Ak Corner

Ak Corner বিভিন্ন দেশের জানা অজানা নতুন নতুন জায়গা দেখতে এবং ঘুরতে খুবই পছন্দ ।

ইংরেজি করুন
12/07/2025

ইংরেজি করুন

দুর্দান্ত পারফরম্যান্সে গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেক ম্যাচ রাঙিয়ে রাখলেন সাকিব আল হাসান।
11/07/2025

দুর্দান্ত পারফরম্যান্সে গ্লোবাল সুপার লিগে নিজের অভিষেক ম্যাচ রাঙিয়ে রাখলেন সাকিব আল হাসান।

পাখির চোখে স্কুল সুন্দর তম  স্কুলওইটা বাজিতপুর থানার কোন জায়গায় অবস্থিত  বলতে পারবেন ?
09/07/2025

পাখির চোখে স্কুল
সুন্দর তম স্কুল
ওইটা বাজিতপুর থানার কোন জায়গায় অবস্থিত বলতে পারবেন ?



09/07/2025

কেন হাঙ্গেরিতে উচ্চশিক্ষা?? 🇭🇺 (৫০টি বিশ্ববিদ্যালয়ের লিংকসহ)বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে গড়ে তোলার অসাধারণ ...
09/07/2025

কেন হাঙ্গেরিতে উচ্চশিক্ষা?? 🇭🇺 (৫০টি বিশ্ববিদ্যালয়ের লিংকসহ)

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে গড়ে তোলার অসাধারণ সুযোগ তৈরি হয়, আর এই দিক থেকে হাঙ্গেরি বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত, ইতিহাস-ঐতিহ্যে ভরপুর এই দেশটি শুধু পর্যটকদের নয়, বরং আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের জন্যও একটি চমৎকার গন্তব্য।

বিশ্বখ্যাত **Stipendium Hungaricum স্কলারশিপ**, তুলনামূলকভাবে সাশ্রয়ী খরচে উন্নতমানের শিক্ষা, সহজ ও সাবলীল ভিসা প্রক্রিয়া, ইংরেজি ভাষায় পড়ার সুযোগ, এবং পড়াশোনা শেষে কর্মসংস্থান—সবকিছু মিলিয়ে হাঙ্গেরি এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আদর্শ এক উচ্চশিক্ষার গন্তব্য।

# # # হাঙ্গেরিকে বেছে নেওয়ার কারণ:

* ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র
* কম খরচে উচ্চশিক্ষার সুযোগ
* ইংরেজিতে Bachelor's, Master's এবং PhD কোর্স
* Stipendium Hungaricum ও অন্যান্য ফুল স্কলারশিপ সুবিধা
* শেনজেন অঞ্চলের দেশগুলো সহজে ভ্রমণ
* পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরির সুযোগ
* ডিগ্রি শেষ করার পর ৯–১২ মাসের জব সার্চ ভিসা
* কর্মজীবন গড়ে তোলা ও স্থায়ী বাসিন্দার (PR) সুযোগ

---

# # # খরচ ও স্কলারশিপ সম্পর্কিত তথ্য:

**Self-funded শিক্ষার্থীদের জন্য Tuition Fee:**
প্রতি বছর €1,500 – €5,000 (বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে)

**বাসস্থান ও দৈনন্দিন ব্যয়:**
প্রায় €300 – €600 প্রতি মাসে (বুদাপেস্টে কিছুটা বেশি হতে পারে)

**Stipendium Hungaricum স্কলারশিপে যা পাবেন:**

* সম্পূর্ণ টিউশন ফি ছাড়
* মাসিক স্টাইপেন্ড:

* Bachelor's: HUF 43,700 (\~€110)
* Master's: HUF 43,700 (\~€110)
* PhD: HUF 140,000–180,000 (\~€370–470)
* বিনামূল্যে আবাসন বা ভাতা
* স্বাস্থ্য বীমা
* পরিবার নিয়ে যাওয়ার সুযোগ (বিশেষ করে PhD পর্যায়ে)

---

# # # IELTS না কি MOI?

* অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে IELTS 6.0–6.5 বা TOEFL প্রয়োজন
* কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো Medium of Instruction (MOI) গ্রহণ করে
* Duolingo ও PTE স্কোরও অনেক ক্ষেত্রে বৈধ

---

# # # হাঙ্গেরির স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় তথ্য:

**ভিসা আবেদন করা যায় ঢাকার VFS Global-এর মাধ্যমে**
প্রয়োজনীয় কাগজপত্র:

* বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার
* স্কলারশিপের কাগজপত্র (যদি প্রযোজ্য হয়)
* ব্যাংক স্টেটমেন্ট (Self-funded হলে)
* হেলথ ইন্স্যুরেন্স
* পুলিশ ক্লিয়ারেন্স
* বৈধ পাসপোর্ট ও ছবি

---

# # # পরিবার নিয়ে যাওয়ার সুযোগ:

* Master's ও PhD শিক্ষার্থীরা স্বামী/স্ত্রী ও সন্তানদের নিয়ে যেতে পারেন
* স্বামী/স্ত্রী কাজ করতে পারেন
* সন্তানরা স্থানীয় স্কুলে ভর্তি হতে পারে

---

# # # ডিগ্রি শেষের পর করণীয়:

* ৯–১২ মাসের Job Search Visa
* চাকরি পেলে Work Permit এর আবেদন
* স্থায়ী বসবাসের জন্য আবেদন (PR)
* পুরো ইউরোপে চাকরির সুযোগ তৈরি হয়

---

# # # হাঙ্গেরির ৫০টি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় (ওয়েবসাইট সহ):

1. Eötvös Loránd University – [www.elte.hu](https://www.elte.hu)
2. University of Debrecen – [www.unideb.hu](https://www.unideb.hu)
3. Budapest University of Technology and Economics – [www.bme.hu](https://www.bme.hu)
4. University of Szeged – [www.u-szeged.hu](https://www.u-szeged.hu)
5. Semmelweis University – [www.semmelweis.hu](https://www.semmelweis.hu)
6. University of Pécs – [www.pte.hu](https://www.pte.hu)
7. Corvinus University of Budapest – [www.uni-corvinus.hu](https://www.uni-corvinus.hu)
8. Szent István University – [www.sziu.hu](https://www.sziu.hu)
9. University of Miskolc – [www.uni-miskolc.hu](https://www.uni-miskolc.hu)
10. University of Dunaújváros – [www.uniduna.hu](https://www.uniduna.hu)
11. Óbuda University – [www.uni-obuda.hu](https://www.uni-obuda.hu)
12. Károli Gáspár University – [www.kre.hu](https://www.kre.hu)
13. Hungarian University of Fine Arts – [www.mke.hu](https://www.mke.hu)
14. Moholy-Nagy University of Art and Design – [www.mome.hu](https://www.mome.hu)
15. Liszt Ferenc Academy of Music – [www.lfze.hu](https://www.lfze.hu)
16. Hungarian University of Agriculture and Life Sciences – [www.uni-mate.hu](https://www.uni-mate.hu)
17. University of Sopron – [www.uni-sopron.hu](https://www.uni-sopron.hu)
18. Eszterházy Károly Catholic University – [www.uni-eszterhazy.hu](https://www.uni-eszterhazy.hu)
19. John von Neumann University – [www.uni-neumann.hu](https://www.uni-neumann.hu)
20. University of Nyíregyháza – [www.nye.hu](https://www.nye.hu)
21. Andrássy University Budapest – [www.andrassyuni.eu](https://www.andrassyuni.eu)
22. University of Public Service – [www.uni-nke.hu](https://www.uni-nke.hu)
23. Metropolitan University Budapest – [www.metropolitan.hu](https://www.metropolitan.hu)
24. International Business School Budapest – [www.ibs-b.hu](https://www.ibs-b.hu)
25. Central European University – [www.ceu.edu](https://www.ceu.edu)
26. Kodolányi János University – [www.kodolanyi.hu](https://www.kodolanyi.hu)
27. King Sigismund College – [www.zsigmondkiraly.hu](https://www.zsigmondkiraly.hu)
28. Wekerle Business School – [www.wbj.hu](https://www.wbj.hu)
29. Avicenna International College – [www.avicenna.hu](https://www.avicenna.hu)
30. Budapest Business School – [www.uni-bge.hu](https://www.uni-bge.hu)
31. Budapest College of Communication and Business – [www.bkf.hu](https://www.bkf.hu)
32. College of Dunaújváros – [www.duf.hu](https://www.duf.hu)
33. Debrecen Reformed Theological University – [www.drhe.hu](https://www.drhe.hu)
34. Ferenc Rákóczi II Transcarpathian Hungarian College – [www.kmf.uz.ua](https://www.kmf.uz.ua)
35. Gábor Dénes College – [www.gdf.hu](https://www.gdf.hu)
36. Hungarian Dance Academy – [www.mtf.hu](https://www.mtf.hu)
37. Hungarian University of Sports Science – [www.tf.hu](https://www.tf.hu)
38. King Sigismund University – [www.zskf.hu](https://www.zskf.hu)
39. Milton Friedman University – [www.milton.hu](https://www.milton.hu)
40. Nyíregyháza College – [www.nyf.hu](https://www.nyf.hu)
41. Pázmány Péter Catholic University – [www.ppke.hu](https://www.ppke.hu)
42. Reformed Theological Academy of Sárospatak – [www.srta.hu](https://www.srta.hu)
43. University of Theatre and Film Arts – [www.szfe.hu](https://www.szfe.hu)
44. Tomori Pál College – [www.tpfk.hu](https://www.tpfk.hu)
45. University of Veterinary Medicine – [www.univet.hu](https://www.univet.hu)
46. Wesley János Theological College – [www.wesley.hu](https://www.wesley.hu)
47. Zsigmond Király University – [www.zsigmond.hu](https://www.zsigmond.hu)
48. IBS – [www.ibs-b.hu](https://www.ibs-b.hu)
49. CEU Business School – [www.business.ceu.edu](https://www.business.ceu.edu)

---

বর্তমানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে পড়াশোনা করছে, অনেকে স্কলারশিপে, কেউবা সেলফ-ফান্ডেড। আপনি চাইলে আপনিও এই পথ পাড়ি দিতে পারেন—শুরুটা হোক আজই! 🌟

08/07/2025

ইউকে-তে এমন কিছু স্কলারশিপ আছে, যা ৭০% বাংলাদেশি শিক্ষার্থী জানেই না!

অনেকে ভাবে ইউকে মানেই শুধু Chevening আর high CGPA হলেই হবে! কিন্তু না ভাই, ইউকে-তে এমন কিছু স্কলারশিপ আছে যেগুলো অনেক সহজ, কম প্রতিযোগিতামূলক অথচ খুব কম মানুষই জানে!

যেমন ধরেন University of Nottingham এর Developing Solutions Scholarship, এখানে আপনার CGPA ৩.৫ থাকলেই অনেক সময় shortlist হবেন। আর এটা পুরো টিউশন waive করে দেয়!

আবার University of Bristol এর Think Big Scholarship শুধু একটা সুন্দর SOP লিখলেই ১০,০০০ পাউন্ড পর্যন্ত টিউশন ফি মাফ! কেউ খেয়ালই করে না, কারণ সবাই Chevening আর
Commonwealth নিয়েই ব্যস্ত।

আর সবচেয়ে কম জানে এমন স্কলারশিপ হলো GREAT Scholarships for Bangladesh প্রতি বছর ১০-১২টা ইউনিভার্সিটি শুধু বাংলাদেশিদের জন্য এই স্কলারশিপ দেয়। অথচ আবেদনকারীই খুঁজে পায় না!

Chevening এর কিছু Partner University Scholarships আছে যেগুলো আলাদা রাউন্ডে দেয়, আলাদা নিয়মে কেউ খোঁজ রাখে না। অথচ কোর্স specific আর কম্পিটিশনও কম।

আপনি যদি এখনো ইউকে নিয়ে ভাবছেন, তাহলে বড় স্কলারশিপের পিছনে দৌড়ানোর পাশাপাশি ছোট কিন্তু golden সুযোগগুলা একবার দেখে নেন।

স্মার্ট স্টুডেন্টরা কখনো শুধু CGPA দিয়ে এগোয় না তারা সুযোগ খুঁজে নেয়, বাকিরা শুধু হুজুগে মাতাল থাকে!

যাদের CGPA কম, IELTS ৬.৫+, কিন্তু একটা প্যাশন আছে বিদেশে পড়ার এই পোস্টটা তাদের জন্য।

(From Hasan Sajid)

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?অনেক ওয়েবসাইটে দেখা ...
08/07/2025

🇧🇩 অনেকেই জানতে চান – ভাই, ফ্রেশ পাসপোর্টে কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, যাতে ভিসার ঝামেলা না থাকে?

অনেক ওয়েবসাইটে দেখা যায়, লেখা থাকে বাংলাদেশি পাসপোর্টে নাকি ৪০টা দেশে ভিসা ছাড়া যাওয়া যায়।
কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেক দেশে যাওয়া বাস্তবে কঠিন হয়ে পড়ে!

১. সরাসরি ফ্লাইটই নেই
২. ইমিগ্রেশনে ঝামেলা
৩. আবার অনেক দেশের বিমান ভাড়া এত বেশি, যাওয়া রীতিমতো কষ্টকর

অনেক সময় দেখা যায়, বাংলাদেশ থেকেই ইমিগ্রেশন পার হতে পারছেন না।
তবে তাই বলে কি ঘুরতে যাবেন না?
নিচে এমন ৪টা দেশের কথা বলছি, যেগুলাতে ভিসার আলাদা কোনো ঝামেলা নেই, আর সরাসরি ফ্লাইটও পাওয়া যায়।
নতুন ভ্রমণকারীদের জন্য এই দেশগুলো অনেকটাই সহজ ইনশাআল্লাহ। 😊

🇳🇵 ১. নেপাল
নেপালে যেতে আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
এয়ারপোর্টে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হবে, তারপর সেটার একটা ছবি তুলে ইমিগ্রেশনে গেলেই একটা স্টিকার দিয়ে দেবে – এটা দিয়েই ৩০ দিন থাকা যাবে।
প্রথমবার গেলে কোনো টাকা লাগে না, তবে দ্বিতীয়বার গেলে ২৫ ডলার ফি দিতে হয়।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ ৩২ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পড়ে।

🇧🇹 ২. ভুটান
ভুটানেও আগে থেকে ভিসা করতে হয় না। অন-অ্যারাইভাল ভিসা দেয়।
তবে সেখানে প্রতিদিন থাকার জন্য ১৫ ডলার করে চার্জ দিতে হয়।
সপ্তাহে দুই দিন সরাসরি ফ্লাইট চলে, Druk Air পরিচালনা করে।
ফ্লাইট ভাড়া রিটার্ন টিকিটসহ প্রায় ৪৮ থেকে ৫০ হাজার টাকার মতো পড়ে।

🇱🇰 ৩. শ্রীলংকা
শ্রীলংকা যেতে হলে আগে থেকেই ETA (Electronic Travel Authorization) নিতে হয়।
অনলাইনে খুব সহজে ফর্ম পূরণ করে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ২১ ডলার পেমেন্ট করলেই ১০ মিনিটের মধ্যে ETA চলে আসে।
ETA থাকলেই শ্রীলংকা ভ্রমণ করতে পারবেন ইনশাআল্লাহ।
সরাসরি ফ্লাইটও আছে, ৩০-৫০ হাজার টাকার মধ্যেই রিটার্ন টিকিট মিলে যায়।

🇲🇻 ৪. মালদ্বীপ
মালদ্বীপ অন-অ্যারাইভাল ভিসা দেয়। আগে থেকে কোনো ভিসা করতে হয় না।
শুধু এরাইভাল ফর্মটা অনলাইনে পূরণ করে নিয়ে যেতে হয়।
US-Bangla সরাসরি ফ্লাইট চালায়, টিকিটের দাম ৪০-৫০ হাজার টাকার মধ্যে পড়ে।
চাইলেই ট্রানজিট ফ্লাইটেও যেতে পারেন।
যদি শ্রীলংকা ও মালদ্বীপ একসাথে প্ল্যান করেন, তাহলে এক রাউন্ডেই দুই দেশ ঘুরে ফেলা যাবে কম খরচে ইনশাআল্লাহ।

নতুনদের জন্য প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।
আরও বিস্তারিত যেমন খরচ, ইমিগ্রেশন, থাকার জায়গা ইত্যাদি জানতে চাইলে কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কথায় কোথাও ভুল হলে ক্ষমা করবেন।
জাযাকাল্লাহু খইর 😊

ইউরোপে ফুল স্কলারশিপ পাওয়ার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সমূহ একসাথে,,,,,প্রতি বছর ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন ইউরোপীয় দেশ লাখ ...
07/07/2025

ইউরোপে ফুল স্কলারশিপ পাওয়ার গুরুত্বপূর্ণ ওয়েবসাইট সমূহ একসাথে,,,,,

প্রতি বছর ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন ইউরোপীয় দেশ লাখ লাখ ইউরো বরাদ্দ রাখে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল স্কলারশিপে পড়াশোনার সুযোগ দিতে। দুর্ভাগ্যজনকভাবে, বাংলাদশের বহু প্রতিভাবান শিক্ষার্থী সঠিক লিংক, ওয়েবসাইট বা উৎস না জানার কারণে এই সুযোগগুলো হারিয়ে ফেলে।

আপনি যদি সত্যিই ইউরোপে পড়াশোনা করতে চান, তবে একটি জিনিস মাথায় রাখুন — স্কলারশিপ আছে, প্রচুর আছে, শুধু খুঁজে পাওয়া আর প্রস্তুত হওয়াটাই চ্যালেঞ্জ।

অনেকে ভাবে স্কলারশিপ পাওয়া "ভাগ্যের" ব্যাপার। কিন্তু সত্যি হলো — যারা সময়মতো সঠিক প্ল্যাটফর্মে আবেদন করে, প্রস্তুতি নেয়, তারাই সাফল্য পায়।

আজ আমি আপনার হাতে তুলে দিচ্ছি ইউরোপের প্রায় সব দেশের ৫৪টির বিশ্বস্ত ও কার্যকর স্কলারশিপ information পাওয়ার ওয়েবসাইটের লিংক — একটি লিস্ট যা আপনি একবার শেয়ার কিংবা সেভ করে রাখলে জীবনে অনেকবার কাজে লাগবে; যেগুলোর সাহায্যে আপনি ইউরোপের যেকোনো দেশে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফান্ডেড উচ্চশিক্ষার সুযোগ খুঁজে পেতে পারবেন।

ইউরোপে উচ্চশিক্ষার জন্য ৫৪টি বিশ্বস্ত ওয়েবসাইট লিংক যেখানে সকল ফুল ফান্ডেড স্কলারশিপের তথ্য রয়েছে:

🇪🇺 ইউরোপিয়ান ইউনিয়ন (EU-Wide)
1. https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en
(মাস্টার্স করতে চাইলে ২২০+ ইরাসমুস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স - এর সকল তথ্য পাওয়ার এবং আবেদন করার ইউরোপীয়ন ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট)

2. https://www.scholarshipportal.com
(ইউরোপজুড়ে সব ধরনের স্কলারশিপ সার্চ করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট)

3. https://www.study.eu
(ইউরোপীয় বিশ্ববিদ্যালয়, কোর্স ও স্কলারশিপ খোঁজার জন্য সহজ প্ল্যাটফর্ম)

4. https://www.euraxess.ec.europa.eu
(PhD ও Postdoc পর্যায়ের গবেষকদের জন্য স্কলারশিপ ও চাকরির তথ্যভাণ্ডার)

5. https://www.marie-sklodowska-curie-actions.ec.europa.eu
(Marie Curie PhD, PostDoc কিংবা অন্যান্য গবেষণা স্কলারশিপ – ইউরোপজুড়ে গবেষকদের জন্য অন্যতম সম্মানজনক ফান্ড)

6. https://www.european-funding-guide.eu
(EU-ভিত্তিক স্কলারশিপ, স্টুডেন্ট লোন, ভাতা প্রভৃতি খুঁজতে সহায়ক)

🇩🇪 জার্মানি
7. https://www.daad.de/en/
(DAAD – বিশ্বের অন্যতম বড় স্কলারশিপ প্রোগ্রাম; ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডির জন্য)

8. https://www.myguide.de/en/
(জার্মান বিশ্ববিদ্যালয় ও কোর্স খুঁজে নেওয়ার জন্য দারুণ একটি টুল)

9. https://www.uni-assist.de/en/
(জার্মানিতে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন পোর্টাল – বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয়)

10. https://www.stipendiumplus.de
(জার্মানির এলিট স্কলারশিপ প্রোগ্রামগুলো এক জায়গায়)

11. https://www.funding-guide.de
(DAAD-এর অধীনে বিভিন্ন স্কলারশিপ সার্চ করার জন্য অফিসিয়াল গাইড)

🇸🇪 সুইডেন
12. https://studyinsweden.se
(সুইডেনে উচ্চশিক্ষা ও স্কলারশিপের জন্য সরকারিভিত্তিক ওয়েবসাইট)
13. https://www.universityadmissions.se
(সুইডেনের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করার কেন্দ্রীয় পোর্টাল)

14. https://si.se/en/apply/scholarships/
(Swedish Institute Scholarships – সুইডিশ সরকারের ফুল-ফান্ডেড স্কলারশিপ)

🇳🇱 নেদারল্যান্ডস
15. https://www.studyinholland.nl
(নেদারল্যান্ডসে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ক অফিসিয়াল গাইড)

16. https://www.nuffic.nl/en
(NUFFIC – ডাচ স্কলারশিপ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র)

17. https://www.grantfinder.nl
(Dutch স্কলারশিপ খুঁজে পাওয়ার জন্য সহজ সার্চ ইঞ্জিন)

🇫🇮 ফিনল্যান্ড
18. https://www.studyinfinland.fi
(ফিনল্যান্ডে স্টাডি ও স্কলারশিপ বিষয়ক সরকারিভিত্তিক প্ল্যাটফর্ম)

19. https://opintopolku.fi
(ফিনল্যান্ডের কেন্দ্রীয় আবেদন পোর্টাল – University ও UAS-দের জন্য)

🇳🇴 নরওয়ে
20. https://www.studyinnorway.no
(নরওয়েতে tuition-free উচ্চশিক্ষা ও স্কলারশিপ তথ্য সরবরাহকারী অফিসিয়াল পোর্টাল)

🇫🇷 ফ্রান্স
21. https://www.campusfrance.org/en
(ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য সরকারিভিত্তিক প্ল্যাটফর্ম)

22. https://www.eiffel.campusfrance.org
(Eiffel Excellence Scholarship – ফ্রান্সের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ)

🇪🇸 স্পেন
23. https://www.universidad.es
(স্পেনের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা সংক্রান্ত সরকারিভিত্তিক পোর্টাল)

24. https://www.studyinspain.info
(স্পেনে স্টাডি ও স্কলারশিপ বিষয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্ল্যাটফর্ম)

🇮🇹 ইতালি
25. https://studyinitaly.esteri.it
(MAECI – ইতালির সরকারি ফুল স্কলারশিপ প্রোগ্রাম)

26. https://www.universitaly.it
(ইতালিতে উচ্চশিক্ষা প্রোগ্রাম ও আবেদন সংক্রান্ত কেন্দ্রীয় পোর্টাল)

27. https://investyourtalentapplication.esteri.it
(Invest Your Talent in Italy – মাস্টার্স পর্যায়ের স্কলারশিপ প্রোগ্রাম)

🇦🇹 অস্ট্রিয়া
28. https://studyinaustria.at
(অস্ট্রিয়ায় স্টাডি ও স্কলারশিপ বিষয়ক অফিসিয়াল পোর্টাল)

29. https://grants.at/en/
(Austrian OeAD – স্কলারশিপ সার্চ ইঞ্জিন)

🇩🇰 ডেনমার্ক
30. https://studyindenmark.dk
(ডেনমার্কে উচ্চশিক্ষা বিষয়ক সরকারি প্ল্যাটফর্ম)

🇵🇹 পর্তুগাল
31. https://www.study-research.pt
(পর্তুগালে স্টাডি ও রিসার্চ সম্পর্কিত তথ্যভান্ডার)

32. https://www.portugal.gov.pt
(পর্তুগাল সরকারের স্কলারশিপ ঘোষণা ও শিক্ষানীতি)

🇭🇺 হাঙ্গেরি
33. https://www.stipendiumhungaricum.hu
(Stipendium Hungaricum – হাঙ্গেরির সরকারি ফুল স্কলারশিপ)

34. https://apply.stipendiumhungaricum.hu
(Stipendium Hungaricum অ্যাপ্লিকেশন পোর্টাল)

🇵🇱 পোল্যান্ড
35. https://nawa.gov.pl/en
(NAWA – পোল্যান্ডের আন্তর্জাতিক স্কলারশিপ ও এক্সচেঞ্জ বোর্ড)

36. https://study.gov.pl
(Study in Poland – অফিসিয়াল সরকারিভিত্তিক প্ল্যাটফর্ম)

🇧🇪 বেলজিয়াম
37: https://www.studyinflanders.be
(ফ্ল্যান্ডার্স অঞ্চলের স্টাডি ও স্কলারশিপ তথ্য)

38. https://www.studyinbelgium.be
(Wallonia-Brussels ফেডারেশনের স্কলারশিপ)

🇱🇻 🇱🇹 🇪🇪 বাল্টিক রাষ্ট্রসমূহ
39. https://studyinestonia.ee (এস্তোনিয়া)

40. https://www.studyinlatvia.lv (লাটভিয়া)

41. https://studyin.lt (লিথুয়ানিয়া)

🇨🇿 🇸🇰 🇸🇮 🇷🇴 🇧🇬 মধ্য ও পূর্ব ইউরোপ
42. https://www.studyin.cz (চেক রিপাবলিক)

43. https://www.dzs.cz/en (চেক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড)

44. https://www.studyinslovakia.sk (স্লোভাকিয়া)

45. https://studyinslovenia.si (স্লোভেনিয়া)

46. https://studyinromania.gov.ro (রোমানিয়া)

47. https://studyinbulgaria.bg (বুলগেরিয়া)

🇭🇷 🇬🇷 🇨🇾 🇲🇹 দক্ষিণ ইউরোপ
48. https://www.studyincroatia.hr (ক্রোয়েশিয়া)

49. https://www.studyingreece.edu.gr (গ্রিস)

50. https://www.studyincyprus.org.cy (সাইপ্রাস)

51. https://education.gov.mt (মাল্টা – শিক্ষামন্ত্রকের ওয়েবসাইট)

🇮🇪 🇱🇺 আয়ারল্যান্ড ও লুক্সেমবার্গ
52. https://www.educationinireland.com (আয়ারল্যান্ড – সরকারি শিক্ষাবিষয়ক পোর্টাল)

53. https://hea.ie (Higher Education Authority – স্কলারশিপ তথ্য)

54. https://www.uni.lu (লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয় – স্কলারশিপ ও ভর্তি তথ্য)

এখন আপনি কী করবেন?

- লিস্টটি বুকমার্ক করুন / সেভ করুন / শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন
- প্রতিদিন একটি করে ওয়েবসাইট ঘেঁটে দেখুন
- নিজের আগ্রহ ও যোগ্যতার সাথে মিলিয়ে সুযোগ খুজুঁন
- SOP, CV, রেফারেন্স লেটার প্রস্তুত করুন
- সময়মত আবেদনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিন
মনে রাখুন- আপনার বর্তমান অবস্থান আপনার সম্ভাবনার কোনো সীমা নেই।
(From rAhiqur Rahman)

/// পোস্টটি শেয়ার দিয়ে অন্যদেরও পড়ার সুযোগ করে দেওয়ার অনুর

🇧🇩 ভাই আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো, ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতে পারে বা কি ডকুমেন্টস চাইতে পার...
07/07/2025

🇧🇩 ভাই আমার ফ্রেশ পাসপোর্ট! জীবনে প্রথমবার বিদেশ ঘুরতে যাবো, ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করতে পারে বা কি ডকুমেন্টস চাইতে পারে? যদি ঠিকভাবে দেখাইতে না পারি তাহলে কি হবে?” 🤔

চলেন আজ একটু বিস্তারিত বলি ইনশাআল্লাহ।

আপনি যখন প্রথমবার বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কোনো দেশে ভ্রমণে যাবেন, তখন প্রথম ঝামেলা শুরু হতে পারে বোর্ডিং পাস দেওয়ার সময় থেকেই।
বোর্ডিং এজেন্ট যখন দেখবে আপনার পাসপোর্ট ফ্রেশ, তখন সে নরমালি কিছু প্রশ্ন করবে!

– ভিসা আছে কিনা
– কোথায় যাচ্ছেন
– কী করেন
– রিটার্ন টিকিট
– হোটেল বুকিং

এর সব কিছুর সঠিক উত্তর দিতে পারলে, তারা বোর্ডিং পাস দিয়ে দিবে।

এরপর আপনি যাবেন ইমিগ্রেশন কাউন্টারে। এখানেই মূল প্রশ্নের শুরু। ইমিগ্রেশন অফিসার সাধারণত কিছু প্রশ্ন করে আপনার ভ্রমণের উদ্দেশ্য, প্রস্তুতি ও বিশ্বাসযোগ্যতা যাচাই করে। নিচে কিছু প্রশ্ন শেয়ার করতেছি যেগুলা সাধারণত করা হয়:

ইমিগ্রেশন অফিসার কী কী জিজ্ঞেস করতে পারে:
১. কোথায় যাচ্ছেন?
২. কেন যাচ্ছেন – ঘুরতে, ট্রিটমেন্ট, কাজ নাকি অন্য কিছু?
৩. আগে কোথাও গেছেন কিনা?
৪. কে কে যাচ্ছে – আপনি একা না পরিবার/ফ্রেন্ড নিয়ে?
৫. কয়দিন থাকবেন?
৬. হোটেল বুকিং করেছেন কিনা?
৭. রিটার্ন টিকিট আছে তো?
৮. সাথে কারেন্সি আছে কিনা? কার্ড বা ক্যাশ ডলার?
৯. ভিসা কোথা থেকে নিয়েছেন এবং সেটা ভেরিফাই করবে
১০. আপনি কী করেন – চাকরি হলে অফিস আইডি বা NOC, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি বা প্রমাণ
১১. অনেক সময় মোবাইল ব্যাংক অ্যাপে ব্যালেন্স দেখতে চায়, এমনকি ব্যাংক স্টেটমেন্ট বা SMS পর্যন্ত

কিছু কিছু অফিসার আবার ট্রিকি প্রশ্নও করে দিতে পারে!

– আগে কেন বিদেশ যাননি?
– এই দেশেই কেন যাচ্ছেন?
– এই জায়গার কোনো অ্যাড্রেস জানেন?
– হোটেল কবে বুক করছেন, দেখান!
– কার্ডটা কোথা থেকে হয়েছে, এটা আপনার নামেই তো?

এইসব প্রশ্নের উত্তর যদি আপনি কনফিডেন্সের সাথে দিতে পারেন আর ডকুমেন্টস ঠিকঠাক থাকে, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।

❗ যদি উত্তর দিতে না পারেন, বা কিছু ডকুমেন্ট না থাকে, বা আপনার কথায় সন্দেহ হয় – তাহলে তারা আপনাকে অফলোড (ভ্রমণে যেতে না দেওয়া) করে দিতে পারে!

📌 কি কি ডকুমেন্টস সাথে রাখা ভালো:
১. ভ্যালিড পাসপোর্ট
২. ভিসা (যদি দরকার হয়)
৩. রিটার্ন ফ্লাইট টিকিট
৪. হোটেল বুকিং (বিশেষ করে প্রথমবার গেলে)
৫. কমপক্ষে ১ হাজার ডলার ক্যাশ বা কার্ডে টাকা
৬. ডুয়েল কারেন্সি কার্ড (যদি ক্যাশ না নেন)
৭. পেশাগত পরিচয় – চাকরি হলে NOC/ID, ব্যবসা হলে ট্রেড লাইসেন্স
৮. ব্যাংক স্টেটমেন্ট (না থাকলেও চলে, কিন্তু থাকলে ভালো)
৯. ট্রাভেল আইটিনারারি (মানে কোথায়, কবে যাবেন, কোথায় থাকবেন)
১০. অতিরিক্ত যেকোনো ব্যাক্তিগত ডকুমেন্ট যা আপনার কথা প্রমাণ করে

একটা কথা মনে রাখবেন:
ইমিগ্রেশন হলো নিরাপত্তা যাচাইয়ের জায়গা। আপনি যদি ডকুমেন্টস ঠিক রাখেন আর আতঙ্কিত না হয়ে, আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন – তাহলে কোনো ইমিগ্রেশন আপনাকে আটকাবে না ইনশাআল্লাহ।

তবে হ্যাঁ, ইমিগ্রেশন অফিসার মানুষভেদে আলাদা – কারো কারো মন-মেজাজ ভালো, আবার কেউ কেউ সন্দেহপ্রবণ। তাই সাবধান থাকা ভালো।

অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ থেকে নতুন ভ্রমণকারীদের জন্য এই গাইডলাইন শেয়ার করলাম।
কোনো ভুল বা প্রশ্ন থাকলে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ।
কোনো ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বহু প্রতীক্ষিত র‍্যাপিড ট্রানজিট সিস্টেম ( RTS Link) দ্রুত এগিয়ে চলেছে! এতে করে সিঙ্গাপুর এবং ...
07/07/2025

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বহু প্রতীক্ষিত র‍্যাপিড ট্রানজিট সিস্টেম ( RTS Link) দ্রুত এগিয়ে চলেছে! এতে করে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে সংযোগের নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। আর এই নির্মাণ কাজের সুবিধার্থে ৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত (৭ ঘন্টা) জালান ইসমাইল সুলতান রোডের কিছু অংশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সুন্দরবন একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলি জমে এই বনাঞ্চল গঠিত হয়েছে। প্...
07/07/2025

সুন্দরবন একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলি জমে এই বনাঞ্চল গঠিত হয়েছে। প্রায় ২০০ বছর আগে সুন্দরবনের আয়তন ছিল ১৬,৭০০ বর্গকিলোমিটার, যা বর্তমানে প্রায় এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বসবাস করে, যার মধ্যে রয়েল বেঙ্গল টাইগার বিশেষভাবে উল্লেখযোগ্য। সুন্দরবনের নামকরণ নিয়ে মতভেদ থাকলেও, "সুন্দর গাছ" থেকে এই নামকরণ হয়ে থাকতে পারে বলে মনে করা হয়।

নামকরণ:
সুন্দরবনের নামকরণ সম্ভবত "সুন্দর গাছ" থেকে হয়েছে, যা এই অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায়।

জীববৈচিত্র্য:
সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, বানর, কুমির, সাপ সহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।

স্বীকৃতি:
১৯৯২ সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে এবং ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

বিভাগ:
ভারত ভাগের পর সুন্দরবনের একাংশ (৬,৫১৭ বর্গ কিলোমিটার) বাংলাদেশ অংশে পড়ে।

মুঘল আমল:
মুঘল সম্রাটরা সুন্দরবনের ভূমি স্থানীয়দের কাছে ইজারা দিতেন

অবস্থান: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন হচ্ছে আমাদের সুন্দরবন। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এ বন অবস্থিত।



পরিমাণ: প্রায় ৬,০১,৭০০ হেক্টর যা দেশের আয়তনের ৪.১৩% এবং বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির ৩৮.১২%।



উদ্ভিদ প্রজাতি: সুন্দরী, গেওয়া, কেওড়া, পশুর, বাইন, কাকড়া ইত্যাদি এ বনের প্রধান প্রধান বৃক্ষ প্রজাতি।



বন্যপ্রাণী: এ বনের উল্লেখযোগ্য বন্যপ্রাণী হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, শুকর, কুমির, ডলফিন, গুইসাপ, অজগর, হরিয়াল, বালিহাঁস, গাংচিল, বক, মদনটাক, মরালিহাঁস, চখা, ঈগল, চিল মাছরাঙা ইত্যাদি।



নদী/খাল: এ বনের মধ্যে দিয়ে প্রবাহিত প্রধান প্রধান নদীগুলো হলো- পশুর, শিবসা, বলেশ্বর, রায়মংগল ইত্যাদি। তাছাড়া শত শত খাল এ বনের মধ্যে জালের মতো ছড়িয়ে আছে।



মাছ: শুধু বৃক্ষসম্পদ নয়, এ বন মৎস্য সম্পদেরও এক বিরাট আধার। ইলিশ, লইট্টা, ছুরি, পোয়া, রূপচাঁদা, ভেটকি, পারসে, গলদা, বাগদা, চিতরা ইত্যাদি মাছ পাওয়া যায়।



বিশ্ব ঐতিহ্য: সুন্দরবনের ৩ টি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত ১,৩৯,৭০০ হেক্টর বনাঞ্চলকে ইউনেস্কো ১৯৯৭ সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে।

06/07/2025

KONA

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ak Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share