12/04/2025
' একা থাকলেই মানুষ ম"রে যায় না, কিন্তু কিছু অনুভূতি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়।
এই কথা কেন বললাম জানো?কারণ,একা থাকলেই মানুষ ম"রে যায় না, কিন্তু ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, যা ধীরে ধীরে গ্রাস করে ফেলে। কখনো কখনো চারপাশে শত মানুষ থাকলেও ভেতরের একাকীত্ব দূর হয় না।
কিছু অনুভূতি থাকে, যা বলার জন্য কেউ থাকে না, কিছু কষ্ট থাকে, যা বোঝার মতো কেউ পাশে থাকে না। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু সেই শূন্যতা থেকে যায়। তবুও বেঁচে থাকতে হয়, হাসতে হয়, যেন সব ঠিক আছে।