I wish - আমার ইচ্ছে ツ

  • Home
  • I wish - আমার ইচ্ছে ツ

I wish  -  আমার ইচ্ছে  ツ বন্ধুত্ব,আড্ডা,প্রেম,ভালোবাসা,ইসলামি পোস্ট করা হয়

12/04/2025

' একা থাকলেই মানুষ ম"রে যায় না, কিন্তু কিছু অনুভূতি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়।

এই কথা কেন বললাম জানো?কারণ,একা থাকলেই মানুষ ম"রে যায় না, কিন্তু ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, যা ধীরে ধীরে গ্রাস করে ফেলে। কখনো কখনো চারপাশে শত মানুষ থাকলেও ভেতরের একাকীত্ব দূর হয় না।

কিছু অনুভূতি থাকে, যা বলার জন্য কেউ থাকে না, কিছু কষ্ট থাকে, যা বোঝার মতো কেউ পাশে থাকে না। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু সেই শূন্যতা থেকে যায়। তবুও বেঁচে থাকতে হয়, হাসতে হয়, যেন সব ঠিক আছে।

12/04/2025

এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে।
তখন টাকা থাকবে না, ফলোয়ার থাকবে না,
থাকবে শুধু আমলনামা।

-🙂

09/04/2025

বড় আর হইলাম কই...?
ছোট বেলায় হা'রা'ই' তাম কলম আর বই...!
এখন হা'রা'ই' মানুষ...!!😔

30/03/2025

ঈদের দিন মন খারাপ করে বসে থাইকেন নাহ, একটা একটা করে অনেক কিছুই তো হারিয়ে ফেললাম আমরা, যা আছে যতটুকু আছে তা নিয়েই খুশি মনে ঈদ কে গ্রহণ করে নিয়েন, রাগ অভিমানে দিনটাকে নষ্ট করবেন নাহ।🙂❤️‍🩹

30/03/2025

সালামি লাগবে না, অন্তত ঈদের দিন খোঁজ নিয়েন, টেক্সট দিয়েন, কল দিয়েন। এতোটুকুই অনেক!🫂❤️

29/03/2025

ইয়া আল্লাহ ঈদের সালামি হিসাবে বউ দিয়েন😫

যে আমিন কইবো তারেও দিয়েন 😑

24/03/2025

ভালোবাসা প্রকাশ করলে, অবহেলা বেরে যায়!😊

24/03/2025

তুমি যা কিছু খরচ করো, সময়ই তার মধ্যে সবচেয়ে দামী।
_থিওফ্রেসটাস

23/03/2025

ফ্যামিলির কারণে যাদের মন খারাপ হয়,
তাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ তম সান্ত্বনা ও মূল্য-হীন.!!🥀

22/03/2025

আপনি খুব সুন্দর নিজের যত্ন নিন অন্যের জন্য নিজের মস্তিষ্ককে কষ্ট দেবেন না।

22/03/2025

কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না টাইপিং শেষে আবার মুছে ফেলতে হয়🥀🥀

21/03/2025

সব সম্পর্কের বাঁধন ছেড়ে

একান্তে জীবন কাটান, দেখবেন মনের শান্তি আসবে।🥀💔

Address


Alerts

Be the first to know and let us send you an email when I wish - আমার ইচ্ছে ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I wish - আমার ইচ্ছে ツ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Want your business to be the top-listed Media Company?

Share