Gontobbo-গন্তব্য

  • Home
  • Gontobbo-গন্তব্য

Gontobbo-গন্তব্য ▪️যার রয়েছে রবের প্রতি ভয়
তার কি করে নামাজ কাজা হয়? কদমে কদমে আয়ু কমে রোজ , নিকটে মরন ফাঁদ
মরতেই হবে জানি তো সবাই - তবুও বাঁচার সাধ !
-আজাদ আহমেদ

▪️মাদক নির্মূলে যুব সমাজকে সচেতন করার আহ্বান জামায়াতের।খোকসা (কুষ্টিয়া): মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে যুব সমাজকে স...
08/09/2025

▪️মাদক নির্মূলে যুব সমাজকে সচেতন করার আহ্বান জামায়াতের।

খোকসা (কুষ্টিয়া):
মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে যুব সমাজকে সচেতন করতে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গোপগ্রাম ইউনিয়ন শাখা। সভায় বক্তারা কোরআন ও হাদিসের আলোকে মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরেন এবং যুবকদেরকে মাদক থেকে দূরে থাকার শপথ করান।

গত রবিবার গোপগ্রাম ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মুর্শিদ আলম। তিনি কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মাদকের শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক ক্ষতির ওপর বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, “মাদক শুধু ব্যক্তিগত জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকে ভেতর থেকে পঙ্গু করে দেয়। আমাদের যুব সমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে তোমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। এবং ইসলামী অনুশাসন মেনে চলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আলতাফ হোসেন, খোকসা উপজেলা শূরা সদস্য আজাদ আহমেদ, এবং গোপগ্রাম ইউনিয়নের সেক্রেটারি কাজী আবু সাঈদ। তারা প্রত্যেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে যুব সমাজের ভূমিকার ওপর জোর দেন।
উক্ত সভায় উপস্থিত যুবকরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং মাদক সেবন থেকে বিরত থাকার এবং অন্য কাউকে মাদক সেবন করতে না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন। জামায়াতের এই মহতি আলোচনা সভাকে স্থানীয় সকলে সাধুবাদ জানান। এবং একই সাথে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম যুব সমাজকে মাদকমুক্ত জীবন গড়তে অনুপ্রাণিত করবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন।

26/08/2025

🥰😁🤣🤣
দোয়া রাখবো কিন্তু মিথ্যা কথা একটু কম কইরা বইলেন!!"🤣🤣
ভিপি প্রার্থী আবিদ কে বললো এক শিক্ষার্থী বোন।

25/08/2025

তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা অসৎকাজের দিকে নিয়ে যায়, আর অসৎকাজ জাহান্নামের দিকে নিয়ে যায়।
📖 সহীহ বুখারী

23/08/2025

▪️মৃত্যুকে অধিক স্মরণ করার উপদেশ

রাসূল (সা.) বলেন-
তোমরা সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, যা সমস্ত সুখ-স্বাদকে ধ্বংস করে দেয় — তা হলো **মৃত্যু**।
📖তিরমিজি ২৩০৭

মায়ের মত কেউ হয় না।।।।🥹
18/08/2025

মায়ের মত কেউ হয় না।।।।🥹

Address


Telephone

+6581092646

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gontobbo-গন্তব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gontobbo-গন্তব্য:

  • Want your business to be the top-listed Media Company?

Share