
08/09/2025
▪️মাদক নির্মূলে যুব সমাজকে সচেতন করার আহ্বান জামায়াতের।
খোকসা (কুষ্টিয়া):
মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপগ্রাম ইউনিয়ন শাখা। সভায় বক্তারা কোরআন ও হাদিসের আলোকে মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরেন এবং যুবকদেরকে মাদক থেকে দূরে থাকার শপথ করান।
গত রবিবার গোপগ্রাম ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মুর্শিদ আলম। তিনি কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মাদকের শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক ক্ষতির ওপর বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, “মাদক শুধু ব্যক্তিগত জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। আমাদের যুব সমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে তোমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। এবং ইসলামী অনুশাসন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আলতাফ হোসেন, খোকসা উপজেলা শূরা সদস্য আজাদ আহমেদ, এবং গোপগ্রাম ইউনিয়নের সেক্রেটারি কাজী আবু সাঈদ। তারা প্রত্যেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে যুব সমাজের ভূমিকার ওপর জোর দেন।
উক্ত সভায় উপস্থিত যুবকরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং মাদক সেবন থেকে বিরত থাকার এবং অন্য কাউকে মাদক সেবন করতে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। জামায়াতের এই মহতি আলোচনা সভাকে স্থানীয় সকলে সাধুবাদ জানান। এবং একই সাথে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম যুব সমাজকে মাদকমুক্ত জীবন গড়তে অনুপ্রাণিত করবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।