23/11/2025
একজন মা কতটা একা আর অসহায় হলে তাকে নিজের শিশুকে কোলে নিয়ে বাথরুমে দাঁড়িয়ে গোসল করতে হয়?
পরিবারে অন্য কেউ সাহায্য করুক না করুক—
সন্তানের বাবার কি সত্যিই এতটুকু দায়িত্ববোধও থাকে না?
বাবাদের উদ্দেশে একটা প্রশ্ন—
আপনার সন্তান জন্মের পর যদি আপনার খাওয়া, ঘুম, আড্ডা, সোশ্যাল লাইফ, অফিস—সবই আগের মতোই চলতে থাকে,
কিন্তু ঠিক সেই সময়টাতেই সন্তানের মায়ের পুরো জীবনটা পাল্টে যায়—
তখন কি আপনি সত্যিই “বাবা” হওয়ার দায়িত্বটা পালন করছেন?
মাকে ঠিকমতো খেতে হয়, বিশ্রাম নিতে হয়, সুস্থ হতে সময় লাগে—
কিন্তু বাস্তবে দেখা যায়,
সে খেতে বসলে ওঠে যেতে হয়,
ঘুমাতে গেলেই বাচ্চা কেঁদে ওঠে,
এমনকি ওয়াশরুমে যাওয়ারও ফুরসত পায় না।
একবেলা শান্তিতে খাওয়াটাকেও তার জন্য যেন “লাক্সারি” মনে হয়।
মনে রাখবেন—
ভালো বাবা হতে চাইলে আগে আপনাকে ভালো সঙ্গী হতে হবে।
সন্তানকে সুস্থ, নিরাপদ রাখতে চাইলে—
প্রথমেই তার মাকে ভালোবাসুন, তাকে সাহায্য করুন, তাকে মানুষ হিসেবে সম্মান দিন।
© collected