অপ্রমাদ অমৃতপদ

অপ্রমাদ অমৃতপদ "Hatred does not cease by hatred, but only by love; this is the eternal rule." - The Buddha

চন্দনং তগর বা'পি উপ্প‌লং অথ বস্‌সিকী  ,এতেসং গন্ধ জাতানং সীলগন্ধ অনুত্তরো।অর্থাৎ, চন্দন, টগর, উৎপল কিংবা চামেলী প্রভৃতি ...
21/12/2025

চন্দনং তগর বা'পি উপ্প‌লং অথ বস্‌সিকী ,
এতেসং গন্ধ জাতানং সীলগন্ধ অনুত্তরো।

অর্থাৎ, চন্দন, টগর, উৎপল কিংবা চামেলী প্রভৃতি সুগন্ধঅপেক্ষা শীলবান ব্যক্তির শীলসৌরভ উৎকৃষ্টতম।

- ধর্মপদ ৫৫ (পুষ্পবর্গ)

সকালে উঠিয়া আমি এ করি পণ,
বুদ্ধ, ধর্ম, সংঘ শরণে থাকিব আজীবন।

আজ রবিবার।
২৫৬৯ বুদ্ধাব্দের ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ;
৬ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রত্যুষে ঘুম থেকে জেগে উঠার সময় আপনিও এভাবে প্রতিদিন বুদ্ধ, ধর্ম ও সংঘ রত্নত্রয়ের শরণাপন্ন হোন। ত্রিশরণে শুরু করুন দিন। আমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে যত রকমের রত্ন আছে, সেগুলো লৌকিক জগতের রত্ন। এগুলো ক্ষণস্থায়ী, কিন্তু বুদ্ধ, ধর্ম ও সংঘরত্ন হলো চিরস্থায়ী এবং পৃথিবীতে ত্রিরত্নই শ্রেষ্ঠ রত্ন। এ রত্নত্রের সমকক্ষ অন্য কোন রত্ন নেই। বৌদ্ধধর্ম মতে ত্রিরত্নের মর্যাদা সবকিছু ওপরে। তাই বৌদ্ধমাত্রই সর্বদা ত্রিরত্নের শরণাগমনে থাকা আবশ্যক।

সুপ্রভাতে সকলের জন্য শুভেচ্ছা-শুভ কামনা।
ভালো কাটুক দিনমান, সারাবেলা। ভালো থাকুন সর্বদা।

🍁সূত্র শব্দের অর্থ কি এবং সূত্র শ্রবনের উপকারিতা🍁                 ভগবান বুদ্ধ ৩৫ বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে ৪৫ বছর পর্যন্...
20/12/2025

🍁সূত্র শব্দের অর্থ কি এবং সূত্র শ্রবনের উপকারিতা🍁

ভগবান বুদ্ধ ৩৫ বছর বয়সে বুদ্ধত্ব লাভ করে ৪৫ বছর পর্যন্ত যে ধর্মোপদেশ প্রদান করেছিলেন, সে সকল ধর্মবাণীসমূহ ত্রিপিটকে লিপিবদ্ধ করা হয়েছে। ত্রিপিটক হলো সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটকের সমাহার।

সূত্র পিটকে মানবের কল্যানে ভগবান সকল প্রকার শিক্ষা প্রদান করেছেন। সূত্রকে পালিতে 'সুত্ত' বলা হয়। যার অর্থ সুতা। সুসংগত আলোচনায় সুতার সদৃশ বলে সূত্র বলা হয়। বিনয় পিটকে একটি উপমা পরিলক্ষিত হয়। সুতা দিয়ে মালা না গেঁথে পুষ্প বেদীর উপর ফুল রাখলে তা বায়ু প্রবাহে শীঘ্রই ছড়িয়ে ছিটিয়ে উড়ে যেতে পারে। কিন্তু সুতা দিয়ে মালা বা পুষ্প স্থাপন করা হলে, ইহা সহসা উড়ে যাওয়ার সম্ভাবনা কম। এরূপ যদি একই অর্থ জ্ঞাপক সূত্র সুশৃঙ্খলাবদ্ধভাবে গ্রথিত হয়, তবে বুদ্ধের ধর্মদেশনা দীর্ঘস্থায়ী হবে। এ কারণে নেত্তিপ্রকরণ অর্থকথায় একটা গাথায় দেখা যায়----

"অত্থনং সুচনতো সুবুত্ততো সবনতো চ সূদনতো,
সুত্তানা সুত্ত সভাগতো চ সুত্তং সুত্তন্তি অক্খতং।"

অর্থের সূচনা করে বলে সূত্র। শ্রোতাদের অভিপ্রায় অনুসারে সুন্দরভাবে উক্ত বলে সূত্র। বপিত শষ্যের ন্যায় শ্রবণে সুধা বা অমৃত নিঃসরণ করে বলে সূত্র। সূত্রধরের সূত্র যেমন প্রমাণ জ্ঞাপক, বিজ্ঞাপক, বিজ্ঞগণেরও ইহা প্রমাণ জ্ঞাপক বলে সূত্র।

গাথার প্রথমে বলা হয়েছে, সূত্র অর্থের সূচনা করে। পালি অর্থ বাংলায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন- অর্থ, মর্ম, উদ্দেশ্য, ধনসম্পত্তি ইত্যাদি। এখানে কিন্তু তার কোনটিই ব্যবহৃত হয়নি। অর্থ মানে এখানে চতুরার্য সত্য। ভগবান বলেছেন-"চতুসচ্চ বিনিমুত্তো ধম্মো নাম নত্থি"। অর্থাৎ চারি আর্য সত্য ছাড়া কোন ধর্ম নাই, হতেই পারে না।

সূত্রের সংজ্ঞায় বলা হয়েছে- ইহা শ্রবণে সুফল প্রসব করে বলে সূত্র। সুফল তখনই প্রসব করে, যখন পাঠের সময় অর্থ বুঝে পালি শব্দ সমূহ শুদ্ধ ও সুন্দর ভাবে উচ্চারণ করে। অর্থ না বুঝে ভুল উচ্চারণ করে অথবা মধ্যে মধ্যে বাদ দিয়ে পাঠ করলে সূত্র শ্রবণে আশানুরূপ ফল লাভ হয় না। লাভ সৎকারের আশায় সূত্র শিক্ষা করে পাঠ করলেও যথোচিত ফল প্রদানে সমর্থ হয় না। মুক্তি কামনায় শ্রদ্ধাযুক্ত চিত্তে শ্রোতাদের প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ পূর্বক পরিত্রান পাঠ করলে আত্ম-পর উভয়ের মহাকল্যাণ সাধিত হয়। এ বিষয়ে পাঠকের বিশেষ ধ্যান রাখা আবশ্যক।

✍️ প্রিয়জীত বড়ুয়া, কাঞ্চনপুর।

20/12/2025

এটি মায়ানমারের ইয়াঙ্গুনের নাগা হতাত গি প্যাগোডায় অবস্থিত ১৪ মিটার উঁচু সুন্দর উপবিষ্ট বুদ্ধ মূর্তি

পাকিস্তানের পাহাড়ে বন্দি মানুষখেকো ডাইনি! গিলগিট, পাকিস্তান।স্থানীয় কিংবদন্তি অনুযায়ী, পাহাড়ের চূড়ায় খোদিত এই মূর্...
20/12/2025

পাকিস্তানের পাহাড়ে বন্দি মানুষখেকো ডাইনি! গিলগিট, পাকিস্তান।

স্থানীয় কিংবদন্তি অনুযায়ী, পাহাড়ের চূড়ায় খোদিত এই মূর্তি আসলে এক নরখাদক যক্ষিণী বা ডাইনির। যে এককালে এই অঞ্চলে ত্রাস সৃষ্টি করেছিল। অবশেষে এক পীরবাবা তাঁর জাদুবলে ডাইনিকে পাহাড়ের গায়ে বন্দি বানিয়ে ফেলে।

গল্পটা রোমহর্ষক, কিন্তু আমি ভাবছি ডাইনিটাকে দেখতে ভগবান বুদ্ধের মতো কেন?

20/12/2025

পট্ঠান পাঠে ২৪ প্রকার পচ্চযো বা প্রত্যয় কি?
১। হেতু প্রত্যয়ঃ
লোভ-দ্বেষ-মোহ আর অলোভ- অদ্বেষ,
অমোহ সহিত হয় হেতুর বিশেষ।
শিকর বৃক্ষকে যথা প্রতিষ্ঠে ভূমিতে,
চিত্তকেও আলম্বনে রাখে দৃঢ় মতে।
সেকারণে এই ছয় হেতু ধর্মী হয়,
প্রত্যয় এ সহযোগে উপকারী কয়।
হেতু ও প্রত্যয় বিনা নাহি কোন কাজ,
কার্য্য ও কারণে বদ্ধ ত্রি-লোক সমাজ।
২। আলম্বন প্রত্যয়ঃ
রুপ-শব্দ-গন্ধ-রস-স্প্রষ্টব্য ও ধর্ম,
ষড়বিধ আলম্বন জান তার মর্ম।
এই সব আলম্বনে চিত্ত চৈতসিক,
সদা যেন ঝুলি থাকে এই কথা ঠিক।
আলম্বন প্রত্যয়েই সদা জাত হয়,
চিত্ত-চৈতসিক এই জ্ঞানীগণ কয়।
৩। অধিপতি প্রত্যয়ঃ
আলম্বন সহজাত দুই অধিপতি,
ষড়বিধ আলম্বন প্রথমাধিপতি।
ছন্দ, বীর্য্য, চিত্ত আর মীমাংসাধিপতি,
দ্বিতীয় অধিপতি গণ্য রাখ এই স্মৃতি।
আধিপত্য করে বলে এই নামে তারে,
সকলে ভাষন করে ক্ষমতাটি হেরে।
৪। অনন্তর প্রত্যয়ঃ
নিরুদ্ধে একটি চিত্ত অন্য চিত্ত জাত,
অনন্তর চিত্ত নামে পূর্ব্ব চিত্ত খ্যাত।
ভবাঙ্গ চিত্তের সহ আবর্ত্তন চিত্ত,
অনন্তর ভাবে যথা হয় সম্বন্ধিত।
একটি চিত্তের সহ অন্যটি চিত্তের,
সম্বন্ধ করে বলে জান এই ফের।
৫। সমনন্তর প্রত্যয়ঃ
অনন্তর আসন্নেই এ সমনন্তর,
উভয়ে প্রভেদ কিন্তু হয়না বিস্তর।
কাছাকাছি দুই হয় উপসর্গ ভেদ,
দেশনা বিলাসে বলে নাহিক প্রভেদ।
৬। সহজাত প্রত্যয়ঃ
আলোক উত্তাপ যথা সূর্য্য সহজাত,
ইহার সহিত তথা অন্য প্রত্যয় জাত।
বিজ্ঞান সঞ্জাত হয় চিত্তে সেইক্ষণে,
বেদনা, সংজ্ঞা, সংস্কার জাত সেই ক্ষণে।
চারটি অপরুপ স্কন্ধ যথা সহজাত,
জন্ম ক্ষণে নাম-রূপ তথা সহজাত।
৭। অন্যান্য প্রত্যয়ঃ
পরস্পরে অবলম্বি ত্রি-দন্ড যেমন,
সদা থাকে স্থিরভাবে একটি পতন।
যদি হয় কোনকালে, অপর দুইটি,
নিশ্চয় পড়িয়া থাকে এই কথা খাঁটি।
তেমন অরূপ- স্কন্ধ, রূপ-স্কন্ধ মাঝে,
চারটি অরূপ ও চারিভূত এ যে।
প্রতিসন্ধি ক্ষণে নাম রূপ পরস্পরে,
অপতন কারনেই সহায়তা করে।
একটি অভাবে কিন্তু অন্যটি কখন,
নাহি হয় জাত তাই অন্যােন্য কথন।
৮। নিশ্রয় প্রত্যয়ঃ
নিশ্রয় আশ্রয় হয় একার্থ বাচক,
ভূমি যথা উদ্ভিদের হয় সহায়ক।
নৌকার আশ্রয়ে যথা নদী তীর্ণ হয়,
তথা নৌকা আরোহীর একান্ত নিশ্রয়।
চক্ষু হয় পুর্ব জাত, পরে চক্ষু বিজ্ঞান,
তাই চক্ষু পূর্বজাত, নিশ্চয় বাখান।
সহজাত চিত্ত আরও চৈতসিকগুলি,
একে অন্যের নিশ্রয় জানহ সকলি।
৯। উপনিশ্রয়ঃ
বলবান নিশ্রয়ই হয় উপনিশ্রয়,
প্রধান উপায় ইহা সর্বদাই কয়।
'উপ' এই উপসর্গ প্রধান কারণে,
হয়েছে যোজিত ইহা, জান একমনে।
দান-শীল-ভাবনাদি করি সম্পাদন,
শ্রদ্ধাভরে স্মরে থাকে প্রসাদ কারণ।
প্রত্যবেক্ষণ চিত্তের গৌরবালম্বন,
নামেই কথিত ইহা নিশ্রয় ভাষন।
কুশল বা অকুশল হেতু বহুবিধ,
উপনিশ্রয় কারণে হয়েছে বিবিধ।
১০। পূর্বজাত প্রত্যয়ঃ
পূর্বক্ষণে রূপ- ধর্ম হইয়া উৎপন্ন,
বর্তমান ক্ষণে ইহা বহুধা বিভিন্ন।
সহায়তা করে সদা, এসব কারণে,
পূর্ব্ব জাত প্রত্যয় এ জান একমনে।
১১। পশ্চাজাত প্রত্যয়ঃ
পশ্চাৎজাত চিত্ত আরও চৈতসিক হয়,
পূর্বজাত রূপ-কায় হতে সমুদয়।
উপ্তবীজে অঙ্কুরিত করিতে বর্ধিত,
পরবর্তী বারি যথা সহায় নিয়ত।
প্রতি সন্ধি চিত্ত সহজাত এ শরীরে,
পরবর্তী চিত্ত আর চৈতসিক করে।
বর্ধন -পোষন তথা চ্যুতি চিত্ত কাল,
সর্বদা সাহায্য করে পিছু নিত্য কাল।
১২। আসেবন প্রত্যয়ঃ
পুনঃপুনঃ সেবা হেতু আসবেন বলে,
নিয়ত পতনে যথা, সদ্য ফল ফলে।
বীর্য-সহকারে কাজ করিতে নিয়ত,
সুফল ফলিবে ধ্রুব, একথা নিশ্চিত।
পুনঃপুনঃ সুচরিত করিলে সাধন,
বুদ্ধত্ব লভিতে পারে, শ্রেষ্ঠ আসেবন।
১৩। কর্ম প্রত্যয়ঃ
চেতনা বলেতে হয় কর্মের প্রত্যয়,
সহজাত-নানাক্ষণিক দুই পরিচয়।
ঊননব্বই চিত্তের সমস্ত চেতনা,
সহজাত নামে ইহা জানহ বর্ণনা।
প্রচ্ছন্ন নিব্বাণ কাল চিত্তের প্রবাহে,
নানা ক্ষণিক কর্ম অহরহঃ রহে।
১৪। বিপাক প্রত্যয়ঃ
পরিপক্ষ কর্মফল হইবে যখন,
বিপাক অবস্থা তাকে বলেন তখন।
চেতনা চারিটি হয় কার্য্য ও কারণে,
জবনে ইহার শক্তি নিয়ত প্রদানে।
প্রথম অবস্থা হয় চিত্ত জাত হলে,
দ্বিতীয় অবস্থা বলে জবনের কালে।
মরণ-আসন্ন কালে তৃতীয় কথিত,
চতুর্থতঃ ফলদানে চারটি ভাষিত।
১৫। আহার প্রত্যয়ঃ
কবলীকৃত আহারে রূপাহার বলে,
স্পর্শ, চেতনা, বিজ্ঞানে অরূপাহার বলে।
চিত্ত আর চৈতসিক এই দুই হতে,
প্রত্যয় উৎপন্ন হয় যথা ধর্মমতে।
১৬। ইন্দ্রিয় প্রত্যয়ঃ
ইন্দ্রিয় প্রত্যয়ধর্মী বিংশতি প্রকার,
জনন, ধারন, পালন শকতি তাহার।
অনন্তর প্রত্যয়েতে উৎপাদন গুণ,
পশ্চাজাত প্রত্যয়েতে ধারনের গুণ।
জীবিত ইন্দ্রিয়ে আছে গুণ পালনের,
আধিপত্য করে বলে নাম ইন্দ্রিয়ের।
১৭। ধ্যান প্রত্যয়ঃ
ধ্যানের কারনে যোগী চিত্ত স্থির করে,
যে ধ্যেয় বিষয়ে চিত্ত রাখে শক্ত করে।
কুশল ধ্যানাঙ্গ বিনা দানাদি ভাবনা,
কেহই করিতে নারে, কর বিচারণা।
একাগ্রতা যতবাড়ে শক্তি বাড়ে তত,
সকৃত্য সাধনে ইহা অতীব অদ্ভুত।
১৮। মার্গ প্রত্যয়ঃ
ধ্যানে করে আলম্বনে চিত্তকে সরল,
দৃঢ়ভাবে রাখে সদা অর্পণায় কেবল।
মার্গ করে চেতনাকে লোকোত্তর গামী,
গঠনে-বর্ধনে সদা হয়ে দ্রুতগামী।
১৯। সম্প্রযুক্ত প্রত্যয়ঃ
একবাস্ত একালম্বন একোৎপত্তিক্ষণ,
একক্ষণে নিরোধই সম্প্রযুক্ত ক'ন।
২০। বিপ্রযুক্ত প্রত্যয়ঃ
রূপারূপ একবাস্তু এক আলম্বন,
রূপারূপ প্রত্যয় হয় না করি গ্রহণ।
২১। অাস্থি প্রত্যয়ঃ
প্রত্যয়োৎপন্ন ধর্ম মাঝে থাকি বিদ্যমান,
উৎপত্তি-স্থিতি-ভঙ্গে থাকে বর্দ্ধমান।
২২। নাস্তি-প্রত্যয়ঃ
অবিদ্যমান থাকি ইহা দেয় অবকাশ,
প্রত্যয় উৎপন্ন ধর্মে নাস্তিতে বিকাশ।
বিগত-অবিগত শব্দদ্বয়ে শ্বাশত-উচ্ছেদ,
প্রতিষেধক বিগতাবিগত ইহাই বিভেদ।

ন পুপ্ফ‌গন্ধ পটিবাতমেতিন চন্দনং তগর মল্লিকা বা,সতঞ্চ গন্ধ পটিবাতমেতিসব্বা দিসা সপ্পু‌রিসো পবাতি।অর্থাৎ, পুষ্পগন্ধ বায়ুর ...
20/12/2025

ন পুপ্ফ‌গন্ধ পটিবাতমেতি
ন চন্দনং তগর মল্লিকা বা,
সতঞ্চ গন্ধ পটিবাতমেতি
সব্বা দিসা সপ্পু‌রিসো পবাতি।

অর্থাৎ, পুষ্পগন্ধ বায়ুর প্রতিকুলে প্রবাহিত হয় না, চন্দন কিংবা টগর মল্লিকা প্রভৃতির গন্ধও না। কিন্তু সৎলোকের গুণসুরভি বায়ুর প্রতিকূলেও গমন করে। সৎপুরুষ সকল দিকে পরিব্যপ্ত হন।

- ধর্মপদ ৫৪ (পুষ্পবর্গ)

সকালে উঠিয়া আমি এ করি পণ,
বুদ্ধ, ধর্ম, সংঘ শরণে থাকিব আজীবন।

আজ শনিবার
২৫৬৯ বুদ্ধাব্দের ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ;
৫ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেখতে দেখতে শুক্রবার অতীত হয়ে শনিবার এসে পৌছাল। তার মানে আজ থেকে আবার কর্মবাস্ততার দিন শুরু। সকালটা সুন্দরভাবে শুরু করুন, প্রথমে ত্রিশরণ-পঞ্চশীল এবং ত্রিরত্ন বন্দনা-পূজা, মৈত্রী ভাবনানুশীলনের মধ্যদিয়ে আপনার উপাসনা সেরে নিন। তার পর অপ্রমত্ত ভাবে যার যার কাজে মনোনিবেশ করুন

সুপ্রভাত-শুভ কামনা সকলের প্রতি। জগতের সকল প্রাণী সুখী হউক।

সাধু সাধু সাধু।

কোশল রাজের চতুর্থ স্বপ্ন রহস্যচতুর্থ স্বপ্ন : বলবান দৃঢ়কার গরু থাকা সত্ত্বেও অল্পবয়ষ্ক গরু গাড়ী টানতে সংযোজন করল, তারা শ...
19/12/2025

কোশল রাজের চতুর্থ স্বপ্ন রহস্য

চতুর্থ স্বপ্ন : বলবান দৃঢ়কার গরু থাকা সত্ত্বেও অল্পবয়ষ্ক গরু গাড়ী টানতে সংযোজন করল, তারা শকট টানতে অক্ষম বিধায় অগ্রসর হতে পারলনা এর অর্থ কি?

চতুর্থ স্বপ্নের উত্তরে ভগবান : ভবিষ্যতে রাজারা যখন অধার্মিক হবে তখন এ অবস্থা ঘটবে। রাজকার্যে পন্ডিত কুশলী ও কর্মঠ ব্যক্তির পরিবর্তে মুর্খ ও অনভিজ্ঞ ব্যক্তিরা নিয়োগপ্রাপ্ত হবে। তারা যথাযথভাবে রাজকার্য পরিচালনা করতে সক্ষম হবে না। বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিরা আত্মসম্মান হানির ভয়ে এসব কাজে অগ্রসর হবে না, এভাবে রাজকার্যের পরিহানি হতে থাকবে এবং রাজ্য শ্রী নষ্ট হতে থাকবে। শকট বহনে অসমর্থ তরুণ গরুর ন্যায় হল নব্যলোকেরা আর বলবান গরুর ন্যায় হবে বৃদ্ধ ও অভিজ্ঞ ব্যক্তিরা। এতে আপনার কোন ভয় নেই।

পঞ্চম পর্বের অপেক্ষায় থাকুন।

সম্পাদনায়ঃ অমিতানন্দ ভিক্ষু,
উপাধ্যক্ষঃ ফ্রান্স বিশ্বশান্তি বৌদ্ধ ধ্যান কেন্দ্র, লা কননভ, ফ্রান্স

সুবিজানো ভবং হোতি, অবিজানো পরাভবো,ধম্মকামো ভবং হোতি, ধম্মদেস্সী পরাভবো।বাংলা অনুবাদ: জ্ঞানী ব্যক্তির জয় হয় এবং অজ্ঞানীর...
19/12/2025

সুবিজানো ভবং হোতি, অবিজানো পরাভবো,
ধম্মকামো ভবং হোতি, ধম্মদেস্সী পরাভবো।

বাংলা অনুবাদ: জ্ঞানী ব্যক্তির জয় হয় এবং অজ্ঞানীর পরাজয় ঘটে, ধর্মানুরাগীর জয় হয় কিন্তু ধর্ম বিদ্বেষীর পরাজয় হয়।

19/12/2025

বুদ্ধ বন্দনায় রত ভিক্ষু

19/12/2025

শিক্ষিকা রূপা চাকমা উচ্চ বিদ্যালয়ে বৌদ্ধ ধর্মীয় ক্লাস নিলে শুরুতে এভাবে বুদ্ধ, ধর্ম ও সংঘ বন্দনা করে শুরু করেন যা শিক্ষনীয়

যথাপি পুপ্ফ‌রাসিম্হা‌ কয়িরা মালাগুনে বহুএবং জাতেন মচ্চেন কত্তব্বং কুসলং বহুং।অর্থাৎ, যেমন পুষ্পরাশি হতে নানাবিধ মাল্য প্...
19/12/2025

যথাপি পুপ্ফ‌রাসিম্হা‌ কয়িরা মালাগুনে বহু
এবং জাতেন মচ্চেন কত্তব্বং কুসলং বহুং।

অর্থাৎ, যেমন পুষ্পরাশি হতে নানাবিধ মাল্য প্রস্তত করা যায়, তদ্রুপ যে মানবজন্ম গ্রহন করেছি তাহারও বহুবিধ সৎকর্ম করা উচিত।

- ধর্মপদ ৫৩ (পুষ্পবর্গ)

সকালে উঠিয়া আমি এ করি পণ,
বুদ্ধ, ধর্ম, সংঘ শরণে থাকিব আজীবন।

আজ ছুটির দিন শুক্রবার।
২৫৬৯ বুদ্ধাব্দের ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ;
৪ঠা পৌষ ১৪৩২

সর্বপ্রথম প্রাতঃকৃত্যাদি সেরে নিয়ে ত্রিরত্ন বন্দনা-পূজা, মৈত্রী ভাবনানুশীলনের মধ্যদিয়ে আপনার উপাসনা সেরে নিন। পরিবারের সকলকে নিয়ে ছুটির দিনটি ধর্মময়ভাবে উপভোগ করুন। সুপ্রভাতে সকলের প্রতি মৈত্রীময় শুভেচ্ছায় তথাগত বুদ্ধের অপ্রমেয় গুণরাশি প্রভায় সকলের জয়মঙ্গল সাধিত হোক এই শুভ প্রার্থনা করছি।

☸ সাধু সাধু সাধু ☸

জগতের সকল প্রাণী সুখী হউক।

সুপ্রভাতে সকলের জন্য শুভেচ্ছা-শুভ কামনা।
ভালো কাটুক দিনমান, সারাবেলা। ভালো থাকুন সর্বদা।

ที่อยู่

France World Peace Buddhist Meditation Centre, 15 Avenue De La République
Ayutthaya
93120

เว็บไซต์

แจ้งเตือน

รับทราบข่าวสารและโปรโมชั่นของ অপ্রমাদ অমৃতপদผ่านทางอีเมล์ของคุณ เราจะเก็บข้อมูลของคุณเป็นความลับ คุณสามารถกดยกเลิกการติดตามได้ตลอดเวลา

ติดต่อ ธุรกิจของเรา

ส่งข้อความของคุณถึง অপ্রমাদ অমৃতপদ:

แชร์

ประเภท