কান্না জমে ওঠে। যাকে একদিন সাহসের প্রতীক ভাবতাম, আজ সে-ই নেই। শুধু স্মৃতিগুলো রয়ে "গেছে", "জীবনের"

“তোমাদের অভাব বোঝা যায় তখন, যখন জীবনে অনেক সময় আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আগে তুমরা ছিলে বলেই সব সহজ মনে হতো, আজ অনেক কঠিন লাগে

“জানি তুমরা নাই, তবুও আজও মনে হয়, তুমরা দরজার ওদিকেই আছো। একটুখানি হাত বাড়ালেই বুঝি তোমাদের ছুঁতে পারব। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর মা- বাবা, "কারণ তুমরা চিরকালই আর আসবে না ,

বাবার মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস❤️

মা-বাবা চলে যাওয়ার পরই বুঝি, ছায়াময় আশ্রয় কাকে বলে! আললাহ আমার মা বাবাকে জাননাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।

মা বাবাকে হারানোর ব্যথা কোনো শব্দে প্রকাশ করা যায় না। শুধু দোয়া করি, আল্লাহ যেন আমার মা- বাবাকে বেহেশতের ফুলের বাগানে স্থান দেন।

মা- বাবা হারানোর পর জীবন একেবারে শুন্য হয়ে যায়। হে আল্লাহ, আমার মা-বাবার কবরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন।

যে ভালোবাসা চিরদিন নিঃস্বার্থ ছিল, তা ছিল মা-বাবার ভালোবাসা। আজ সেই ভালোবাসা শুধু দোয়ার মাঝে খুঁজে ফিরি।

মা-বাবা ছাড়া এই পৃথিবী যেন অচেনা এক ময়দান। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন।

জীবনের যত ঝড়ই আসুক, মা-বাবা থাকলে মনে হতো সব সহজ। আজ সেই ভরসার পাহাড় হারিয়ে শুধুই কান্না বুকে চেপে বাঁচি।

হে প্রভু, আমার মা-বাবা যদি কোনো ভুল করে থাকেন, তবে আপনি ক্ষমা করে দিন, তাদের কে অশেষ মেহেরবানিতে আবৃত করুন।

প্রতিদিন মনে হয়, যদি আর একবার মা-বাবার কণ্ঠ শুনতে পেতাম!

মা-বাবা যখন বেঁচে ছিলেন, তখন কিছুই বুঝতাম না। আজ বুঝি, জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিলেন তারা

হে আল্লাহ, আমার মা-বাবার কবরটিকে প্রশস্ত করুন, আলোয় ভরে দিন এবং তাদের কে আপনার নৈকট্য দান করুন।

মা-বাবার মমতা হারিয়ে এখনো প্রতিটি দোয়ায় তাদের কে স্মরণ করি।মা- বাবার প্রতি আপনার দয়া বর্ষিত হোক।

পৃথিবীর সমস্ত আনন্দ, সাফল্য, সবই শুন্য লাগে যখন মনে হয়, মা-বাবা নেই। দোয়া করি, আল্লাহ যেন তাদের কে চির সুখের জায়গায় রাখেন।

মা-বাবা ছিলেন আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আজ সেই আশ্রয় হারিয়ে মনে হয়, আমি একা এক পথিক।

হে আল্লাহ, আমার মা-বাবার কবরকে জান্নাতের এক বাগান বানিয়ে দিন। তাদের প্রতি আপনার অনুগ্রহ দান করুন দিন রাত।

মা-বাবার বিদায় যেন হৃদয়ে অমোচনীয় ক্ষতের মতো রয়ে গেছে

19/07/2025

টাকার জন্য ছারলাম বাড়ি টাকার জন্য ছারলাম দেশ কিশের সুখ এই দুর প্রবাসে কষ্টে কষ্টে জীবন শেষ

15/07/2025
28/06/2025

পৃথিবীতে সবাই শুধু স্বার্থ খুঝে

শীতের সময় যে রোদকেই মানুষ ভালোবাসে গরমে আবার সেই রোদকেই মানুষ তিরস্কার করে।

28/06/2025

জীবন টা এমন পর্যায়ে দাড়িয়ে গেছে না পারছি___
সামনে এগুতে, আবার না পারছি পিছনে ফিরে যেতে

26/06/2025

মানুষের জীবন কেটে যায় শুধু অপেক্ষায়, কখনো মানুষের জন্য ,কখনো সুদিনের জন্য ,কখনো দোয়া কবুলের জন্য
শুভ রাএি

23/06/2025

প্রবাসের কষ্ট বুঝতে হলে প্রবাসী হওয়া লাগে। বাড়িতে বসে আমিও এক সময় ভাবতাম, প্রবাসে বুঝি শুধু টাকা আর সুখ। এখন বুঝতেছি, সেটা ছিলো শুধু স্বপ্ন বাস্তব অনেক কঠিন

Address


637285

Alerts

Be the first to know and let us send you an email when mohsin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mohsin:

  • Want your business to be the top-listed Media Company?

Share