02/08/2025
বাবা মা তুমরা চলে গেছো, কিন্তু রেখে গেছো হাজারো স্মৃতি।
” আমি আছি তোমাদের শিক্ষা, তোমাদের আদর্শ আমাকে পথ দেখায়, কিন্তু বুকের ভিতরের শূন্যতাটা কিছুতেই পূরণ হয় না।”
মা , বাবা, আজ যদি একটা মুহূর্তের জন্যও ফিরে আসতে, আমি শুধু বলতাম-'ভালোবাসি তোমাদের । যা তখন বলা হয়নি "
- “রাতের আকাশের তারা দেখতে দেখতে ভাবি, হয়তো তুমরা ওখানে আছো-আমার দিকেই চেয়ে আছো। কিন্তু এই নিচের পৃথিবীতে তোমাদের ছাড়া আমি বড় অসহায়।”
“তোমাদের কবরের পাশে দাঁড়িয়ে বুকের মধ্যে কেবল কান্না জমে ওঠে। যাকে একদিন সাহসের প্রতীক ভাবতাম, আজ সে-ই নেই। শুধু স্মৃতিগুলো রয়ে "গেছে", "জীবনের"
“তোমাদের অভাব বোঝা যায় তখন, যখন জীবনে অনেক সময় আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আগে তুমরা ছিলে বলেই সব সহজ মনে হতো, আজ অনেক কঠিন লাগে
“জানি তুমরা নাই, তবুও আজও মনে হয়, তুমরা দরজার ওদিকেই আছো। একটুখানি হাত বাড়ালেই বুঝি তোমাদের ছুঁতে পারব। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর মা- বাবা, "কারণ তুমরা চিরকালই আর আসবে না ,
বাবার মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস❤️
মা-বাবা চলে যাওয়ার পরই বুঝি, ছায়াময় আশ্রয় কাকে বলে! আললাহ আমার মা বাবাকে জাননাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন।
মা বাবাকে হারানোর ব্যথা কোনো শব্দে প্রকাশ করা যায় না। শুধু দোয়া করি, আল্লাহ যেন আমার মা- বাবাকে বেহেশতের ফুলের বাগানে স্থান দেন।
মা- বাবা হারানোর পর জীবন একেবারে শুন্য হয়ে যায়। হে আল্লাহ, আমার মা-বাবার কবরে রহমতের বৃষ্টি বর্ষণ করুন।
যে ভালোবাসা চিরদিন নিঃস্বার্থ ছিল, তা ছিল মা-বাবার ভালোবাসা। আজ সেই ভালোবাসা শুধু দোয়ার মাঝে খুঁজে ফিরি।
মা-বাবা ছাড়া এই পৃথিবী যেন অচেনা এক ময়দান। হে আল্লাহ, আমার মা-বাবাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন।
জীবনের যত ঝড়ই আসুক, মা-বাবা থাকলে মনে হতো সব সহজ। আজ সেই ভরসার পাহাড় হারিয়ে শুধুই কান্না বুকে চেপে বাঁচি।
হে প্রভু, আমার মা-বাবা যদি কোনো ভুল করে থাকেন, তবে আপনি ক্ষমা করে দিন, তাদের কে অশেষ মেহেরবানিতে আবৃত করুন।
প্রতিদিন মনে হয়, যদি আর একবার মা-বাবার কণ্ঠ শুনতে পেতাম!
মা-বাবা যখন বেঁচে ছিলেন, তখন কিছুই বুঝতাম না। আজ বুঝি, জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিলেন তারা
হে আল্লাহ, আমার মা-বাবার কবরটিকে প্রশস্ত করুন, আলোয় ভরে দিন এবং তাদের কে আপনার নৈকট্য দান করুন।
মা-বাবার মমতা হারিয়ে এখনো প্রতিটি দোয়ায় তাদের কে স্মরণ করি।মা- বাবার প্রতি আপনার দয়া বর্ষিত হোক।
পৃথিবীর সমস্ত আনন্দ, সাফল্য, সবই শুন্য লাগে যখন মনে হয়, মা-বাবা নেই। দোয়া করি, আল্লাহ যেন তাদের কে চির সুখের জায়গায় রাখেন।
মা-বাবা ছিলেন আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আজ সেই আশ্রয় হারিয়ে মনে হয়, আমি একা এক পথিক।
হে আল্লাহ, আমার মা-বাবার কবরকে জান্নাতের এক বাগান বানিয়ে দিন। তাদের প্রতি আপনার অনুগ্রহ দান করুন দিন রাত।
মা-বাবার বিদায় যেন হৃদয়ে অমোচনীয় ক্ষতের মতো রয়ে গেছে